botv নিউজ:
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বিশ্ব পানি দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৭মার্চ মঙ্গলবার সকালে নাসিরনগর উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা উম্মে সালমার নেতৃত্বে এক র্যালি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালমার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সুমন ভৌমিক, উপজেলা শিক্ষা কর্মকর্তা উম্মে সালমা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মহিবুল আলম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জেসমিন আরা, পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ আজিজুল হক, উপজেলা রিসোর্স কর্মকর্তা মোঃ শাহাজাহান ভুইয়া, প্রধান শিক্ষক আবদুর রহিম প্রমুখ। র্যালিতে সরকারি-বেসরকারি কর্মকর্তা, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
###
Leave a Reply