সুমন আহম্মেদঃ
ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান বলেছেন, শির্ক্ষাথীদের সবার আগে মানুষের মতো মানুষ হতে হবে। কেউ বেকবেঞ্চের হলে সমস্যা নেই, শুধু প্রয়োজন দৃঢ় মনোবল ও ঐকান্তিক চেষ্টা। মাদক কোন সুষম খাদ্য তালিকায় নেই, এগুলো দেহের জন্য, পরিবারের জন্য, সমাজের জন্য তথা দেশের জন্য ক্ষতিকর। সময়কে সঠিকভাবে কাজে লাগিয়ে ক্লাসে নিয়মিত আসতে হবে, লেখাপড়ায় মনোনিবেশ করতে হবে।

পাশাপাশি খেলাধূলায়ও অংশগ্রহন করতে হবে। এ সময় তিনি আরো বলেন, র্স্মাট ফোনের অপব্যবহার রোধ করতে নৈতিক-সামাজিক মূল্যবোধের অবক্ষয় রোধকল্পে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ করতে হবে। অনুষ্ঠানে তিনি আমাদের প্রত্যেকের অবস্থান থেকে বাল্যবিবাহ প্রতিরোধে উদ্যোগ নেওয়া প্রয়োজন।বাল্যবিবাহ ও ইভটিজিং রোধে সামাজিক সচেতনতায় গড়ে তুলতে হবে।

তিনি গত শনিবার সকালে অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ে ইভটিজিং, বাল্যবিবাহ নিরোধ, রোড ট্রাফিক সাইন, মাদক সংক্রান্ত অপরাধ, মোবাইল ফোন অপব্যবহার ও নৈতিক-সামাজিক মূল্যবোধের অবক্ষয় রোধকল্পে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণে স্কুল শির্ক্ষাথীদের সম্পৃক্তকরণ বিষয়ক কর্মসূচিতে প্রধান অতিথি বক্তব্যে একথা বলেন।

স্কুলের প্রধান শিক্ষক ফরিদা নাজমীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন, ডিআইও-১ ইমতিয়াজ আহমেদ ও সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম উদ্দিন। পরে প্রশ্নোত্তর পর্বে বিজয়ী ছাত্রদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।

অনুষ্ঠান সঞ্চালনা করেন অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক চিন্ময় ভট্টার্চায্য।
###

বাল্যবিবাহ, ইভটিজিং রোধে সামাজিক সচেতনায় গড়ে তুলতে হবেঃ এসপি আনসিুর রহমান

সুমন আহম্মেদঃ
ইউএস-এইড এবং ইউকে-এইড এর সহযোগীতায় ডেমোক্রেসী ইন্টারন্যাশনাল এর ব্যবস্থাপনায় “ জুলাই-সেপ্টেম্বর সিনিয়র লিডারস ফেলোশীপ” প্রোগ্রামের গত বুধবার অনুষ্ঠিত আওয়ামীলীগ, বিএনপি ও জাতীয় পার্টির ২৭জন সিনিয়র নেতার গ্র্যাজুয়েশন সনদ বিতরণ অনুষ্ঠানে, ডিআই এর বাংলাদেশের সমন্বয়ক মিস কেটিক্রোক এর কাছ থেকে “ ফেলোশীপ সনদ” গ্রহণ করছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট মুক্তিযোদ্ধা আল-মামুন সরকার।
###

ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক “ ফেলোশীপ সনদ” গ্রহণ

সুমন আহম্মেদঃ
ব্রাহ্মণবাড়িয়ায় তৃতীয় শ্রেণীর এক শিক্ষার্থীকে ধর্ষনের ঘটনায় ধর্ষক কাজী পাপেলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল মানববন্ধন করেছে সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের ঘাটুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বুধবার দুপুরে কুমিল্লা-সিলেট মহাসড়কের ঘাটুরা বাইপাস মোড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে স্কুলের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা অংশ নেয়। ভিকটিম ঘাটুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী।

মানববন্ধন চলাকালে ভিটটিমের পিতা বলেন, গত ২২ আগষ্ট বৃহস্পতিবার দুপুরে তার শিশু কন্যা ও ঘাটুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় ছাত্রী ঘাটুরা গ্রামের গ্যাস সংযোগের ঠিকাদার কাজী পাপেল এর বাড়ীতে দুধ দিতে গেলে কাজী পাপেল তাকে ঘরে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষন করে। এ সময় তার কন্যা কান্নাকাটি শুরু করলে তাকে ছেড়ে দেয়া হয়। পরে বিষয়টি এলাকায় জানাজানি হলে তিনি পরদিন নিজে বাদী হয়ে কাজী পাপেলকে প্রধান আসামী করে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর ওই দিন সন্ধ্যায় ধর্ষক কাজী পাপেলকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি বলেন, মামলা দায়েরের পর থেকেই মামলা প্রত্যাহারের জন্য কাজী পাপেলের পরিবারের লোকজন তাকে বিভিন্নভাবে হুমকি-ধামকি দিচ্ছে। তিনি বর্তমানে নিরাপত্তাহীনতায় দিনাতিপাত করছেন।

মানববন্ধনে অংশ নেয়া ঘাটুরা গ্রামের ইউপি সদস্য ও ঘাটুরা সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য খন্দকার মহসিন অভিযোগ করে বলেন, এর আগেও কাজী পাপেল এলাকায় একাধিক ধর্ষনের ঘটনা ঘটায়। তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে থানায় একাধিক মামলা রয়েছে।

এ ব্যাপারে ঘাটুরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শরিফুন নাহার বলেন, আমরা এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানাই এবং ধর্ষকের ফাঁসির দাবি জানাই।
###

ব্রাহ্মণবাড়িয়ায় শিশু ধর্ষণকারীর ফাঁসির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

সুমন আহম্মেদঃ
র্দীঘ প্রায় ৬ বছর জাতীয় টেলিভিশন চ্যানেল এশিয়ান টিভিতে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত থাকা হাবিবুর রহমান পারভেজ চ্যানেলটির স্টাফ রিপোরর্টার হিসেবে পদোন্নতি পেয়েছেন।

আজ বুধবার এশিয়ান টেলিকাস্ট লিমিটেডের ব্যবস্থাপক মোহাম্মদ শেখ কাদির স্বাক্ষরিত একটি নিয়োগপত্র তার হাতে তুলে দেয়া হয়েছে। একই সাথে সাংবাদিক নুরুন্নবী ভূঁইয়াকে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

এর আগে গত ২০১৩ সালের ১ ডিসেম্বর থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি দায়িত্ব পান সাংবাদিক ও সংস্কৃতিকর্মী হাবিবুর রহমান পারভেজ।

গত ২০১৬ সালের শেষের দিকে সারাদেশের ৬৩ জেলা প্রতিনিধি নিয়োগ একদিনের নোটিশে বাতিল করেন এশিয়ান টেলিভিশন র্কতৃপক্ষ। কিন্তু যোগ্যতা ও সততা বিবেচনায় সারাদেশের মধ্যে শুধুমাত্র তার নিয়োগই বহাল রাখেন র্কতৃপক্ষ।

প্রসঙ্গত, ১৯৮৪ সালে ব্রাহ্মণবাড়িয়া শহরের মধ্যপাড়ায় জন্ম নেয়া হাবিবুর রহমান পারভেজ র্বতমানে সামাজিক ও সাংস্কৃিতক সংগঠন আবরণির নির্বাহী পরিচালক এবং ব্রাহ্মণবাড়িয়া অনলাইন টেলিভিশনের সম্পাদক। তাছাড়া তিনি ব্রাহ্মণবাড়িয় জেলা ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক ছিলেন।

হাবিবুর রহমান পারভেজ ২০০০ সালে তিতাস সাহিত্য-সংস্কৃতি পরিষদের সদস্য হওয়ার মধ্য দিয়ে সাংগঠনিক র্চচা শুরু করেন। ২০০৪ সালে তিতাস আবৃত্তি সংগঠনের সহকারি পরিচালক, ২০০২ সালে যুগান্তর স্বজন সমাবেশের ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সাধারণ সম্পাদক, ২০০৫ সালে প্রথম আলো বন্ধুসভার সহ-সভাপতি, ২০০৮ সালে যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের যুগ্ম-আবায়ক, ২০০৯ সালে ঘাতক-দালালর্ নিমূল কমিটির প্রচার সম্পাদক, ২০১০ সালে কালের কন্ঠের পাঠক সংগঠন ‘ শুভসংঘ’ এর সাধারণ সম্পাদক হয়ে কাজ করেন। তিনি ২০১৩ সালে বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদের ব্রাহ্মণবাড়িয়া জেলার আহবায়ক এবং ২০১৪ সালে জেলা নাগরিক ফোরামের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব গ্রহন করেন। এছাড়া তিনি জেলা শিল্পকলা একাডেমী, পাবলিক লাইব্রেরী, রেড ক্রিসেন্ট, এপেক্স ক্লাব ও সম্মিলিত সাংস্কৃিতক জোটের সাথে যুক্ত আছেন।

###

এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার হিসেবে পদোন্নতি পেলেন সাংবাদিক ও সংস্কৃতিকর্মী পারভেজ

সুমন আহম্মেদঃ
ব্রাহ্মণবাড়িয়ায় এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুরে পৌর এলাকার মেড্ডা সবুজবাগের একটি পুকুরপাড় থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, রোববার দুপুর আড়াইটার দিকে সবুজবাগ এলাকার একটি পুকুরপাড়ে পলিথিনে মোড়ানো অবস্থায় এই নবজাতকের লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌছে নবজাতকের লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।

এ ব্যাপারে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সেলিম উদ্দিনের সাথে যোগাযোগ করলে তিনি বিষয়টি নিশ্চিত করে জানান, ধারণা করা হচ্ছে দু-একদিন আগে নবজাতকটি ভূমিষ্ঠ হয়েছে। রাতের আঁধারে কেউ পুকুরপাড়ে তার লাশ ফেলে রেখে গেছে।

###

ব্রাহ্মণবাড়িয়ায় নবজাতকের লাশ উদ্ধার

সুমন আহম্মেদঃ
ব্রাহ্মণবাড়িয়ায় গত শুক্রবার গানে, নাচে ও আলোচনায় বিশ্বের সুরের সাধক, সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁর ৪৭ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় স্থানীয় সুরসম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও সুর সম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গণ পরিচালনা কমিটির সভাপতি হায়াত-উদ- দৌলা খাঁন।
জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সুর সম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গণ পরিচালনা কমিটির সিনিয়র সহ-সভাপতি আল-মামুন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান।
বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব, ওস্তাদ আলাউদ্দিন খাঁ গবেষক ও সুর সম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গণ পরিচালনা কমিটির সদস্য মনজুরুল আলমের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন সঙ্গীতাঙ্গন পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান সরকার। বক্তব্য রাখেন সুর সম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গণ পরিচালনা কমিটির সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া সাহিত্য একাডেমীর সভাপতি কবি জয়দুল হোসেন। উপস্থিত ছিলেন সুর সম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গণ পরিচালনা কমিটির সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ বাহারুল ইসলাম মোল্লা এবং সঙ্গীতাঙ্গনের শিক্ষক মোঃ হেলাল উদ্দিন।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন বলেন, আমরা যথাযথভাবে সঙ্গীতের এই কিংবদন্তীকে মূল্যায়ন করতে পারছি না। তার জীবনী আমাদের জানতে হবে এবং পরবর্তী প্রজন্মকে জানাতে হবে। কারণ তিনি নিজ ধর্মের প্রতি যেমন অনুরাগী ছিলেন অন্য ধর্মের প্রতিও তাঁর সমান শ্রদ্ধাভক্তি ছিল। তিনি বলেন, ১৯৩৫ সালে তিনি নৃত্যশিল্পী উদয় শঙ্করের সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশ সফর করেন। তিনিই ভারতীয় উপমহাদেশের রাগসঙ্গীতকে সর্বপ্রথম পাশ্চাত্যের শ্রোতাদের নিকট পরিচিত করান। ভারতের লোকজন তাঁর জন্যই ব্রাহ্মণবাড়িয়ার শিবপুরের নামের সঙ্গে পরিচিত। তিনি ক্ষোভ নিয়ে বলেন, কয়েক বছর আগে ব্রাহ্মণবাড়িয়ায় এক হামলায় সুর সম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গণের যাদুঘরে হামলা চালিয়ে ওস্তাদ আলাউদ্দিন খাঁর সকল স্মৃতি চিহ্ন পুড়ে ফেলেছে দুর্বৃত্তরা। কিন্তু তারা আমাদের হৃদয় থেকে তাঁর চেতনা পুড়তে পারেননি এবং পারবেনও না।
অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা, সঙ্গীত, সাহিত্য, সাংবাদিক সমাজের বিশিষ্ট ব্যক্তি, শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতেই অতিথিরা মঞ্চে স্থাপিত সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন।
এর আগে শুক্রবার সকালে সঙ্গীতাঙ্গণের মিলনায়তনে সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁর মৃত্যু দিবস উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। পাশাপাশি সঙ্গীতাঙ্গনের শিশু শিল্পিদের অংশ গ্রহনে উচ্চাঙ্গ সঙ্গীত, উচ্চাঙ্গ যন্ত্র সঙ্গীত ও উচ্চাঙ্গ নৃত্য উপর প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিভিন্ন বয়সের প্রায় ১০০জন শিক্ষার্থী অংশ নেয়। তাদের মধ্যে শুক্রবার সন্ধ্যায় ৬০জনকে পুরস্কৃত করা হয়।
বিশ্বখ্যাত এই সঙ্গীতজ্ঞের জন্ম ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর গ্রামে। সরোদ বাদ্যযন্ত্রের কিংবদন্তী এই সুরের সাধক ১৯৭১ সালের ৬ সেপ্টেম্বর ভারতের মাইহারে পরলোক গমন করেন।
###

বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসায় সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁর ৪৭ তম মৃত্যুবার্ষিকী পালিত

সুমন আহম্মেদঃ
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন কার্যনির্বাহী কমিটির বিভিন্ন পদের প্রার্থীরা
বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি, ব্রাহ্মণবাড়িয়া ইউনিটের বিশেষ সাধারণ সভা গতকাল শনিবার সকাল ১০টায় ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়।

ইউনিটের ভাইস চেয়ারম্যান মোঃ জায়েদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় উপস্থিত ছিলেন ইউনিটের সাধারণ সম্পাদক মোঃ শাহআলম, ইউনিট লেভেল অফিসার রাকিবুল হাসান, রেডক্রিসেন্ট ইউনিটের ২০১৯-২০২১ নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার গোলাম মহিউদ্দিন খান খোকন, বাংলাদেশ আওয়ামীলীগের জাতীয় পরিষদ সদস্য ও বিশিষ্ট মুক্তিযোদ্ধা আবুল কালাম ভূইয়া, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি আলহাজ্ব আজিজুল হক, পরিচালক আলহাজ্ব আবুল খায়ের, জেলা আওয়ামী লীগের সদস্য মোঃ ফারুকুল ইসলাম, মোঃ কাচন মিয়া, জেলা পরিষদের সদস্য ও

রেডক্রিসেন্ট ইউনিটের ২০১৯-২০২১ নির্বাচনের কমিশনার মোঃ সাদেকুর রহমান শরীফ, জেলা নাগরিক কমিটির সহ-সভাপতি ও কাউতলী জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব সাঈদুর রহমান সাঈদ, পৌর কাউন্সিলর মোঃ খবির উদ্দিন, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবু হোরায়রাহ, রেডক্রিসেন্ট ইউনিটের ২০১৯-২০২১ নির্বাচনের কমিশনার আনোয়ার হোসেন সোহেল, রেডক্রিসেন্ট ইউনিট কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাডঃ গোলাম মহিউদ্দিন আহমেদ স্বপন, অ্যাডঃ শাহানুর ইসলাম, আশিকুর রহমান পাঠান, বিশিষ্ট ব্যাংকার দেওয়ান আবিদুর রহমান,সাবেক ফুটবলার মোঃ বাছির, জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজ নবী খান পলাশ প্রমুখ।

সাধারণ সভায় নির্ধারিত সময়ে কোরাম পূর্ন না হওয়ায় সভার সভাপতি মোঃ জায়েদুল হক আজ রোববার সকাল ১০টা পর্যন্ত সভা মুলতবী ঘোষনা করেন। আজ রোববার সকাল ১০টায় একই স্থানে মুলতবী সভা অনুষ্ঠিত হবে বলে তিনি জানান।

রেডক্রিসেন্ট ইউনিটের ২০১৯-২০২১ নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, রেডক্রিসেন্ট ইউনিটের নতুন কার্যনির্বাহী কমিটির নির্বাচনে ঘোষিত তফসিল মোতাবেক বিভিন্ন পদে একাধিক মনোনয়নপত্র বিক্রি হলেও মনোনয়নপত্র দাখিলের দিন প্রতিটি পদে একটি করে মনোনয়নপত্র দাখিল হওয়ায় নির্বাচন কমিশন কর্তৃক যাচাই-বাছাই শেষে প্রত্যেক প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষনা করা হয়। প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় নির্বাচনের আর আবশ্যকতা নাই। আজ রোববার অনুষ্ঠিতব্য মুলতবী সভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতদের নাম ঘোষনা করা হবে বলেও নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে।
###

ব্রাহ্মণবাড়িয়া রেডক্রিসেন্ট ইউনিটের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত

সুমন আহম্মেদঃ
ব্রাহ্মণবাড়িয়ায় ২৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ সাগর চৌধুরী-(২২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।শুক্রবার সকাল পৌনে ৯টায় পৌর এলাকার পূর্ব পাইকপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত সাগর চৌধুরী বিজয়নগর উপজেলার চতুরপুর গ্রামের হিরন চৌধুরীর ছেলে। এ ঘটনায় সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

এ ব্যাপারে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ সেলিম উদ্দিন বলেন, গ্রেপ্তারকৃত সাগর চৌধুরী একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা পরিচালনা করে আসছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
###

২৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ব্রাহ্মণবাড়িয়ায় মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

 

সুমন আহম্মেদঃ
ব্রাহ্মণবাড়িয়ায় ২৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৬ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার রাত ও বিকেলে পৃথক অভিযানে পৌর এলাকার দক্ষিণ পৈরতলা বাসস্ট্যান্ড এবং সদর উপজেলার মজলিশপুর বাজার থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন জেলার নবীনগর উপজেলার উরখুলিয়া গ্রামের মোঃ রাজিব মিয়া-(২৭), একই উপজেলার কৃষ্ণনগর গ্রামের মোঃ মামুন-(২০), জুবায়ের-(২০), ]

ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার পূর্ব মেড্ডা গ্রামের মোঃ বসির আহমেদ মারুফ-(২৮), একই এলাকার মোঃ সাফি মিয়া-(৩১) এবং সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের আমিরপাড়ার মোঃ শাহ আলী প্রকাশ এন্তা-(৩২)।

পুলিশ জানায়, বুধবার গভীর রাতে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার দক্ষিণ পৌরতলা বাসস্ট্যান্ডে মাদক বিক্রির সময় ১১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী রাজিব মিয়া, মামুন মিয়া, জুবায়ের, বসির আহমেদ মারুফ এবং মোঃ সাফি মিয়াকে গ্রেপ্তার করা হয়।

অপর দিকে বুধবার বিকেলে পৃথক অভিযানে সদর উপজেলার মজলিশপুর বাজার থেকে মাদক ব্যবসায়ী শাহ আলী প্রকাশ এন্তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ব্যাপারে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সেলিম উদ্দিনের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গতকাল বৃহস্পতিবার সকালে গ্রেপ্তারকৃত ছয় মাদক ব্যবসায়ীকে আদালতে সোপর্দ করা হয়েছে।
###

২৩০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ব্রাহ্মণবাড়িয়ায় ৬ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সুমন আহম্মেদঃ
‘বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া’-এই শ্লোগানকে সামনে রেখে পথ চলার বছরপূর্তি হয়েছে অনলাইন টিভি ব্রাহ্মণবাড়িয়া টিভি’র। আর এ উপলক্ষে গতকাল বুধবার ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে আয়োজন করা হয় এক অনুষ্ঠানের। আর এতে প্রশাসনের কর্তাব্যাক্তি,সাংবাদিক,সাহিত্যিক এবং সংস্কৃতি কর্মীদের সরব উপস্থিতিতে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব সভাপতি খ আ ম রশিদুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মো: শামসুজ্জামান। অতিথি হিসেব আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার প্রশান্ত বৈদ্য,ব্রাহ্মণবাড়িয়া টিভি জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি মনজুরুল আলম,সাহিত্য একাডেমীর সভাপতি কবি জয়দুল হোসেন,অনুশীলন সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি আবদূন নূর,প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক রিয়াজ উদ্দিন জামি।অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ড্রিম ফর ডিজএ্যাবেলিটির মো: হেদায়েতুল আজিজ মুন্না। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তৃতা করেন ব্রাহ্মণবাড়িয়া টিভির কর্নধার সাংবাদিক সাব্বির আহমেদ সুবীর। একবছর আগে যাত্রা শুরু করা ব্রাহ্মণবাড়িয়া টিভি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে এরই মধ্যে দর্শক-শ্রোতাদের মনে জায়গা করে নিয়েছে উল্লেখ করে বক্তারা বলেন অনলাইন ভিত্তিক এই টেলিভিশন এলাকার মানুষের সংবাদ চাহিদা মেটাতে বড় ভূমিকা রাখছে। সংবাদ পরিবেশনায় নতুনমাত্রা যুক্ত করা ছাড়াও সংবাদের বিষয়-বৈচিত্র্যের কারনে ব্রাহ্মণবাড়িয়া টিভি এগিয়ে গেছে। আগামীদিনে ব্রাহ্মণবাড়িয়ার শিক্ষা-সংস্কৃতি,ঐতিহ্য,উন্নয়ন-অগ্রগতির খবর তুলে ধরা ছাড়াও এই জেলার মানুষের সুখ-দুখের খবর তুলে ধরে ব্রাহ্মণবাড়িয়া টিভি তাদের অগ্রযাত্রা অব্যাহত রাখবে এমন আশাবাদ ব্যক্ত করেন বক্তারা। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন দৈনিক প্রথম আলোর ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি শাহাদত হোসেন। আলোচনা সভার পর কেক কাটেন অতিথিরা। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি সৈয়দ মিজানুর রেজা,সাবেক সাধারন সম্পাদক ও সিনিয়র সাংবাদিক মো: সাদেকুর রহমান ও আ ফ ম কাউসার এমরান,দৈনিক মানবজমিনের ষ্টাফ রিপোর্টার জাবেদ রহিম বিজন,বাংলাভিশনের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি আশিকুল ইসলাম,বাংলাদেশ প্রতিদিন’র ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি মোশাররফ হোসেন বেলাল,এনটিভি’র ষ্টাফ রিপোর্টার শিহাব উদ্দিন বিপু,যমুনা টিভি’র শফিকুল ইসলাম,৭১ টিভির জালাল উদ্দিন রুমি,সংবাদ প্রতিদিন’র প্রতিনিধি মজিবুর রহমান খান,আরটিভি’র আজিজুর রহমান পায়েল,নিউজ টুয়েন্টি ফোরের মাসুক হ্নদয়,একুশে টিভি’র মীর মো: শাহীন,এসএ টিভি’র মনিরুজ্জামান পলাশ,মাছরাঙ্গা টেলিভিশনের আশেক মান্নান হিমেল,জাগো নিউজ টুয়েন্টি ফোর প্রতিনিধি আজিজুল আলম সঞ্চয় ও দৈনিক নবচেতনার শফিকুল আলম স্বপন।
###

বিশ্বের দরবারে ব্রাহ্মণবাড়িয়াকে তুলে ধরছে ব্রাহ্মণবাড়িয়া টিভি বছরপূর্তির আলোচনায় বক্তারা

ফেসবুকে আমরা..