দুই ভূয়া চিকিৎসককে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে র‌্যাব-১৪

botv নিউজ:

১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প গোপনসূত্রে সংবাদ পায় যে, ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানাধীন চারগাছ বাজারে আমির হোসেন শিশু ও জেনারেল হাসপাতালের কয়েকজন ভূয়া চিকিৎসক অসহায় মানুষকে হয়রানি করে। বেশ কিছুদিন ধরে ভূয়া চিকিৎসাপত্র দিয়ে অসহায় মানুষের কাছ থেকে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছিল। এই তথ্যের ভিত্তিতে সত্যতা যাচাইয়ের জন্য উক্ত ভূয়া চিকিৎসকদের উপর র‌্যাবের নিরবিচ্ছিন্ন গোয়েন্দা নজরদারী অব্যাহত থাকে এবং তথ্যের সত্যতা পাওয়া যায়।

উক্ত সংবাদের ভিত্তিতে ১৯ মার্চ ২০১৮ ইং তারিখ বিকাল ০৩.৩০ ঘটিকার সময় ভৈরব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পরিচালক চন্দন দেবনাথ এবং এএসপি জোনাঈদ আফ্রাদ এর নেতৃত্বে কসবা উপজেলা সহকারী ভূমি কমিশনার জোবাইদা আক্তার ও উপজেলা সিভিল সার্জন প্রতিনিধি ডঃ আসাদুজ্জামান ভূঁইয়া’কে নিয়ে চারগাছ বাজারে উক্ত হাসপাতালে অভিযান পরিচালনা করে ১। মোঃ রেজাউল করিম (৪০), পিতা-মৃত আমির হোসেন এবং ২। কুলসুম আক্তার (২৪) স্বামী- মোঃ গিয়াস উদ্দিন, উভয় সাং- দেলী, থানা-কসবা, জেলা-ব্রাহ্মণাড়িয়া আটক করা হয়।

পরবর্তীতে হাসপাতাল ও তাদের দেহ তল্লাশী করে তাদের ভূয়া ভিজিটিং কার্ডসহ সেবাগ্রহীতাদের কাছ থেকে তাদের দেয়া ভূয়া চিকিৎসাপত্র জব্দ করা হয়। এই ভূয়া চিকিৎসকদের মাধ্যমে দীর্ঘদিন যাবৎ সিজারকৃত রোগী, আলট্রাসনোগ্রাম করা ভুক্তভোগী রোগীদের কাছে অপকর্মের কথা জানা যায়। এরই প্রেক্ষিতে তাদের রিরুদ্ধে ভূয়া চিকিৎসা দেওয়ার অপরাধে কসবা উপজেলা সহকারী ভূমি কমিশনার জোবাইদা আক্তার তাৎক্ষণিক মোবাইল কোর্টের আওতায় এনে ০১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা..