botv নিউজ:

ব্রাহ্মণবাড়িয়ায় ৫৯টি বৈদ্যুতিক মিটার, ৭৬টি অফিস ফাইল এবং বিপুল পরিমান বৈদুতিক সরঞ্জাম উদ্ধার করেছে ভ্রাম্যমান আদালত। গত বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার বড়াইল-সাদেকপুর ফিডার এলাকায় অভিযান চালিয়ে এসব মালামাল উদ্ধার করা হয়। এ ঘটনায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, ব্রাহ্মণবাড়িয়া বিতরণ বিভাগের তিন ইলেক্ট্রেশিয়ানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন কুমিল্লা বিদ্যুৎ আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্র্যাট মুজাহিদুর রহমান।

ভ্রাম্যমান আদালতের অভিযান বিষয়ে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, ব্রাহ্মণবাড়িয়া বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ কামরুজ্জামান জানান, বড়াইল এবং সাদেকপুর ফিডারের বিতরন বিভাগের তিন ইলেক্টেশিয়ান শাহজাহান মিয়া, মিলন মিয়া এবং জাহের মিয়ার বাড়ীতে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ৫৯টি মিটার, বিদ্যুত অফিসের ৭৬ টি ফাইল এবং বিপুল পরিমান বৈদুতিক সরঞ্জাম উদ্ধার করে। উদ্ধারকৃত মিটারের মধ্যে ১লাখ ৫৪ হাজার ইউনিট বিদুৎ চুরির প্রমান পায় ভ্রাম্যমান আদালত।

পরে বিদ্যুৎ আইনের ৩৩ ধারায় বিদ্যুৎ চুরি ও সরকারী রাজস্ব ফাঁকি দেয়ার অভিযোগ এনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
###

৫৯ বৈদুতিক মিটার ও ৭৬টি অফিস ফাইল উদ্ধার ॥ তিনজনের বিরুদ্ধে মামলা

 

botv নিউজ:

ব্রাহ্মণবাড়িয়া কবি পরিষদের কার্যকরী কমিটি (২০১৮-২০১৯) গঠন করা হয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি বিকেলে পাইকপাড়াস্থ কার্যালয়ে বিশিষ্ট লেখক রফিক উদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সম্মতিক্রমে ব্রাহ্মণবাড়িয়া কবি পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি কবি শৌমিক ছাত্তারকে সভাপতি, কবি মোহাম্মদ ইদ্রিসকে সম্পাদক এবং কবি এম.এ. মান্নান রিপনকে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়।

পরিষদের উপদেষ্টারা হলেন মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ নূরুজ্জামান, মুক্তিযোদ্ধা ও কবি এম. ওয়াসেল ছিদ্দিকী, কবি জয়দুল হোসেন, লেখক রফিক উদ্দিন ভূইয়া, অধ্যক্ষ সোপানুল ইসলাম। পরিষদের অন্যান্য সদস্যরা হলেন- সহ-সভাপতি তালুকদার কাসেম, আনিছ মুহম্মদ, মোঃ আমির হোসেন, রাশিদুল্লাহ তুষার, যুগ্ম সম্পাদক সৈম আকবর, নাজমা বেগম, দপ্তর সম্পাদক মোঃ মুছা, সহ-দপ্তর সৈয়দ মোনাব্বির তনন, অর্থ সম্পাদক আবু আহমেদ মৃধা, প্রচার সম্পাদক মহিউদ্দিন আহমেদ। সদস্য মোঃ মনির হোসেন, নূর মোহাম্মদ হাজারি, নাগর হান্নান, মোঃ মনিরুল ইসলাম শ্রাবন, সাবিনা ইয়াসমিন টগর, রোমেনা চৌধুরী প্রমুখ। সভায় পরিষদের ব্যানারে একটি ত্রৈমাসিক লিটল ম্যাগাজিন প্রকাশের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

###

কবি পরিষদের কমিটি গঠিত শৌমিক সভাপতি ॥ ইদ্রিস সম্পাদক||

botv নিউজ:

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ফেসবুকে ছবি প্রকাশের ঘটনাকে কেন্দ্র করে দু’দলের সংঘর্ষে ৫জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার সকালে উপজেলার মোগড়া বাজারে। আহতদের মধ্যে দুইজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি বিবেচনায় এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
এলাকাবাসী জানান, গত মঙ্গলবার মোগড়া বাজারের চাল বেপারী আবুল কাশেমের ছেলে হানিফ তার ফেসবুক ওয়ালে বাবুল মিয়ার পুত্র ইমন মিয়ার ছবি বিকৃত করে প্রকাশ করে। এ ঘটনাকে কেন্দ্র করে গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় ইমন তার মামা ইকবালকে সাথে নিয়ে মোগড়া বাজারে গিয়ে কাশেমের সাথে ঝগড়ায় লিপ্ত হয়। এক পর্যায়ে উভয় পক্ষ ক্ষিপ্ত হয়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে উভয়পক্ষের ৫জন আহত হয়। আহত চাল আবুল কাশেম-(৫৫)কে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং রোকন মিয়া-(৩৫)কে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
আহত রোকন মিয়ার ভাই উপজেলার মোগড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নোয়াব মিয়া বলেন, ঝগড়া নিষ্পত্তি করতে গিয়ে তার ভাই হামলার শিকার হয়েছেন।
মোগড়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম বলেন, ঝগড়া নিষ্পত্তি
করতে গিয়ে তিনিও আহত হয়েছেন।
এদিকে ঘটনার খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামছুজ্জামান ও আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশারফ হোসেন তরফদার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ ব্যাপারে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশারফ হোসেন তরফদার বলেন, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রনে আছে। অপরাধীদের বিরুদ্ধে
আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি বলেন, এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
###

ফেসবুকে বিকৃতি ছবি প্রকাশকে কেন্দ্র করে আখাউড়ায় দু’দলের সংঘর্ষ

botv নিউজ:

মাদক সংক্রান্ত তথ্য গোপনের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার পুলিশের ৬জন সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল বুধবার সকালে তাদেরকে সাময়িক বরখাস্ত করে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

সাময়িক বরখাস্তকৃতরা হলেন, কসবা থানার উপ-পরিদর্শক (এসআই) শ্যামল মজুমদার, মনির হোসেন, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ফারুক, সালাউদ্দিন ও কনস্টেবল শাহজাহান এবং কাশেম।
বিষয়টি তদন্তের জন্য অতিরিক্ত পুলিশের সপুার (প্রশাসন) ইকবাল হোসেনকে প্রধান করে ১ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, গত মঙ্গলবার সকালে কসবা উপজেলার টি.আলী মোড় থেকে দুটি প্রাইভেটকারে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার ও দুই চালককে গ্রেপ্তার করে পুলিশ। পরে অভিযানকারী পুলিশ সদস্যরা থানায় ৪০ কজি গাঁজা জমা দিয়ে বাকি গাঁজা থানা কম্পাউন্ডের একটি পরিত্যক্ত রুমে লুকিয়ে রাখেন।

বিষয়টি জানতে পেয়ে মঙ্গলবার রাতে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইকবাল হোসাইন সেখানে অভিযান চালিয়ে ওই রুম থেকে পরিত্যক্ত অবস্থায় গাঁজা উদ্ধার করেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে গতকাল বুধবার সকালে অভিযানকারী দলের ৬জনকে সাময়িক সাময়িক বরখাস্ত করা হয়।

এ ব্যাপারে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন(পিপিএম) বলেন, কর্তব্যে অবহেলা ও তথ্য গোপনের অভিযোগে ৬ জন পুলিশ সদস্যকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ ইকবাল হোসাইন বিষয়টি তদন্ত করছেন।

এ ব্যাপারে তদন্ত কমিটির প্রধান ও অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইকবাল হোসাইন বলেন, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে। আরো তদন্ত চলছে। তিনি বলেন, পরিত্যক্ত অবস্থায় কি পরিমান গাঁজা উদ্ধার করা হয়েছে মাপঝোক না করে তা বলা যাবেনা।
###

প্রকৃত তথ্য গোপন করায় কসবায় ৬ পুলিশ সাময়িক বরখাস্ত

botv-নিউজ

ব্রাহ্মণবাড়িয়ায় ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে জেলা আওয়ামীলীগের উদ্যোগে জনসভা অনুষ্ঠিত ও বঙ্গবন্ধু স্কয়ারে বঙ্গবন্ধুর মুর‌্যাল উদ্বোধন করা হয়।
গতকাল বুধবার বিকেল ৪টায় প্রধান অতিথি হিসেবে শহরের টি.এ.রোডের বঙ্গবন্ধু স্কয়ারে নির্মিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে মুর‌্যাল উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে পৌর সভার মেয়র মিসেস নায়ার কবির, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল-মামুন, সহ-সভাপতি মোঃ হেলাল উদ্দিন, মুজিবুর রহমান বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুল বারী মন্টুসহ পৌর সভার কাউন্সিলারগন উপস্থিত ছিলেন। ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার উদ্যোগে মুর‌্যালটি নির্মিত হয়।
পরে স্থানীয় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে জেলা আওয়ামীলীগের উদ্যোগে জনসভা অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামীলীগের সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরীর সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার, পৗর সভার মেয়র মিসেস নায়ার কবির, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল-মামুন, সহ-সভাপতি তাজ মোহাম্মদ ইয়াছিন, মিসেস নায়ার কবির, মোঃ হেলাল উদ্দিন, মুজিবুর রহমান বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুল বারী চৌধুরী মন্টু, গোলাম মহিউদ্দিন খান খোকন, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাহবুবুল আলম খোকন, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাবিবুল্লাহ বাহার, সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম, জেলা আওয়ামীলীগের শিল্প বিষয়ক সম্পাদক আলহাজ্ব মোঃ শাহআলম, জেলা কৃষকলীগের সভাপতি মোঃ ছাদেকুর রহমান শরীফ, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ফেরদৌস, জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আবদুল মালেক চৌধুরী, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাত, জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবু হোরায়রাহ প্রমুখ।
###

ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের জনসভা ও বঙ্গবন্ধু স্কয়ার উদ্বোধন

botv-নিউজ

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, দেশে কত মানুষ গুম, খুন হয় তার কোন হদিস নেই। মানুষ গুম-খুন করে ক্ষমতায় টিকে থাকা যায়না। মানুষের ভালোবাসা নিয়ে ক্ষমতায় থাকা যায়।
তিনি গতকাল বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালীকচ্ছ ঈদগাহ মাঠে জেলা জাতীয় পার্টি আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
জেলা জাতীয় পার্টির আহবায়ক ও স্থানীয় সাংসদ অ্যাডভোকেট জিয়াউল হক মৃধার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে হুসেইন মুহম্মদ এরশাদ আরো বলেন, আমার হাতে রক্তের কোন দাগ নেই। ক্ষমতার সময়ে আমরা দেশের অনেক উন্নয়ন করেছি। সেজন্য ২৭ বছর পরেও জাতীয় পার্টি মানুষের হৃদয়ে রয়েছে। তিনি বলেন, মানুষ পরিবর্তন চায়। আমাদের মধ্যে কোন বিরোধ নেই। তিনি বলেন, ৫০ টাকা কেজি চাল কিনতে গিয়ে সাধারণ মানুষ দিশেহারা। সরকার বলে প্রচুর চাল মজুদ আছে। কিন্তু বাস্তবে দেখিনা। কিন্তু সেদিকে সরকারের দৃষ্টি নেই। সরকারের দৃষ্টি কিভাবে ক্ষমতায় থাকা যায়। দেশের মানুষ শান্তি চায়, শান্তিতে ঘুমাতে চায়। একমাত্র জাতীয় পার্টিই সেই শান্তির নিশচয়তা দিতে পারে।
সমাবেশে তিনি পার্শ্ববর্তী উপজেলা নাসিরনগরের উপ-নির্বাচন প্রসঙ্গে বলেন, নাসিরনগর আমাদের ছিল। আমাদের প্রার্থী এ আসনে সব সময় বিজয়ী হতো। তিনি দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, সর্বশক্তি দিয়ে আসনটি ফিরিয়ে আনতে হবে। আগামী ১৩ মার্চের নির্বাচনে বিজয়ী হয়ে আমরা প্রমান করবো ২৭ বছর পরও আমরা জনগনের হৃদয়ে আছি। তিনি বলেন, রংপুরে সুষ্ঠ নির্বাচন হয়েছে। সেখানে জাতীয় পার্টি বিজয়ী হয়েছে। তিনি নির্বাচন কমিশনকে উদ্দেশ্য করে বলেন, নাসিরনগর ও গাইবান্ধা নির্বাচন কমিশনের জন্য অগ্নি পরীক্ষা। সুষ্ঠ নির্বাচন হলে নাসিরনগরে জাতীয় পার্টি বিজয়ী হবে। আপনারা প্রমান করুন আপনারা নিরপেক্ষ নির্বাচন করতে পারেন। এরশাদ আরো বলেন, জাতীয় পার্টি আগামী নির্বাচনে অংশ নেবে এবং জনগনের ভোটে বিজয়ী হয়ে সরকার গঠন করবে ইনশাল্লাহ।
জাতীয় পার্টির চেয়ারম্যানের যুব বিষয়ক উপদেষ্টা অ্যাডভোকেট রেজাউল ইসলামের পরিচালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় পার্টির মহাসচিব এ.বি.এম. রুহুল আমীন হাওলাদার এমপি, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, বন ও পরিবেশ বিষয়ক মন্ত্রী ব্যারিষ্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি। সমাবেশে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা এমপি, পার্টির প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, প্রেসিডিয়াম সদস্য, মেজর (অবঃ) খালেদ আক্তার, প্রেসিডিয়াম সদস্য শফিকুল ইসলাম সেন্টু, নূরুল ইসলাম নূরু, নাসিরনগর উপ-নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী রেজোয়ান আহমেদ ও জেলা জাতীয় পার্টির সদস্য সচিব কাজী মামুনুর রশীদ। সভা শেষে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ হেলিকপ্টারযোগে গাইবান্ধার উদ্দেশ্যে রওয়ানা হন। সেখানে দলীয় একটি জনসভায় তার অংশ নেয়ার কথা রয়েছে।
##

গুম-খুন করে ক্ষমতায় টিকে থাকা যায়না-সরাইলে হুসেইন মুহম্মদ এরশাদ

botv- নিউজ

বিশিষ্ট লেখক ও শিক্ষাবিদ ডঃ জাফর ইকবালের উপর হত্যা প্রচেষ্টার প্রতিবাদে, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে গতকাল মঙ্গলবার বিকেলে সম্মিলিত সাংস্কৃতিক জোট, ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।

স্থানীয় প্রেসক্লাব প্রাঙ্গনে মানববন্ধন চলাকালে জোটের আহবায়ক আবদুন নূরের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাহিত্য একাডেমীর সভাপতি কবি জয়দুল হোসেন, জেলা উদীচীর সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম স্বপন, ব্রাহ্মণবাড়িয়া থিয়েটারের সমন্বয়ক মিজানুর রহমান শিশির, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী, অনুশীলন সাংস্কৃতিক কেন্দ্রের সদস্য অ্যাডভোকেট নাসির।

সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন জেলা জাসদ সভাপতি অ্যাডভোকেট আকতার হোসেন সাঈদ, জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি কাজী মাসুদ আহমেদ, জেলা ইউনাইটেড কমিউনিস্টলীগের সম্পাদক মতিলাল বনিক, জেলা সিপিবির সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম প্রমুখ।
####

ব্রাহ্মণবাড়িয়ায় সাংস্কৃতিক জোটের মানববন্ধন

botv-নিউজ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরের ব্যবসায়িক কার্যক্রমে অচলাবস্থা দেখা দিয়েছে। পূর্ব ঘোষণা ছাড়াই ভারতীয়রা আনা-নেওয়া করতে চাইছেন না বলে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। আটকা পড়েছে ৬০টির মতো ট্রাক। ফলে বিপাকে পড়েছেন বাংলাদেশের ব্যবসায়িরা।
এর আগে অবৈধভাবে পাচার হচ্ছে অভিযোগ তুলে গত এক সপ্তাহ ধরেই মাছ নিচ্ছে না ভারতীয়রা। এ নিয়ে করণীয় বিষয়ে আখাউড়ায় হওয়া এক বৈঠকে পাচাররোধে আরো কঠোর পদক্ষেপ নেয়ার আলোচনার পর রপ্তানিতে আশার আলো দেখা দিলেও এখন নতুন জটিলতা দেখা দিয়েছে।

ব্যবসায়িরা জানান, মূলত বিধান সভার নির্বাচনের ফলাফল ঘোষণার পরবর্তী পরিস্থিতির কারণেই ভারতীয় ব্যবসায়িরা ব্যবসায়িক কার্যক্রম বন্ধ রেখেছেন। তবে কবে নাগাদ ব্যবসায়িক কার্যক্রম চালু করা হতে পারে সে বিষয়েও তারা সুস্পষ্ট করে কিছু বলছেন না।
গত ৩ মার্চ ভারতের ত্রিপুরা রাজ্যের বিধান সভার নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। এতে সিপিআইএম দুর্গের পতন ঘটিয়ে ক্ষমতায় আসে বিজেপি। ফলাফল ঘোষণার পর থেকে সেখানে রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছে। রাজ্যের কিছু জায়গায় ১৪৪ ধারাও জারি করা হয়। প্রভাব পড়ে আখাউড়ার ওপারে আগরতলা স্থলবন্দরেও। সেখানকার অনেক ব্যবসায়ি এখন গা-ঢাকা দিয়েছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, গত শনি ও রবিবার অন্য পণ্যও নিবেনা বলে আগে থেকেই বাংলাদেশের ব্যবসায়িদেরকে জানিয়েছেন দেন তাঁরা। তবে কোনো পূর্ব ঘোষণা ছাড়াই সোম ও মঙ্গলবার ভারতীয়রা পণ্য না নেয়ায় বাংলাদেশের ব্যবসায়িরা বিপাকে পড়েছেন। আটকা পড়েছে ৬০ ট্রাক ভর্তি বিভিন্ন পণ্য।
আখাউড়া স্থলবন্দরের ব্যবসায়ি মোঃ আব্বাস উদ্দিন ভূঁইয়া বলেন, ‘ভারতীয়রা ঠিক কবে থেকে পণ্য নিবে সে বিষয়েও নিশ্চিত করে কিছু বলছে না। আমরা জানতে পেরেছি নির্বাচন পরবর্তী রাজনৈতিক অস্থিরতার কারণেই ভারতীয়রা পণ্য নিচ্ছে না।’
আখাউড়া স্থলবন্দরের রাজস্ব কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাস জানান, নির্বাচন পরবর্তী পরিস্থিতির কারণে ভারতীয়রা পণ্য আমদানি-রপ্তানিতে অনীহা প্রকাশ করেছেন বলে তিনি জানতে পেরেছেন। তবে বাংলাদেশের ব্যবসায়িরা এ বিষয়ে আনুষ্ঠানিক কিছুই জানায় নি।
###

আখাউড়া স্থলবন্দর অনির্দিষ্টকালের জন্য আমদানি-রপ্তানি বন্ধ

botv নিউজ:

সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় গতকাল মঙ্গলবার থেকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ১০ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু হয়েছে। উপজেলার উত্তর ইউনিয়নের আজমপুর বাজার ও আমোদাবাদ বাজার এবং দক্ষিণ ইউনিয়নের আমতলী বাজারে কার্ডধারিদের মাঝে এ চাল বিক্রি করা হয়। কর্মসূচির আওতায় কার্ডধারি প্রত্যেকে ১০ কেজি করে চাল পাবেন।

আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামছুজ্জামান চাল বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ ফারুক ইসলাম. খাদ্য গুদাম কর্মকর্তা তাছলিমা আক্তার, উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল হান্নান ভূঁইয়া স্বপন, দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ জালাল উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
###

আখাউড়ায় ১০ টাকা কেজি চাল বিক্রি শুরু

botvনিউজঃ

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়ন পরিষদের সদস্য ও ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি নূর মোহাম্মদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন নাটাই দক্ষিণ ইউনিয়ন আওয়ামীলীগের পক্ষে ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ এলেম খাঁন। এক শোকবার্তায় তিনি মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন।

আওয়ামীলীগ নেতা নূর মোহাম্মদের মৃত্যুতে নাটাই দক্ষিণ ইউনিয়ন আওয়ামীলীগের শোক

ফেসবুকে আমরা..