-
- আজকের ব্রাহ্মণবাড়িয়া, নিউজরুম, ব্রাহ্মণবাড়িয়া সদর
- বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসায় ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় শোক দিবস পালিত
- আপডেট সময় August, 15, 2021, 11:30 pm
- 125 বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার,ব্রাহ্মণবাড়িয়া
বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসার মধ্যে দিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। রোববার সকাল ৮টায় শহরের বঙ্গবন্ধু স্কয়ারের জাতীয় বীর আবদুল কুদ্দুস মাখন পৌর মুক্ত মঞ্চে স্থাপিত জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন স্থানীয় সংসদ সদস্য র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী।
পরে পর্যায়ক্রমে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন, পুলিশ বিভাগের পক্ষে পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান, পৌরসভার পক্ষে পৌর মেয়র মিসেস নায়ার কবির, জেলা আওয়ামী লীগের পক্ষে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার, ও সদর উপজেলা প্রশাসনের পক্ষে সদর উপজেলা নির্বাহী অফিসার পঙ্কজ বড়ুয়া।
অতিথিবৃন্দের শ্রদ্ধা নিবেদনের পর রাষ্ট্রীয় সালাম অনুষ্ঠিত ও সাধারণ মানুষের অংশ গ্রহণে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগষ্ট শাহাদাৎবরণকারীদের আত্মার মাগফেরাত কামনা করে ১ মিনিট নিরবতা পালন করা হয়।
পরে সাধারণ মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য বঙ্গবন্ধুর প্রতিকৃতি উম্মুক্ত করে দেয়া হয়।
এই বিভাগের আরো খবর
Leave a Reply