কোন জঙ্গীবাদ-তালেবান বাংলার মাটিতে আমরা দাঁড়াতে দেব না


স্টাফ রিপোর্টার,ব্রাহ্মণবাড়িয়া
বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ মাইনুল হোসেন খান নিখিল বলেছেন, জিয়াউর রহমান বঙ্গবন্ধুর হত্যাকারী হিসেবে ইতোমধ্যে প্রমাণিত হয়েছে। সেই গোষ্ঠী ২০০৪ সালের ২১ আগষ্ট আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রাণ কেড়ে নিতে গ্রেনেড হামলা চালায়। সেই গোষ্ঠী ২০০৫ সালের ১৭ আগষ্ট সারাদেশে সিরিজ বোমা হামলা করে। এতে প্রমাণিত হয় বিএনপি-জামাত চেয়েছিল বাংলাদেশকে একটি জঙ্গীবাদী রাষ্ট্র, তালেবান রাষ্ট্র হোক।
গতকাল মঙ্গলবার দুপুরে ঢাকা থেকে সিলেট যাওয়ার পথে ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোড মোড়ে জেলা আওয়ামী যুবলীগ আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা যুবলীগের সভাপতি অ্যাডভোকেট শাহানুর ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম ফেরদৌসের সঞ্চালনায় অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে মোঃ মাইনুল হোসেন খান নিখিল আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ়তা ও বিচক্ষণ নেতৃত্বের কারণে আজকে বাংলাদেশে জঙ্গী নির্মূল হয়েছে। আমাদের রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়েছি। এদেশে হিন্দু-মুসলিম-খ্রিষ্টান সবাই শান্তিতে বসবাস করছে।

অসাম্প্রদায়িক চেতনা ধরে রাখতে যুবলীগ সবসময় জনগণের পাশে থাকবে। যারা এদেশকে জঙ্গীবাদি তালেবানী রাষ্ট্র বানানোর স্বপ্ন দেখেন আমরা তাদেরকে বলতে চাই, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে চলছে। এদেশে কোনো জঙ্গীবাদ, তালেবান বাংলার মাটিতে আমরা দাঁড়াতে দেব না।

পথসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট মামুনর রশিদ, মোয়াজ্জেম হোসেন, প্রচার সম্পাদক জয়দেব নন্দী, কেন্দ্রীয় নেতা মুজিবুর রহমান প্রমুখ।

আলোচনা সভা শেষে দুপুর সোয়া দুইটায় দিকে মোঃ মাইনুল হোসেন খান নিখিল সিলেটের উদ্দেশ্যে ব্রাহ্মণবাড়িয়া ত্যাগ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা..