বিওটিভি নিউজ: ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার শাহবাজপুর এলাকা থেকে হত্যা মামলার পলাতক আসামি নজর মিয়াকে গ্রেফতার করেছে র‌্যাব-৯।

র‌্যাব-৯ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া এর একটি আভিযানিক দল গত ২ অক্টোবর দিবাগত রাত আনুমানিক ১৮:৩০ ঘটিকায় ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার শাহবাজপুরে অভিযান পরিচালনা করে হত্যা মামলার পলাতক

অভিযুক্ত আসামি নজর মিয়া (৬০), পিতা- মৃত রহিম গার্ড মন্নু মিয়া, শাহবাজপুর, সরাইল, ব্রাহ্মণবাড়িয়া’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিকে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানায় হস্তান্তর করা হয়েছে।

এছাড়াও, উক্ত মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ায় হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার

পুলিশ মিডিয়া উইংস, ব্রাহ্মণবাড়িয়া
প্রেস রিলিজ

অদ্য ০২ অক্টোবর, ২০২৪ ইং তারিখ ব্রাহ্মণবাড়িয়া সদর থানাধীন কাউতলী ও মধ্যপাড়া বর্ডার বাজার এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র জনতা ও পুলিশের উপর হামলা সহ থানা ভাংচুর অগ্নিসংযোগ, পুলিশের গাড়ী ভাংচুর অস্ত্র লুটপাট সংক্রান্ত মামলার আসামী গ্রেফতারের অভিযান পরিচালনা করেন পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ মিজানুর রহমান, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, ব্রাহ্মনবাড়িয়া সহ পুলিশ পরিদর্শক (নিঃ)/সুমন বনিক, এসআই (নিঃ)/ মনিষ সরকার ও ফোর্সের সহায়তায় করিয়া আওয়ামীলীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মনবাড়িয়া পৌর ছাত্রলীগের সদস্য কে গ্রেফতার করেন। জিজ্ঞাসাবাদে জানা যায় আসামীদ্বয় গত ০৪ ও ০৫ আগস্ট/২৪ খ্রিঃ তারিখে ব্রাহ্মণবাড়িয়া শহরের বিভিন্ন স্থানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রদের সহিত সংঘর্ষে লিপ্ত ছিল।

গ্রেফতারকৃত আসামীর নাম ও ঠিকানা:

১। শাহ আলম (৫০)
পিতা-মৃত আব্দুল মালেক সর্দ্দার
সাং-কাউতলী

২। শাকিবুল চৌধুরী অন্তর (২০)
পিতা-শফিকুল ইসলাম চৌধুরী
সাং-মধ্যপাড়া বর্ডার বাজার
উভয় থানা ও জেলা-ব্রাহ্মণবাড়িয়া

গৃহীত ব্যবস্থা (মামলা/জিডি):
১। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ,এফআইআর নং-৩, তারিখ- ০২ সেপ্টেম্বর, ধারা- 143/148/149/447/448/341/335/427/323/324/326/307/34 The Penal Code, 1860; তৎসহ 3/4/6 The Explosive Substances Act, 1908;

2। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ,এফআইআর নং-২০, তারিখ- ২৪ আগস্ট, ২০২৪; ধারা- 143/147/148/427/323/307/302/506/114 The Penal Code, 1860; তৎসহ 3/6 The Explosive Substances Act, 1908;

ব্রাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ০২জন আওয়ামীলীগ নেতা গ্রেফতার

বিওটিভি নিউজ: আন্তঃনগর বিজয় এবং কালনী এক্সপ্রেস ট্রেনের ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রাবিরতী এবং ব্রাহ্মণবাড়িয়া-ঢাকা-ব্রাহ্মণবাড়িয়া রুটে বিশেষ ট্রেনের দাবীতে মানববন্ধন করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা নাগরিক ফোরাম।

২৯ সেপ্টেম্বর রোববার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্টিত হয়। এতে জেলা নাগরিক ফোরামের সভাপতি সাংবাদিক পীযূষ কান্তি আচার্যের সভাপতিত্বে ও সংগঠনের যুগ্ম সাধারন সম্পাদক হাবিবুর রহমান পারভেজের সঞ্চালনায় মানববন্ধনে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অংশ গ্রহন করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন, সাবেক সহ সভাপতি ইব্রাহীম খান শাদাত, সৈয়দ মোহাম্মদ আকরাম, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহবায়ক অ্যাডভোকেট আবদুন নূর, ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি দীপক চৌধুরী বাপ্পী, জেলা নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক রতন কান্তি দত্ত, সহ সভাপতি ফয়সাল আহমেদ ওয়াকার, সাফি উদ্দিন চৌধুরী রনি, মুক্তিযোদ্ধা আবু হোরায়রা ও আওলাদ হোসেন প্রমূখ।

সভায় বক্তারা বলেন, মন্ত্রী পরিষদ বিভাগ থেকে রেলপথ বিভাগকে এ ব্যাপারে কার্যকর ব্যবস্থা গ্রহনের নির্দেশনা দেয়ার পরও অজ্ঞাত কারনে রেলপথ বিভাগ কার্যকর ব্যবস্থা নিচ্ছে না। অনতিবিলম্বে নাগরিক ফোরামের দাবী না মানলে বৃহত্তর আন্দোলন কর্মসূচী ঘোষনা করা হবে বলে তারা হুশিয়ারী দেন। এ ছাড়া শহরের বিদ্যুৎ বিভ্রাটের সমস্যা এবং যানজট সমস্যার সমাধানের দাবীও জানান বক্তারা।

আন্তঃনগর বিজয় এবং কালনী এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতীর দাবীতে মানববন্ধন

বিওটিভি নিউজ: ব্রাহ্মণবাড়িয়ায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে ওলি মিয়া (৭০) নামের এক পাবলিক টয়লেটের ইজারাদার খুন হয়েছে।

রোববার (২৯ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে ঢাকা মেডিক্যালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এর আগে শনিবার রাত সাড়ে ৮টার দিকে শহরের জগৎবাজারে এই ঘটনা ঘটে৷

ওলি মিয়া শহরের উত্তর পৈরতলা মৃত মতি মিয়ার ছেলে। সে জগৎ বাজারের পাবলিক টয়লেটের ইজারাদার ছিলেন৷

হাসপাতাল ও নিহতের পরিবারের সূত্রে জানা যায়, ওলি মিয়া শনিবার পাবলিক টয়লেট দেখবাল করার জন্য বিকালে জগৎ বাজারে যায়। উনি পাবলিক টয়লেটের ভিতরের যাওয়ার পর এক দুর্বৃত্ত তার শরীরের বিভিন্ন জায়গায় ছুরিকাঘাত করে আহত করে পরে পালিয়ে যায়। তারপর বাজারের লোকেরা ওলি মিয়াকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মুমূর্ষু অবস্থায় ঢাকায় রেফার করেন৷ ঢাকা মেডিক্যালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়

এব্যাপারে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাফফর হোসেন জানান, জগৎ বাজার এক ব্যক্তি খুন হয়েছে। কে বা কারা খুন করেছে সঠিক বলা যাচ্ছেনা। তবে এ-বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছেন। তদন্তের সাপেক্ষে দ্রুত খুনিকে গ্রেফতার করবো।

ব্রাহ্মণবাড়িয়ায় পাবলিক টয়লেটের ইজারাদারকে ছুরিকাঘাত করে খুন

বিওটিভি নিউজ: ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস কমিউটার ট্রেনে কাটা পড়ে অলিউল্লাহ্ নিবির (১৭) নামের এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছেন।

রবিবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের ১নং প্লাটফর্মে এই দুর্ঘটনা ঘটে।

অলিউল্লাহ নিবির পৌরসভার দক্ষিণ মৌড়াইলের আমান উল্লাহ্ ছেলে। নিবির ব্রাহ্মণবাড়িয়া ইউনাইটেড কলেজের কমার্স শাখার শিক্ষার্থী।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির (ইনচার্জ) এস.আই সুব্রত বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিবির নরসিংদী থেকে তিতাস কমিউটার ট্রেনে ব্রাহ্মণবাড়িয়া আসতেছিল। নিবিড় ট্রেনের দরজায় বসা ছিল। ট্রেনটি ধীরগতিতে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে পৌছলে নিবির ট্রেন থেকে নামতে গিয়ে কাটা পড়ে মারা যায়। পরে রেলওয়ে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ব্রাহ্মণবাড়িয়া ট্রেনে কাটা পরে কলেজ ছাত্রীর মৃত্যু

 

বিওটিভি নিউজ: জেলা পর্যায়ে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপন উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

২৯ সেপ্টেম্বর, রবিবার সকালে ‘রাষ্ট্রের মূলধারায় তথ্য অধিকারের সংযুক্তি এবং সরকারি খাতের অংশগ্রহণ নিশ্চিতকরণ’ এই প্রতিপাদ্যে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসরাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. জয়নাল আবেদীন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এম.এম মাহমুদুর রহমান, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. সেলিম শেখ প্রমুখ।

সভায় জেলা প্রশাসন, এনজিও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন

আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা

বিওটিভি নিউজ: ব্রাহ্মণবাড়িয়া আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি আল ফয়সাল (৪৫) কে গ্রেফতার করেছে র‍্যাব ও পুলিশ।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) রাত ১০ টার দিকে র‍্যাব ও পুলিশের যৌথ অভিযানে জেলা শহরের মৌড়াইল থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আল ফয়সাল ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি ও মৌড়াইল এলাকার আবুল খায়েরের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাফফর হোসেন জানান, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলা শহরের মৌড়াইল থেকে তাকে গ্রেফতার করা হয়। আল ফয়সাল ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার একটি হত্যা মামলার এজাহার নামীয় আসামি। শনিবার সকালে তাকে আদালতে পাঠানো হবে।

ব্রাহ্মণবাড়িয়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি ফয়সাল গ্রেফতার

বিওটিভি নিউজ:ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রিন্সিপাল মোস্তফা কামালকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০ টার দিকে জেলা শহরের কালীবাড়ি মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মোস্তফা কামাল ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাফফর হোসেন জানান, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলা শহরের কালীবাড়ি মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার কামাল ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার একটি হত্যা মামলার এজাহার ভুক্ত আসামি। শুক্রবার সকালে তাকে আদালতে পাঠানো হবে।

ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক গ্রেফতার

বিওটিভি নিউজ :ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার তালশহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সোলাইমান সেকান্দরকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার তালশহর ইউনিয়ন পরিষদের সামনে থেকে আশুগঞ্জ থানার উপ- পুলিশ পরিদর্শক জয়নাল আবেদীনের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। আটকের সময় সোলাইমান পুলিশের সাথে অসজৌন্যমূলক আচরণ করেছে বলে পুলিশের অভিযোগ। সোলাইমান উপজেলার তালশহর গ্রামের মৃত লাল মিয়ার ছেলে।

পুলিশ জানায়, তার বিরুদ্ধে ২০২১ সালে হেফাজতে ইসলামের মোদি বিরোধী আন্দোলনের সময় মাদরাসা শিক্ষার্থী হত্যার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় মামলা রয়েছে। এছাড়া গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগে আশুগঞ্জ থানায় তার বিরুদ্ধে বিস্ফোরক আইনে একাধিক মামলা রয়েছে।

আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. ইকবাল হোসেন জানান, আটক ইউপি চেয়ারম্যান সোলাইনের বিরুদ্ধে আশুগঞ্জ ও সদর থানায় হত্যা ও নাশকতার অভিযোগে একাধিক মামলা রয়েছে। তাকে আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে।

আশুগঞ্জে ইউপি চেয়ারম্যান গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়াঃ
পল্লী সঞ্চয় ব্যাংক ব্রাহ্মণবাড়িয়া জেলা আঞ্চলিক কর্মকর্তা জনাব সানা উল্লাহ কে  সংবর্ধনা প্রদান করেন জুনিয়র অফিসার এসোসিয়েশন ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা।
বৃহস্পতিবার (১১ জুলাই) বেলা ১১টায় পল্লী সঞ্চয় ব্যাংক এর জেলা আঞ্চলিক কার্যালয়ে
জেলা আঞ্চলিক কর্মকর্তার সুদক্ষ পরিচালনায়
২০২৩-২৪ অর্থ বছরে জেলার ৯ টি শাখায় ২ কোটি ৯ লক্ষ টাকা লাভবান হওয়ায় জুনিয়র অফিসার এসোসিয়েশনের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়৷
এতে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর অমৃত লাল সাহা৷
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাহিত্য একাডেমির সভাপতি কবি জয়দুল হোসেন, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব সভাপতি (ভারপ্রাপ্ত) মো: জসিম উদ্দিন, জেলা নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রতন কান্তি দত্ত, জেলা খেলাঘরের সাধারণ সম্পাদক নীহার রঞ্জন সরকার, ডেইলি স্টারের জেলা প্রতিনিধি মাসুক হৃদয়।
এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক ইফেখার রিফাত, নিশাদুল ইসলাম নিশাদ, নাসিফ জাবেদ নীলয় ও ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা মাঠ সহকারী।
এসময় প্রধান অতিথি অমৃত লাল সাহা বলেন, আজকে আমাদের অর্থনীতির জীর্ণ দশা, অর্থনীতির যে নিম্নমুখী অবস্থা এর মধ্যে নিঃসন্দেহে এটি একটি প্রশংসার কাজ। এটি বাংলাদেশের অর্থনীতিতে গতি সঞ্চার করবে।
সেই সাথে সালা উল্লাহ কে কেন্দ্রীয় ভাবে শ্রেষ্ঠ জেলা অফিসার হিসেবে মনোনীত করার জন্য পল্লী সঞ্চয় ব্যাংকের উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানান।
পল্লী সঞ্চয় ব্যাংক জুনিয়র অফিসার এসোসিয়েশনের সভাপতি হাবিবুর রহমান পারভেজ সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: তৈয়বুর রহমান ভূঁইয়া পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত সকল জুনিয়র অফিসার গনকে কবি জয়দুল হোসেন এর লেখা কাব্যগ্রন্থ ‘মায়ের বুকের দুধের নহর’ উপহার দেওয়া হয়।

ব্রাহ্মণবাড়িয়া জেলা আঞ্চলিক কর্মকর্তা সানা উল্লাহ কে কেন্দ্রীয় ভাবে শ্রেষ্ঠ জেলা অফিসার মনোনীত করার দাবী

ফেসবুকে আমরা..