স্টাফ রিপোর্টার,ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ায় ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে পৌরসভার উদ্যোগে সপ্তাহব্যাপী মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় শহরের শহরের পূর্ব পাইকপাড়া এলাকায় পৌর মেয়র মিসেস নায়ার কবির মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি, সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন, পৌরসভার ১২টি ওয়ার্ডের কাউন্সিলরগণ ও পৌর সভার কর্মকর্তাগণ প্রমুখ৷

উদ্বোধনী অনুষ্ঠানের পর মেয়র মিসেস নায়ার কবির ফগার মেশিন এবং স্প্রে-মেশিনের মাধ্যমে মশক নিধন কার্যক্রমের উদ্বোধন করেন।

মেয়র নায়ার কবির বলেন, ডেঙ্গু ও চিকনগুনিয়ার প্রতিরোধে মশক নিধন অভিযান উদ্বোধন করা হয়েছে। পৌরসভার প্রতিটি ওয়ার্ডের সকল রাস্তায় মশক নিধন করার জন্যে ফগার মেশিন এবং স্প্রে মেশিনের মাধ্যমে স্প্রে কার্যক্রম চলবে।

ব্রাহ্মণবাড়িয়ায় মশক নিধন কার্যক্রম উদ্বোধন

স্টাফ রিপোর্টার,ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রীবাহি বাসের চাপায় উজ্জ্বল মিয়া (২৭) নামে এক রিকসা চালকের মৃত্যু হয়েছে।  মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার পশ্চিম মেড্ডা শরীফপুর এলাকায় শহর বাইপাস সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত উজ্জ্বল মিয়া সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের দারমা গ্রামের হাসান মিয়ার ছেলে।

তিনি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের ঘাটুরা গ্রামের হাজী মাহবুবুর রহমানের গ্যারেজের রিকসা চালাতেন। পুলিশ ঘাতক বাসটিসহ এর চালককে আটক করেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে উজ্জ্বল মিয়া পীরবাড়ি এলাকা থেকে খালি রিকসা নিয়ে শহরে আসার পথে কুমিল্লা ট্রান্সপোর্টের একটি যাত্রীবাহি বাস রিকসাটিকে পেছন থেকে ধাক্কা দিলে উজ্জ্বল রিকসা থেকে পড়ে যায়। এ সময় বাসটি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম বলেন, বাসের চাপায় রিকসা চালক উজ্জ্বল মিয়ার মৃত্যু হয়েছে। পুলিশ ঘাতক বাস ও তার চালককে আটক করেছে। নিহত উজ্জ্বল মিয়ার লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ায় বাস চাপায় রিকসা চালক নিহত


স্টাফ রিপোর্টার,ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ২হাজার ৪শ নাগরিকের মধ্যে করোনাভাইরাসের গণটিকার দ্বিতীয় ডোজ সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সকাল থেকে পৌর সভার ১২টি ওয়ার্ডের প্রতিটি তালিকাভুক্ত কেন্দ্রে টিকা দিতে লাইনে দাঁড়ান লোকজন।

সকালে পৌর এলাকার ৪নং ওয়ার্ডের টিকা কেন্দ্রে গিয়ে দেখা যায় টিকা দিতে সারিবদ্ধভাবে নারী পুরুষ লাইনে দাড়িয়ে টিকা গ্রহণ করছেন।

পূূর্ব পাইকপাড়ার বাসিন্দা দিলীপ পাল বলেন, গত এক মাস আগে প্রথম ডোজ নিয়েছিলাম। আজ দ্বিতীয় ডোজ নিতে এসেছি। তিনি বলেন, এই এলাকার অনেকেই এখনো টিকা দিতে পারেন নি। আমরা সরকারের কাছে দ্রুত সময়ের মধ্যে সকলকে টিকার আওতায় আনার দাবি জানাই।

টিকা নিয়ে সুজাতা সাহা বলেন, ১মাস আগে প্রথম ডোজ নিয়েছিলাম আজ দ্বিতীয় ডোজ নিলাম। খুব ভালো লাগছে। নিজ এলাকায় নিতে পেরেছি। তিনি বলেন, আমরা আশা করবো যারা টিকা দিতে পারেননি সরকার তাদের জন্য টিকার ব্যবস্থা করবেন৷

টিকাদান কেন্দ্রে উপস্থিত ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর ও পৌরসভার প্যানেল মেয়র মিজানুর রহমান আনসারী বলেন, যারা গত মাসে প্রথম টিকা নিয়েছেন তাদেরকেই দ্বিতীয় ডোজ টিকা দেয়া হচ্ছে। প্রতিটি ওয়ার্ডে দুইশ মানুষকে করোনার টিকার দ্বিতীয় ডোজ দেয়া হচ্ছে। পৌরসভার ১২টি ওয়ার্ডে ২ হাজার ৪শত মানুষকে টিকা দেয়া হচ্ছে। সরকার নতুনভাবে টিকা আমদানি করলে হয়তো গণহারে আবার টিকা দেয়া হবে।

ব্রাহ্মণবাড়িয়ায় পৌর এলাকায় গণটিকার দ্বিতীয় ডোজ সম্পন্ন

স্টাফ রিপার্টার,ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ায় দেশীয় প্রজাতির প্রজননক্ষম মাছ ও মাছের পোনা রক্ষার্থে সদর উপজেলা মৎস্য অফিসের উদ্যােগে অভিযান পরিচালনা করা হয়েছে৷ সােমবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত শহরের তিতাস নদীতে অভিযান চালিয়ে ৫০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ২০ সেট চায়না রিং জাল জব্দ করা হয়৷

অভিযানটি পরিচালনা করেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ সামছুদ্দিন৷ পরে জব্দ করা জাল ও রিং আগুন পুড়িয়ে দেয়া হয়।

এ ব্যাপারে অভিযান পরিচালনাকারী সদর উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ সামছুদ্দিন জানান, দেশীয় প্রজননক্ষম মাছ ও মাছের পোনা রক্ষার্থে সোমবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত তিতাস নদীতে অভিযান পরিচালনা করে ৫০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ২০ সেট চায়না রিং (ফিক্সড ইঞ্জিন) জাল জব্দ করা হয়। পরে তা জনসম্মুখে আগুন পুড়িয়ে নষ্ট করা হয়। বিনষ্টকৃত জালের বাজার মূল্য প্রায় দেড় লাখ টাকা।

ব্রাহ্মণবাড়িয়ায় বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ


স্টাফ রিপোর্টার,ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ায় শ্রদ্ধা ও ভালোবাসার মধ্যে দিয়ে উপমহাদেশের শাস্ত্রীয় সঙ্গীতের কিংবদন্তি কালাকার, বিশ্ববরেণ্য সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁর ৪৯তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

সোমবার সকালে সুর সম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনের উদ্যোগে আলোচনা সভা ও সঙ্গীতাঙ্গন প্রাঙ্গণ্যে স্থাপিত আলাউদ্দিন খাঁর ম্যুরালে পুস্পস্তবক অর্পন করা হয়।

সঙ্গীতাঙ্গনের সরোদ মঞ্চে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন।

সঙ্গীতাঙ্গন পরিচালনা কমিটির সহ-সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকারের সভাপতিত্বে এবং সঙ্গীতাঙ্গন পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মনজুরুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোজাম্মেল হোসেন রেজা, জেলা জাসদের সভাপতি অ্যাডভোকেট আখতার হোসেন সাঈদ, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক এস.আর.এম ওসমান গণি সজিব ও সুর সম্রাট আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনের সাবেক সাধারণ সম্পাদক আবদুল মান্নান সরকার।

বক্তব্য রাখেন জেলা ওয়ার্কার্সপার্টির সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড নজরুল ইসলাম। আলোচনা সভায় বক্তারা সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁর বর্ণাঢ্য কর্মজীবন নিয়ে আলোচনা করেন।

অতিথিরা আলোচনা সভার আগে সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁর ম্যুরালে পুষ্পস্তবক অর্পন করেন৷

ব্রাহ্মণবাড়িয়ায় সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁর মৃত্যুবার্ষিকী পালিত


স্টাফ রিপোর্টার,ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সদর উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে উম্মুক্ত জলাশয়ে ছয়শত কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। সোমবার সকালে সাড়ে ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীর মেড্ডা কালভৈরব ঘাটে ও পরে সদর উপজেলার বিভিন্ন সরকারি-বে-সরকারি পুকুরে এই পোনা মাছ অবমুক্ত করা হয়।

বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে এই পোনা মাছ অবমুক্ত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সাইফ-উল আরেফিন, জেলা মৎস্য কর্মকর্তা তাজমহল বেগম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আবুল কালাম ভূইয়া, সাধারণ সম্পাদক এম.এ.এইচ মাহবুব আলম, সদর উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ সামছুদ্দিন প্রমুখ।

এ ব্যাপারে সদর উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ সামসুদ্দিন জানান, জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বিভিন্ন উম্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা, মাছের বংশ বৃদ্ধিতে বাঁধা দিচ্ছে এমন ক্ষতিকর জাল অপসারণ, খামারীদের উৎসাহ ও প্রণোদনা দেয়া হচ্ছে। যারা দেশীয় মাছের বংশ বৃদ্ধিতে বাঁধা দিচ্ছেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি বলেন, রোববার সকালে পৌর এলাকার মেড্ডা কালভৈরব ঘাটে তিতাস নদীতে ২ শত ৮৫ কেজি ও সদর উপজেলার বিভিন্ন সরকারি-বে-সরকারি পুকুরে ৩১৫ কেজি মাছ অবমুক্ত করা হয়।

ব্রাহ্মণবাড়িয়ায় উম্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া 
ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধ মটর সাইকেল ও মাদক বিরােধী বিশেষ অভিযান শুরু করেছ জেলা পুলিশ। বুধবার এই অভিযান শুরু হয়। বুধবার রাত পর্যন্ত পুলিশ জেলার ৯টি উপজেলায় ১৭ কজি ৩০০ গ্রাম গাঁজা, ৬ বােতল ফেনডিসিল ও ৪৪৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১৯ জনকে গ্রেপ্তার করা হয়। একই সময় ট্রাফিক পুলিশ ৩৮ টি যানবাহনকে ২ লাখ ৫৮ হাজার টাকা জরিমানা করা হয় এবং ৩ টি মটর সাইকেল আটক করা হয়৷

বৃহস্পতিবার জেলা পুলিশের পক্ষ থেকে পাঠানা এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।

এ ব্যাপারে জেলা পুলিশরর বিশেষ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ডিআইওয়ান) বিষয়টি নিশ্চিত করে বলেন, জেলা পুলিশে বিশষ অভিযান অব্যাহত থাকবে৷

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের বিশেষ অভিযান শুরু ॥ গ্রেপ্তার ১৯

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের লইস্কা বিলে নৌকা ডুবিতে নিহতদের পরিবারকে শোক ও সমবেদনা জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। বুধবার নৌকা ডুবিতে নিহতদের পরিবারকে শোক ও সমবদেনা জানাতে বিজয়নগরে ছুটে যান।

তিনি উপজেলার চম্পকনগর ইউনিয়নের জামালপুর গ্রামের জহিরুল হক ভুঁইয়ার বাড়িতে গিয়ে নৌকা ডুবিতে নিহত মেডিকেল ছাত্র আরিফ বিল্লাহর স্বজনদেরকে সমবেদনা জানান। জহিরুল হক ভুঁইয়ার ছেলে আরিফ বিল্লাহ ওরফে মামুন (২০) ঢাকার একটি বেসরকারি মেডিকেল কলেজের প্রথম বর্ষের ছাত্র ছিলেন। তিনি ওইদিন নৌকা ডুবিতে মারা যান।

পরে তিনি দলীয় কার্যালয় গিয়ে নৌকা ডুবিতে নিহতদের স্বজনদের শোক ও সমবেদনা জানান।

এ সময় উপস্থিত ছিলেন বিজয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান নাছিমা লুৎফুর রহমান, ভাইস চেয়ারম্যান মাহমুদুর রহমান মানা, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম.এ.এইচ মাহবুব আলম, বিজয়নগর উপজেলার ১০ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ ও দলীয় নেতাবৃন্দ প্রমুখ।

মোকতাদির চৌধুরী এমপি নিহতদের আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকাহত পরিবারের স্বজনদের সমবেদনা জানান।

লইস্কার বিলে নৌকা ডুবিতে নিহতদের স্বজনদের সমবেদনা জানালেন মোকতাদির চৌধুরী এমপি

স্টাফ রিপোর্টার,ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ায় প্রযুক্তির সহায়তায় পুলিশের সেবার মান বৃদ্ধি, পুলিশের দৈনন্দিন ডিউটি মনিটরিং ও জেলার ৯টি থানার দৈনন্দিন কার্যক্রম মনিটরিং ও জেলা পুলিশের কন্ট্রোল রুম থেকে পুলিশকে দিক-নির্দেশনা দেয়ার জন্য ক্রাইম ডাটা ম্যানেজমেন্ট সিস্টেম (সিডিএমএস++) নামক পুলিশের একটি এ্যাপস চালু করা হয়েছে।

সোমবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে সম্মেলন কক্ষে এক প্রেসব্রিফিং অনুষ্ঠিত হয়।

প্রেসব্রিফিংয়ে পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান বলেন, “ক্রাইম ডাটা ম্যানেজমেন্ট সিস্টেম” (সিডিএমএস++) নামক এ্যাপসের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া জেলার ৯টি থানায় বসানো ক্লোজ সার্কিট ক্যামেরার মাধ্যমে থানা সমূহের বাস্তব চিত্র, প্রবেশ গেইট, ডিউটি অফিসার, সেরেস্তা, বেতার অপারেটরের কার্যক্রম, থানা হাজত করিডোরসহ ও থানাগুলোর কার্যক্রম জেলা পুলিশের কন্ট্রোল রুম থেকে কেন্দ্রীয়ভাবে দেখা যাচ্ছে ও মনিটরিং করা হচ্ছে।
তিনি বলেন, ক্রাইম ডাটা ম্যানেজমেন্ট সিস্টেম (সিডিএমএস++) এ্যাপসটি পুলিশ সদর দপ্তরের। ব্রাহ্মণবাড়িয়ায় পাইলট প্রকল্প হিসেবে অগ্রাধিকার ভিত্তিতে এটি চালু করা হয়েছে। ৬ মাস ধরে এর পরীক্ষামূলক কার্যক্রম চলে। গত ১৬ জুলাই থেকে এর কার্যক্রম পুরোদমে চালু হয়েছে। এই প্রকল্পটি বর্তমানে কুমিল্লা ও চাদপুর জেলায় চলছে।

