স্টাফ রিপোর্টার,ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ায় করোনাকালীন সময়ে সাংবাদিকদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ আর্থিক সহযোগীতার চেক বিতরণ করা হয়েছে। শুক্রবার ১১টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে এই চেক বিতরণ করা হয়৷

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  স্থানীয় সংসদ সদস্য ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী।

প্রেসক্লাব সভাপতি রিয়াজ উদ্দিন জামির সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান লায়ন ফিরোজুর রহমান ওলিও, জেলা তথ্য অফিসার মোঃ আসাদুজ্জামান কাওসার। স্বাগত বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন।

অনুষ্ঠানে প্রধান অতিথির মোকতাদির চৌধুরী এমপি বলেন, মানবিক দিক বিবেচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনাকালীন সময়ে কাজ করে যাচ্ছেন। এই করোনাকালীন সময়ে কৃষক থেকে শুরু করে সকলেই ক্ষতিগ্রস্থ হয়েছেন। এর মধ্যে সাংবাদিকদের অসহায়ত্ব অন্য জায়গায়। কারণ সাংবাদিকের পক্ষে যে কোন কাজ করা সম্ভব হয় না। আবার নিজের কাজটা ছেড়ে দেয়াও সম্ভব হয় না। এখানে থাকাটা মানেই প্রতিনিয়ত সংগ্রাম করে টিকে থাকা।

তিনি বলেন, এই চেক কোনো ত্রাণ বা অনুদান নয়, এটা রাষ্ট্রের দায়িত্ব প্রতিটি মানুষের খোঁজ রাখা। এই অনুদান তারই অংশ।

পরে তিনি জেলায় কর্মরত ৪০ জন সাংবাদিকের হাতে প্রধানমন্ত্রীর অনুদানের চেক তুলে দেন৷ অনুষ্ঠানে জেলায় কর্মরত বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে চেক গ্রহণকারী সাংবাদিকগণ প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিকদের মাঝে প্রধানমন্ত্রীর বিশেষ আর্থিক সহযোগীতার চেক বিতরণ


স্টাফ রিপোর্টার,ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ায় সামাজিক সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের উদ্যোগে গাছের চারা বিতরণ কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে শহরের আবদুল কুদ্দুস মাখন পৌর মুক্ত মঞ্চ ময়দানে বৃক্ষরোপণ ও চারা বিতরণের মাধ্যমে কর্মসূচীর উদ্বোধন করা হয়।

আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সোপানুল ইসলাম সোপানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ লোকমান হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল, জেলা শাখার সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান মাহি, সাংগঠনিক সম্পাদক রাসেল আহমেদ আশিক, সদস্য আলাউদ্দিন সাবেরি, নুসরাত জাহান তাসিন ও রাকিব সাদি প্রমুখ।

লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম বলেন, ব্রাহ্মণবাড়িয়ায় ১ হাজার ১শত ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে। আগামী তিন মাস সারা দেশে এই কার্যক্রম চলবে। এ বছর সারা দেশে ১ লাখ গাছের চারা বিতরণ করা হবে।

ব্রাহ্মণবাড়িয়ায় লাল সবুজের গাছের চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন


স্টাফ রিপোর্টার,ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক চাপায় শামীম মিয়া (১৯) নামে এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা-সিলেট মহাসড়কের সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের রাধিকা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহত শামীম সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নের সিন্দুরউড়া গ্রামের জাকির হোসেনের ছেলে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে শামীম তার মোটর সাইকেল নিয়ে সুলতানপুরে বোনের বাড়িতে যায়। দুপুর ১টার দিকে ফেরার পথে রাধিকা এলাকায় বিপরীত দিক থেকে একটি ট্রাক মোটর সাইকেলটিকে চাপা দেয়। এতে শামীম মারাত্মক আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহজালাল আলমের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই যুবকের লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক চাপায় মোটর সাইকেল আরোহী নিহত


স্টাফ রিপোর্টার,ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ায় করোনায় ক্ষুদ্র ও মাঝারী শিল্পে ক্ষতিগ্রস্থ পল্লী উদ্যোক্তাদের মধ্যে প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনা ঋণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় সদর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ে এ ঋণ বিতরণ করা হয়৷

ঋণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার পঙ্কজ বড়ুয়া।

জেলা বিআরডিবির উপ-পরিচালক মোহাম্মদ হুমায়ূন কবিরের সভাপতিত্বে ও সদর উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ আবদুল কাদিরের সঞ্চালনায় অনুষ্ঠিত ঋণ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া কেন্দ্রীয় সমবায় ব্যাংকের সভাপতি ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম.এ.এইচ মাহবুব আলম, সদর উপজেলা ইউসিসিএ লিমিটেড এর চেয়ারম্যান মোঃ লিয়াকত আলী, বিজয়নগর উপজেলা ইউসিসিএ লিমিটেড এর চেয়ারম্যান ও ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী ও সদর উপজেলা শিক্ষা কমিটির সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ বাহারুল ইসলাম মোল্লা, সদর উপজেলা সহকারি পল্লী উন্নয়ন অফিসার মোঃ ফারুক-ই-আজম ও মাজহারুল হক।

এ সময় প্রধান অতিথি পঙ্কজ বড়ুয়া বলেন, বর্তমান সরকার জনগণের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করছে। সরকার বিআরডিবির মাধ্যমে গরীব মানুষের মাঝে ক্ষুদ্র ঋণ বিতরণ করছে।করোনাকালে পল্লী উদ্যোক্তারা যাতে ঘুরে দাড়াতে পারেন সেজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষতিগ্রস্থ পল্লী উদ্যোক্তাদেরকে স্বল্প সুদে প্রণোদনা দিচ্ছেন। তিনি বলেন, পল্লী উদ্যোক্তারা গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়ন করতে পারলেই সমাজ ও রাষ্ট্রের উন্নয়ন হবে। তিনি পল্লী উদ্যোক্তাদেরকে ঋণের টাকা যথাযথ ব্যবহারের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নে কাজ করার আহবান জানান।

পরে প্রধান অতিথি ও বিশেষ অতিথিগণ মাঠ পর্যায়ে বাছাইকৃত ১৭ জন পল্লী উদ্যোক্তার মাঝে  ১৭ লাখ টাকার চেক বিতরণ করেন৷

ব্রাহ্মণবাড়িয়ায় করোনায় ক্ষতিগ্রস্থ পল্লী উদ্যোক্তাদের মাঝে প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনা ঋণ বিতরণ


স্টাফ রিপোর্টার,ব্রাহ্মণবাড়িয়া
খুলনার রুপসা উপজেলার শিয়ালী গ্রামে হিন্দু পরিবারের উপর হামলায় হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের জেলা শাখার উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের জেলার প্রেসিডিয়াম সদস্য জহর লাল সাহার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক প্রদে্যুত নাগ, সাংগঠনিক সম্পাদক খোকন কান্তি আচার্য্য, সদর উপজেলা সভাপতি প্রবীর কুমার দেব।

মানববন্ধনে বক্তারা বলেন, গত কয়েকদিন আগে খুলনার রুপসা উপজেলার শিয়ালী গ্রামে হিন্দু পরিবারের উপর হামলা, পটুয়াখালীর কলাপাড়ায় রাখাইনদের উপর হামলাসহ সংখ্যালঘুদের উপর হামলা নির্যাতন চলছে। বক্তারা এসব ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে দোষীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।

খুলনায় সংখ্যালঘু পরিবারে হামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন অনুষ্ঠিত


স্টাফ রিপোর্টার,ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় ২ নারীর মৃত্যু হয়েছে। বুধবার ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ৫৯ বছর বয়সী এক নারী ও নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬০ বছর বয়সী অপর এক নারী করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন অফিসের ফেসবুক পেইজে এই তথ্য দেয়া হয়।

এছাড়া গত ২৪ ঘন্টায় ৩৪০টি নমুনা পরীক্ষা করে ১১১জনের করোনা সনাক্ত হয়েছে। এদের মধ্যে সদর উপজেলায় ৬২ জন, কসবা উপজেলায় ১০জন, আখাউড়া উপজেলায় ৯জন, আশুগঞ্জ উপজেলায় ২১জন, বিজয়নগর উপজেলায় ২জন ও বাঞ্চারামপুর উপজেলায় ৭ জন। গত ২৪ ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪০জন।

ফেসবুক পেইজে বলা হয়, ব্রাহ্মণবাড়িয়া জেলায় এ পর্যন্ত ৯৯৩৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৪৫৭ জন, প্রাতিষ্ঠানিক কোয়ারেইন্টানে আছেন ১৯৩ জন, হাসপাতালের আইসোলেশনে আছেন ৭৯জন, সেলফ আইসোলেশনে আছেন ৪২৫৬ জন৷ এ পর্যন্ত জেলায় মারা গেছেন ১৪১ জন।

এ ব্যাপারে সিভিল সার্জন ডাঃ মোঃ একরামউল্লাহর সাথে যোগাযোগ করলে তিনি বিষয়টির সত্যতা নিশ্চিত করেন৷

ব্রাহ্মণবাড়িয়ায় করোনায় আক্রান্ত হয়ে ২ নারীর মৃত্যু


স্টাফ রিপোর্টার,ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ায় মুজিব বর্ষ উপলক্ষে বৃক্ষরোপন কর্মসূচী শুরু হয়েছে। মঙ্গলবার দুপুরে সদর উপজেলার রামরাইল ইউনিয়নের বিজেশ্বর গ্রামের কাঁচা সড়কের পাশে বৃক্ষরোপনের মধ্যে দিয়ে এই কর্মসূচী উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার পঙ্কজ বড়ুয়া।

রামরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাদাত খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ মোজাম্মেল হক রেজা, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম.এ.এইচ মাহাবুব আলম প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি পঙ্কজ বড়ুয়া বলেন, মুজিব বর্ষ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ১০ ইউনিয়নে মোট ৩০ হাজার বৃক্ষরোপন করা হবে।
এর অংশ হিসেবে মঙ্গলবার রামরাইল ইউনিয়নের গ্রামীন সড়কের দুইপাশে বনজ, ফলজ ও ঔষধি বৃক্ষরোপন করা হয়েছে। এই কার্যক্রম অব্যাহত থাকবে।

মুজিব বর্ষ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় বৃক্ষরোপন কর্মসূচী শুরু


স্টাফ রিপোর্টার,ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে দ্রুত সেন্ট্রাল অক্সিজেন প্লান্ট ও আইসিইউ বেড স্থাপনের দাবিতে বাংলাদেশ ছাত্র মৈত্রী এবং বাংলাদেশ যুব মৈত্রীর অবস্থান কর্মসূচী পালিত হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় বাংলাদেশ ছাত্র মৈত্রী এবং বাংলাদেশ যুব মৈত্রী, ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে সিভিল সার্জনের কার্যালয়ের সামনে এ অবস্থান কর্মসূচি পালিত হয়৷

জেলা যুব মৈত্রীর আহবায়ক অ্যাডভোকেট মোঃ নাসির মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত অবস্থান কর্মসূচী চলাকালে সংহতি প্রকাশ বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শফিউল আলম লিটন, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি, ব্রাহ্মণবাড়িয়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহবায়ক সাংবাদিক আবদুন নূর, জেলা ঘাতক দালাল নির্মাণ কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট অসীম কুমার বর্দ্ধন৷

বক্তব্য রাখেন জেলা যুব মৈত্রীর যুগ্ম আহবায়ক কাজী তানভীর মাহমুদ, সদস্য সচিব ফরহাদুল ইসলাম পারভেজ, জেলা ছাত্র মৈত্রীর সভাপতি ফাহিম মুনতাসির, জেলা ছাত্র মৈত্রীর নেতা মহুয়ী শারদ প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, করোনা চিকিৎসায় ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ন্যুনতম সুযোগ সুবিধার অভাবে রোগীদের জীবন বিপন্ন হচ্ছে। হাসপাতালে ভর্তিকৃত রোগীদের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের কাছ থেকে অক্সিজেন সিলিন্ডার এনে দিতে হচ্ছে। আইসিইউ বেড না থাকায় সংকটাপন্ন রোগীদের ঢাকাসহ জেলার বাইরে বিভিন্ন হাসপাতালে নিতে হচ্ছে । তাই ৩২ লাখ জনসংখ্যা অধ্যুষিত ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে দ্রুত সেন্ট্রাল অক্সিজেন প্লান্ট স্থাপনসহ পর্যাপ্ত সংখ্যক আইসিইউ বেড স্থাপনের জন্য জেলার মন্ত্রী-এমপিদের সম্মিলিতভাবে উদ্যোগ গ্রহণের জন্য দাবি জানান।

অক্সিজেন প্লান্ট ও আইসিইউ বেড স্থাপনের দাবিতে ছাত্র ও যুবমৈত্রীর অবস্থান কর্মসূচী


স্টাফ রিপোর্টার,ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ায় করোনা রোগীদের বিনামুল্যে অক্সিজেন সেবা ও এ্যাম্বুলেন্স সেবা চালু করেছে সামাজিক সংগঠন বিজেশ্বর স্বাস্থ্য সুরক্ষা কার্যালয়। মঙ্গলবার দুপুরে সদর উপজেলার রামরাইল ইউনিয়নের বিজেশ্বর গ্রামে ফ্রি অক্সিজেন সেবা দেয়ার মধ্য দিয়ে তাদের কার্যক্রম শুরু হয়।

এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলার নির্বাহী অফিসার পঙ্কজ বড়ুয়া।

রামরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শাহদাত খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোজাম্মেল হোসেন রেজা, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম.এ.এইচ মাহবুব আলম, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজউদ্দিন জামি, সাবেক সভাপতি মোঃ আরজু।

এ সময় বক্তারা বলেন, করোনা পরিস্থিতিতে অক্সিজেন সংকট মোকাবেলায় এবং অক্সিজেন সেবা ও এ্যাম্বুলেন্স সার্ভিস দেয়ার জন্য কার্যক্রম চালু প্রশংসার দাবিদার। বক্তারা সমাজের বিত্তবানদের করোনায় আক্রান্তদের পাশে এগিয়ে আসার আহবান জানান।

করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসার্থে বিনামূল্যে অক্সিজেন সেবা ও এ্যাম্বুলেন্স সার্ভিস চালু


স্টাফ রিপোর্টার,ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান, মহান মুক্তিযুদ্ধের সংগঠক, সাবেক অতিরিক্ত সচিব ও সরাইল উপজেলা আওয়ামী লীগের সদস্য ফরহাদ রহমান ওরফে মাক্কি ইন্তেকাল করেছেন (ইন্না-রাজিউন)। মঙ্গলবার বিকাল ৪টা ৪০ মিনিটে ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৫ বছর। তিনি ২ স্ত্রী, ৩ ছেলে ও ১ কন্যা সন্তানসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান।

পারিবারিক সূত্র জানায়, ফরহাদ রহমান প্রথমে করোনায় আক্রান্ত হয়ে সুস্থ্য হয়ে ওঠেছিলেন। পরে লিভার সমস্যা, ক্যান্সার ও যক্ষা রোগে ভুগছিলেন।

উল্লেখ্য ফরহাদ রহমান ওরফে মাক্কি প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি ব্যারিষ্টার শাহ আলী ফরহাদের পিতা।

সাবেক অতিরিক্ত সচিব ফরহাদ রহমান আর নেই

ফেসবুকে আমরা..