সুমন আহম্মেদঃ
‘বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া’-এই শ্লোগানকে সামনে রেখে পথ চলার বছরপূর্তি হয়েছে অনলাইন টিভি ব্রাহ্মণবাড়িয়া টিভি’র। আর এ উপলক্ষে গতকাল বুধবার ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে আয়োজন করা হয় এক অনুষ্ঠানের। আর এতে প্রশাসনের কর্তাব্যাক্তি,সাংবাদিক,সাহিত্যিক এবং সংস্কৃতি কর্মীদের সরব উপস্থিতিতে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব সভাপতি খ আ ম রশিদুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মো: শামসুজ্জামান। অতিথি হিসেব আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার প্রশান্ত বৈদ্য,ব্রাহ্মণবাড়িয়া টিভি জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি মনজুরুল আলম,সাহিত্য একাডেমীর সভাপতি কবি জয়দুল হোসেন,অনুশীলন সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি আবদূন নূর,প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক রিয়াজ উদ্দিন জামি।অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ড্রিম ফর ডিজএ্যাবেলিটির মো: হেদায়েতুল আজিজ মুন্না। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তৃতা করেন ব্রাহ্মণবাড়িয়া টিভির কর্নধার সাংবাদিক সাব্বির আহমেদ সুবীর। একবছর আগে যাত্রা শুরু করা ব্রাহ্মণবাড়িয়া টিভি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে এরই মধ্যে দর্শক-শ্রোতাদের মনে জায়গা করে নিয়েছে উল্লেখ করে বক্তারা বলেন অনলাইন ভিত্তিক এই টেলিভিশন এলাকার মানুষের সংবাদ চাহিদা মেটাতে বড় ভূমিকা রাখছে। সংবাদ পরিবেশনায় নতুনমাত্রা যুক্ত করা ছাড়াও সংবাদের বিষয়-বৈচিত্র্যের কারনে ব্রাহ্মণবাড়িয়া টিভি এগিয়ে গেছে। আগামীদিনে ব্রাহ্মণবাড়িয়ার শিক্ষা-সংস্কৃতি,ঐতিহ্য,উন্নয়ন-অগ্রগতির খবর তুলে ধরা ছাড়াও এই জেলার মানুষের সুখ-দুখের খবর তুলে ধরে ব্রাহ্মণবাড়িয়া টিভি তাদের অগ্রযাত্রা অব্যাহত রাখবে এমন আশাবাদ ব্যক্ত করেন বক্তারা। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন দৈনিক প্রথম আলোর ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি শাহাদত হোসেন। আলোচনা সভার পর কেক কাটেন অতিথিরা। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি সৈয়দ মিজানুর রেজা,সাবেক সাধারন সম্পাদক ও সিনিয়র সাংবাদিক মো: সাদেকুর রহমান ও আ ফ ম কাউসার এমরান,দৈনিক মানবজমিনের ষ্টাফ রিপোর্টার জাবেদ রহিম বিজন,বাংলাভিশনের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি আশিকুল ইসলাম,বাংলাদেশ প্রতিদিন’র ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি মোশাররফ হোসেন বেলাল,এনটিভি’র ষ্টাফ রিপোর্টার শিহাব উদ্দিন বিপু,যমুনা টিভি’র শফিকুল ইসলাম,৭১ টিভির জালাল উদ্দিন রুমি,সংবাদ প্রতিদিন’র প্রতিনিধি মজিবুর রহমান খান,আরটিভি’র আজিজুর রহমান পায়েল,নিউজ টুয়েন্টি ফোরের মাসুক হ্নদয়,একুশে টিভি’র মীর মো: শাহীন,এসএ টিভি’র মনিরুজ্জামান পলাশ,মাছরাঙ্গা টেলিভিশনের আশেক মান্নান হিমেল,জাগো নিউজ টুয়েন্টি ফোর প্রতিনিধি আজিজুল আলম সঞ্চয় ও দৈনিক নবচেতনার শফিকুল আলম স্বপন।
###
Leave a Reply