তিনি আরও বলেন, এই এ্যাপসের মাধ্যমে জেলা পুলিশের ১৪৭৯জন সদস্যের প্রতিদিনের হাজিরা নিশ্চিত করা হচ্ছে। সমস্ত ফোর্সের কর্মস্থলে উপস্থিতি, কে কোথায় ডিউটি করছেন তা দেখে তাদেরকে কন্ট্রোল রুম থেকে দিক নির্দেশনা দেয়া যাচ্ছে। এই এ্যাপসের মাধ্যমে জেলা পুলিশের কতজন ছুটিতে, কতজন ট্রেনিংয়ে, কতজন মিশনে আছেন তা জানা যাচ্ছে। তেমনি এই এ্যাপসের মাধ্যমে থানায় মামলা এট্রি করা, আসামী সার্চ করা, সিডি লেখা, আসামী ফরোয়াডিং দেয়া, অনুসন্ধ্যান স্লিপ পাঠানো, নোট লেখা, চার্জশীট লেখাসহ নানা ধরনের কাজ করা যায়। কোন লোকের বিরুদ্ধে মামলা আছে কিনা, কয়টি মামলা আছে, কোন থানায় কতটি মামলা আছে তা জানা যায়।

পুলিশ সুপার আনিসুর রহমান আরও বলেন, বিট পুলিশের কারণে ব্রাহ্মণবাড়িয়া মামলার পরিমাণ অনেক কমেছে। ২০১৯ইং সাল থেকে চলতি বছরের (২০২১ইং) জুলাই মাস পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন থানায় দায়েরকৃত ১০ হাজার ৪১৪টি মামলার মধ্যে পুলিশ ৮ হাজার ৬২৩টি মামলা নিষ্পত্তি করেছে। বিট পুলিশিং এর কারণে ব্রাহ্মণবাড়িয়ায় দাঙ্গাসহ নারী নির্যাতন মামলা কমেছে। তিনি বলেন, ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের তান্ডবের ঘটনায় দায়েরকৃত ৫৬টি মামলায় ৬৫০জন আসামীকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ৬৬জন আসামী আদালতে স্বীকারোক্তিমূলক জবাদবন্দী প্রদান করেছেন।

প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার বলেন, পুলিশ বিভাগে অপরাধীদের কোন স্থান নেই। বিভিন্ন অনিয়মের কারণে গত দুই বছরে (তার কার্যকালে) পুলিশের ২৫ সদস্যকে চাকুরিচ্যুত এবং ১০০জনকে সাজা দেয়া হয়েছে।
তিনি বলেন, আগামী ১ সেপ্টেম্বর থেকে জেলায় মাদক ও অবৈধ মোটর সাইকেলের বিরুদ্ধে অভিযান চালানো হবে। অভিযান চালানো হবে অবৈধ অস্ত্রের বিরুদ্ধে। পুরো শহরকে পুনরায় সিসি টিভির আওতায় আনার কার্যক্রম শুরু করা হবে।প্রেস ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার ( অপরাধ ও প্রশাসন) মোল্লা মোহাম্মদ শাহীন, অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়ার্টার) মোহাম্মদ আবু সাঈদ, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজউদ্দিন জামি, সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজনসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ ও জেলায় কর্মরত বিভিন্ন পত্রিকা ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

ব্রাহ্মণবাড়িয়ায় ক্রাইম ডাটা ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে পুলিশ সুপারের প্রেস ব্রিফিং


স্টাফ রিপোর্টার,ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা মৎস্য অফিসের উদ্যোগে উম্মুক্ত জলাশয়ে পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। রোববার বেলা ১১টায় ব্রাহ্মণবাড়িয়ার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে তিতাস নদীর ঘাটে এই পোনা মাছ অবমুক্ত করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা মৎস্য অফিসার তাজমহল বেগম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রুহুল আমীন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম.এ.এইচ মাহবুব আলম, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ সামছু উদ্দিন প্রমুখ।

এ সময় প্রধান অতিথি হায়াত-উদ-দৌলা বলেন, দেশীয় মাছের পোনার প্রজনন ক্ষেত্র যেন ধ্বংস না হয় এ জন্যে আমাদের সকলকে এক সাথে কাজ করতে হবে। তিনি দেশীয় মাছের পোনা রক্ষার জন্যে সকলকে এগিয়ে আসার আহবান জানান।

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় পোনা মাছ অবমুক্ত

ফেসবুকে আমরা..