সুমন আহম্মেদঃ
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার কৃতি সন্তান, উপজেলার ভূবন গ্রামের বাসিন্দা, জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রজোওয়ান আহমেদ ইন্তেকাল করেছেন (ইন্না—রাজিউন)। গত বৃহস্পতিবার বিকেলে ঢাকার ক্রিসেন্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর।

তিনি দীর্ঘদিন ধরে ডায়বেটিস ও কিডনি রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক কন্যা রেখে যান।

শুক্রবার সকালে ঢাকার উত্তরা ৭নং সেক্টর পার্কের জামে মসজিদে মরহুমের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
বেলা ১১টায় নাসিরনগর উপজেলা পরিষদ চত্বরে দ্বিতীয় নামাজে জানাযা এবং বাদ জুম্মা ভূবন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তৃতীয় নামাজে জানাজা শেষে ভূবন পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়।

উপজেলা পরিষদ চত্বরের নামাজে জানাজায় জাপার কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক এমপি জিয়াউল হক মৃধা, নাসিরনগর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি ডাঃ রাফিউদ্দিন আহমেদ, সাবেক উপজেলা চেয়ারম্যান এটিএম মনিরুজামান সরকার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম.এ. হান্নানসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহন করেন। নামাজে জানাজা শেষে মরহুমের কফিনে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পাঞ্জলী অর্পণ করা হয়।ল্লেখ্য, প্রবীন রাজনীতিবিদ রেজোওয়ান আহমেদ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-১-(নাসিরনগর) আসন থেকে একাধিবার জাতীয় পার্টির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
###

শোক সংবাদ রেজোওয়ান আহমেদ

সুমন আহম্মেদঃ
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক চাপায় দুই মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৬টার দিকে সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের ঘাটুরা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের চিনাইর গ্রামের শরীফ চৌধুরীর ছেলে রাজীব চৌধুরী-(৩৮) ও গাজীপুর জেলার সদর উপজেলার উত্তর হাইলপুর গ্রামের আব্দুল জলিল সরকারের ছেলে দোলন সরকার-(৩৬)। নিহতরা বনবিভাগ, ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ে অফিস সহায়ক পদে কর্মরত ছিলেন বলে জানা গেছে।

কুমিল্লা বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা কাজী নূরুল কবীর জানান, বৃহস্পতিবার সকালে রাজীব ও দোলন মোটর সাইকেলযোগে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর থেকে নিয়মিত টহলে বিশ্বরোডের দিকে যাওয়ার পথে কুমিল্লা-সিলেট মহাসড়কের সদর উপজেলার ঘাটুরা এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মোটর সাইকেলের মুখোমুখী সংঘর্ষ হলে ঘটনাস্থলেই দোলন মারা যায়। আশংকাজনক অবস্থায় স্থানীয়রা রাজীবকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করে। পরে ঢাকায় নেয়ার পথে বিশ্বরোড এলাকায় রাজিবও মারা যায়।

খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়ার খাঁটিহাতা হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌছে দোলনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসে।
এ ব্যাপারে খাঁটিহাতা হাইওয়ে থানার উপ-পরিদর্শক মোঃ গিয়াস উদ্দিন বলেন, ঘাতক ট্রাকটিকে আটক করা হলেও চালক এবং হেলপার পালিয়ে গেছে।
###

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক চাপায় দুই মোটর সাইকেল আরোহী নিহত

সুমন আহম্মেদঃ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা “ভ্যাকসিন হিরো”-উপাধিতে ভূষিত হওয়ায় বাংলাদেশ স্বাস্থ্য সহকারী এসোসিয়েশন কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বৃহস্পতিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ায় আনন্দ র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার বিকেলে শহরের পুরাতন কাচারী প্রাঙ্গন থেকে বর্ণাঢ্য এক র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবের সামনে এসে পথসভায় মিলিত হয়।

ব্রাহ্মণবাড়িয়া স্বাস্থ্য পরিদর্শক সমিতির সভাপতি আব্দুল বাসিদের সভাপতিত্বে পথ সভায় বক্তব্য রাখেন স্বাস্থ্য পরিদর্শক নিলুফা ইয়াসমিন, জেলা স্বাস্থ্য সহকারী এসোসিয়েশনের সভাপতি আরশাদুল ইসলাম, নাসিরনগর উপজেলার সভাপতি ফিরোজ আহম্মদ, সরাইল উপজেলার সভাপতি জসিম উদ্দিন, সাধারন সম্পাদক জহির উদ্দিন শিহাব, কসবা উপজেলা সভাপতি জামাল উদ্দিন, আশুগঞ্জ উপজেলা সাধারন সম্পাদক মোঃ মামুন, মহিলা নেত্রী তানিয়া আক্তার, সদর উপজেলা সভাপতি রুবেল মিয়া, সাধারন সম্পাদক নাজির আহমেদ প্রমুখ।
###

প্রধানমন্ত্রী ভ্যাকসিন হিরো উপাধিতে ভূষিত হওয়ায় ব্রাহ্মণবাড়িয়ায় আনন্দ র‌্যালি-পথসভা

সুুমন আহম্মেদঃ
ব্রাহ্মণবাড়িয়ার কবি ও কবিতা বিষয়ক সংগঠন “কবির-কলম” এর সাহিত্য চক্র ও অনলাইন প্রতিযোগীতায় নির্বাচিত মাসিক সেরা কবিদের সম্মাননা গতকাল শুক্রবার বিকেলে স্থানীয় শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত ভাষা চত্তরে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়ার বিশিষ্ট, সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কবি আল আমীন শাহীন।

“কবির কলমের” সভাপতি কবি সুমন সাহার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কবি হুমায়ন কবির সোহেল এর পরিচালনায় উক্ত সাহিত্য চক্রে আলোচনায় অংশ গ্রহণ করেন সাবেক ছাত্রলীগ নেতা অপু সারওয়ার খান, বিশিষ্ট সঙ্গিত শিল্পী হৃদয় কামাল, “কবির কলমরে” সিনিয়র সহ-সভাপতি কবি মনিরুল ইসলাম শ্রাবণ, সদস্য কবি এম এম ইকরাম, কবি তাহমিদ অনি নিলয়, কবি ইফতেখারুল হক সোহান, কবি রতন মিয়া, কবি ফাহিম মুনতাসির প্রমুখ।

সভায় প্রধান আলোচক এর বক্তব্যে কবি আল আমীন শাহীন ব্রাহ্মণবাড়িয়ার অমর কথা সাহিত্যিক অদ্বৈত মল্ল বর্মণ এর জীবন ও কর্ম এবং তাঁর অমর সাহিত্য “তিতাস একটি নদীর নাম ” উপন্যাসের বিভিন্ন চরিত্র ও ঘটনা সম্পর্কে আলোকপাত করেন। তিনি তাঁর বক্তব্যে ব্রাহ্মণবাড়িয়ার ইতিহাস-ঐতিহ্য ও সাম্প্রদায়িক সম্প্রতির মেলবন্ধনের ধারাবাহিকতায় রক্ষায় কবির কলমের তরুণ কবিগণ ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করেন।

পরে অতিথিবৃন্দ “কবির কলমের” অনলাইন কবিতা প্রতিযোগিতায় যৌথভাবে নিবার্চিত মাসিক সেরা দুই কবি কবি এম এম ইকরাম ও কবি তাহমিদ অনি নিলয়ের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।
###

কবির কলমের সাহিত্য চক্র ও সেরা কবিদের সম্মাননা প্রদান অনুষ্ঠিত

ফিরোজুর রহমান ওলিওকে কেন্দ্রীয় আওয়ামীলীগের শোকজ।
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা এবং সদর উপজেলা আওয়ামীলীগের সদস্য, ফিরোজুর রহমান ওলিওকে দলীয় নির্দেশ অমান্য করে ৫ম উপজেলা নির্বাচনে “ বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ গ্রহণ এবং দল বিরোধী নানাবিধ তৎপরতাসহ দলীয় আদর্শ ও শৃংখলা ভঙ্গের অভিযোগে” বাংলাদেশ আওয়ামীলীগের গঠনতন্ত্রের ৪৭(ক) ধারার বিধানমতে তাঁর বিরুদ্ধে “ কেন গঠনতান্ত্রিক ব্যবস্থা গ্রহণ করা হবেনা” মর্মে ২১ দিনের মধ্যে কেন্দ্রীয় অফিসে লিখিত জবাব দাখিল করতে দলের সাধারণ সম্পাদক সেতু মন্ত্রী ওবায়দুল কাদের স্বাক্ষরিত নির্দেশ জারি করা হয়েছে। (প্রেস বিজ্ঞপ্তি)

###

দলীয় নির্দেশ অমান্য করে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ গ্রহণ করায়

সুমন আহম্মেদঃ
ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে গত বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শামসুজ্জামানের নেতৃত্বে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সার্কিট হাউজ প্রাঙ্গনে এসে শেষ হয়।

পরে সার্কিট হাউজ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগ, ব্রাহ্মণবাড়িয়ার উপ-পরিচালক (উপ-পরিচালক) দূর-রে-শাহওয়াজ।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শামসুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মিতু মরিয়ম।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে দূর-রে-শাহওয়াজ বলেন, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার হাত ধরে দেশ এগিয়ে যাচ্ছে। বর্তমানে আমাদের দেশ বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল। উন্নয়নের প্রতিযোগীতায় আমাদেরকে টিকে থাকতে হলে উৎপাদনশীলতা বাড়াতে হবে।
আলোচনা সভায় চেম্বার অব কমার্সের পরিচালক মোঃ শাহআলম, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আবু হোরায়রাসহ বিভিন্ন এনজিওর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
###

জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় র‌্যালি-আলোচনা সভা অনুষ্ঠিত

সুমন আহম্মেদঃ
ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব প্রবীণ দিবস উপলক্ষে গত মঙ্গলবার র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি উপলক্ষে গত মঙ্গলবার বিকেলে বাংলাদেশ সিনিয়র সিটিজেন্স এসোসিয়েশন (বাচকা) এর উদ্যোগে স্থানীয় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বর থেকে এক র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে আলোচনা সভায় মিলিত হয়।

বাংলাদেশ সিনিয়র সিটিজেন্স এসোসিয়েশন (বাচকা) এর জেলা আহবায়ক হাবিবুর রহমান পারভেজের সভাপতিত্বে এবং সংগঠনের কেন্দ্রীয় সদস্য প্রকৌশলী আজহার উদ্দিনের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি রবিউল ইসলাম।

আলোচনা সভায় সম্মানিত অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ শওকত হোসেন, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর অমৃত লাল সাহা, প্রবীণ ব্যক্তিত্ব রবীন্দ্রসাহা, হরিপদ দেব, ডাঃ ফয়জুর রহমান ফায়েজ, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আল-আমিন শাহীন, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন জামি, সাংবাদিক আবদুন নূর, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটির সদস্য সাংবাদিক মোঃ বাহারুল ইসলাম মোল্লা, সাংবাদিক বিশ্বজিৎ পাল বাবু,জেলা নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক-রতন কান্তি দত্ত, ইব্রাহিম খান সাদাত, খন্দকার শফিকুল আলম মোঃ মনির হোসেন,মাসুক হ্নদয়,সুমন আহম্মেদ।

বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা সৈয়দ আরাফাত, বিজয় সাহা, অশেষ রায়, মোঃহেলাল মিয়া,রেজাউল করিম ও অরোও উপস্থিত তরুণদের মধ্যে ছাত্রলীগ নেতা বিপ্লব হোসেন, ইয়াছিন চৌধুরী, ইমরান মিয়া, মোঃ জনি মোঃ রকি, তানভীর আহমেদ,নাঈম ইসলাম প্রমুখ।

আলোচনা সভায় ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ শওকত হোসেন বলেন, তিনি প্রবীনদের জন্য হাসপাতালে একটি চিকিৎসা কর্ণার করার চেষ্টা করবেন। তিনি বলেন, প্রবীণরা আমাদের অহংকার, প্রবীণরা আমাদের গর্ব। প্রবীণদের মেধা ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যাব। তিনি বলেন, বৃদ্ধাশ্রম যেন না হয় মা-বাবার শেষ ঠিকানা সেজন্য আমাদেরকে শপথ নিতে হবে। প্রবীণদের প্রতি আমাদেরকে খেয়াল রাখতে হবে। তারা যেন কোন কারনে কষ্ট না করেন। আলোচনা সভা শেষে মিষ্টি বিতরণ করা হয়।
###

বিশ্ব প্রবীণ দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় র‌্যালি-অলোচনা সভা অনুষ্ঠিত

সুমন আহম্মেদঃ
ব্রাহ্মণবাড়িয়ায় পেয়াজের বাজারের লাগাম টানতে মঙ্গলবার বিকেলে শহরের প্রধান মসলার বাজার জগত বাজারে জেলা প্রশাসনের উদ্যোগে সদর উপজেলা নির্বাহী অফিসার পঙ্কজ বড়–য়ার নেতৃত্বে পৃথক তিনটি ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
অভিযানকালে ভ্রাম্যমান আদালত সঠিক মূল্য তালিকা এবং ক্রয় মূল্যের চালান না থাকায় চারটি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরিমানা করেন।

চারটি প্রতিষ্ঠানের মধ্যে মেসার্স বিসমিল্লাহ ষ্টোরকে ১০ হাজার টাকা, মেসার্স মায়ের দোয়া এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা, মেসার্স শাহ-আমানত ট্রেডার্সকে ১৫ হাজার টাকা এবং মেসার্স শাহজালাল ট্রেডার্সকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালতের অভিযান শেষে সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট পঙ্কজ বড়–য়া সাংবাদিকদের জানান, চলমান অস্থির পেয়াজের বাজার মনিটরিং করার জন্যে সরকারের উচ্চ পর্যায় থেকে নির্দেশনা রয়েছে।

নির্দেশনা অনুযায়ী এই অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানকালে চার ব্যবসা প্রতিষ্ঠানে সঠিক মূল্য তালিকা এবং ক্রয় মূল্যের চালান না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষন আইনের ২০০৯ এর (৪০) ধারায় প্রত্যেক প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। তিনি বলেন, বাজার মূল্য নিয়ন্ত্রনে না আসা পর্যন্ত ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন বাজারে ৯০ টাকা কেজি দরে পেয়াজ বিক্রি হয়।
###

পেয়াজের বাজারে অস্থিরতা ব্রাহ্মণবাড়িয়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে চার প্রতিষ্ঠানকে জরিমানা

সুমন আহম্মেদঃ
লাল সবুজ উন্নয়ন সংঘ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার আয়োজনে মাদক, ইভটিজিং, বাল্য বিবাহ ও ধর্ষণ বিরোধী সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে আলহাজ্ব বেগম নুরন্নাহার কলেজ হল রুমে এই সভা আয়োজন করা হয়। সভায় কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য রাখেন লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল।

বিশেষ অতিথি ছিলেন মানুষ রতন সংগঠনের সভাপতি নাজাত মোঃ আব্দুস সাত্তার, অ্যাবাকাস প্রি ক্যাডেট স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক আলাউদ্দিন সাবেরী ও লাল সবুজ উন্নয়ন সংঘ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সাধারণ সম্পাদব মাহবুবুর রহমান মাহি প্রমুখ। অনুষ্ঠানে শিক্ষার্থীদের শপথ করান কাওসার আলম সোহেল। কাওসার আলম সোহেল বলেন, টিফিনের টাকা বাঁচিয়ে ২০১১ সাল থেকে লাল সবুজ উন্নয়ন সংঘ শিক্ষার্থীদের সচেতন করতে সারা দেশে কাজ করে যাচ্ছেন। মাদকের বিরুদ্ধে স্কুল কলেজ থেকেই আমাদের প্রতিবাদ শুরু করতে হবে। তিনি কলেজ ও স্কুলের শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থাকার অনুরোধ জানান।

###

ব্রাহ্মণবাড়িয়ায় মাদক, ইভটিজিং, বাল্য বিবাহ ও ধর্ষণকে না বলে শিক্ষার্থীদের শপথ

সুমন আহম্মেদঃ
ব্রাহ্মণবাড়িয়ায় জাতিসংঘের জলবায়ু বিষয়ক জরুরী সম্মেলনকে সামনে রেখে বৈশি^ক জলবায়ু ধর্মঘট হিসেবে জলবায়ু পরিবর্তন মোকাবেলার জন্য দায়ী দেশগুলোর প্রতিশ্রুতি রক্ষার দাবিতে শুক্রবার বেলা ১১ টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব প্রাঙ্গনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) সহায়তায় আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন সনাক, ব্রাহ্মণবাড়িয়ার সহ-সভাপতি সাংবাদিক আবদুন নূর।
“একটাই পৃথিবী, একটাই বাংলাদেশ: বাঁচাও পৃথিবী, বাঁচাও বাংলাদেশ, বাঁচাও প্রজন্ম” শ্লোগানে মানববন্ধনে বক্তব্য রাখেন মানববন্ধনে বক্তব্য রাখেন সনাক সদস্য মোহাম্মদ আরজু, ফারহান নূর, ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মোস্তফা কামাল এনজিও নেতা এস.এম শাহীন।

মানববন্ধনে বক্তারা বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির হার সীমিত করা, বন ও পরিবেশের জন্য ক্ষতিকর কয়লাভিত্তিক পাওয়ার প্লান্ট স্থাপন বন্ধ করা, জলবায়ু অভিযোজনকে অগ্রাধিকার দিয়ে দীর্ঘমেয়াদী জলবায়ু অর্থায়ন, জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে বিশেষত বাংলাদেশকে ঋণ নয় প্রতিশ্রুতি অনুযায়ী ক্ষতিপূরণ বাবদ অর্থ দেয়া, জলবায়ু অর্থায়নে ন্যায়বিচার ও ন্যায্যতা নিশ্চিত করা এবং প্যারিস চুক্তি বাস্তবায়নে জনঅংশগ্রহণমূলক কর্মকৌশল নির্ধারণের দাবি জানান।

মানববন্ধনে বক্তারা বলেন, সরকার জলবায়ু পরিবর্তন মোকাবেলায় দৃশ্যমান পদক্ষপে গ্রহণ না করে নবায়ন যোগ্য জ্বালানীর পরিবর্তে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের মাধ্যমে বন ও পরিবেশ ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। মানববন্ধনে সনাক, স্বজন, ইয়েস, ইয়েস ফ্রেন্ডস সদস্য, এনজিও প্রতিনিধিবৃন্দ, সাংবাদিসহ বিভিন্ন কলেজ ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন।
###

বৈশ্বিক জলবায়ু ধর্মঘটের সমর্থনে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন অনুষ্ঠিত

ফেসবুকে আমরা..