স্টাফ রিপোর্টার,ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ায় করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় সংকটাপন্ন রোগীদেরকে ফ্রি অক্সিজেন সেবা দিতে জেলা ছাত্রলীগের উদ্যোগে চালু হয়েছে বিনামূল্যে অক্সিজেন সেবা। ৩৮টি অক্সিজেন সিলিন্ডার নিয়ে শুক্রবার বিকেলে জেলা ছাত্রলীগ তাদের কর্মকান্ড শুরু করে। শনিবার বিকেল পর্যন্ত তারা ২২জন রোগীকে বিনামূল্যে অক্সিজেন সেবা প্রদান করে।

করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের বাড়ি থেকে ফোন পাওয়া মাত্র ছাত্রলীগের নেতা-কর্মীরা সিলিন্ডার নিয়ে চলে যাচ্ছেন ওই বাড়িতে। চিকিৎসা সেবার জন্য জেলা ছাত্রলীগের হট লাইনে ৩০টি মোবাইল নাম্বার দেয়া হয়। ছাত্রলীগের নেতা-কর্মীদের চারটি গ্রুপে ভাগ করা হয়। জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল ও সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভন সার্বক্ষণিক এই কার্যক্রম তদারকি করছেন।

এ ব্যাপারে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভন বলেন, ব্রাহ্মণবাড়িয়ায় দিন দিন বেড়েই চলেছে করোনাভাইরাসের সংক্রমণ। রোগী অনুপাতে হাসপাতালগুলোতে নেই পর্যাপ্ত অক্সিজেন। করোনাভাইরাসে আক্রান্ত কোন রোগী যাতে অক্সিজেনের জন্য কষ্ট না করেন সেজন্য ব্রাহ্মণবাড়িয়া সদর আসনের সংসদ সদস্য ও বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরীর পরামর্শ ও আর্থিক সহায়তায় তারা বিনামূল্যে এই অক্সিজেন সেবা চালু করেছেন। র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী ব্যক্তিগতভাবে ২০টি সিলিন্ডার প্রদান করেছেন ও বাকী ১৮টি সিলিন্ডার তারা বিভিন্ন দানশীল ব্যক্তির আর্থিক সহায়তায় কিনেছেন।

শোভন আরোও বলেন, শনিবার বিকেল পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া সদর ও আশুগঞ্জ উপজেলায় তারা ২২জন রোগীকে বিনামূল্যে অক্সিজেন সেবা প্রদান করেছেন। ছাত্রলীগ মানুষের কল্যাণে রাজনীতি করে। জাতির যে কোন ক্রান্তিলগ্নে ছাত্রলীগ পাশে থাকবে।

ব্রাহ্মণবাড়িয়ায় জেলা ছাত্রলীগের বিনামূল্যে অক্সিজেন সেবা চালু


স্টাফ রিপোর্টার,ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিজ অর্থায়নে ১২টি অক্সিজেন সিলিন্ডার উপহার দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য ও আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক এমপি। শনিবার সকাল সোয়া ১০টার দিকে এসব সিলিন্ডার সংশ্লিষ্টদের কাছে এসব সিলিন্ডার হস্তান্তর করা হয়।

এসব সিলিন্ডার আখাউড়া পৌরসভা ও উপজেলার পাঁচটি ইউনিয়নের করোনায় আক্রান্ত রোগীদেরকে বিনামূল্যে সেবাদানের জন্য দেয়া হয়েছে।

মন্ত্রীর পক্ষে আখাউড়া পৌরসভার মেয়র মোঃ তাকজিল খলিফা কাজল সিভিল সার্জন ডাঃ মোঃ একরাম উল্লাহর কাছে হস্তান্তর করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ রাশেদুর রহমান, আবাসিক চিকিৎসা কর্মকর্তা শ্যামল কুমার ভৌমিক, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজি নাসির উদ্দিন খাদেম লিটন, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ আব্দুল মমিন বাবুল, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ আবু কাউছার ভূইয়া, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ শাহবুদ্দিন বেগ শাপলু প্রমুখ।

