হারুন মিয়া হত্যার বিচার দাবিতে কসবায় মানববন্ধন অনুষ্ঠিত

botvনিউজ:

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সিআইডির সোর্স হারুন মিয়া হত্যাকান্ডের বিচার দাবিতে রবিবার মানববন্ধন করেছে এলাকাবাসী। গতকাল রবিবার বেলা সাড়ে ১১টায় উপজেলা সদরের স্বাধীনতা চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন কসবা প্রেসক্লাবের সভাপতি সোলেমান খান, সহ-সভাপতি সোহরাব হোসেন, কসবা উপজেলা ছাত্রলীগের সভাপতি মনির হোসেন প্রমুখ। মানববন্ধনে নিহতের স্ত্রী হাসিনা বেগম, ছেলে আলমগীর মিয়া, মেয়ে হাফসাসহ তার স্বজনরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, হারুন মিয়া মাদক ব্যবসায়ীদের ও চোরাকারবারীদের তথ্য আইন-শৃংখলাবাহিনীর কাছে সরবরাহ করতো। সেজন্য তাকে নৃশংসভাবে খুন করা হয়েছে। বক্তারা সুষ্ঠু তদন্তসাপেক্ষে হত্যাকাণ্ডে জড়িতদের বিচার দাবি করেন।

এ ব্যাপারে আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শ্যামল কান্তি দাস বলেন, আমরা মামলাটির তদন্ত করছি। ইতোমধ্যে একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

উল্লেখ্য হারুন মিয়া-(৫৫) কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের ধজনগর গ্রামের মৃত সুলতান মিয়ার ছেলে। তিনি পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সোর্স হিসেবে কাজ করতেন। গত ৫ সেপ্টেম্বর কসবা উপজেলার কালতা ও চকবস্তা এলাকার মাঝামাঝি স্থানে রেললাইনের পাশ থেকে হারুনের মরদেহ উদ্ধার করে রেলওয়ে থানা পুলিশ।

এ ঘটনায় প্রথমে আদালতে এবং পরবর্তীতে ৩ ডিসেম্বর ১০ নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৪/৫ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন হারুনের স্ত্রী হাসিনা বেগম।
###

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা..