স্টাফ রিপোর্টার,ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে আনুমানিক ৪০ বছর বয়সী অজ্ঞাতনামা এক পুরুষের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার বিকেলে উপজেলার হরিপুর ইউনিয়নের হরিণবেড় গ্রামের একটি পাটক্ষেত থেকে তার লাশটি উদ্ধার করা হয়।

এলাকাবাসী ও পুলিশ জানায়, রোববার বিকাল সাড়ে ৪ টার দিকে স্থানীয়রা হরিপুর ইউনিয়নের একটি পাট ক্ষেতে ভাসমান অবস্থায় এক ব্যক্তির লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশটি উদ্ধার করে।

এ ব্যাপারে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হাবিবুল্লাহ সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশটি অর্ধেক পচে গেছে। তার পরিচয় জানার চেষ্টা চলছে।

নাসিরনগরে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার


স্টাফ রিপোর্টার,ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় বৃক্ষরোপন অভিযান উপলক্ষে বিভিন্ন স্থানে বৃক্ষরোপন করা হয়েছে।  শনিবার সকালে পৌর ডিগ্রী কলেজ প্রাঙ্গনে বৃক্ষরোপন করা হয়েছে।

এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, সদর উপজেলা নির্বাহী অফিসার পঙ্কজ বড়–য়া, ব্রাহ্মণবাড়িয়া পৌর ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর হরিলাল দেবনাথ, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজনসহ কলেজের শিক্ষক ও শিক্ষার্থীগন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেন, পরিবেশের ভারসাম্য আমরা যে ভাবে নষ্ট করছি আজকের এই বৃক্ষরোপন এটি আমাদের দেশকে আমাদের জাতিকে রক্ষা করবে। সেই সাথে বিশ্বের পরিবেশে যে ভারসাম্যহীনতা দেখা দিয়েছে সেটা রোধেও কার্যকরী ভূমিকা রাখবে বলে মনে করি। তিনি বলেন, বনায়ন ও বৃক্ষরোপন কার্যক্রমে আমাদের সকলের অংশগ্রহনে পৃথিবী আরো সবুজময় হয়ে উঠবে। তিনি দলমত নির্বিশেষে সকলকে বৃক্ষরোপন করে পরিবেশের ভারসাম্য রক্ষা করা আহবান জানান।

এর আগে গত শুক্রবার বিকেলে র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি সদর উপজেলার চিনাইর বঙ্গবন্ধু শেখ মুজিব অনার্স কলেজ চত্বরে বৃক্ষরোপন করেন। খোঁজ নিয়ে জানা গেছে পর্যায়ক্রমে ব্রাহ্মণবাড়িয়ার সকল শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপন করা হবে।

ব্রাহ্মণবাড়িয়ায় বনায়ন ও বৃক্ষরোপন কার্যক্রম শুরু


স্টাফ রিপোর্টার,ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরে ডুবে সামিউল হক নামে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুর আড়াইটার দিকে সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের মহিউদ্দিননগর গ্রামে এই ঘটনা ঘটে।

শিশু সামিউল ওই এলাকার প্রবাসী আলমগীর মিয়ার ছেলে।

পরিবারের লোকজন জানায়, দুপুরে সামিউল বাড়ির উঠানে খেলাধূলা করছিল। এ সময় তার মা হালিমা বেগম রান্না করছিলেন। রান্না শেষে হালিমা বেগম দেখেন সামিউল উঠানে নেই। পরে বাড়ির পাশে পুকুরে সামিউলের লাশ ভাসতে দেখে তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সৈয়দ আরিফুল ইসলাম জানান, হাসপাতালে নেয়ার আগেই শিশুটি মারা যায়।

ব্রাহ্মণবাড়িয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়াঃ

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাটারী চালিত রিকশা ও ইজিবাইক বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে। শনিবার সকাল ১১টায় জেলা জাতীয় শ্রমিক ফেডারেশনের উদ্দোগে প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

জেলা জাতীয় শ্রমিক ফেডারেশনের সভাপতি কমরেড আবু সাঈদ খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কমরেড নজরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড এ্যাডঃ কাজী মাসুদ আহমেদ, জে. এস. ডি সাধারণ সম্পাদক এ্যাডঃ তৈমুর রেজা শাহজাদ, জেলা ঐক্য ন্যাপের সাধারণ সম্পাদক আবুল কালাম নাঈম, জেলা জাসদের আহবায়ক প্রবীর চৌধুরী রিপন, সাম্যবাদী দলের সভাপতি শাহনুর ইসলাম, জেলা যুব মৈত্রীর আহবায়ক এ্যাডঃ মোঃ নাসির, সদস্য সচিব ফরহাদুল ইসলাম পারভেজ, জেলা জাতীয় শ্রমিক ফেডারেশনের সহ-সভাপতি সামসুল আলম, সহসাধারণ সম্পাদক ফিরোজ পাটোয়ারী, জেলা ছাত্রমৈত্রীর সভাপতি ফাহিম মুনতাসীর, সাধারণ সম্পাদক সানাউর রহমান, রিকশা চালক খান মোঃ জয়নাল আবেদীন, মোঃ জজ মিয়া প্রমূখ।

সভায় বক্তারা শ্রমজীবী মানুষের কর্মসংস্থান ব্যবস্থা করাসহ বন্ধ মিল কল কারখানা চালু করা এবং শ্রমজীবী মানুষের জন্য সারা বছর ব্যবস্থা চালু করার দাবি জানান। মহামারী করোনার বিপর্যয়ের কারণে শ্রমজীবী মানুষ অনেক কষ্টে দিন যাপন করছে। আবারও লকডাউন আসলে শ্রমজীবী মানুষ অসহায় হয়ে পড়বে। তাই তাদের সরকারি প্রণোদনা, ভাল সামগ্রী সহ সকল সুযোগ সুবিধা প্রদান করতে হবে।

এছাড়া এ সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, এই সিদ্ধান্তের ফলে সারাদেশে প্রায় সাড়ে তিন কোটি শ্রমজীবী মানুষ বেকার হয়ে পড়বে। এই সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করতে হবে। অন্যথায় শ্রমজীবী মানুষ রাজপথে আন্দোলন সংগ্রাম করতে বাধ্য হবে।

এসময় বক্তারা ব্রাহ্মণবাড়িয়ায় বন্ধ কোকিল টেক্সটাইল মিল চালু করা সহ নতুন শিল্প কল কারখানা স্থাপনের দাবী জানিয়ে সদর হাসপাতালের সকল অনিয়ম দূর্নীতি বন্ধ করা এবং পৌরসভায় রাস্তাঘাট মেরামত করারও দাবী জানান।

ব্যাটারী চালিত রিকশা ও ইজিবাইক বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবীতে জেলা জাতীয় শ্রমিক ফেডারেশনের মানববন্ধন


স্টাফ রিপোর্টার,ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত থেকে যাত্রী আসা অব্যাহত রয়েছে। ভারতে অবস্থানরত বাংলাদেশি যাত্রীরা এবং বাংলাদেশে কর্মরত ও পড়াশুনা করতে থাকা ভারতীয় নাগরিকরা বিশেষ অনুমতি নিয়ে প্রতিদিন এই বন্দর দিয়ে ফিরছেন।

আখাউড়া উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত ২৬ মার্চ থেকে বিশেষ অনুমতি নিয়ে যাত্রীরা ভারত থেকে ফিরতে পারছেন। গত বৃহস্পতিবার নাগাদ এক হাজার ৯৩৮ জন আখাউড়া স্থলবন্দর দিয়ে বাংলাদেশে আসেন। তাদের প্রত্যেককে ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে হচ্ছে। ইতিমধ্যেই ১৪৭২ জনকে অবমুক্ত করা হয়েছে। সর্বশেষ বৃহস্পতিবার ১৯ জনকে অবমুক্ত করা হয়। ভারত ফেরত যাত্রীদের মধ্যে ৫৪ জনের করোনা পজেটিভ আসে। এর মধ্যে অনেকেই নেগেটিভ সনদ নিয়ে নিজ নিজ অবস্থানে চলে গেছেন।

এ ব্যাপারে আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ নূর-এ আলম জানান, ভারত ফেরতদেরকে কোয়ারেন্টিন মানতে কঠোর নির্দেশনা রয়েছে।

ভারত ফেরত বাংলাদেশি নাগরিকদের ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল, বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ঢাকার ব্র্যাক লানিং সেন্টারসহ ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ও আখাউড়ার বিভিন্ন আবাসিক হোটেলে তাদেরকে কোয়ারেন্টিন করানো হচ্ছে। বৃহস্পতিবার নাগাদ জেলায় কোয়ারেন্টিনে আছেন ২৫৪ জন।

আখাউড়া স্থলবন্দর দিয়ে দেশে ফিরেছেন ভারতে আটকে পড়া ১৯৩৮ জন বাংলাদেশি যাত্রী


স্টাফ রিপোর্টার,ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে শিশু ও নারীর উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম-(৫ম পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় নিরাপদ মাতৃত্ব, কোভিড-১৯ প্রতিরোধে সচেতনতা সৃষ্টি, নারী ও শিশুর প্রতি সহিংসতারোধ, বাল্য বিবাহ প্রতিরোধ, মাদকদ্রব্যের অপব্যবহাররোধ, সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধ বিষয়ে নেতৃত্ব স্থানীয় ব্যক্তিবর্গের অংশগ্রহনে এক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে রুমে জেলা তথ্য অফিসের উদ্যোগে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ডাঃ রাফিউদ্দিন আহমেদ।

উপজেলা নির্বাহী অফিসার হালিমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ ফজলে ইয়াজ আল হোসাইন, মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার। স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার আসাদুজ্জামান কাউছার।

কর্মশালায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মেডিকেল অফিসার তানভীর হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আজহারুল ইসলাম ভুইয়া, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ ইকবাল মিয়া, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বিশ্বজিত দাস, ইউপি চেয়ারম্যান দেওয়ান আতিকুর রহমান আখিঁ, তথ্য আপা ঝরনা আক্তার, ইউপি সদস্য নারগিছ আক্তার, মাওলানা কাজী আলাউদ্দিন আহমেদ, সাংবাদিক সুজিত কুমার চক্রবর্তী, সাংবাদিক আকতার হোসেন ভুইয়া প্রমূখ।

কর্মশালায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন, জনপ্রতিনিধি, সাংবাদিক, ইমাম, পুরহিতসহ নেতৃত্বস্থানীয় ব্যক্তিবর্গ অংশগ্রহন করেন।

নাসিরনগরে শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত


স্টাফ রিপোর্টার,ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে “দূর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী-২০১৯” বিষয়ে অবহিতকরণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত দিনব্যাপী কর্মশালায় প্রধান আলোচক হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপসচিব লুৎফুন নাহার।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুল হক মৃদুলের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর। বিশেষ আলোচক ছিলেন জেলা ত্রাণ ও পূণর্বাসন কর্মকর্তা মোঃ মাহবুব আলম।

সরাইল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সাইফুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন-সহকারি কমিশনার (ভূমি) ফারজানা প্রিয়াংকা, সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল, সরাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুব খান ও সদর ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল জব্বার প্রমুখ।

উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম, সরাইল মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ বদর উদ্দিন, সরাইল প্রেসক্লাবের সভাপতি মোঃ আইয়ুব খান, উপজেলা কৃষকলীগের সভাপতি ও সাংবাদিক মোঃ শফিকুর রহমান প্রমুখ।

সরাইলে দূর্যোগ বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত


স্টাফ রিপোর্টার,ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ায় রুবিনা আক্তার-(৩৫) নামে এক গৃহবধূর লাশ হাসপাতালে রেখে পালিয়ে গেছে স্বামী মুর্শিদ মিয়া। আজ দুপুরে ২৫০ শষ্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে রুবিনা আক্তারের লাশ রেখে স্বামী মুর্শিদ মিয়া পালিয়ে গেছে।

গৃহবধূ রুবিনা আক্তার জেলার আশুগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নের খোলাপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের মেয়ে এবং একই উপজেলার আড়াইসিধা ইউনিয়নের আড়াইসিধা গ্রামের প্রবাসী মুর্শিদ মিয়ার স্ত্রী।

রুবিনা আক্তারের পরিবারের সদস্যদের দাবি স্বামী মুর্শিদ মিয়া মারধোর শেষে রুবিনার মুখে বিষ ঢেলে দিয়ে তাকে হত্যা করেছে।
রুবিনার স্বজনদের সাথে কথা বলে জানা গেছে, প্রায় ১৩ বছর আগে মুর্শিদ মিয়ার সাথে রুবিনার বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের ১২ ও ১০ বছরের দুটি ছেলে রয়েছে। বিয়ের পর মুর্শিদ মিয়া বিদেশে চলে যায়। ১০ বছর বিদেশ থেকে কয়েক মাস আগে মুর্শিদ মিয়া দেশে চলে আসেন।

রুবিনার ভাই শরীফ ও বোন নাসরিন আক্তার অভিযোগ করে বলেন, বিয়ের পর থেকেই বিভিন্ন বিষয় নিয়ে মুর্শিদ মিয়া রুবিনাকে মারধোর করতেন। বৃহস্পতিবার সকালেও মুর্শিদ রুবিনাকে মারধোর করে। এক পর্যায়ে রুবিনা অচেতন হয়ে গেলে তার মুখে বিষ ঢেলে দেয়া হয়। পরে মুর্শিদ রুবিনার লাশ ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে রেখে পালিয়ে যায়।

রুবিনার মা হেলেনা আক্তারও অভিযোগ করে বলেন, রুবিনাকে মুর্শিদ মিয়া মারধোর শেষে মুখে বিষ দিয়ে হত্যা করেছে।

এ ব্যাপারে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ বলেন, বিষয়টি ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল সূত্রে জানতে পেরিছে। তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

ব্রাহ্মণবাড়িয়ায় হাসপাতালে স্ত্রীর লাশ রেখে স্বামীর পলায়ন

ব্রাহ্মণবাড়িয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত কারাবন্দিদের মাঝে মাদকের কুফল, প্রতিরোধ ও প্রতিকার সম্পর্কে মাদকবিরোধী সচেতনতামূলক সভা- ২০২১ অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল দশটায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলার কার্যালয়ে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক জনাব মুঃ মিজানুর রহমান। অনুষ্ঠানে সভাপতি হিসেব উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের জেলা সুপার মোঃ ইকবাল হোসেন।

উক্ত সচেতনতামূলক সভায় কারাবন্দিদেরকে মাদকের বিরুদ্ধে শপথ করানো হয়।

 

প্রেস বিজ্ঞপ্তি

ব্রাহ্মণবাড়িয়ায় মাদকবিরোধী সচেতনতামূলক সভা অনুষ্ঠিত


স্টাফ রিপোর্টার,ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে দূর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী (এসওডি)-২০১৯” দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির জেন্ডার সংবেদনশীল দূর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু পরিবর্তনে যথাযথ বাস্তবায়ন ও অবহিতকরণ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা আজ  সকালে অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য বি.এম ফরহাদ হোসেন সংগ্রাম।

উপজেলা নির্বাহী অফিসার হালিমা খাতুনের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ডাঃ রাফিউদ্দিন আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ ফজলে ইয়াজ আল হোসাইন, মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুল্লাহ সরকার। স্বাগত বক্তব্য রাখেন জেলা ত্রাণ ও পূর্নবাসন কর্মকর্তা মোঃ মাহবুুবুল আলম।

কর্মশালায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ ইউপি সচিব ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নাসিরনগরে দূর্যোগ বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ফেসবুকে আমরা..