জাতির জনকের শাহাদাৎ বার্ষিকীতে ব্রাহ্মণবাড়িয়ায় ৫ হাজার পবিত্র কোরআন খতম


স্টাফ রিপোর্টার,ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৯৭৫ সালের ১৫ আগষ্ট শাহাদাৎ বরণকারী জাতির পিতার পরিবারের সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় ৫ হাজার পবিত্র কোরআন শরীফ খতম দেওয়া হয়েছে। এ উপলক্ষে রোববার বাদ আসর ব্রাহ্মণবাড়িয়ার জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদরাসায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

এদারায়ে তালিমিয়্যাহ (দ্বীনি শিক্ষাবোর্ড) ও জেলার শীর্ষ উলামায়ে কেরামদের উদ্যোগে এই কোরআন খতমের আয়োজন করা হয়।

মাদরাসার অধ্যক্ষ মুফতি মোবারকউল্লাহ’র সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দারুল আরকাম আল ইসলামিয়া মাদরাসার অধ্যক্ষ মাওলানা সাজিদুর রহমান।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তাজ মোহাম্মদ ইয়াছিন, জেলা জামে মসজিদের খতিব মাওলানা ছিবগাতুল্লাহ নূর, মাওলানা আখতারুজ্জামান, জেলা আওয়ামী লীগের সদস্য কাচন মিয়া, জেলা জামে মসজিদের সাধারণ সম্পাদক আশিকুল ইসলাম প্রমুখ। দোয়া পরিচালনা করেন মুফতি মোবারক উল্লাহ।

এ ব্যাপারে মাওলানা সাজিদুর রহমান বলেন, বাঙ্গালী জাতির অবিসংবাদিত নেতা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের ১৯৭৫ সালের ১৫ আগষ্ট নির্মমভাবে হত্যা করা হয়। তাঁদের আত্মার মাগফেরাত কামনায় ৫ হাজার কোরআন শরীফ খতম দেওয়া হয়েছে। জেলা এদারায়ে তালিমিয়্যাহ’র অধিনস্থ ১৬১টি কওমী মাদরাসা, ৫০০টি মহিলা মাদরাসা ও অন্যান্য মাদরাসাগুলোর ছাত্র-শিক্ষকরা এই খতম আদায় করেন।

One response to “জাতির জনকের শাহাদাৎ বার্ষিকীতে ব্রাহ্মণবাড়িয়ায় ৫ হাজার পবিত্র কোরআন খতম”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা..