ব্রাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ০২জন আওয়ামীলীগ নেতা গ্রেফতার

পুলিশ মিডিয়া উইংস, ব্রাহ্মণবাড়িয়া
প্রেস রিলিজ

অদ্য ০২ অক্টোবর, ২০২৪ ইং তারিখ ব্রাহ্মণবাড়িয়া সদর থানাধীন কাউতলী ও মধ্যপাড়া বর্ডার বাজার এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র জনতা ও পুলিশের উপর হামলা সহ থানা ভাংচুর অগ্নিসংযোগ, পুলিশের গাড়ী ভাংচুর অস্ত্র লুটপাট সংক্রান্ত মামলার আসামী গ্রেফতারের অভিযান পরিচালনা করেন পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ মিজানুর রহমান, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, ব্রাহ্মনবাড়িয়া সহ পুলিশ পরিদর্শক (নিঃ)/সুমন বনিক, এসআই (নিঃ)/ মনিষ সরকার ও ফোর্সের সহায়তায় করিয়া আওয়ামীলীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মনবাড়িয়া পৌর ছাত্রলীগের সদস্য কে গ্রেফতার করেন। জিজ্ঞাসাবাদে জানা যায় আসামীদ্বয় গত ০৪ ও ০৫ আগস্ট/২৪ খ্রিঃ তারিখে ব্রাহ্মণবাড়িয়া শহরের বিভিন্ন স্থানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রদের সহিত সংঘর্ষে লিপ্ত ছিল।

গ্রেফতারকৃত আসামীর নাম ও ঠিকানা:

১। শাহ আলম (৫০)
পিতা-মৃত আব্দুল মালেক সর্দ্দার
সাং-কাউতলী

২। শাকিবুল চৌধুরী অন্তর (২০)
পিতা-শফিকুল ইসলাম চৌধুরী
সাং-মধ্যপাড়া বর্ডার বাজার
উভয় থানা ও জেলা-ব্রাহ্মণবাড়িয়া

গৃহীত ব্যবস্থা (মামলা/জিডি):
১। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ,এফআইআর নং-৩, তারিখ- ০২ সেপ্টেম্বর, ধারা- 143/148/149/447/448/341/335/427/323/324/326/307/34 The Penal Code, 1860; তৎসহ 3/4/6 The Explosive Substances Act, 1908;

2। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ,এফআইআর নং-২০, তারিখ- ২৪ আগস্ট, ২০২৪; ধারা- 143/147/148/427/323/307/302/506/114 The Penal Code, 1860; তৎসহ 3/6 The Explosive Substances Act, 1908;

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা..