স্টাফ রিপোর্টার,ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ায় “অরিক্ষিত” রেল গেইটে ট্রেনের ধাক্কায় মোঃ শাহাব উদ্দিন (৪৫) নামের এক রিকসাযাত্রী নিহত হয়েছেন। রোববার রাতে শহরের টি.এ.রোডের প্রধান রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে।
এ সময় রিকসা চালক শাহজাহান মিয়া আহত হন।
নিহত শাহাব উদ্দিন ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার গোয়ালনগর ইউনিয়নের জামারবালি গ্রামের মনু মিয়া ছেলে। তিনি পেশায় ফেরিওয়ালা ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গত ২৬ থেকে ২৮ মার্চ পর্যন্ত হেফাজতের কর্মসূচী চলাকালে হেফাজত নেতা-কর্মীদের তান্ডবে ব্রাহ্মণবাড়িয়া শহরের টি.এ.রোডের প্রধান লেভেল ক্রসিংটি (রেল ক্রসিং) অরক্ষিত অবস্থায় আছে।
রোববার রাত পৌনে ৯টার দিকে চট্টগ্রাম থেকে ঢাকাগামী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনটি রেলক্রসিংটি অতিক্রম করার সময় রিকসাটিকে ধাক্কা দেয়। এতে রিকশায় থাকা যাত্রী ও রিকসা চালক আহত হন।
আহতদেরকে আশঙ্কাজনক অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক শাহাব উদ্দিনকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে সদর মডেল থানার উপ-পরিদর্শক (এস.আই) মোঃ মেহেদী হাসান ও রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ সালাউদ্দিন নোমান বলেন, সোনার বাংলা ট্রেনের ধাক্কায় রিকসাযাত্রীর মৃত্যু হয়েছে।
Leave a Reply