botvনিউজ:

আজ রোববার থেকে সরাইলে মাওলানা মোহাম্মদ আলীর সভাপতিত্বে ১০দিন ব্যাপি ৪৪তম তাফসীরুল কোরআন মাহফিল শুরু। সরাইল তাফসীর মাহফিল কমিটির উদ্যোগে আয়োজিত ওই মাহফিলে প্রথম দিন বয়ান করবেন- আল্লামা আশরাফ আলী হরষপুরী,

আল্লামা মুনিরুজ্জামান ছায়দাবাদী ও আল্লামা আবু তাহের জিহাদী। মাহফিল কমিটি সূত্রে জানা যায়, আজ থেকে ৪৪ বছর আগে সরাইল অন্নদা স্কুল মাঠে স্বল্প পরিসরে শুরু হয়েছিল এ তাফসীর মাহফিলের যাত্রা। দিনে দিনে এর ব্যপ্তি বেড়েই চলেছে। দেশ বরেণ্য আলেম ওলামারা এ মাহফিলে বয়ান করে থাকেন।

প্রত্যেক দিন সরাইল সহ জেলার বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান নরনারী অংশ করে থাকেন। আর আখেরী মোনাজাতের রাতে সরাইলে লক্ষাধিক মানুষের সমাগম ঘটে। এবার আয়োজকরা মহিলাদের জন্য স্থানীয় বালিকা বিদ্যালয় মাঠে বিশেষ ব্যবস্থা করেছেন। ১০ দিন ব্যাপি এ মাহফিলের কাজ সুষ্ঠ্য ও সুশৃঙ্খলভাবে পরিচালনা করতে সকল শ্রেণি পেশার মানুষের সহায়তা চেয়েছেন আয়োজক কমিটি।
###

আজ থেকে সরাইলে ৪৪তম তাফসীর মাহফিল শুরু

botvনিউজ:

আসন্ন একাদশ জাতীয় সংসদ নিবার্চনকে সামনে রেখে গতকাল বুধবার ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর ও সরাইল উপজেলার জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা-কর্মচারি, সূধীজন ও সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নবাগত জেলা প্রশাসক হায়াত-উদ দৌলা খান।

বুধবার দুপুরে স্থানীয় অফিসার্স ক্লাব মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক হায়াত-উদ দৌলা খান ব্রাহ্মণবাড়িয়ার উন্নয়নে সবার সহযোগিতা চেয়েছেন এবং আসন্ন একাদশ জাতীয় সংসদ নিবার্চন সুষ্ঠুভাবে ও সুন্দর পরিবেশে সম্পন্ন করতে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সুমন ভৌমিকের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা হামিদা লতিফ পান্না, থানার অফিসার ইনচার্জ মোঃ সাজেদুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ডাঃ রাফিউদ্দিন আহমেদ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আনোয়ার হোসেন, মুক্তিযোদ্ধা হাজী আবদুল বাকি, ইউপি চেয়ারম্যান শেখ আবদুল আহাদ, রুবেল মিয়া ও সাংবাদিক আকতার হোসেন ভুইয়া প্রমুখ।

এর আগে বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সূধীজনদের সাথে মতবিনিময় করেন জেলা প্রশাসক।
উপজেলা নির্বাহী অফিসার এ.এস.এম মোসা’র সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান, সহকারি পুলিশ সুপার (সরাইল সার্কেল) মোঃ মনিরুজ্জামান ফকির, ভাইস চেয়ারম্যান মোঃ শের আলম মিয়া, সরাইল থানার অফিসার ইনচার্জ মোঃ মফিজ উদ্দিন ভূঁইয়া, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর,

অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল, অধ্যক্ষ মোঃ মুখলেছুর রহমান, মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ ইসমত আলী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার মোঃ আনোয়ার হোসেন, ইউপি চেয়ারম্যান মোঃ শাহজাহান মিয়া, আব্দুল জব্বার, প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মো. মজিবুর রহমান, সরাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুব খান বাবুল, সাংবাদিক মোঃ শফিকুর রহমান, জাপা নেতা হুমায়ুন কবির, ত্রিতাল সঙ্গীত একাডেমির অধ্যক্ষ সঞ্জিব কুমার দেবনাথ, ন্যাপ নেতা আবদুল জব্বার ও সুকের পরিচালক মোমিন হোসেন।

মতবিনিময় সভা পরিচালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ জহিরুল ইসলাম।
###

একাদশ জাতীয় সংসদ নির্বাচন সফলে নাসিরনগর ও সরাইলে জেলা প্রশাসকের মতবিনিময়

botvনিউজ:

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল-অরুয়াইল সড়কের সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে।মঙ্গলবার দুপুরে সড়কের ভূইশ্বর এলাকায় প্রধান অতিথি হিসেবে সংস্কার কাজ উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার এ.এস.এম মোসা, উপজেলা প্রকৌশলী মোঃ এমদাদুল হক, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মফিজ উদ্দিন ভূঁইয়া, ইউপি চেয়ারম্যান মোঃ মোশাররফ হোসেন ভূঁইয়া, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাজী আবু তালেব, সরাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুব খান প্রমুখ।

৭ কোটি টাকা ব্যায়ে ৩ কিলোমিটার এই সড়কের সংস্কার কাজ শুরু হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।
###

 

সরাইল-অরুয়াইল সড়কের সংস্কার কাজের উদ্বোধন

botvনিউজ:

দীর্ঘদিন পর আবারো উত্তপ্ত হয়ে উঠেছে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়ন। গত রবিবার ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন এবং ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবু তালেবের লোকজন পাল্টাপাল্টি মিছিল-সমাবেশ করে। এ ঘটনায় অরুয়াইল বাজারে থমথমে পরিবেশ বিরাজ করছে। যে কোন মূহুর্তে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটতে পারে বলে আশংকা করছেন স্থানীয়রা।

পুলিশ ও স্থানীয়রা জানান, গত কয়েক মাস ধরে অরুয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেনের বিরুদ্ধে নানা অনিয়ম দুর্নীতির প্রতিবাদ করে আসছে স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা। গত ৩০ আগষ্ট তারা চেয়ারম্যানের বিরুদ্ধে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

গত রোববার বিকেলে উপজেলা সহকারি মৎস্য অফিসার মকসুদ হোসেন চেয়ারম্যানের বিরুদ্ধে দায়েরকৃত অভিযোগের তদন্ত করতে অরুয়াইল যান । তদন্তকারী কর্মকর্তা মকসুদ হোসেন প্রথমে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবু তালেবের অফিসে বসে ভুক্তভোগীদের সাথে কথা বলেন। পরে যান ইউনিয়ন পরিষদ কার্যালয়ে। সেখানে যাওয়ার পর ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন মকসুদ হোসেনের কাছে জানতে চান তিনি প্রথমে কেন পরিষদে গেলেন না। তিনি তদন্তকারী কর্মকর্তার উপর ক্ষিপ্ত হন।

পরে চেয়ারম্যানের নেতৃত্বে একটি মিছিল বের হয়। মিছিলকারীরা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবু তালেবের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দেয়।
এই মিছিলের কিছুক্ষন পর আবু তালেবের নেতৃত্বে পাল্টা মিছিল বের হয়। মিছিলকারীরা অরুয়াইল বাজারের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে চেয়ারম্যান মোশাররফের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দেয়। এতে করে অরুয়াইল বাজারে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে পুলিশের সর্তকতার কারনে কোন অঘটন ঘটেনি।

এ ব্যাপারে তদন্তকারী কর্মকর্তা মকসুদ হোসেন বলেন, তদন্তে প্রাথমিকভাবে অনিয়ম-দুর্নীতির কিছুটা সত্যতা পাওয়া গেছে।
এদিকে সোমবার ঘটনার নিষ্পত্তি করতে অরুয়াইলে ছুটে যান স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা ও সরাইল থানার অফিসার ইনচার্জ মোঃ মফিজ উদ্দিন ভূঁইয়া। এ রিপোর্ট লেখা পর্যন্ত বিকেল সাড়ে ৫টা পর্যন্ত তারা সেখানেই অবস্থান করছিলেন।
###

সরাইলে ইউপি চেয়ারম্যান ও সভাপতির পাল্টাপাল্টি মিছিল

botvনিউজ:

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহজাদাপুর ইউনিয়ন ভূমি অফিস ভবন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।মঙ্গলবার সকালে ইউনিয়নের দেওড়া গ্রামে প্রধান অতিথি হিসেবে নির্মান কাজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার উম্মে ইসরাত।

এ সময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম খোকন, ইউপি সদস্য আব্দুর রশিদ, মোঃ মিছির মিয়া, সহকারি প্রকৌশলী আব্দুল বাকী।

উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা গেছে একতলা বিশিষ্ট এই ভবন নির্মাণের প্রাক্কলিত ব্যায় ধরা হয়েছে ৪৫ লাখ টাকা। ভবনের চারপাশে নির্মাণ করা হবে প্রতিরক্ষা দেওয়াল। ভাওয়াল কন্সট্রাকশন নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান কাজটি বাস্তবায়ন করছেন।
###

সরাইলে ইউনিয়ন ভূমি অফিসের নির্মান কাজের উদ্বোধন

botvনিউজ:

সরকার কওমী মাদরাসার সর্বোচ্চ ক্লাশ দাওরায়ে হাদিসকে মাস্টার্সের সমমর্যাদা প্রদান করায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছে কওমী ওলামা ঐক্য পরিষদ।

রোববার সকালে ‘অবহেলার দিনশেষ, কওমী শিক্ষার বাংলাদেশ’ এই শ্লোগানকে সামনে রেখে কালিকচ্ছ ও নোয়াগাঁও ইউনিয়নের সকল কওমী মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীরা এই আনন্দ মিছিল করে।

মাওলানা আজিজুল ইসলাম জালালীর নেতৃত্বে আনন্দ মিছিলটি উপজেলার কালিকচ্ছ এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
পরে সেখানে মাওলানা এরশাদুল হক কাসেমীর সভাপতিত্বে ও মাওলানা জাহিদুল ইসলাম জাবেদের পরিচালনায় অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন- মাওলানা আজিজুল ইসলাম জালালী,

মাওলানা ইউসুফ আকরাম, হাফেজ মোঃ বশির উল্লাহ, হাফেজ আবু নাছার, মাওলানা ফরিদ উদ্দিন আরেজি, মাওলানা আলমগীর, মুফতি মাসুকুর রহমান কাসেমী, মাওলানা ফরিদ উদ্দিন, মাওলানা বেলাল উদ্দিন, মাওলানা জসিম উদ্দিন আরেজি, মুফতি বশির আহমেদ ও মাওলানা মুফতি মারুফ খান জালালী প্রমুখ।

পথ সভায় বক্তারা বলেন, দেড়শত বছর আগে প্রতিষ্ঠিত কওমী মাদরাসাই (দেওবন্দ মাদরাসা) প্রথম ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করেছে। আসল হক ও দ্বীনের রাস্তা দেখিয়ে আসছে। কওমী মাদরাসা সন্ত্রাস-জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে আসছে। জঙ্গি উৎপাদনের কারখানা কোথায়? সেটা বাংলার মানুষ জানে। কোরআন হাদিস শিক্ষার এ মহান প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে সরকারি স্বীকৃতি থেকে বঞ্চিত। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ১৯ সেপ্টেম্বর মহান জাতীয় সংসদে এই স্বীকৃতির বিল পাস করে কোরআন ও হাদিসের ইজ্জত দিয়েছেন। দাওরায়ে হাদিস উত্তীর্ণকে মাষ্টার্স পাসের স্বীকৃতি দিয়ে দেশের ৫০ লক্ষাধিক কওমী শিক্ষার্থীদের জীবনের গুরুত্ব বৃদ্ধি করেছেন। এ কাজটির জন্য শেখ হাসিনা বাংলাদেশের ইতিহাসে কিয়ামত পর্যন্ত দৃষ্টান্ত হয়ে থাকবেন। তাই আল্লামা আহমদ সুফির নির্দেশে রোববার সারা দেশে কওমী উলামা ঐক্য পরিষদের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে কর্মসূচী পালিত হয়েছে।

পথসভায় বক্তারা বলেন, জামায়াত শিবিরের সাথে এ দেশের কওমী মাদরাসার আলেম ও শিক্ষার্থীদের কোন সম্পর্ক অতীতেও ছিল না। বর্তমানেও নেই। ভবিষ্যতেও থাকবে না।
###

দাওরায়ে হাদিসকে মাস্টার্সের সমমর্যাদা প্রদান করায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন

botvনিউজ:

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিদ্যুৎ স্পর্শে এক ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু হয়েছে। গতকাল রবিবার সকালে উপজেলার শাহাজাদাপুর গ্রামের দাসপাড়ায় এ ঘটে। মৃতের নাম সুজন মিয়া-(১৯)। সে শাহাজাদাপুর গ্রামের পশ্চিম পাড়ার আবু মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, গতকাল রবিবার বেলা ১১টায় সুজন মিয়া দাস পাড়ার সাধন দাসের বাড়ির সার্ভিস লাইনের কাজ করতে বিদ্যুতের খুঁটিতে ওঠে। পরে বিদুৎ স্পর্শে বিদ্যুতের তারে জড়িয়ে যায়। আশপাশের লোকজন এসে বিদ্যুতের তার থেকে সুজনের লাশ নিচে নামিয়ে আনেন।

এ ব্যাপারে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মফিজ উদ্দিন ভূঁইয়া বলেন, এ বিষয়ে এখনো কেউ অভিযোগ করেনি।
###

সরাইলে বিদ্যুৎ স্পর্শে ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু

botvনিউজ:

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে উপজেলা পরিষদের উদ্যোগে সোমবার সকালে উপজেলার প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের ২৩৮ জন গরীব ও মেধাবী শিক্ষার্থীকে এককালীন ৪ লাখ ১১ হাজার ৫০০ টাকা শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে।

এ উপলক্ষে স্থানীয় সৈয়দ সিরাজুল ইসলাম মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান।
উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আবদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে ইসরাত, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শের আলম মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান তাহমিনা বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহিদ খালিদ জামিল খান, সরাইল প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ বদর উদ্দিন,

সরাইল মহিলা কলেজ ব্যবস্থাপনা পরিষদের সভাপতি ও স্থানীয় পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইয়ুব খান, অরুয়াইল বহুমুখি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ সাদী প্রমুখ।
জানা গেছে, বৃত্তিপ্রাপ্তদের মধ্যে এইচএসসির দুই জন (জনপ্রতি তিন হাজার টাকা), এসএসসির ৩১ জন (জনপ্রতি আড়াই হাজার টাকা), জেএসসির ৪১ জন (জনপ্রতি দুই হাজার টাকা) ও পিইসির ১৬৪ জনকে (জনপ্রতি এক হাজার পাঁচশত) টাকা করে প্রদান করা হয়েছে।
###

সরাইলে ২৩৮জন গরীব ও মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান

ফেসবুকে আমরা..