এ সময় পৌর মেয়র তাকজিল খলিফা কাজল বলেন, আইনমন্ত্রী একজন মানবিক মানুষ। করোনা পরিস্থিতি শুরু হওয়ার পর থেকেই তিনি নিজ সংসদীয় এলাকা কসবা-আখাউড়ার মানুষের যথাসাধ্য সেবা দেয়ার চেষ্টা করে যাচ্ছেন। এরই অংশ হিসেবে তিনি অক্সিজেন সিলিন্ডার পাঠিয়েছেন।

এ সময় সিভিল সার্জন ডাঃ মোঃ একরাম উল্লাহ মন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, এই মুহুর্তে মানুষের সবচেয়ে বড় প্রয়োজন অক্সিজেন সিলিন্ডার। মন্ত্রীর এই উপহার বহু মানুষের জীবন বাঁচাতে সহায়তা করবে।

আখাউড়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইনমন্ত্রীর ১২ টি অক্সিজেন সিলিন্ডার উপহার


স্টাফ রিপোর্টার,ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে ওস্তাদ আলাউদ্দিন খাঁ ব্রিগেডের বিনামূল্যে অক্সিজেন সেবা অব্যাহত রয়েছে। শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার সন্ধ্যা পর্যন্ত ব্রিগেডের পক্ষ থেকে চারটি সিলিন্ডার রোগীর বাড়িতে পৌঁছে দেয়া হয়।

রোগীর স্বজনদের কাছ থেকে ফোন পেয়ে সংগঠনটির নেতৃবৃন্দ নিজেরা এসব সিলিন্ডার রোগীর বাড়িতে পৌঁছে দেন।

এদিকে ওস্তাদ আলাউদ্দিন খাঁ ব্রিগেডের কর্মকান্ডে উদ্বুদ্ধ হয়ে সংগঠনকে আরো ১ সিলিন্ডার প্রদান করেছেন মেরিনের চিফ অফিসার মোঃ আবু বাকের স্বপন।

শনিবার বিকেলে পাইকপাড়ার টিউলিপ গার্ডেনের নিচতলায় ব্রিগেডের অস্থায়ী কার্যালয়ে সংগঠনের আহবায়ক অ্যাডভোকেট মোঃ নাসির মিয়ার কাছে তিনি এই সিলিন্ডার হস্তান্তর করেন। এ নিয়ে ব্রিগেডের অক্সিজেন সিলিন্ডারে সংখ্যা দাঁড়িয়েছে ১৫ তে। আরো অক্সিজেন সিলিন্ডার পাওয়ার আশা করছেন সংগঠনের নেতৃবৃন্দ।

সিলিন্ডার হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাধারন সম্পাদক জাবেদ রহিম বিজন, সাবেক সাধারণ সম্পাদক দীপক চৌধুরি বাপ্পী, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ বাহারুল ইসলাম মোল্লা, সময় টিভির ব্যুরো চিফ উজ্জল চক্রবর্তী, প্রেস ক্লাবের সংস্কৃতি ও তথ্য প্রযুক্তি সম্পাদক মোঃ মুজিবুর রহমান খাঁন, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক অসীম কুমার বর্দ্ধন, ব্রিগেডের যুগ্ম আহবায়ক শরীফ আহমেদ খান, যুগ্ম আহবায়ক কাজি তানবীর মাহমুদ, সদস্য সচিব মোঃ ফরহাদুল ইসলাম পারভেজ, বাছির মিয়া, মোঃ আরমান উদ্দিন, মুহয়ী শারদ প্রমুখ।

সিলিন্ডার হস্তান্তরকালে ব্রিগেডের আহবায়ক অ্যাডভোকেট নাসির মিয়া বলেন, তাদের এই সেবা অব্যাহত থাকবে। সেবামূলক এ কাজে সহযোগিতার জন্য ব্রিগেডের পক্ষ থেকে সকলের প্রতি আহবান জানান।

এ সময় উপস্থিত নেতৃবৃন্দ ব্রিগেডের সেবামূলক এ কাজের প্রশংসা করে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

ব্রাহ্মণবাড়িয়ায় ওস্তাদ আলাউদ্দিন খাঁ ব্রিগেডের অক্সিজেন সেবা অব্যাহত


স্টাফ রিপোর্টার,ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ইউএনও’র হস্তক্ষেপে বন্ধ হয়েছে ষষ্ঠ শ্রেনীতে পড়ুয়া এক স্কুল ছাত্রীর বাল্য বিয়ে। শুক্রবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার উপজেলার মোগড়া ইউনিয়নের নয়াদিল গ্রামের বিয়ে বাড়িতে উপস্থিত হয়ে ১৩ বছর বয়সী ওই স্কুল ছাত্রীর বিয়ে বন্ধ করে দেন।

পরে তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই ছাত্রীর বাবাকে বাল্য বিয়ের আয়োজন করায় ২ হাজার টাকা জরিমানা এবং আগামী ৫ বছরের মধ্যে ওই ছাত্রীকে বিয়ে দিবে না মর্মে মুচলেকা আদায় করেন।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় স্থানীয় ইউপি সদস্য সহিদ মিয়া, মহিলা ইউপি সদস্য সাফিয়া খাতুন ও এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ প্রমুখ৷

এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমানা আক্তার জানান, উপজেলার মোগড়া ইউনিয়নের নয়াদিল গ্রামের ১৩ বছরের ওই স্কুল ছাত্রীর সাথে শুক্রবার দুপুরে বিজয়নগর উপজেলার পাহাড়পুর গ্রামের দুলাল মিয়ার ছেলে সজীব মিয়ার (২৩) বিয়ে হওয়ার কথা ছিলো।

লকডাউনের কারণে খুবই গোপনীয়ভাবে বিয়ের আয়োজন করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে দুপুরে বরপক্ষ আসার আগেই বাড়িতে উপস্থিত হয়ে বাল্য বিয়ে বন্ধ করে দেই। মেয়ের বাবা বাল্য বিয়ের আয়োজনের কথা স্বীকার করায় তাকে বাল্য বিবাহ নিরোধ আইনে ২ হাজার টাকা জরিমানা এবং আগামী ৫ বছর পর্যন্ত তিনি তার মেয়েকে বিয়ে দিবেন না মর্মে মুচলেকা আদায় করা হয়।

উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপে আখাউড়ায় বাল্য বিয়ে বন্ধ


স্টাফ রিপোর্টার,ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো দুইজনের মৃত্যু হয়েছে। শুক্রবার ভোররাতে ও দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের করোনা আইসোলেশনে ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

মৃত দু’জনই পুরুষ। তাদের একজনের বয়স ৬০ বছর ও অপরজনের বয়স ৮৩ বছর।

এনিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট ৯৭ জন মৃত্যুবরণ করেছেন।

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক মোঃ এনামুল হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ২৫ ও ২৮ জুলাই তারা আইসোলেশন ইউনিটে ভর্তি হয়েছিলেন। তিনি বলেন, হাসপাতালের আইসোলেশন ইউনিটে ৫০ জনের বেশি করোনা আক্রান্ত রোগী চিকিৎসাধীন আছেন।

উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়ায় এখন পর্যন্ত এন্টিজেন ও পিসিআর ল্যাবের রিপোর্টে মোট ৭৩২৭ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। যার মধ্যে ৪৪৬১ জন করোনাভাইরাস থেকে আরোগ্য লাভ করেছে।

ব্রাহ্মণবাড়িয়ায় করোনায় আক্রান্ত হয়ে আরো দুইজনের মৃত্যু


স্টাফ রিপোর্টার,ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ায় করোনাভাইরাস পরিস্থিতিতে রোগীর বাড়িতে গিয়ে করোনা সংক্রমণে আক্রান্ত রোগীদেরকে বিনামূল্যে অক্সিজেন সেবা প্রদানকারী সংগঠন “ওস্তাদ আলাউদ্দিন খাঁ ব্রিগেড” কে দুইটি অক্সিজেন সিলিন্ডার প্রদান করেছেন দুইজন দানশীল ব্যক্তি।

শুক্রবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার পাইকপাড়ার বাসিন্দা ও বাংলাদেশ ছাত্রমৈত্রীর সাবেক নেতা মোঃ পারভেজ ও পৌর এলাকার উত্তর মৌড়াইলের বাসিন্দা কাতার প্রবাসী মোঃ রাসেল মিয়া সংগঠনের কার্যালয়ে এসে (পশ্চিম পাইকপাড়ার টিউলিপ ভবন) সংগঠনের আহবায়ক ও জেলা যুবমৈত্রীর আহবায়ক অ্যাডভোকেট মোঃ নাসির মিয়ার হাতে সিলিন্ডার দুটি হস্তান্তর করেন।

একই অনুষ্ঠানে শহরের সূর্যমুখী কিন্ডার গার্টেনের শিক্ষিক নিগার সুলতানা নগদ ১০ হাজার টাকা প্রদান করেন।

সিলিন্ডার ও নগদ টাকা হস্তান্তরকালে উপস্থিত ছিলেন জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি ও ব্রিগেড তদারক কমিটির সমন্বয়ক কমরেড অ্যাডভোকেট কাজী মাসুদ আহমেদ, সম্মিলিত সাংস্কৃতিক জোট, ব্রাহ্মণবাড়িয়ার আহবায়ক ও ভাসানী চর্চা কেন্দ্রের সংগঠক সাংবাদিক আবদুন নূর, জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক আবু সাঈদ খান, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রদ্যোত নাগ, ওয়ার্কাস পার্টির শহর কমিটির সভাপতি মোঃ নাসির মিয়া, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির ব্রাহ্মণবাড়িয়ার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট অসীম কুমার বর্দ্ধন, খেলাঘর আসর জেলা শাখার সাধারণ সম্পাদক নীহার রঞ্জন সরকার, ওস্তাদ আলাউদ্দিন খাঁ বিগ্রেডের যুগ্ম আহবায়ক কাজী তানভির আহমেদ, অ্যাডভোকেট নুরে আলম সিদ্দিকী, এপেক্স ক্লাব অব তিতাসের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম নয়ন প্রমুখ।

এসময় সিলিন্ডার প্রদানকারীরা জানান, ওস্তাদ আলাউদ্দিন খাঁ ব্রিগেড মানুষের কল্যাণে সম্মুখ সারির যোদ্ধা হিসেবে কাজ করছে। তারা যেন আরো অধিক মানুষের পাশে দাড়াঁতে পারে, মানবিক কর্মকান্ডে নিজেদেরকে নিয়োজিত রাখতে পারে তাই আমাদের এই প্রয়াস।

ওস্তাদ আলাউদ্দিন খাঁ ব্রিগেডকে অক্সিজেন সিলিন্ডার দিয়ে পাশে দাঁড়িয়েছেন ব্যবসায়ী-প্রবাসী


স্টাফ রিপোর্টার,ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে করোনাভাইরাসের নমুনা পরীক্ষার জন্য গিয়ে হোসনে হুর বেগম (৭০) নামে এক বৃদ্ধা মারা গেছেন। বৃহস্পতিবার সকালে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দিতে গিয়ে তিনি মারা যান।

মৃত হোসনে হুর বেগম সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামাবাদ গ্রামের মৃত আরজুমান মিয়ার স্ত্রী।

সরাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ নোমান মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, বৃদ্ধা হোসনে হুর বেগম বেশ কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন। তার শরীরে করোনা ভাইরাসের উপসর্গ ছিলো। ৪/৫ দিন আগে জেলা সদরের একজন চিকিৎসকের কাছে গেলে চিকিৎসক তাকে করোনাভাইরাসের পরীক্ষা করতে পরামর্শ দেন। অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার সকালে তিনি করোনাভাইরাসের নমুনা দিতে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। পরে ফরম ফিলাপের পর নমুনা দেয়ার আগ মুহুর্তে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

এ ব্যাপারে সরাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ নোমান মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই বৃদ্ধা নমুনা পরীক্ষার জন্য ফরম ফিলাপ করে নমুনা দেয়ার প্রাক্কালে মৃত্যুর কোলে ঢলে পড়েন। তাঁর নমুনা সংগ্রহ করতে না পারায় তিনি আক্রান্ত ছিলেন কিনা বলা যাচ্ছেনা তবে তার মধ্যে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার লক্ষণ ছিলো।

সরাইলে করোনা পরীক্ষার নমুনা দিতে এসে হাসপাতালেই বৃদ্ধার মৃত্যু


স্টাফ রিপোর্টার,ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় যাত্রীবাহি একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা লেগে ইভা আক্তার (৮) নামে এক শিশু নিহত এবং ১২জন আহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে কুমিল্লা-সিলেট মহাসড়কের কসবা উপজেলার খাড়েরা পল্লী বিদ্যুৎ সমিতি কার্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ইভা আক্তার নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার সদর ইউনিয়নের মোবারকপুর গ্রামের ইব্রাহিম মিয়ার মেয়ে।

দুর্ঘটনায় আহত ১২ জনের মধ্যে নিহত ইভার মা ইয়াছমিন বেগম (২৮), পারুল বেগম (২৮), রিনা আক্তার (২৭), তাহমিনা বেগম (৩২), তরিকুল ইসলাম (২৮), সিরাজ মিয়া (৩২), রাজেশ (৩৪) ও শারমীন আক্তার (২৬) কে ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ও নিহত ইভার বাবা ইব্রাহিম মিয়াকে (৩২) কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়।

আহতরা সবাই নেত্রকোনা জেলার বাসিন্দা ও গার্মেন্টস কর্মী। তারা ঈদের ছুটি কাটিয়ে লকডাউনকে উপেক্ষা করে রাতের আঁধারে কর্মস্থল চট্টগ্রামে যাচ্ছিলেন।

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল সূত্র ও পুলিশ জানায়, বুধবার রাত ৮টার দিকে নেত্রকোনা থেকে ১৩ জন যাত্রী নিয়ে একটি মাইক্রোবাস চট্টগ্রামে যাওয়ার পথে কসবা উপজেলার খাড়েরা পল্লী বিদ্যুৎ সমিতি কার্যালয়ের সামনে পৌছে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসটি মহাসড়কের পাশে থাকা একটি বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা খায়। এতে মাইক্রোবাসে সবাই আহত হন।

স্থানীয়রা ও পুলিশ আহতদের উদ্ধার করে প্রথমে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক শিশু ইভাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সোলায়মান মিয়া জানান, হাসপাতালে আনার আগেই শিশু ইভার মৃত্যু হয়। তিনি বলেন, আহতদের মধ্যে ইভার মা ইয়াছমিনের অবস্থা সংকটাপন্ন। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

এ ব্যাপারে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর ভূইয়া বলেন, পুলিশ হতাহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল ও কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেছে। ধারণা করা হচ্ছে মাইক্রোবাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটিয়েছেন। নিহত শিশুর লাশ ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

কসবায় সড়ক দুর্ঘটনায় শিশু নিহত, আহত ১২

স্টাফ রিপোর্টার,ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের সুরক্ষায় সেন্ট্রাল অক্সিজেন প্লান্টের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান হানিফ মুন্সি ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২০ শয্যা বিশিষ্ট সেন্ট্রাল অক্সিজেন প্লান্টের উদ্বোধন করেন।

স্থানীয় সরকার বিভাগের উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি) ও জাইকার অর্থায়নে সেন্ট্রাল অক্সিজেন প্লানটি স্থাপিত হয়।

সেন্ট্রাল অক্সিজেন প্লান্ট উদ্বোধন ও সিলিন্ডার সরবারাহ উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহি কর্মকর্তা অরবিন্দ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম পারভেজ, মহিলা ভাইস চেয়ারম্যান লিমা সুলতানা ও উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ নুপুর সাহা।

বক্তব্য রাখেন জাইকার স্থানীয় কর্মকর্তা মোঃ জামাল হোসেন, বিশিষ্ট চক্ষু চিকিৎসক ডাঃ আব্দুল্লাহ আল মাহমুদ নজরুল, আশুগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আল-মামুন, অধ্যাপক শরীফুল ইসলাম মিলন প্রমুখ।


এই সেন্ট্রাল অক্সিজেন প্লান্টটি স্থাপন করতে স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী মোঃ রাসেল আহম্মেদ ৩টি, সমকাল সুহৃদ সমাবেশের সভাপতি ডাঃ আব্দুল্লাহ আল মাহমুদ নজরুল ১টি, প্রবাসী মোঃ পারভেজ ১টি ও প্রবাসী চপল একটি করে মোট ৬টি অক্সিজেন সিলিন্ডার ব্যক্তিগতভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে সরবরাহ করেন।

আলোচনা সভা শেষে প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ হানিফ মুন্সি স্বাস্থ্য কমপ্লেক্সের নিচতলায় স্থাপিত অক্সিজেন সিলিন্ডারের সুইচ টিপে সেন্ট্রাল অক্সিজেন প্লান্টের উদ্বোধন করেন।

আশুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেন্ট্রাল অক্সিজেন প্লান্টের উদ্বোধন

স্টাফ রিপোর্টার,ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ায় করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় সংকটাপন্ন রোগীদেরকে ফ্রি অক্সিজেন সেবা দিতে ফেসবুক ভিত্তিক সংগঠন “বাউনবাইরার কতা ও হেল্পলাইন ব্রাহ্মণবাড়িয়া গ্রুপ” এর উদ্যোগে চালু হয়েছে “বাউনবাইরার কতা অক্সিজেন ব্যাংক” সেবা।
বৃহস্পতিবার সকালে পৌর এলাকার দক্ষিণ মোড়াইলে “ নিঃশ্বাস নিবে ব্রাহ্মণবাড়িয়া” এই শ্লোগানকে সামনে রেখে ২০টি সিলিন্ডার নিয়ে তাদের এই সেবাদান কার্যক্রম শুরু হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাউনবাইরার কতা গ্রুপের এডমিন ও অক্সিজেন ব্যাংকের তত্ত্বাবধায়ক ডাঃ মাহবুবুর রহমান এমিল, অক্সিজেন ব্যাংকের সমন্বয়কারী সোহেল রানা, বাউনবাইরার কতা গ্রুপের এডমিন মোঃ আরিফুল ইসলাম মোল্লা, রনি খান, সাইফুল ইসলাম, জুবায়ের হায়দার রিয়েল, মোশাররফ হোসেন, সাইফুল জুয়েল, মাহবুব আলম উজ্জ্বল, আতিকুর রহমান, গোলাম কায়সার কিবরিয়া প্রমুখ।

বাউনবাইরার কতা গ্রুপের এডমিন ও অক্সিজেন ব্যাংকের তত্ত্বাবধায়ক ডাঃ মাহবুবুর রহমান এমিল এবং অক্সিজেন ব্যাংকের সমন্বয়কারী সোহেল রানা ভূইয়া বলেন, করোনাভাইরাসের ভয়ঙ্কর পরিস্থিতিতে নাকাল ব্রাহ্মণবাড়িয়াবাসী। রোগী অনুপাতে হাসপাতালগুলোতে নেই পর্যাপ্ত অক্সিজেন। করোনাভাইরাসে আক্রান্ত রোগীদেরকে সংকটময় মুহুর্তে ফ্রি অক্সিজেন সেবা দেয়ার লক্ষ্যেই চালু করা হয়েছে “বাউনবাইরার কতা অক্সিজেন ব্যাংক”।

তারা বলেন, প্রাথমিকভাবে আমরা ২০টি সিলিন্ডার ও ৫০জন স্বেচ্ছাসেবী নিয়ে কার্যক্রম শুরু করেছি। আমাদের লক্ষ কমপক্ষে ১০০টি সিলিন্ডার দিয়ে ব্রাহ্মণবাড়িয়াবাসীকে ফ্রি অক্সিজেন সেবা দেয়া। আমাদের এই সেবাদান কর্মসূচীতে অর্থের যোগান দিচ্ছেন দেশ-বিদেশে থাকা গ্রুপের শুভাকাঙ্খী, দানশীল ব্যক্তি, পরিচিত ও-অপরিচিত মানুষজন। তারা বলেন, তাদের চারটি হটলাইন নম্বর ২৪ ঘন্টা খোলা থাকবে। হটলাইনে ফোন করে করোনা আক্রান্ত যে কেউ বিনামূল্যে অক্সিজেন সেবা নিতে পারবেন।

বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত চার জনকে তারা ফ্রি অক্সিজেন সেবা দিয়েছেন।

ফেসবুক ভিত্তিক সংগঠন “ বাউনবাইরার কতা” এর উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়ায় ফ্রি অক্সিজেন সেবা চালু

ফেসবুকে আমরা..