নাসিরনগরে শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত


স্টাফ রিপোর্টার,ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে শিশু ও নারীর উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম-(৫ম পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় নিরাপদ মাতৃত্ব, কোভিড-১৯ প্রতিরোধে সচেতনতা সৃষ্টি, নারী ও শিশুর প্রতি সহিংসতারোধ, বাল্য বিবাহ প্রতিরোধ, মাদকদ্রব্যের অপব্যবহাররোধ, সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধ বিষয়ে নেতৃত্ব স্থানীয় ব্যক্তিবর্গের অংশগ্রহনে এক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে রুমে জেলা তথ্য অফিসের উদ্যোগে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ডাঃ রাফিউদ্দিন আহমেদ।

উপজেলা নির্বাহী অফিসার হালিমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ ফজলে ইয়াজ আল হোসাইন, মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার। স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার আসাদুজ্জামান কাউছার।

কর্মশালায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মেডিকেল অফিসার তানভীর হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আজহারুল ইসলাম ভুইয়া, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ ইকবাল মিয়া, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বিশ্বজিত দাস, ইউপি চেয়ারম্যান দেওয়ান আতিকুর রহমান আখিঁ, তথ্য আপা ঝরনা আক্তার, ইউপি সদস্য নারগিছ আক্তার, মাওলানা কাজী আলাউদ্দিন আহমেদ, সাংবাদিক সুজিত কুমার চক্রবর্তী, সাংবাদিক আকতার হোসেন ভুইয়া প্রমূখ।

কর্মশালায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন, জনপ্রতিনিধি, সাংবাদিক, ইমাম, পুরহিতসহ নেতৃত্বস্থানীয় ব্যক্তিবর্গ অংশগ্রহন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা..