botv নিউজ:
ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের বৈদ্যুতিক সাব-স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুর পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে। এতে কেউ হতাহত না হলেও ঘটনার পর থেকেই বিদ্যুৎহীন অবস্থায় আছে পুরো হাসপাতাল। তবে জেনারেটরের মাধ্যমে হাসপাতালের কার্যক্রম স্বাভাবিক রাখা ছিল।
প্রত্যক্ষদর্শী ও জেলা সদর হাসপাতালের ওয়ার্ড মাস্টার এনামুল হক জানান, দুপুরে হঠাৎ করে হাসপাতালের সাবস্টেশনে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকেরা এসে প্রায় আধঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।
এ ব্যাপারে জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মো. শফিকুল ইসলাম জানান, শর্টসার্কিট থেকেই আগুন লেগেছে বলে জানতে পেরেছি। তবে সাব-স্টেশনটি হাসপাতালের মূল ভবনের বাইরে হওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
তিনি বলেন, জেনারেটরের মাধ্যমে হাসপাতালের কার্যক্রম স্বাভাবিক রাখা হয়েছে। বিদ্যুৎ অফিসে জানানো হয়েছে। তারা এসে ত্রুটি মেরামত করলেই হাসপাতালের বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক হবে।
###
Leave a Reply