botvনিউজ:

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার দৌলতপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত প্রবেশের সময় ১০ বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত রবিবার রাতে আখাউড়ার ঘাগুটিয়া সীমান্ত ফাঁড়ির বিজিবি জোয়ানদের হাতে আটক হওয়ার পর সোমবার কসবা থানা পুলিশ তাদেরকে ব্রাহ্মণবাড়িয়ার আদালতে পাঠায়। পুলিশ ও বিজিবি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

আটককৃত সবার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলায়। তারা হলেন, ইদনীপাড়ার মজবুর আলীর ছেলে মোঃ রুহুল আমিন, মিস্ত্রিপাড়ার আতাউর রহমানের ছেলে আরিফ হোসেন, বদলপুরের মাহবুবুল হকের ছেলে আব্দুল মালেক, নরেন্দ্রপুর গ্রামের হাসিব আলীর ছেলে মোঃ রবিউল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ সদরের রফিকুল ইসলামের ছেলে আব্দুল জব্বার, নরেন্দ্রপুরের শাহ জামানের ছেলে আজিজুর রহমান, চরবোডাংগা গ্রামের নজরুল ইসলামের ছেলে নয়ন আলী, ইদনীপাড়ার লুৎফুর রহমানের ছেলে ইমন হোসেন, একই গ্রামের আশরাফুল ইসলামের ছেলে আব্দুল খলিল ও শিষ মোহাম্মদের ছেলে সেলিম রেজা।

এ ব্যাপারে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুল মালেক জানান, আটককৃতরা শ্রমিক। তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করে সেখানে কাজ করতো। এ ঘটনায় বিজিবি দায়ের করা মামলায় তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।
###

ভারতে অবৈধ প্রবেশকালে কসবা সীমান্তে আটক ১০

botvনিউজ:

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় জ্বালানী মন্ত্রণালয়ের স্টিকার লাগানো মাইক্রোবাস থেকে ১৮০ কেজি গাঁজাসহ তিন মাদক পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার সকাল ৭টায় উপজেলার কাইমপুর ইউনিয়নের কামালপুর এলাকা থেকে বিপুল পরিমান এই গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন, কুমিল্লা জেলার দেবীদ্বার উপজেলার মোঃ রিপন-(২৪), কসবা উপজেলার জাকির হোসেন-(২০) এবং নরসিংদী জেলার রায়পুরা উপজেলার গিয়াস- (২২)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকালে অভিযান চালিয়ে এসব গাঁজা উদ্ধার করা হয়। এ সময় গাঁজা পরিবহনে ব্যবহৃত মাইক্রোবাসসহ তিন পাচারকারীকে গ্রেপ্তার করা হয়।

এ ব্যাপারে কসবা থানার পরিদর্শক (তদন্ত) মৃনাল দেবনাথ বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদক পাচারকারীরা কৌশলে জ্বালানী মন্ত্রণালয়ের স্টিকার ব্যবহার করে গাঁজা পাচারের চেষ্টা করেছিল। এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
###

কসবায় জ্বালানী মন্ত্রণালয়ের স্টিকারযুক্ত গাড়িতে গাঁজা ॥ ৩ পাচারকারী গ্রেপ্তার

botvনিউজ:

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মোটরযান চালকদের দক্ষতা বৃদ্ধি ও অনাকাঙ্খিত দুর্ঘটনা প্রতিরোধে করণীয় বিষয়ে দু’দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা বৃহস্পতিবার সমাপ্ত হয়েছে।
উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা প্রশাসন ও বিআরটি এর সহযোগিতায় অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালার সমাপনী দিনে বৃহস্পতিবার প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ শামসুজ্জামান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা ইসলামের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আনিছুল হক ভুইয়া, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক আসাদুজ্জামান ভূইয়া, বিআরটিএ জেলা সহকারী পরিরচালক জি.এম নাদির হোসেন, বিআরটিএ’র মোটরযান পরিদর্শক কেশব কুমার দাস, সাংবাদিক খ.ম.হারুনুর রশীদ ঢালী ও কসবা থানার উপ পুলিশ পরিদর্শক বেলাল হোসেন।

দুদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় মোটরযান চালকদের মাঝে রোড সাইন সতর্কীকরণ চিহ্ন, তথ্যমূলক চিহ্ন, চালকদের জন্য করণীয়, চালকদের লাইসেন্স প্রাপ্তির নিয়ম, মোটর ড্রাইভিং সংক্রান্ত মোটরযানের বিভিন্ন অপরাধ ও শাস্তির বিধানসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষন দেওয়া হয়।

কর্মশালায় ১৫০জন মোটরযান চালক প্রশিক্ষন নেয়। গত বুধবার দু’দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়।
###

দক্ষতা বৃদ্ধি ও অনাকাঙ্খিত দুর্ঘটনা এরাতে কর্মশালা

botbনিউজ:

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। গতকাল রবিবার দুপরে কসবা সরকারী বালক উচ্চ বিদ্যালয় খেলার মাঠে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আনিছুল হক ভুঁইয়া।

উপজেলা নির্বাহী অফিসার হাসিনা ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিন সুলতানা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ হাসিনুর রহমান তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সদস্য সফিকুল ইসলাম ভুইয়া রগু, পৌর কাউন্সিলর আবু জাহের, চিকিৎসক বিল্লাল হোসেন প্রমুখ।

উদ্বোধনী খেলায় মুখোমুখী হয় কসবা পশ্চিম ইউনিয়ন বনাম বাদৈর ইউনিয়ন ফুটবল দল।
###

কসবায় বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

botvনিউজ:

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় নাশকতার মামলায় গ্রেপ্তার হওয়া ছাত্রদল নেতা এজাজ আহমেদ ইকবাল ও সাদ্দাম হোসেনের স্বীকারোক্তি মোতাবেক ১৮টি কালো মুখোশ ও ১৫ টি কালো টি-শার্ট উদ্ধার করেছে পুলিশ।

গত সোমবার রাতে কসবা পৌর এলাকার বগাবাড়ী গ্রামের সাবেক পৌর কাউন্সিলর জাহাঙ্গীরের বাড়ী থেকে এসব মুখোশ ও টি-শার্ট উদ্ধার করা।

এ ব্যাপারে সহকারি পুলিশ সুপার (কসবা- আখাউড়া সার্কেল) আব্দুল করীম জানান, গত ২২ আগষ্ট ভোর ৫টার দিকে নাশকতা সৃষ্টি ও সরকার বিরোধী আন্দোলন করার জন্য পৌর এলাকার কৃষ্ণপুরে একটি বাড়ীতে গোপন বৈঠকে বসে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীরা। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এজাজ আহমেদ ইকবাল ও ছাত্রদলের বর্তমান কমিটির যুগ্ম আহবায়ক সাদ্দাম হোসেনকে গ্রেপ্তার করে। পরে তাদেরকে কে নাশকতা মামলায় আদালতে পাঠানো হয়।

পরে আদালতের মাধ্যমে আসামীদের ৪ দিনের রিমান্ডে এনে জিজ্ঞাসা করে পুলিশ। গত সোমবার রাতে রিমান্ডে থাকা আসামীদের স্বীকারোক্তি মোতাবেক গভীর রাতে কসবা পৌর এলাকার বগাবাড়ি গ্রামের সাবেক পৌর কাউন্সিলর জাহাঙ্গীর আলমের বসত ঘর থেকে ১৮টি কালো মুখোশ এবং ১৫টি কালো টি-শার্ট উদ্ধার করা হয়। তিনি বলেন, এ ঘটনায় জড়িত অন্যান্য আসামীদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।
###

কসবায় নাশকতার মামলায় ছাত্রদলের দুই নেতা স্বীকারোক্তিতে মুখোশ কালো টি-শার্ট উদ্ধার

botvনিউজ:

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় অগ্নিকান্ডে পাঁচটি দোকান ভস্মিভূত হয়েছে। গত রবিবার মধ্যরাতে উপজেলার পুরাতন বাজারে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি। পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্য রড-সিমেন্ট, হার্ডওয়্যার, ওয়ার্কসপ ও মোটর পার্টসের দোকান রয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, রাত আড়াইটার দিকে পুরাতন বাজারে জনতা শপিং টাওয়ার সংলগ্ন একটি টিনশেড দোকান ঘরে আগুন লাগে। মুহুর্তেই আগুন ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী দোকানগুলোতে। এতে পাঁচটি দোকান পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ ব্যাপারে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মালেক অগ্নিকান্ডে পাঁচ দোকান ভস্মিভূত হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।
###

কসবায় অগ্নিকান্ডে ৫ দোকান ভস্মিভূত

botvনিউজ:

নিরাপদ সড়কের দাবিতে ঢাকায় শিক্ষার্থীদের আন্দোলন চলার সময় পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের উপর নির্যাতনের প্রতিবাদে এবং জড়িতদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মানববন্ধন পালিত হয়েছে।

রবিবার সকালে কসবা উপজেলা প্রেসক্লাব চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন কসবা উপজেলা প্রেসক্লাবের সভাপতি খ.ম.হারুনুর রশীদ ঢালী। বক্তব্য রাখেন সাংবাদিক মোবারক হোসেন চৌধুরী নাছির, সজল আহাম্মেদ খান, প্রভাষক নজরুল ইসলাম, এস.এম নাছির উদ্দিন, গিয়াস উদ্দিন, জহিরুল ইসলাম জালাল, রাসেল প্রমুখ। মানববন্ধনে বক্তারা অবিলম্বে সাংবাদিক নির্যাতনকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি করে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের নিরাপত্তা বিধানে সরকারের কাছে দাবি জানান।
###

সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে কসবায় সাংবাদিকদের মানববন্ধন

botvনিউজ:

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় যান্মাসিক পরীক্ষা চলাকালে পাশের ছাত্রকে খাতা না দেখানোর অভিযোগ দশম শ্রেণীর ছাত্র মোঃ রিয়াজউদ্দিন শুভকে বেদম মারধোর করেছে দৃর্বত্তরা। ঘটনাটি ঘটেছে উপজেলার বাদৈর ইউনিয়নের মান্দারপুর উচ্চ বিদ্যালয়ে।

আহত রিয়াজ উদ্দিন শুভ মান্দারপুর গ্রামের মুক্তিযোদ্ধা মরহুম সুজাউদ্দিন ভূইয়ার ছেলে। এ ঘটনায় আহত রিয়াজের মা হ্যাপি আক্তার বাদি হয়ে ১৩ জনকে আসামী করে কসবা থানায় একটি মামলা দায়ের করেছেন।

এলাকাবাসী ও থানায় দায়েরকৃত মামলা থেকে জানা গেছে, মান্দারপুর উচ্ছ বিদ্যালয়ে বর্তমানে ষান্মাসিক পরীক্ষা চলছে। রিয়াজ পরীক্ষা চলাকালে তার লিখিত খাতা পাশের ছাত্র রায়হানকে দেখতে না দেয়ায় সে ক্ষিপ্ত হয়। গত শনিবার সকালে রিয়াজ পরীক্ষা দেয়ার জন্য স্কুলের উদ্দেশ্যে রওয়ানা হলে পথিমধ্যে রায়হানের নেতৃত্বে একদল দুর্বৃত্ত আতর্কিত হামলা চালিয়ে রিয়াজকে বেদম মারধোর করে। পরে খবর পেয়ে তার আত্মীয় স্বজন ঘটনাস্থলে গিয়ে রিয়াজকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় রিয়াজের মা শনিবার রাতে কসবা থানায় ১৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে।

এ ব্যাপারে কসবা থানায় এস.আই ও মামলার তদন্তকারী কর্মকর্তা কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
##

পরীক্ষা চলাকালে খাতা না দেখানোকে কেন্দ্র করে কসবায় স্কুল ছাত্রকে মারধোর

botvনিউজ:

আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক এমপি বলেছেন, যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল পুনঃগঠিত হয়েছে। আগামী সোমবারের মধ্যে এ সংক্রান্ত আদেশ বের হবে। এরপরেই ট্রাইব্যুনাল বসবে। তিনি শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় যোগ দেয়ার আগে সাংবাদিকদের এসব কথা বলেন।

এ সময় তিনি আরো বলেন, ট্রাইব্যুনালে তিনজন বিচারক ছিলেন। এর মধ্যে দুইজন হাইকোর্টের বিচারক এবং আরেকজন অবসরপ্রাপ্ত জেলা জজ আবু আহমেদ জমাদার। তাকে কিছুদিন আগে হাইকোর্টের বিচারপতি নিয়োগ দেয়া হয়। এজন্য ট্রাইব্যুনাল পুনঃগঠন করার প্রয়োজন হয়েছে। এখন ট্রাইব্যুনালে কিছু মামলা বিচারাধীন রয়েছে। এর মধ্যে একটা মামলার রায়ের জন্য প্রস্তুত আছে।

পরে মন্ত্রী বর্ধিত সভায় যোগ দেন। সভায় কসবা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক রাশেদুল কাউসার, জি.এম হাক্কানী, রুহুল আমিন ভূইয়া, কসবা পৌরসভার মেয়র এমরান উদ্দিন জুয়েল সহ আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
###

যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল পুনঃগঠন করা হয়েছে – আইনমন্ত্রী এড. আনিসুল হক

botvনিউজ:

পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের দুর্ভোগ কমাতে নিজ অর্থায়নে ব্রাহ্মণবাড়িয়ার কসবা-আখাউড়া সড়ক সংস্কার করে দিচ্ছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক এম.পি। গতকাল বুধবার সকালে ওই সড়কের সাত কিলোমিটার অংশের সংস্কার কাজের শুরু হয়। ঈদের পর সড়ক সরকারি অর্থায়নে পুরোদমে মেরামত কাজ হবে বলে জানা গেছে।

গতকাল বুধবার সকালে আইনমন্ত্রীর সহকারি একান্ত সচিব (এপিএস) অ্যাডভোকেট রাশেদুল কায়ছার ভূঁইয়া জীবন সড়ক সংস্কার কাজের উদ্বোধন করেন। এ সময় কসবা পৌর মেয়র মোঃ এমরান উদ্দিন জুয়েল, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ মনির হোসেন, সাধারণ সম্পাদক আফজাল হোসেন রিমনসহ বিভিন্ন পর্যায়ের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কসবা উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ মনির হোসেন জানান, গত মঙ্গলবার মন্ত্রী ঢাকা থেকে আখাউড়া হয়ে কসবা-আখাউড়া পথে কসবায় আসেন। সন্ধ্যায় তিনি একই পথে আখাউড়া এসে সেখানে আওয়ামী লীগ আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে যোগ দেন। এ সময় সড়কের বেহাল দশা দেখে দ্রুত মেরামতের নির্দেশ দেন মন্ত্রী।

আইনমন্ত্রীর এপিএস রাশেদুল কায়সার ভূঁইয়া জানান, সড়কটি মেরামতে পাঁচ কোটি ৬১ লাখ টাকা বরাদ্দ হয়েছে। ইতিমধ্যে টেন্ডারও হয়েছে। তবে ঈদের ঘরমুখো মানুষের দুর্ভোগ কমাতে মন্ত্রী মহোদয় নিজ অর্থায়নে সড়ক মেরামত কাজ করার কথা বলেন। মন্ত্রীর নির্দেশনা মোতাবেক কাজ শুরু করা হয়েছে।
###

নিজের টাকায় আইনমন্ত্রীর সড়ক সংস্কার

ফেসবুকে আমরা..