botv নিউজ:

মহান স্বাধীনতার দীর্ঘ ৪৭ বছর পর ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বড়াইল ইউনিয়নের খারঘর গ্রামের গণকবর সংরক্ষণ করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় “খারঘর গণকবর স্মৃতিসৌধ-৭১” প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ফয়জুর রহমান বাদল।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট মুক্তিযোদ্ধা আল-মামুন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইকবাল হোসাইন প্রমুখ। অনুষ্ঠানে স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ জেলার মুক্তিযোদ্ধাসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

খোঁজ নিয়ে জানা গেছে, ১৯৭১ সালের ১০ অক্টোবর খারঘর গ্রামে নির্বিচারে গণহত্যাযজ্ঞ চালায় পাকিস্তানি বাহিনী। সেদিন ওই গ্রামের ৪৩ জনকে হত্যা করা হয়। এর মধ্যে ২৩ জনকে খারঘর গ্রামেই গণকবর দেয়া হয়।

দেশ স্বাধীন হওয়ার পর মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত এ গণকবরটি সংরক্ষণ করা হয়নি। গণকবরটি সংরক্ষণের জন্য দীর্ঘদিন ধরেই মুক্তিযোদ্ধাসহ স্থানীয়রা দাবি জানিয়ে আসছিলেন।

অবশেষে স্থানীয় সংসদ সদস্য ফয়জুর রহমান বাদল, জেলা পরিষদ ও জেলা পুলিশের উদ্যোগে খারঘর গ্রামে নির্মিত হয় “খারঘর গণকবর স্মৃতিসৌধ-৭১”।  বৃহস্পতিবার এর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।

এদিকে দীর্ঘদিন পর “খারঘর গণকবর স্মৃতিসৌধ-৭১” এর উদ্বোধন হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন এলাকাবাসী ও মুক্তিযোদ্ধারা
এ ব্যাপারে উপজেলার বড়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন এবং মুক্তিযোদ্ধা মমিনুল হক সুধন বলেন, আমাদের প্রাণের দাবি ছিল গণকবরটি সংরক্ষণ করার। আজ “খারঘর গণকবর স্মৃতিসৌধ-৭১” এর উদ্বোধন হওয়ায় আমরা শান্তি পেলাম।
###

স্বাধীনতার দীর্ঘ ৪৭ বছর পর গণকবর সংরক্ষণ

botv নিউজ:

৪৭তম মহান স্বাধীনতা দিবস ২০১৮ উপলক্ষে “এডঃ লুৎফুল হাই সাচ্চু স্মৃতি পরিষদের” উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহ্ফিল গত ২৬মার্চ সোমবার সন্ধ্যায় মরহুম লুৎফুল হাই স্বাচ্চুর মৌলভীপাড়াস্থ বাসভবনে অনুষ্ঠিত হয়।

স্মৃতি পরিষদের আহবায়ক জেলা আওয়ামী লীগের উপদেষ্ঠা বীরমুক্তিযোদ্ধা আমানুল হক সেন্টু এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র মোঃ হেলাল উদ্দিন।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী মিসেস মিনারা আলম, জেলা শ্রমিকলীগের সভাপতি এডঃ মোঃ কাউছার আহমেদ, জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি এড. শাহনুর ইসলাম। জেলা যুবলীগ নেতা শাহাদাত মোঃ সাইম এর পরিচালনায় আলোচনা সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন শহর আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ কামাল মিয়া, নাটাই ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি কাজী মোবারক হোসেন, স্মৃতি পরিষদের যুগ্ম আহবায়ক আল মামুন মনোয়ারুল হাই প্রমুখ।

সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন ১৯৭১ সালে বঙ্গবন্ধুর আহবানে এদেশের সাধারণ মানুষ যে দেশাত্ববোধের চেতনায় যুদ্ধ করে বিজয় অর্জন করেছে। সেই দেশ প্রেম ও মুক্তিযুদ্ধের চেতনা দিয়ে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা একটি সুন্দর, উন্নত, সুখি সম্মৃদ্ধ বাংলাদেশ গড়তে কাজ করে যাচ্ছে। গত কিছুদিন পূর্বে মহান স্বাধীনতার মাসে আমাদের দেশ স্বল্পোন্নত দেশ থেকে “উন্নয়নশীল” দেশ হিসেবে জাতিসংঘের স্বীকৃতি অর্জন করেছে। যা আমাদের জন্য গৌরব ও আনন্দের বিষয়।

বাংলাদেশের এই অব্যাহত উন্নয়নের ধারা বজায় রাখতে আগামী নির্বাচনে নৌকার প্রার্থীকে বিজয়ী করতে আমাদের সকলকে একযোগে কাজ করে যেতে হবে। সভায় বঙ্গবন্ধুর ও তাঁর পরিবার এবং মুক্তিযুদ্ধের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করা হয়। উক্ত কর্মসূচিতে বিপুল সংখ্যক নেতা কর্মী অংশ গ্রহন করেন।

###

 

স্বাধীনতার মাসে “উন্নয়নশীল” দেশের স্বীকৃতি আমাদের গৌরব

botv নিউজ:

ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের বৈদ্যুতিক সাব-স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুর পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে। এতে কেউ হতাহত না হলেও ঘটনার পর থেকেই বিদ্যুৎহীন অবস্থায় আছে পুরো হাসপাতাল। তবে জেনারেটরের মাধ্যমে হাসপাতালের কার্যক্রম স্বাভাবিক রাখা ছিল।

প্রত্যক্ষদর্শী ও জেলা সদর হাসপাতালের ওয়ার্ড মাস্টার এনামুল হক জানান, দুপুরে হঠাৎ করে হাসপাতালের সাবস্টেশনে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকেরা এসে প্রায় আধঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।

এ ব্যাপারে জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মো. শফিকুল ইসলাম জানান, শর্টসার্কিট থেকেই আগুন লেগেছে বলে জানতে পেরেছি। তবে সাব-স্টেশনটি হাসপাতালের মূল ভবনের বাইরে হওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

তিনি বলেন, জেনারেটরের মাধ্যমে হাসপাতালের কার্যক্রম স্বাভাবিক রাখা হয়েছে। বিদ্যুৎ অফিসে জানানো হয়েছে। তারা এসে ত্রুটি মেরামত করলেই হাসপাতালের বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক হবে।
###

ব্রাহ্মণবাড়িয়ায় জেলা সদর হাসপাতালের সাবস্টেশনে অগ্নিকান্ড

botv নিউজ:

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বিশ্ব পানি দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৭মার্চ মঙ্গলবার সকালে নাসিরনগর  উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা  উম্মে সালমার নেতৃত্বে এক র‌্যালি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালমার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সুমন ভৌমিক, উপজেলা শিক্ষা কর্মকর্তা উম্মে সালমা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মহিবুল আলম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জেসমিন আরা, পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ আজিজুল হক, উপজেলা রিসোর্স কর্মকর্তা মোঃ শাহাজাহান ভুইয়া, প্রধান শিক্ষক আবদুর রহিম প্রমুখ। র‌্যালিতে সরকারি-বেসরকারি কর্মকর্তা, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
###

নাসিরনগরে বিশ্ব পানি দিবসে শোভাযাত্রা

botv-নিউজ:

ব্রাহ্মণবাড়িয়ায় বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে। ভোরে স্থানীয় ফারুকী পার্কের স্মৃতিসৌধে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটির সূচনা হয়। প্রথমে স্থানীয় সংসদ সদস্য উবায়দুল মোকতাদির চৌধুরী স্মৃতিসৌধের বেদিমূলে পুষ্পস্তবক অর্পণ করেন।

পরে জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা ও জেলা আওয়ামী লীগসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা পুষ্পস্তবক অর্পন করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
###

ব্রাহ্মণবাড়িয়ায় মহান স্বাধীনতা দিবস পালিত

botv-নিউজ:

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে জুয়া খেলার প্রতিবাদ করায় এক যুবলীগ নেতাকে প্রাণনাশের হুমকি দিয়েছে জুয়ারীরা। এ ঘটনায় শনিবার রাতে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার ফান্দাউক ইউনিয়নের ফান্দাউক গ্রামের কতিপয় জুয়াড়ি প্রতিদিন জুয়ার আসর বসায়। তাদের বিরুদ্ধে থানায় জুয়া ছাড়াও অস্ত্র, গাঁজাসহ বিভিন্ন অপরাধের মামলা রয়েছে।

জুয়ারিরা প্রতিদিন ফান্দাউকের বিভিন্ন স্থানে প্রকাশ্যে জুয়ার আসর বসায়। তাদের ভয়ে এলাকার কেউ মুখ খুলতে সাহস পায়না।
সম্প্রতি ফান্দাউক গ্রামের খলিমউল্লাহ ভুইয়ার ছেলে ব্যবসায়ী ও যুবলীগ নেতা জানে আলম ভুইয়া সায়েম জুয়ার খেলার প্রতিবাদ করলে জুয়ারিরা শনিবার

সকালে সায়েমকে ফান্দাউক বাজারে তার ব্যবসায়িক প্রতিষ্ঠানে গিয়ে অকথ্য ভাষায় গালমন্দ করে তাকে অপহরণ করে খুন করে লাশ গুম করে ফেলার হুমকি দেয়। এ ঘটনায় সায়েম শনিবার রাতে ৬ জনের নাম উল্লেখ করে নাসিরনগর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। (ডায়েরী নং-৭৮১, তারিখ-২৪-০৩-২০১৮)।
###

জুয়া খেলার প্রতিবাদ করায় নাসিরনগরে যুবলীগ নেতাকে হুমকি

botv-নিউজ:

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে যথাযোগ্য মর্যাদায় রবিবার গণহত্যা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বেলা ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে ইসরাতের সভাপতিত্বে ও সরাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুব খান বাবুলের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ শের আলম মিয়া, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ও

বিশিষ্ট মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবদুর রাশেদ, মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ ইসমত আলী, ডেপুটি কমান্ডার মোঃ আনোয়ার হোসেন, সমাজসেবা কর্মকর্তা মোঃ জহিরুল ইসলাম, সরাইল সদর ইউপি চেয়ারম্যান আবদুল জব্বার, সরাইল কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ বায়তুল হোসেন খন্দকার,

আওয়ামীলীগ নেতা মোঃ ইকবাল হোসেন, স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মোঃ আমিন খান প্রমূখ। পরে ত্রিতাল সঙ্গীত নিকেতনের পরিচালনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
###

সরাইলে গণহত্যা দিবস পালিত


botv নিউজ:
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বিশ্ব যক্ষ্মা দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে “নেতৃত্ব চাই যক্ষ্মা নির্মূলে, ইতিহাস গড়ি সবাই মিলে”এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে বেসরকারী উন্নয়ন সংস্থা ব্র্যাক ও সীমান্তিক নতুন দিনের সহযোগিতায় এক র‌্যালি বের হয়।

র‌্যালি শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চত্বরে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় ডাঃ মশিউর রহমান মল্লিক, ডাঃ মুকবুল হোসেন, ডাঃ আওয়াতিক ইবনে মতিন, ডাঃ শোয়েব মোহাম্মদ শাহরিয়ার, ডাঃ কাওসার হাবিব, সাংবাদিক সুজিত কুমার চক্রবর্তী, ইপিআই শাখাওয়াত হোসেন, নতুন দিনের ফিল্ড সুপারভাইজার আইরিন আক্তার, উপজেলা ব্র্যাক ম্যানেজার (স্বাস্থ্য পুষ্টি ও জনসংখ্যা) আশুতোষ বালা, ব্রাঞ্চ ম্যানেজার আমিনুল ইসলাম প্রমুখ।

এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারী, ব্র্যাক,সীমান্তিক নতুন দিনের কর্মীরা উপস্থিত ছিলেন।
###

বিশ্ব যক্ষ্মা দিবসে নাসিরনগরে র‌্যালি ও আলোচনা সভা

 

botv-নিউজ:

আশুগঞ্জ উপজেলার চর-চারতলা ও চর-লালপুর চরে ইজারাদারদের ড্রেজিংয়ের কারনে দেড়শ একর ফসলি জমি নদীতে বিলীন হয়ে গেছে। মেঘনা নদীতে বালু মহালের নির্ধারিত জায়গা থাকলেও মালিকানাধীন ফসলি জমিতে একাধিক ড্রেজারের মাধ্যমে মাটি কেটে নিয়ে যাচ্ছে একটি প্রভাবশালী মহল। মাটি কেটে নেওয়ায় কারনে এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

ক্ষতিগ্রস্ত জমির মালিকরা জেলা প্রশাসকের কাছে কাছে এ ব্যাপারে লিখিত অভিযোগ করলেও ড্রেজার মালিকরা তাদের বালু উত্তোলন অব্যাহত রেখেছেন। অভিযোগকারীরা জানান, ইজারাদাররা বালু উত্তোলনে মানা হচ্ছে না বালু মহালের কোন নিয়ম কানুন।
লিখিত অভিযোগে বলা হয়, আশুগঞ্জ উপজেলার মেঘনা নদীর পাশের চর-চারতলা, চর-লালপুর, রায়পুরা ও বেগমাবাগ এলাকার বালু মহাল ২০১৭-২০১৮ অর্থবছরের জন্য ছাত্রদল নেতা সেলিম পারভেজ, চর-চারতলা গ্রামের জয়নাল মিয়া, লালপুরের ডা. ফারুক, রফিক ও

নরসিংদীর চানপুরের সুলতান মিয়া ইজারা নেয়। প্রভাবশালী ইজারাদাররা বালু মহালের নির্ধারিত জায়গায় ড্রেজিং না করে বালু মহালের নিয়ম কানুনের তোয়াক্কা না করে বিএস খতিয়ানের নক্সাভুক্ত মালিকানাধিন চরে রাতের আধাঁরে ড্রেজিং করে। এতে প্রায় ১’শ ৫০ একর ফসলি জমি কেটে নিয়ে যায় প্রভাবশালীরা। এতে করে জমির মালিকরা ব্যাপক ক্ষতির সম্মুক্ষীন হয়েছেন। অতিরিক্ত গভীর করে মাটি কেটে নেয়ায় প্রতিনিয়ত ভাঙছে ফসলী জমি।

এতে করে প্রতিদিন ফসলি জমি নদীতে বিলীন হচ্ছে। ইজারাদারদের সাথে বিষয়টি কথা বললেও তারা বিষয়টি আমল দিচ্ছেননা। এতে করে যেকোন সময় উভয় পক্ষের মধ্যে দাঙ্গা হাঙ্গামা বাঁধতে পারে বলে আশংকা করছেন এলাকাবাসী। তাই ভুক্তভোগী ৮০ জন কৃষক প্রতিকার চেয়ে জেলা প্রশাসকের কাছে অভিযোগ দাখিল করেছেন।
ক্ষতিগ্রস্ত কৃষকরা জানান, বর্তমানে সততা, ফাইভস্টার, মৌসুমী, মায়ের দোয়াসহ কয়েকটি ড্রেজার দিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। ড্রেজিং করার সময় আশপাশে সতর্কতা চিহ্ন দেয়ার কথা থাকলেও তা দেয়া হয়নি। নদীর তীর থেকে প্রায় ৩’শ ফুট দূরে মাটি ড্রেজিং করার কথা থাকলেও সেটিও মানছেনা ইজারাদাররা। বালু মহালের নির্দিষ্ট সীমানা দেয়া থাকলেও এর কোন তোয়াক্কা না করে যত্রতত্রভাবে মাটি ড্রেজিং করা হচ্ছে।

সকাল সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মাটি কাটার কথা থাকলেও রাতের অন্ধকারে মাটি কাটা হচ্ছে। তারা বলেন, এতে করে মেঘনা নদীর চরলালপুর ও চরচারতলা মৌজাসহ কয়েকটি এলাকার ফসলি জমি ভেঙ্গে নদীতে বিলীন হতে চলেছে।
এদিকে স্থানীয় প্রভাবশালীদের মাধ্যমে বিষয়টি আপোষ করেছেন ড্রেজার মালিকরা। ক্ষতিগ্রস্ত এলাকা মাটি দিয়ে ভরাট করে দেয়ার আশ্বাস দেওয়া হয় তাদেরকে। তবে ক্ষতিগ্রস্থদের সাথে কথা বলেননি তারা।

লালপুরের ক্ষতিগ্রস্ত কয়েকজন জমি মালিকের সাথে কথা বলে জানা যায়, বর্ষা মৌসুমে যখন নদীতে পানি বেশী ছিল তখন আমরা বিষয়টি টের পাইনি। পানি কমার সাথে সাথে আমরা বুঝতে পারি আমাদের ফসলি জমি কেটে নেয়া হয়েছে। আমরা এই বিষয়ে তাদের সাথে কথা বললেও তারা আামাদের কোন পাত্তাই দেয়নি। তাই আমরা বাধ্য হয়েই অভিযোগ করেছি।

ক্ষতিগ্রস্ত জমির মালিক খলিলুর রহমান জানান, আমরা অভিযোগ দেয়ার পর তড়িঘড়ি করে ড্রেজার মালিকরা আমাদের সাথে আপোষ করার জন্য প্রভাবশালীদের নিয়ে শালিসে বসে। তারা আমাদের ক্ষতিগ্রস্ত এলাকা মাটি দিয়ে ভরাট করে দেয়ার আশ্বাস দেন। এ ব্যাপারে ড্রেজার মালিক মোঃ সেলিম পারভেজ ও জয়নাল মিয়া জানান, আমরা বালু মহালের ইজারার নিয়ম অনুযায়ী নদীতে ড্রেজিং করেছি। সব ধরনের নিয়ম মেনেই কাজ করা হচ্ছে। ফসলি জমি আমরা ড্রেজিং করি নাই। যে অংশে ভাঙ্গনের সৃস্টি হয়েছে তা সরকারী জায়গা। তবে এলাকাবাসীর অনুরোধে আমরা ক্ষতিগ্রস্ত জমি যেন ঢেউয়ের কারনে ভেঙে না যায়

সেজন্য মাটি ফেলে আমরা একটি বাধঁ দিয়ে দিচ্ছি। বিষয়টি সামাজিকভাবে মিমাংসা করা হয়েছে।
এ ব্যাপারে আশুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীনা আক্তার বলেন, জেলা প্রশাসকের কাছ থেকে একটি চিঠি পেয়ে সরেজমিনে গিয়ে বিষয়টি তদন্ত করে দেখা হয়েছে। এ ব্যাপারে এলাকার ক্ষতিগ্রস্তরা আমাদের কাছে তাদের লিখিত বক্তব্য জমা দিয়েছেন। আমরা আমরা একটি তদন্ত প্রতিবেদন জেলা প্রশাসক মহোদয়ের কাছে পাঠিয়েছি।
###

অবৈধ বালু উত্তোলনের দেড়শ একর ফসলি জমি নদীতে বিলীন

botv-নিউজ:

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে প্রতিবারের ন্যায় এ বছরও ভাষা ও সাহিত্য অনুশীলন কেন্দ্র ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে শুক্রবার বিকালে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে নার্সারী থেকে স্নাতকোত্তর পর্যন্ত শিক্ষার্থীরা চিত্রাংকন প্রতিযোগিতা। প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা ও জেলা শিল্পকলা একাডেমির সহ সভাপতি আল- মামুন সরকার। বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ এ এস এম শফিকুল্লা¬াহ্, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের উদ্ভিদ বিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান দিলারা আক্তার খান,

কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক এ জেড এম আরিফ হোসেন, বিসিএস সাধারণ শিক্ষা সমিতির সহ সেমিনার সচিব মোহাম্মদ হামজা মাহমুদ, গভঃ মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক নাঈমা জান্নাত, ব্রাহ্মণবাড়িয়া পাবলিক লাইব্রেরীর সহ সভাপতি মুহম্মদ মুসা,

সঙ্গীত শিল্পী মুক্তিযোদ্ধা ফিরোজ আহমেদ প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন ভাষা সাহিত্য অনুশীলন কেন্দ্রের সভাপতি এস আর এম ওসমান গণি সজিব ও চিত্রাংকন প্রতিযোগিতা উপ কমিটির আহবায়ক মূমতাহেনাহ বেগম তিথি। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান বলেন, ভাষা সাহিত্য কেন্দ্র বিভিন্ন দিবসে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার যে আয়োজন করে থাকে এটি অত্যন্ত ভালো উদ্যোগ।

আমি এ উদ্যোগকে সাধুবাদ জানায়। আজকের যে শিশুরা এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে তারা মহান মুক্তিযুদ্ধ সমন্ধে জানবে, তারা বঙ্গবন্ধুকে জানবে, তারা আমাদের দেশকে জানবে। ভাষা সাহিত্য অনুশীলন কেন্দ্রের মত আমাদের আরো অনেক সংগঠন এই ধরণের কর্মসূচী চালিয়ে যাচ্ছে সারাদেশে। বর্তমান প্রজন্মকে জানাতে হলে এ রকম উদ্যোগ যুগান্তকারী বলে আমি মনে করি। (প্রেস বিজ্ঞপ্তি)
###

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মবার্ষিকী উদযাপন

ফেসবুকে আমরা..