২৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ব্রাহ্মণবাড়িয়ায় মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সুমন আহম্মেদঃ
ব্রাহ্মণবাড়িয়ায় ২৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ সাগর চৌধুরী-(২২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।শুক্রবার সকাল পৌনে ৯টায় পৌর এলাকার পূর্ব পাইকপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত সাগর চৌধুরী বিজয়নগর উপজেলার চতুরপুর গ্রামের হিরন চৌধুরীর ছেলে। এ ঘটনায় সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

এ ব্যাপারে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ সেলিম উদ্দিন বলেন, গ্রেপ্তারকৃত সাগর চৌধুরী একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা পরিচালনা করে আসছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
###

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা..