botv-নিউজ:
ব্রাহ্মণবাড়িয়ায় বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে। ভোরে স্থানীয় ফারুকী পার্কের স্মৃতিসৌধে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটির সূচনা হয়। প্রথমে স্থানীয় সংসদ সদস্য উবায়দুল মোকতাদির চৌধুরী স্মৃতিসৌধের বেদিমূলে পুষ্পস্তবক অর্পণ করেন।
পরে জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা ও জেলা আওয়ামী লীগসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা পুষ্পস্তবক অর্পন করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
###
Leave a Reply