botv-নিউজ
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অগ্নিকান্ডে এক কৃষকের গোয়ালঘর সহ ৫ গরু পুড়ে ছাই হয়ে গেছে।
এতে প্রায় ৪ লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার রাতে আখাউড়া উপজেলার ছয়ঘড়িয়া।
এলাকাবাসী ও ক্ষতিগ্রস্ত কৃষক মোঃ ফুরকান মিয়া জানান, মঙ্গলবার রাতে তার গোয়ালঘরে আগুন লাগে।
এতে ৫টি গরুসগ গোয়ালঘরটি পুড়ে ছাই হয়ে যায়। এতে তার প্রায় ৪ লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।
তিনি বলেন, গোয়াল ঘরে দেওয়া মশার কয়েল থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।
এ ব্যাপারে উপজেলার মোগড়া ইউপির চেয়ারম্যান মনির হোসেনের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
###
Leave a Reply