botv নিউজ:

আগামী ২৬ মার্চ থেকে ১ এপ্রিল পর্যন্ত দুর্নীতি দমন কমিশন (দুদক) এর দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উদযাপন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে (২৩মার্চ )শুক্রবার এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রকৌশলী মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক মোহাম্মদ আরজু, সদস্য প্রফেসর নজির আহমদ, প্রধান শিক্ষক মোস্তফা কামাল, মোঃ আল আমীন প্রমুখ।

সভায় দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উদযাপনে সপ্তাহব্যাপী কর্মসূচী গ্রহণ করা হয়। কর্মসূচীর মধ্যে রয়েছে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ, মানববন্ধন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দুর্নীতি বিরোধী সমাবেশ, বিভিন্ন মসজিদে জুম্মার নামাজে ইমাম কর্তৃক দুর্নীতি বিরোধী বক্তব্য প্রদান ও দুর্নীতি বিরোধী চলচ্চিত্র প্রদর্শন।
###

দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উদযাপনে ব্রাহ্মণবাড়িয়ায় সভা অনুষ্ঠিত

 

botv-নিউজ:

ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন জাতীয় দিবসের অনুষ্ঠানে সমাজসেবা অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়ার উপ-পরিচালক মোঃ আইয়ূব খান অংশ গ্রহণ করেন না বলে অভিযোগ উঠেছে। সর্বশেষ(২২মার্চ) বৃহস্পতিবার সকালে স্বল্পোন্নত থেকে বাংলাদেশের উন্নয়নশীল দেশে উত্তরণের যোগ্যতা অর্জনের ঐতিহাসিক সাফল্য উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানেও তিনি অনুপস্থিত ছিলেন।এনিয়ে সরকারি-বে-সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে নানা কথা আলোচিত হচ্ছে।

অভিযোগকারীরা জানান, ব্রাহ্মণবাড়িয়ায় জেলা প্রশাসন আয়োজিত বিভিন্ন জাতীয় দিবসের অনুষ্ঠানে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তারা অংশ গ্রহণ করলেও সমাজসেবা অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়ার উপ-পরিচালক মোঃ আইয়ূব খান অনুপস্থিত থাকেন।

সর্বশেষ স্বল্পোন্নত থেকে বাংলাদেশের উন্নয়নশীল দেশে উত্তরণের যোগ্যতা অর্জনের ঐতিহাসিক সাফল্য উদযাপন উপলক্ষে (২২মার্চ )বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানেও তিনি বরাবরের মতো অনুপস্থিত ছিলেন।

খোঁজ নিয়ে জানা গেছে, গত বুধবার বিকেলেই তিনি কোন ধরনের ছুটি ছাড়াই ব্রাহ্মণবাড়িয়া ত্যাগ করেন।এ ব্যাপারে সমাজসেবা অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়ার উপ-পরিচালক মোঃ আইয়ূব খানের সাথে যোগাযোগ করলে তিনি তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, আমি জাতীয় দিবসের অনুষ্ঠানগুলোতে উপস্থিত থাকি।

মাসিক সমন্বয় সভায় যোগদানের জন্য আমি বৃহস্পতিবার চট্টগ্রাম ছিলাম তাই বৃহস্পতিবারের অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারিনি।
###

জাতীয় দিবসের অংশ গ্রহণ করেন না ব্রাহ্মণবাড়িয়ার সমাজসেবার ডিডি

botv-নিউজ:

স্বল্পোন্নত দেশের স্ট্যাটাস থেকে বাংলাদেশ উন্নয়নশীল দেশে উত্তরণের যোগ্যতা অর্জনের ঐতিহাসিক সাফল্য উদযাপন উপলক্ষে প্রচারাভিযান ও সেবা সপ্তাহের অংশ হিসেবে  বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়া জেলার ৯টি উপজেলার ১হাজার একশত দুইটি প্রাথমিক বিদ্যালয়ে র‌্যালি এবং মা সমাবেশ অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার সকালে সদর উপজেলার মেড্ডা (পশ্চিম) সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত মা সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষা, চট্টগ্রাম বিভাগের বিভাগীয় উপপরিচালক মোঃ সুলতান মিয়া।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুব্রত কুমার বনিকের সভাপতিত্বে অনুষ্ঠিত মা সমাবেশে, পিটিআইএর সুপার মোঃ আবদুল মান্নান, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবদুস সামাদ আকন্দ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেওয়ান হাফিজ প্রমুখ।

অভিভাবক সমাবেশে আগামী ২ এপ্রিল থেকে প্রতিটি শিক্ষার্থীকে টিফিন বক্সে খাবার ও বিশুদ্ধ পানীয় জলের বোতল দেয়ার জন্য মা’দের প্রতি আহবান জানানো হয়।
###

ব্রাহ্মণবাড়িয়ায় ১১০২ টি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত

botv-নিউজ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অগ্নিকান্ডে এক কৃষকের গোয়ালঘর সহ ৫ গরু পুড়ে ছাই হয়ে গেছে।

এতে প্রায় ৪ লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার রাতে আখাউড়া উপজেলার ছয়ঘড়িয়া।
এলাকাবাসী ও ক্ষতিগ্রস্ত কৃষক মোঃ ফুরকান মিয়া জানান, মঙ্গলবার রাতে তার গোয়ালঘরে আগুন লাগে।

এতে ৫টি গরুসগ গোয়ালঘরটি পুড়ে ছাই হয়ে যায়। এতে তার প্রায় ৪ লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।

তিনি বলেন, গোয়াল ঘরে দেওয়া মশার কয়েল থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।
এ ব্যাপারে উপজেলার মোগড়া ইউপির চেয়ারম্যান মনির হোসেনের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
###

আখাউড়ায় গোয়াল ঘরে অগ্নিকান্ডে ৫ গরু ভস্মিভূত

botvনিউজ:

ভারতের কলকাতা থেকে আসা স্টিল পাইপের চালান ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নৌ-বন্দর থেকে সড়কপথে আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের ত্রিপুরায় পৌছেছে। গতকাল মঙ্গলবার দুপুরে পাইপের সর্বশেষ চালান আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের ত্রিপুরার রাজ্যের আগরতলায় যায়। স্থল বন্দর সূত্রে জানা গেছে, গত সাতদিনে ৫৫৬.৯৭ টন স্টিল পাইপ ত্রিপুরায় যায়।
এর আগে ভারতের কলকাতার খিদিরপুর নৌ-বন্দর থেকে ৫৫৭ মেট্রিক টন স্টিল পাইপ নিয়ে এমভি-৩ নামের একটি ভারতীয় জাহাজ গত ১ মার্চ ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নৌ-বন্দরে নোঙ্গর করে।
পরে ত্রিপুরার বিধান সভার নির্বাচন পরবর্তী সহিংসতাসহ নানা জটিলতায় এসব পাইপ ত্রিপুরায় নেয়া সম্ভব হচ্ছিল না। গত ১৪ মার্চ থেকে টেইলর (লরি) দিয়ে আশুগঞ্জ নৌ-বন্দর থেকে সড়ক পথে আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের ত্রিপুরায় এই স্টিল পাইপ পাঠানো শুরু হয়।

সর্বশেষ গতকাল মঙ্গলবার দুপুর ২টায় সর্বশেষ চালানটি আখাউড়ার স্থল বন্দর দিয়ে ত্রিপুরায় পৌছে।
সিএন্ডএফ এজেন্ট মেসার্স আদনান ট্রেড ইন্টারন্যাশনালের মালিক আক্তার হোসেন জানান, গতকাল মঙ্গলবার দুপুর ২টায় আখাউড়া স্থলবন্দর দিয়ে স্টিল পাইপের সর্বশেষ চালানটি ভারতের ত্রিপুরায় পৌছে।
এ ব্যাপারে আখাউড়া স্থলবন্দরের শুল্ক কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাস বলেন, গতকাল মঙ্গলবার দুপুরে স্টীল পাইপের সর্বশেষ চালান ত্রিপুরার আগরতলায় পৌছেছে।
উল্লেখ্য, ট্রানজিট পণ্যের আওতায় বিনা শুল্কে এসব পণ্য বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাচ্ছে। তবে এসব পণ্য পরিবহনে সাধারন পণ্যের মতো বন্দরের চার্জসহ আনুষাঙ্গিক খরচ দিতে হচ্ছে।

আখাউড়া স্থল বন্দর দিয়ে ত্রিপুরায় গেছে ৫৫৭ টন ভারতীয় পাইপ

botv নিউজ:

১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প গোপনসূত্রে সংবাদ পায় যে, ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানাধীন চারগাছ বাজারে আমির হোসেন শিশু ও জেনারেল হাসপাতালের কয়েকজন ভূয়া চিকিৎসক অসহায় মানুষকে হয়রানি করে। বেশ কিছুদিন ধরে ভূয়া চিকিৎসাপত্র দিয়ে অসহায় মানুষের কাছ থেকে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছিল। এই তথ্যের ভিত্তিতে সত্যতা যাচাইয়ের জন্য উক্ত ভূয়া চিকিৎসকদের উপর র‌্যাবের নিরবিচ্ছিন্ন গোয়েন্দা নজরদারী অব্যাহত থাকে এবং তথ্যের সত্যতা পাওয়া যায়।

উক্ত সংবাদের ভিত্তিতে ১৯ মার্চ ২০১৮ ইং তারিখ বিকাল ০৩.৩০ ঘটিকার সময় ভৈরব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পরিচালক চন্দন দেবনাথ এবং এএসপি জোনাঈদ আফ্রাদ এর নেতৃত্বে কসবা উপজেলা সহকারী ভূমি কমিশনার জোবাইদা আক্তার ও উপজেলা সিভিল সার্জন প্রতিনিধি ডঃ আসাদুজ্জামান ভূঁইয়া’কে নিয়ে চারগাছ বাজারে উক্ত হাসপাতালে অভিযান পরিচালনা করে ১। মোঃ রেজাউল করিম (৪০), পিতা-মৃত আমির হোসেন এবং ২। কুলসুম আক্তার (২৪) স্বামী- মোঃ গিয়াস উদ্দিন, উভয় সাং- দেলী, থানা-কসবা, জেলা-ব্রাহ্মণাড়িয়া আটক করা হয়।

পরবর্তীতে হাসপাতাল ও তাদের দেহ তল্লাশী করে তাদের ভূয়া ভিজিটিং কার্ডসহ সেবাগ্রহীতাদের কাছ থেকে তাদের দেয়া ভূয়া চিকিৎসাপত্র জব্দ করা হয়। এই ভূয়া চিকিৎসকদের মাধ্যমে দীর্ঘদিন যাবৎ সিজারকৃত রোগী, আলট্রাসনোগ্রাম করা ভুক্তভোগী রোগীদের কাছে অপকর্মের কথা জানা যায়। এরই প্রেক্ষিতে তাদের রিরুদ্ধে ভূয়া চিকিৎসা দেওয়ার অপরাধে কসবা উপজেলা সহকারী ভূমি কমিশনার জোবাইদা আক্তার তাৎক্ষণিক মোবাইল কোর্টের আওতায় এনে ০১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে।

দুই ভূয়া চিকিৎসককে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে র‌্যাব-১৪

botv-নিউজ:

১৯৭৪ সালে জন্ম গ্রহণ করেও শুধু নামের গুনে মুক্তিযোদ্ধা ভাতাসহ রাষ্ট্রীয় বিভিন্ন সুযোগ-সুবিধা ভোগ করছেন আবু হানিফ।
আবু হানিফ ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার কাইতলা দক্ষিণ ইউনিয়নের কাইতলা গ্রামের মৃত আবদুর রহমানের ছেলে। গতকাল রোববার সকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কথিত মুক্তিযোদ্ধা আবু হানিফের ভাতা বাতিলসহ সমস্ত ভুয়া মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে দাবি করা হয়, একই গ্রামের মৃত আব্দু মিয়ার ছেলে মোঃ হানিফ ১৯৭১ সালে পুলিশে চাকুরী করাকালীন অবস্থায় মহান মুক্তিযুদ্ধে অংশ গ্রহণ করেন। তার এফ.এফ নং-৪৫৬, ভারতীয় তালিকা নং-৩৩১১২। তাদের অভিযোগ মুক্তিযোদ্ধা মোঃ হানিফের মৃত্যুর পর কথিত মুক্তিযোদ্ধা তার চাচাতো ভাই মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল মান্নানের যোগসাজশে নিজেকে মুক্তিযোদ্ধা সাজিয়ে ভাতাসহ রাষ্ট্রীয় বিভিন্ন সুযোগ-সুবিধা ভোগ করতে থাকেন। বিষয়টি জানাজানি হলে মৃত মুক্তিযোদ্ধা মোঃ হানিফের স্ত্রী নবীনগর থানায় জালিয়াতির মামলা করেন।

তদন্তকালে তদন্ত কর্মকর্তার কাছে দাখিলকৃত কাগজপত্র অনুসারে বিদ্যালয়ের ভর্তি রেজিষ্টার অনুসারে কথিত মুক্তিযোদ্ধা আবু হানিফের জন্ম তারিখ ১০/০৩/১৯৭৪।

এ মামলায় নবীনগর থানা তার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়। এছাড়াও আবু হানিফের দাখিলকৃত সদর উপজেলার হাবলাউচ্চ বিদ্যালয়ের বিদ্যালয় পরিত্যাগের ছাড়পত্র এবং একই উপজেলার কাছাইট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সনদপত্র সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানগন দেননি বলে লিখিতভাবে জানিয়েছেন।

এদিকে মৃত মুক্তিযোদ্ধা মোঃ হানিফের স্ত্রীকে ভাতার ব্যবস্থা করার শর্তে অভিযোগ থেকে রেহাই পেয়ে যান কথিত মুক্তিযোদ্ধা আবু হানিফ। কিন্তু পরবর্তীতে এক মুক্তিযোদ্ধার কাগজপত্র দিয়েই শুধুমাত্র নামে মিল থাকায় এখন দু’জনই মুক্তিযোদ্ধা ভাতাসহ অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করছেন বলে সংবাদ সম্মেলনে দাবি করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে যুদ্ধকালীন কমান্ডার অ্যাডভোকেট আকতার হোসেন সাঈদ ভুয়া মুক্তিযোদ্ধা আবু হানিফসহ সকল ভুয়া মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবি জানান। এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা ওয়াছেল সিদ্দিকী, মুক্তিযোদ্ধা শামসুদ্দিন আহমেদ, মুক্তিযোদ্ধা আসরারুন্নবী মোবারক, মোঃ আবু জাহের মেম্বার প্রমুখ।

এ ব্যাপারে অভিযুক্ত আবু হানিফের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি তার বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে বলেন, এটি তার বিরুদ্ধে মহল বিশেষের গভীর ষড়যন্ত্র। তার কাগজপত্রের সাথে অপর মুক্তিযোদ্ধা হানিফের কাগজপত্রের মিল নেই দাবি করে বলেন, তার গেজেট নম্বর হচ্ছে ৪৯১৬, মুক্তি বার্তা লাল বই নং-০২১২০৩১৩৫৫। অপর দিকে মোঃ হানিফের গেজেট নং-৩৩৯৫ এবং ভারতীয় তালিকা নং-৩৩১১২।
###

১৯৭৪ সালে জন্মগ্রহণ করেও মুক্তিযোদ্ধা, সনদ জালিয়াতির মাস্টার

botv নিউজ:

এস.এস.সি এবং এইচ.এস.সি পরীক্ষার পদ্ধতি বাতিল করে, পরীক্ষার্থীদের মানসিকভাবে নির্যাতনের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। গতকাল রোববার বেলা ১১ টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে জেলা সদরের বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে।
মানববন্ধন চলাকালে অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্র ইকরামুল আলম ইশানের সভাপতিত্বে ও মুহীয় শারদের পরিচালনায় বক্তব্য রাখেন সাবেরা সোবহান বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর শিক্ষার্থী আরেফিন জান্নাত শোভা, গভঃ মডেল গার্লস উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী অমৃতা দাস, গ্যাস ফিল্ড স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী মিসবাহ উদ্দিন রাফাত সহ অন্যান্য শিক্ষার্থীরা।

মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহবায়ক আব্দুন নূর, অ্যাডভোকেট নূর মুহাম্মদ জামাল।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, বক্তারা বলেন, প্রশ্ন ফাঁস রোধ করতে ব্যর্থ হয়ে সাধারণ শিক্ষার্থীদের উপর মানসিকভাবে চাপ প্রয়োগ করা হচ্ছে। বারবার পরীক্ষা পদ্ধতি বদলে দেয়ার কারনে শিক্ষার্থীরা পড়াশোনায় পিছিয়ে পড়ছে। এমসিকিউ পদ্ধতি বাতিল করে ১০টি সৃজনশীল প্রশ্নের উওর দেয়া শিক্ষার্থীদের পক্ষে সম্ভব নয়। তাই তারা আগের নিয়মে এসএসসি ও এইচএসসি পরীক্ষার পদ্ধতি চুড়ান্ত করার দাবি জানান।
###

আগের নিয়মে পরীক্ষা পদ্ধতি চুড়ান্ত করার দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

botvনিউজ:

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৯৮তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০১৮ উপলক্ষে
জেলা মহিলা আওয়ামী লীগের আলোচনা সভায় বক্তাগণ
বঙ্গবন্ধুর কর্মময় জীবনাদর্শ থেকে আমাদের সকলকে শিক্ষা গ্রহণ করতে হবে
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৯৮তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০১৮ উপলক্ষে জেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে এক আলোচনা সভা গতকাল শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়। জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী মিসেস মিনারা আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র মোঃ হেলাল উদ্দিন। আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের উপদেষ্ঠা, বীরমুক্তিযোদ্ধা আমানুল হক সেন্টু।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শ্রমিকলীগের সভাপতি এড. মোঃ কাউছার আহমেদ, জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি এড. শাহনুর ইসলাম, শহর আওয়ামীলীগ সহ সভাপতি মোঃ কামাল মিয়া। সভায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন জেলা মহিলা আওয়ামীলীগ সহ সভাপতি সাদেকা বেগম, নিলুফা ইয়াসমিন, যুগ্ম সম্পাদক মারহুমা আক্তার কল্পনা, সাংগঠনিক সম্পাদক নাছরিন হাওলাদার শিশির, মোফেজা বেগম, আকলিমা রহমান, শ্রম সম্পাদক নাছিমা বেগম, অর্থ সম্পাদক আনারকলি, আশুগজ্ঞ উপজেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী ফেরদৌসী জাহান, জেলা মহিলা আওয়ামীলীগ নেত্রী মনোয়ার বেগম, মাজেদা বেগম ফেন্সী, বিথি আক্তার, রহিমা বেগম, তাহেরা বেগম, লুৎফা বেগম, শহর আওয়ামীলীগ সদস্য বশির আহমেদ ছুট্টু মিয়া, জেলা যুবলীগের সহ সভাপতি সৈয়দ আশেক আহমেদ, যুবলীগ নেতা শাহাদাত মোঃ সাইম, উত্তর পৈরতলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামছুল হক পুতুল, বঙ্গবন্ধু প্রজন্মলীগের সাধারণ সম্পাদক এ এম আকছির খান, স্বেচ্ছা সেবকলীগ নেতা মোঃ ফোরকান আহমেদ, যুবলীগ নেতা রেফাতুল ইসলাম প্রমুখ।

সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙ্গালীর স্বাধীনতা সংগ্রামের মহানায়ক, বাঙ্গালীজাতির পিতা, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী। তিনি কেবল বাঙ্গালী জাতির নন, তিনি বিশ্বের নির্যাতিত, নিপীড়িত ও শোষিত মানুষের স্বাধীনতার প্রতীক। বঙ্গবন্ধু আমাদের সকলের প্রেরণার উৎস। তাঁর কর্ম ও আদর্শ থেকে আমাদের সকলকে শিক্ষা গ্রহন করতে হবে। আসুন সবাই মিলে জাতির পিতার অসাম্প্রদায়িক, ক্ষুধা-দারিদ্র্যমুক্ত ও সুখী-সমৃদ্ধ স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তুলি এবং দেশের ভবিষ্যৎ নেতৃত্ব শিশুদের জাতির পিতার আর্দশে গড়ে তুলি। সভায় বঙ্গবন্ধুর ও তারঁ পরিবার এবং মুক্তিযুদ্ধের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করা হয়। পরে অতিথিবৃন্দ বঙ্গবন্ধুর ৯৮তম জন্ম বার্ষিকীর কেককাটেন ও সকলকে মিষ্টমুখ করান। উক্ত কর্মসূচিতে বিপুল সংখ্যক নেতা কর্মী অংশ গ্রহন করেন।

জেলা মহিলা আওয়ামী লীগের আলোচনা সভা অনুষ্ঠিত

ফেসবুকে আমরা..