botvনিউজ:

ব্রাহ্মণবাড়িয়া সরাইল থানাধীন রাজাবাড়িকান্দি হাইওয়ে রোডে সিলেট গামী এনা পরিবহনের বাস নং ঢাকা মেট্টো ব- ১৪-৭৪৫৬ গাড়িটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার ডানে দক্ষিন পাশের বিলের পানিতে পড়ে যায়। উদ্ধার অভিযান চলছে। ফায়ার সার্ভিস দল এই পর্যন্ত ১ শিশু, ২ মহিলার লাশ উদ্ধার এবং আহত যাত্রীদের মধ্যে প্রায় ১৫/১৬ জনকে হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরন করা হয়েছে।

###

ব্রাহ্মণবাড়িয়া রাজাবাড়িকান্দিতে এনা পরিবহন নিয়ন্ত্রন হারিয়ে বিলের পানিতে পড়ে যায়

botvনিউজ:

সরাইলের পানিশ্বরে মেঘনা নদীর কড়াল গ্রাস থেকে রক্ষার জন্য সাময়িক ভাবে বালির বস্তার বাঁধের উদ্বোধন করা হয়েছে। গতকাল রবিবার সকালে শাখাইতি গ্রামের জিল্লু মিয়ার মাঠের নিকটে নদীতে বস্তা ফেলে প্রকল্পের কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ও জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডঃ জিয়াউল হক মৃধা। ইউপি চেয়ারম্যান মো. দ্বীন ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধন পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন এমপি। ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ শাহজাহান আলম সজুর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন- জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ শাহিনুজ্জামান, উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক মোঃ মাহফুজ আলী, বর্তমান যুগ্ম সম্পাদক জিয়াউল ইসলাম জজ মিয়া,

আশুগঞ্জ জাপার সভাপতি মেরাজ সিকদার, সাবেক ইউপি সদস্য মোঃ মোস্তফা ও ঠিকাদার মোঃ রুবেল সিকদার। জেলা পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় লোকজন জানায়, গত কয়েক বছরের বিরামহীন ভাঙ্গনে মেঘনায় বিলীন হয়ে গেছে মূল পানিশ্বর গ্রাম। আর এখন নিয়মিতই নদী গিলে খাচ্ছে শাখাইতি গ্রামের বাড়িঘর। সম্প্রতি দরিদ্র পাল সম্প্রদায়ের বাড়ি, ১৫-২০টি চাতাল মিল ও শতাধিক বসতঘর নদীতে বিলীন হয়ে গেছে। প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিরা একাধিকবার নদী ভাঙ্গন পরিদর্শনও করেছেন। এমপি ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের চেষ্টায় নদী ভাঙ্গনরোধে সাময়িকভাবে ২০ লাখ টাকার একটি প্রাথমিক প্রকল্প অনুমোদন পেয়েছে। ৭৭ মিটার জন গুরুত্বপূর্ণ স্থান সমূহে বালুর বস্তা ফেলে ভাঙ্গন তান্ডব সাময়িকভাবে রোধ করাই এ প্রকল্পের মূল লক্ষ্য। পর্যায়ক্রমে আরো প্রকল্প আসবে। প্রধান অতিথি বলেন, এখানকার সমস্যার কথা আমি সংসদে বলেছি। প্রধানমন্ত্রী নোটও করেছেন। দ্রুতই আরো বড় প্রকল্প আসছে।

আমার সময়ের মধ্যেই সরাইল-পানিশ্বর সড়কের কাজ হবে। স্থায়ী বেড়িবাঁধও হবে। আজবপুর ও মেঘনায় ভারতের বড় বড় জাহাজ নোঙ্গর করবে। মেঘনা অভিশাপ নয়, আশির্বাদও। এখানকার মানুষের জীবনমানের পরিবর্তন ঘটবে। অর্থনৈতিক ভাবে তারা উন্নতি সাধন করবে। তিনি বলেন, দেশকে জঙ্গীবাদ ও সন্ত্রাসবাদের হাত থেকে রক্ষা করতে হলে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে ক্ষমতায় থাকতে হবে। মহাজোটেই নির্বাচন হবে। আর এ আসন থেকে আমিই মনোনয়ন পাব। জাপার মনে কষ্ট দিয়ে আওয়ামীলীগ ক্ষমতায় থাকতে পারবে না। বিএনপি নির্বাচনে না আসলে জাপা ৩’শ আসনেই মনোনয়ন দিবে।
###

পানিশ্বরে মেঘনায় গ্রামরক্ষা বাঁধের উদ্বোধনকালে জিয়াউল হক মৃধা এমপি

botvনিউজ:

দীর্ঘ ২৬ ঘন্টা অন্ধকারে রয়েছে সরাইল সদরের ৭ মার্কেট ও অর্ধশতাধিক বাড়ি-ঘর। ফলে ভাদ্র মাসের এই ভ্যাঁসপা গরমে অতিষ্ট হয়ে ওঠেছে জনজীবন। হাসপাতাল মোড়ের বৈদ্যুতিক ট্রান্সফরমারের সামান্য ক্রুটির জন্য এমন দুর্ভোগের সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় পিডিবি’র কর্মচারিরা। নির্বাহী প্রকৌশলী ছুটিতে তাই গত শনিবার বিকেল থেকে সারারাত দফায় দফায় চেষ্টা করেও সমস্যা সমাধান করতে পারেনি পিডিবি’র লোকজন।

পিডিবি’র লোকজন ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, গত শনিবার বিকাল ৫ টার দিকে হঠাৎ করে সরাইল সদরের বিদ্যুৎ চলে যায়। আধা ঘন্টা পর সব জায়গায় বিদ্যুৎ আসলেও বাতি গুলো লাফাতে থাকে। পরে প্রায় ঘন্টা খানেক চলে বিদ্যুৎ যাওয়া আসার খেলা। এক সময় কিছুটা স্থির হয়। কিন্তু হাসপাতাল মোড় থেকে সরাইল সদরে প্রবেশের সড়কের দু’পাশে গড়ে ওঠা মোল্লা মার্কেট (১), মোল্লা মার্কেট (২), হাজী সানু মোল্লা মার্কেট, গার্লস স্কুল রোড মার্কেট, গার্লস স্কুল মার্কেট, মিজান ঠাকুর মার্কেট ও সমুদ্র মার্কেট ছিল গতকাল বিকাল সাড়ে ৫টা পর্যন্ত অন্ধকারে। সেই সাথে মার্কেটের আশপাশের প্রায় অর্ধশতাধিক বাড়িÑঘরেও ছিল না বিদ্যুৎ।

ভাদ্র মাসের এ ভ্যাঁসপা গরমে সারারাত শিশু বাচ্চা নিয়ে ঘুমায়নি অনেকেই। সদ্য সমাপ্ত হওয়া কোরবানীর মাংস নিয়ে সকলেই পড়েছেন অবর্ণনীয় কষ্টে। মাংসকে পঁচনের হাত থেকে রক্ষার জন্য অনেককে গাড়িতে করে অন্যত্র স্বজনদের বাড়িতে পাঠাতেও দেখা গেছে। রাত শেষে গতকাল শনিবার সকাল থেকে অধীর আগ্রহে লোকজন অপেক্ষা করছিল বিদ্যুতের। কিন্তু ছোট সমস্যা বললেও সারাদিনেও সমাধান করতে পারছিলেন না পিডিবি কর্তৃপক্ষ। অবশেষে বিকাল সাড়ে ৫টার দিকে দেখা মিলে কাঙ্খিত বিদ্যুতের।

এ বিষয়ে সরাইল পিডিবি’র (বিক্রয় ও বিতরণ বিভাগ) নির্বাহী প্রকৌশলী মো. মাঈনুদ্দিন জুয়েল ২৪ ঘন্টারও অধিক সময় বিদ্যুৎ না থাকার কথা স্বীকার করে বলেন, একটি ট্রান্সফরমার ডেথ হয়ে গিয়েছিল। আমার লোকজন কাজ করে এটি ঠিক করেছে। তাই এত সময় লেগেছে। জরুরী কাজে ব্যবহারের জন্য অফিসে অতিরিক্ত ট্রান্সফরমার বরাদ্ধ আছে কিনা? এমন প্রশ্নের উত্তেরে তিনি বলেন, আছে। তাও ওইটাকে মেরামত করে নিলাম। এটা আসলে টেকনিকেল বিষয়।
###

২৬ ঘন্টা অন্ধকারে সরাইলের ৭ মার্কেট

botvনি্উজ:

নিরাপদ সড়কের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ইসলামপুর ও সরাইল উপজেলার কুট্টাপাড়া মোড়ে প্রায় দেড়ঘন্টা অবরোধ করে রাখে শিক্ষার্থীরা।
শনিবার বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত দেড়ঘন্টা মহাসড়কে অবরোধ করে রাখে শিক্ষার্থীরা।

অবরোধ চলাকালে বিভিন্ন ব্যানার, ফেস্টুন নিয়ে ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ইনস্টিটিউট, সরাইল অন্নদা সরকারী উচ্চ বিদ্যালয় ও সরাইল ডিগ্রী কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। এসময় শিক্ষার্থীরা নিরাপদ সড়কের দাবিতে বিভিন্ন শ্লোগান দেয়।

ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী মীর তরিকুল ইসলাম, আল মাসুম, মেহেদী হাসান এবং সরাইল অন্নদা সরকারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মোঃ সোহাগ মিয়া, সরাইল ডিগ্রি কলেজের শিক্ষার্থী তারিকুল ইসলাম শান্ত, ব্রাহ্মণবাড়িয়া পৌর কলেজের শিক্ষার্থী তানজিনা জানান, আমাদের শিক্ষার্থীদের পক্ষ থেকে সরকারকে ৯ দফা দেয়া হয়েছে। সরকার আমাদের ৯ দফা বাস্তবায়ন নিয়ে তালবাহানা করছে। শিক্ষার্থীরা অবিলম্বে ৯ দফা দাবি বাস্তবায়নের দাবি জানান।

অবরোধ চলাকালে মহাসড়কে শিক্ষার্থীরা পুলিশের উপস্থিতিতে বিভিন্ন যানবাহনের লাইসেন্স চেক করেন।
যাদের কাছে লাইসেন্স পেয়েছেন তাদেরকে চকলেট উপহার দেন। যাদের কাছে পাননি তাদের কে পুলিশের কাছে তুলে দেন। পরে পুলিশ এসে নিরাপদ সড়কের দাবি বাস্তবায়নের আশ্বাস দিলে শিক্ষার্থীরা মহাসড়ক থেকে অবরোধ তুলে নেয়।

এ ব্যাপারে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মফিজ উদ্দিন ভূইয়া এবং বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আরশাদ জানান, শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করে ক্যাম্পাসে ফিরে যায়।
এদিকে পরিবহন শ্রমিকেরাও সকাল থেকে বিভিন্ন দাবিতে বিক্ষোভ সমাবেশ করছে। শনিবার সকাল পৌনে ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ভাদুঘর আন্তঃজেলা বাস টার্মিনালের সামনে কুমিল্লা-সিলেট মহাসড়কে অবরোধ করে রাখে।

এ ব্যাপারে ব্যাপারে জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ সেলিম মিয়া বলেন, মহাসড়কে নসিমন, করিমন বন্ধ, চালককে মারধোর করার প্রতিবাদ এবং যানবাহন ভাংচুর বন্ধ করার দাবিতে তারা মহাসড়কে অবরোধ করেছে। তিনি বলেন, শ্রমিকদের দাবিগুলো না মানা হলে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।
###

ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষার্থী ও শ্রমিকদের মহাসড়ক অবরোধ

botvনিউজ:

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের হাওর এলাকায় মাসব্যাপী ক্ষুরা রোগের প্রকোপ দেখা দিয়েছে। এই রোগে শতাধিক গরুর মৃত্যুর খবর পাওয়া গেছে।
উপজেলার অরুয়াইল, পাকশিমুল ও চুন্টা ইউনিয়নের কয়েক হাজার গরু এ রোগে আক্রান্ত হয়েছে। ক্ষুরা রোগের ব্যাপকতায় দিশেহারা হয়ে পড়েছে এলাকার কৃষক ও ক্ষুদ্র খামারিরা। তবে প্রাণিসম্পদ অফিসের কোন তৎপরতা নেই বলে অভিযোগ করছেন গরুর মালিকরা।

হাওরাঞ্চলের বিভিন্ন গ্রামে খবর নিয়ে জানা গেছে, অরুয়াইল ইউনিয়নের ৩নং ওয়ার্ডের অরুয়াইল গ্রামের মুক্তিযোদ্ধা কুতুব উদ্দিন ভুইয়ার দুই লাখ টাকা মূল্যের ১টি গাভী,বাহার মেম্বারের ১টি বাছুর, ইসমাইল মিয়ার ২টি ষাড়, দুবাজাইল গ্রামের বশির মিয়ার ১টি ষাড়, সাদত আলীর ৩টি গরু, হারুন মিয়ার ১টি গরু, পাকশিমুলের সিদ্দিক মিয়ার ১টি গরুসহ এই এলাকায় শতাধিক গরু ক্ষুরা রোগে আক্রান্ত হয়ে মারা গেছে।

এ ব্যাপারে কৃষক ইসমাইল মিয়া জানান, উপজেলা প্রাণিস¤পদ অফিসে গিয়ে ক্ষুরা রোগের কোনো ওষুধ পাওয়া যায়নি। প্রাণিসম্পদ হাসপাতালে গেলে তারা জানায়, বাড়িতে গিয়ে ক্ষুরা রোগের টিকা দিলে চিকিৎসকের ফি লাগবে ১ হাজার টাকা এবং ভ্যাকসিনের জন্য আরো দিতে হবে দুইশ টাকা। এ ধরনের অভিযোগ করেছেন আরো কয়েকজন ক্ষতিগ্রস্ত কৃষক।
এদিকে প্রাণিসম্পদ হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, কোরবানির ঈদকে সামনে রেখে গরু গুলোকে দ্রুত বড় করতে অতিরিক্ত খাবার খাওয়ানো হচ্ছে। নরম ভাত খাওয়ানো হচ্ছে। ফলে সেখানকার গরু গুলো ফুটপয়জনে আক্রান্ত হচ্ছে।

এ ব্যাপারে উপজেলা প্রাণিস¤পদ কর্মকর্তা ডাঃ মুজিবুর রহমান শতাধিক গরুর মৃত্যুর খবরকে অস্বীকার করে বলেন, ক্ষুরা রোগে গত এক মাসে ৭টি বাছুর মারা গেছে। অধিকাংশ গরু ফুটপয়জনে আক্রান্ত। তিনি বলেন, আমাদের কাছে ক্ষুরা রোগের পর্যাপ্ত পরিমানে ভ্যাকসিন আছে। যা কৃষকদের বিনামূল্যে সরবরাহ করা হয়। তিনি বলেন, কৃষকদের সচেতনতাই পারে এ রোগ প্রতিরোধ করতে।
###

ক্ষুরা রোগের প্রকোপ সরাইলে শতাধিক গরুর মৃত্যু ॥ কৃষক ও খামারিরা দিশেহারা

botvনিউজ:

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে গ্রেপ্তারী পরোয়ানার চার বছর এক মোহাম্মদ আলী-(৪৯) নামে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার রাতে উপজেলার অরুয়াইল বাজার থেকে অরুয়াইল ফাঁড়ির পুলিশ তাকে গ্রেপ্তার করেন।

এলাকাবাসী ও পুলিশ জানায়, উপজেলার পাকশিমুল ইউনিয়নের পরমানন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোহাম্মদ আলী। ২০১৪ সালে তার বিরুদ্ধে রোজিনা বেগম নামের এক মহিলা নারী নির্যাতনের অভিযোগে মামলা দায়ের করেন।

মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারী হয়। কিন্তু পুলিশকে ম্যানেজ ও বিভিন্ন ধরনের তদবির করে তিনি চার বছর ছিলেন অধরা। গ্রেপ্তারী পরোয়ানা নিয়েই প্রকাশ্যে ঘুরে বেড়িয়েছেন। শিক্ষা অফিসের সভায় বেশ কয়েকবার অংশ গ্রহন করেছ। শিক্ষা অফিসও তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়নি। অবশেষে সোমবার রাতে ওই শিক্ষককে গ্রেপ্তার করা হয়।

অভিযান পরিচালনাকারী গোলাম মোস্তফা বলেন, আমাদের গ্রেফতারি পরোয়ানার তালিকায় তার নাম অনেক আগে থেকেই আছে। সোমবার রাতে মোহাম্মদ আলীকে গ্রেফতারের পর থেকে এখন পর্যন্ত নানা ধরনের চাপ ও কথাবার্তা শুনতে হচ্ছে।

এ ব্যাপারে সরাইল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ কামরুজ্জামান বলেন, তার বিরুদ্ধে ২টি মামলা রয়েছে। হাজিরা না দেওয়ায় গ্রেফতারি পরোয়ানা জারী হয়েছে। তাই তাকে গ্রেফতার করেছি।
###

গ্রেপ্তারী পরোয়ানার চার বছর পর সরাইলে শিক্ষক গ্রেপ্তার

botvনিউজ:

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ডিগ্রি কলেজে ২০১৮-১৯ শিক্ষাবর্ষের নবাগত শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান শনিবার দুপুরে কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়েছে।

নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা।

কলেজ শাখা জাতীয় ছাত্র সমাজের সভাপতি কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল, কলেজ পরিচালনা কমিটির সদস্য মজিদ বক্স, সরাইল উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব এমদাদুল হক, জেলা জাতীয় ছাত্র সমাজের আহবায়ক জালাল উদ্দিন ভূইয়া, উপজেলা শাখা জাতীয় ছাত্র সমাজের আহবায়ক হুসাইন আহমদ, সদস্য সচিব রাসেল লস্কর প্রমূখ। অনুষ্ঠানে জিয়াউল হক মৃধা এমপি পাঁচ শতাধিক শিক্ষার্থীকে ফুল দিয়ে বরণ করে নেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ভবিষ্যৎ নেতৃত্বের জন্য ছাত্র রাজনীতির প্রয়োজন রয়েছে। তবে শিক্ষার্থীদের পড়াশোনা ছেড়ে শুধু রাজনীতি করলে চলবে না। রাজনীতির আগে পড়াশোনা করতে হবে। পড়াশোনা ছাড়া রাজনীতি চলতে পারে না।
###

সরাইল ডিগ্রি কলেজে জাতীয় ছাত্রসমাজের নবীনবরণ অনুষ্ঠিত

botvনিউজ:

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনীমূলক বই ও শেখ রাসেল স্মারক গ্রন্থ ছুড়ে ফেলে দেয়ার অভিযোগে এক প্রধান শিক্ষক ও বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতির বিরেুদ্ধে মামলা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগ উদ্দিনের আদালতে মুক্তিযোদ্ধা যুব কমান্ডের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোঃ মাসুদুর রহমান মামলাটি করেন।

বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে সরাইল উপজেলার চুন্টা ইউনিয়নের এসি হাই একাডেমির অভিযুক্ত প্রধান শিক্ষক হাবিবুর রহমান নান্নু ও পরিচালনা পরিষদের সভাপতি ও শেখ হাবিবুর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারি করেছেন।

মামলার আর্জিতে বলা হয়, মুক্তিযোদ্ধা যুব কমান্ডের উদ্যোগে সরাইল উপজেলার বিভিন্ন সরকারি-বে-সরকারি স্কুলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী মূলক বই ও শেখ রাসেল স্মারক গ্রন্থ বিনামূল্যে বিতরণ করা হয়। এই কার্যক্রমের অংশ হিসেবে গত ১ জুলাই সকাল সাড়ে ১০টায় মুক্তিযোদ্ধা যুব কমান্ডের সরাইল উপজেলা কমিটির সভাপতি মোঃ শওকত আলী ও সাধারণ সম্পাদক মোঃ আক্তারুজ্জামান চৌধুরী ওই দুটি বই চুন্টা গ্রামের এসি হাই একাডেমির প্রধান শিক্ষক হাবিবুর রহমান নান্নু ও সভাপতি শেখ হাবিবুর রহমানের হাতে তুলে দেন।

আর্জিতে আরো বলা হয়, নান্নু ও হাবিবুর রহমান সেগুলো গ্রহণ করে তাতে বঙ্গবন্ধু ও শেখ রাসেলের ছবি দেখে ক্ষিপ্ত হয়ে বই দুটি স্কুলের মাঠে ছুড়ে ফেলে দেন। এ সময় তারা বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে অশালীন মন্তব্যও করেন।

মামলার বাদী পক্ষের আইনজীবী আশরাফ উদ্দিন মন্তু বলেন, বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে অভিযুক্ত দুই আসামির বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারি করেছেন।

বঙ্গবন্ধুর আত্মজীবনীমূলক বই ছুড়ে ফেলার অভিযোগ ॥ গ্রেপ্তারী পরোয়ানা জারি

botvdনিউজ:

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে অগ্নিদগ্ধ হয়ে সীমা রাণী গোপ-(২৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

রবিবার দুপুর সোয়া ১টায় উপজেলার অরুয়াইল ইউনিয়নের শোলাকান্দি গ্রামের বাবার বাড়ির টয়লেট থেকে তার অগ্নিদগ্ধ লাশ উদ্ধার করে পুলিশ।
সীমা ওই গ্রামের মতি লাল গোপের মেয়ে ও হবিগঞ্জ জেলার আজমেরীগঞ্জ উপজেলার নোয়াগাঁও গ্রামের নান্টু গোপের স্ত্রী।

সীমার স্বজনরা জানান, গতকাল দুপুরে সীমা টয়লেটের ভেতর ঢুকে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। বাইরে থেকে পোড়া গন্ধ পেয়ে টয়লেটের দরজা ভেঙ্গে সীমার আগুনে পোড়া লাশ দেখতে পান স্বজনরা। খবর পেয়ে পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে তার লাশ উদ্ধার করে।

এ ব্যাপারে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মফিজ উদ্দিন ভূঁইয়ার সাথে যোগাযোগ করলে তিনি বিষয়টি নিশ্চিত করে বলেন, কি কারণে সীমা গায়ে আগুন দিয়েছে সেটি জানা যায়নি।
###

সরাইলে আগুনে পুড়ে গৃহবধূর মৃত্যু

botvনিউজ:

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নব-নির্মিত ভূমি অফিস উদ্বোধন করা হয়েছে।

গতকালজেলা প্রশাসক রেজওয়ানুর রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার কর্মকর্তা উম্মে ইসরাতের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ ইকবাল হোসেন।

উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ আলমগীর হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান মোঃ কাজল চৌধুরী, আওয়ামীলীগ নেতা মোঃ মাহফুজ আলী, সরাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুব খান বাবুল, মুক্তিযোদ্ধা আইয়ুব আলী, ভূমিহীন কৃষক আন্নর আলী প্রমুখ।
###

সরাইলে ভূমি অফিস উদ্বোধন

ফেসবুকে আমরা..