botvনিউজ:

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আটক ১৭ রোহিঙ্গা নারী- শিশুকে কক্সবাজার জেলার কুতুবদিয়া রোহিঙ্গা শরনার্থী শিবিরে পাঠানো হয়েছে।

শুক্রবার সকালে কসবা থানার পুলিশের তত্বাবধানে তাদেরকে কক্সবাজারের কুতুবদিয়া রোহিঙ্গা শরনার্থী শিবিরে পাঠিয়ে দেয়া হয়।

এর আগে গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার কসবার নয়নপুর বাজার থেকে তাদের আটক করে বিজিবির সদস্যরা। আটককৃতরা হলেন মোঃ আমানউল্লাহ-(২৭), আছিয়া বেগম-(২৩), মোঃ আলী আহসান- (৬০), জানোয়ারা বেগম-(২৫), মোঃ জোবায়ের হোসেন-(২০), মোঃ নুর মোহাম্মদ-(২৮),

খোরশিদা বেগম-(২০), আঞ্জুমান খাতুন-(৬০), জোবায়ের হোসেন-(১২), মিনারা বেগম-(২১), মোঃ ইমরান-(৮), আছমা বেগম-(৪), মোঃ কালা মিয়া-(৭০), মোঃ রফিক-(১২), সোনা বেগম-(৬০), নুরজাহান-(৪৫) ও মোঃ জুবায়ের-(৭)। বৃহস্পতিবার বিকেলে আটককৃতদের কসবা থানায় সোপর্দ করা হয়।
বিজিবি সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুরে ভারত থেকে অবৈধ পথে কসবা সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢুকে ওই রোহিঙ্গা শরণার্থীরা। খবর পেয়ে ৬০ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা উপজেলার নয়নপুর বাজার থেকে তাদের আটক করে। পরে বিকেলে তাদেরকে কসবা থানায় হস্তান্তর করা হয়।

এ ব্যাপারে সহকারী পুলিশ সুপার (কসবা সার্কেল) আবদুল করিম জানান, গতকাল শুক্রবার সকালে ১৭ রোহিঙ্গা নাগরিককে পুলিশের তত্বাবধানে কক্সবাজারের কুতুবদিয়া রোহিঙ্গা শরনার্থী শিবিরে পাঠিয়ে দেয়া হয়েছে।
###

কসবায় আটক ১৭ রোহিঙ্গা নারী-শিশুকে কুতুবদিয়া শরনার্থী শিবিরে প্রেরণ

botvনিউজ:

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনের ৫৭ ধারার মামলায় মোখলেছুর রহমান লিটন-(৪৫) নামে এক আওয়ামী লীগ নেতাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। বুধবার ভোরে কুমিল্লা জেলা শহর থেকে তাকে আটক করা হয়। তিনি কসবা উপজেলার কুটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

তবে লিটনকে সরাসরি ‘আটক’ বলা যাবে না বলে জানিয়ে পুলিশ। কার মামলায় তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সেটিও স্পষ্ট জানা যায়নি।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান বলেন, সন্দেহভাজন হিসেবে তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ৫৭ ধারার যে বিষয়গুলো আছে সেগুলোর সাথে তার সংশ্লিষ্টতা আছে কিনা বা তার মোবাইল থেকে পোস্ট করা হয়েছি কিনা এগুলো আমরা দেখছি।

উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া-৪-( কসবা-আখাউড়া) আসনের সংসদ সদস্য ও আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক এবং তার সহকারি একান্ত সচিব অ্যাডভোকেট রাশেদুল কাউছার ভূইয়া জীবনের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার চালানোর অভিযোগে এপ্রিল মাসে কসবা থানায় ৭টি মামলা দায়ের করা হয়। দলীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত এসব মামলায় ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা ও আখাউড়া) আসনের সাবেক সাংসদ ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট মোহাম্মদ শাহ আলম এবং কেন্দ্রীয় যুবলীগ নেতা শ্যামল কুমার রায়কেও আসামি করা হয়।
###

৫৭ ধারার মামলায় কসবায় আওয়ামীলীগ নেতা আটক

 

সিনিয়র সহ-সভাপতি পদে দুইজন- আল-আমীন শাহীন ও কাউছার এমরান।

সাধারণ সম্পাদক পদে দুইজন  জাবেদ রহিম বিজন  ও দীপক চৌধুরী বাপ্পি ।

botv নিউজ:

বিনাপ্রতিদ্বন্ধিতায় সভাপতি সহ ৯ পদপ্রার্থী নির্বাচিত ॥ সিনিয়র সহ সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আজ ভোট গ্রহণ ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এই নির্বাচনে ইতোমধ্যে বিনাপ্রতিদ্বন্ধিতায় সভাপতি পদ সহ ৯ পদপ্রার্থী নির্বাচিত হয়েছেন । নির্বাচনে সিনিয়র সহ সভাপতি ও সাধারণ সম্পাদক দুটি পদে ভোটগ্রহণ হবে । এর মধ্যে সিনিয়র সহ সভাপতি পদে আল আমীন শাহীন এবং আ ফ ম কাউসার এমরান , সাধারণ সম্পাদক পদে দীপক চৌধুরী বাপ্পী এবং জাবেদ রহিম বিজন প্রতিদ্বন্ধিতা করছেন।

ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব নির্বাচনের নির্বাচন কমিশনার নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহের নিগার সাক্ষরিত পত্রে জানা গেছে, বিনাপ্রতিদ্বন্ধিতায় নির্বাচিতরা হচ্ছেন সভাপতি পদে খ আ ম রশিদুল ইসলাম,

সহ সভাপতি পদে মফিজুর রহমান লিমন ,

যুগ্ম সাধারণ সম্পাদক পদে মোঃ বাহারুল ইসলাম মোল্লা,

কোষাধ্যক্ষ পদে নজরুল ইসলাম শাহজাদা,

দপ্তর সম্পাদক পদে ফরহাদুল ইসলাম পারভেজ,

পাঠাগার ও ক্রীড়া সম্পাদক পদে মোশাররফ হোসেন বেলাল,

সাংস্কৃতিক ও তথ্য প্রযুক্তি সম্পাদক পদে শিহাবউদ্দিন বিপু ,

কার্যকরী সদস্য পদে শাহজাহান সাজু ও মজিবুর রহমান খান।

৭মে-২০১৮ইং প্রেস ক্লাব মিলনায়তনে দুপুর ২ টা থেকে ৫ টা পর্যন্ত এই নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

###

৭মে নিবার্চন, কে হবে প্রেসক্লাব সম্পাদক/সহ-সভাপতি।

botvনিউজ:

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিসের উদ্যোগে চারশত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার, বীজ ও নগদ অর্থ বিতরন করা হয়েছে।

শুক্রবার সকালে প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য ও আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক কৃষকদের হাতে এই সার ও বীজ তুলে দেন।
উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার হাসিনা ইসলামের সভাপতিত্বে বিতরনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান

অ্যাডভোকেট মোঃ আনিসুল হক ভূইয়া, আইনমন্ত্রীর সহকারী একান্ত সচিব রাশেদুল কায়সার ভূইয়া জীবন, কসবা পৌর মেয়র মোঃ এমরান উদ্দিন জুয়েল, সহকারী কমিশনার (ভূমি) জোবাইদা আক্তার, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহীন সুলতানা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিছ বেগম, উপজেলা

আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক এমজি হাক্কানী, কাজী মোঃ আজহারুল ইসলাম, আলহাজ্ব রুহুল আমিন ভূইয়া বকুল, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি মোঃ শফিকুল ইসলাম রঙ্গু, কসবা প্রেসক্লাব সাধারন সম্পাদক নেপাল চন্দ্র সাহা, উপজেলা ছাত্রলীগ সভাপতি মোঃ মনির হোসেন ও সাধারন সম্পাদক মো.আফজাল হোসেন রিমন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো.কবির হোসেন।
###

কসবায় চারশত কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরন

botvনিউজ:

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় যৌতুক, বাল্যবিবাহ, মাদক ও এইডস প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

(৫এপ্রিল) বৃহস্পতিবার সকালে উপজেলার জমশেরপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার হাসিনা ইসলাম।
জমশেরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আমজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহীন সুলতানা,

কসবা প্রেসক্লাব সাধারন সম্পাদক নেপাল চন্দ্র সাহা, সাংবাদিক ভজন শংকর আচার্য্য ও কসবা উপজেলা কর্মচারী কল্যান পরিষদের সভাপতি মোহাম্মদ মোতাহার হোসেন। অনুষ্ঠানে ২০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-অভিভাবক-শিক্ষার্থী সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
###

যৌতুক বাল্যবিবাহ মাদক প্রতিরোধে কসবায় সচেতনমূলক সভা

botv নিউজ:

ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মহিউদ্দিনকে প্রত্যাহার করা হয়েছে। (৪এপ্রিল) বুধবার দুপুর ১২টা দিকে তাকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়।

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ ইকবাল হোসাইনের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে করেন ।
এদিকে পুলিশের একটি সূত্র জানায়, গত ৬ মার্চ কসবা থানার উপ-পরিদর্শক (এসআই) শ্যামল মজুমদার ও মনির হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল

কসবা উপজেলার টি.আলী মোড় থেকে দুটি প্রাইভেটকারে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করে। পরে তারা মাত্র ৪০ কজি গাঁজা থানায় জমা দিয়ে বাকি গাঁজা থানার পাশের একটি ঝোঁপে লুকিয়ে রাখেন।

পরে ওইদিন রাতেই জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ওই ঝোঁপ থেকে গাঁজা উদ্ধার করে। তবে কী পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়েছিল সেটি সাংবাদিকদের জানানো হয়নি।
এ ঘটনায় ৭ মার্চ সকালে এস.আই শ্যামল ও এসআই মনিরসহ কসবা থানার ছয় সদস্যকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়। একই সাথে মাদকের তথ্য গোপনের ঘটনা তদন্তে দায়িত্ব দেয়া হয় অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসাইনকে। ওই ঘটনার সাথে সংশ্লিষ্টতার কারণে ওসি মহিউদ্দিনকে প্রত্যাহার করা হয়ে থাকতে পারে বলে সূত্রটি জানায়।

এ ব্যাপারে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মহিউদ্দিন বলেন, পুলিশ সুপার মহোদয়ের মৌখিক নির্দেশনা পেয়েছি। তবে লিখিত এখনো পাইনি। তিনি বলেন, কি কারনে আমাকে প্রত্যাহার করা হয়েছে তা আমি জানিনা। তিনি বলেন, বদলী একটি চলমান প্রক্রিয়া, আজ না হয় কালতো যেতেই হবে।
###

কসবা থানার ওসি মহিউদ্দিনকে প্রত্যাহার

botv নিউজ:

১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প গোপনসূত্রে সংবাদ পায় যে, ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানাধীন চারগাছ বাজারে আমির হোসেন শিশু ও জেনারেল হাসপাতালের কয়েকজন ভূয়া চিকিৎসক অসহায় মানুষকে হয়রানি করে। বেশ কিছুদিন ধরে ভূয়া চিকিৎসাপত্র দিয়ে অসহায় মানুষের কাছ থেকে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছিল। এই তথ্যের ভিত্তিতে সত্যতা যাচাইয়ের জন্য উক্ত ভূয়া চিকিৎসকদের উপর র‌্যাবের নিরবিচ্ছিন্ন গোয়েন্দা নজরদারী অব্যাহত থাকে এবং তথ্যের সত্যতা পাওয়া যায়।

উক্ত সংবাদের ভিত্তিতে ১৯ মার্চ ২০১৮ ইং তারিখ বিকাল ০৩.৩০ ঘটিকার সময় ভৈরব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পরিচালক চন্দন দেবনাথ এবং এএসপি জোনাঈদ আফ্রাদ এর নেতৃত্বে কসবা উপজেলা সহকারী ভূমি কমিশনার জোবাইদা আক্তার ও উপজেলা সিভিল সার্জন প্রতিনিধি ডঃ আসাদুজ্জামান ভূঁইয়া’কে নিয়ে চারগাছ বাজারে উক্ত হাসপাতালে অভিযান পরিচালনা করে ১। মোঃ রেজাউল করিম (৪০), পিতা-মৃত আমির হোসেন এবং ২। কুলসুম আক্তার (২৪) স্বামী- মোঃ গিয়াস উদ্দিন, উভয় সাং- দেলী, থানা-কসবা, জেলা-ব্রাহ্মণাড়িয়া আটক করা হয়।

পরবর্তীতে হাসপাতাল ও তাদের দেহ তল্লাশী করে তাদের ভূয়া ভিজিটিং কার্ডসহ সেবাগ্রহীতাদের কাছ থেকে তাদের দেয়া ভূয়া চিকিৎসাপত্র জব্দ করা হয়। এই ভূয়া চিকিৎসকদের মাধ্যমে দীর্ঘদিন যাবৎ সিজারকৃত রোগী, আলট্রাসনোগ্রাম করা ভুক্তভোগী রোগীদের কাছে অপকর্মের কথা জানা যায়। এরই প্রেক্ষিতে তাদের রিরুদ্ধে ভূয়া চিকিৎসা দেওয়ার অপরাধে কসবা উপজেলা সহকারী ভূমি কমিশনার জোবাইদা আক্তার তাৎক্ষণিক মোবাইল কোর্টের আওতায় এনে ০১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে।

দুই ভূয়া চিকিৎসককে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে র‌্যাব-১৪

botv নিউজ:

মাদক সংক্রান্ত তথ্য গোপনের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার পুলিশের ৬জন সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল বুধবার সকালে তাদেরকে সাময়িক বরখাস্ত করে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

সাময়িক বরখাস্তকৃতরা হলেন, কসবা থানার উপ-পরিদর্শক (এসআই) শ্যামল মজুমদার, মনির হোসেন, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ফারুক, সালাউদ্দিন ও কনস্টেবল শাহজাহান এবং কাশেম।
বিষয়টি তদন্তের জন্য অতিরিক্ত পুলিশের সপুার (প্রশাসন) ইকবাল হোসেনকে প্রধান করে ১ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, গত মঙ্গলবার সকালে কসবা উপজেলার টি.আলী মোড় থেকে দুটি প্রাইভেটকারে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার ও দুই চালককে গ্রেপ্তার করে পুলিশ। পরে অভিযানকারী পুলিশ সদস্যরা থানায় ৪০ কজি গাঁজা জমা দিয়ে বাকি গাঁজা থানা কম্পাউন্ডের একটি পরিত্যক্ত রুমে লুকিয়ে রাখেন।

বিষয়টি জানতে পেয়ে মঙ্গলবার রাতে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইকবাল হোসাইন সেখানে অভিযান চালিয়ে ওই রুম থেকে পরিত্যক্ত অবস্থায় গাঁজা উদ্ধার করেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে গতকাল বুধবার সকালে অভিযানকারী দলের ৬জনকে সাময়িক সাময়িক বরখাস্ত করা হয়।

এ ব্যাপারে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন(পিপিএম) বলেন, কর্তব্যে অবহেলা ও তথ্য গোপনের অভিযোগে ৬ জন পুলিশ সদস্যকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ ইকবাল হোসাইন বিষয়টি তদন্ত করছেন।

এ ব্যাপারে তদন্ত কমিটির প্রধান ও অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইকবাল হোসাইন বলেন, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে। আরো তদন্ত চলছে। তিনি বলেন, পরিত্যক্ত অবস্থায় কি পরিমান গাঁজা উদ্ধার করা হয়েছে মাপঝোক না করে তা বলা যাবেনা।
###

প্রকৃত তথ্য গোপন করায় কসবায় ৬ পুলিশ সাময়িক বরখাস্ত

botv-নিজউ

গতকাল শুক্রবার আইনমন্ত্রী অ্যাডঃ আনিসুল হক এমপির আমন্ত্রণে মহান মুক্তিযুদ্ধের স্মৃতি বিজরিত কসবা উপজেলার বায়েক ইউনিয়নের কোল্লাপাথর শহীদ স্মৃতি পর্যটন কেন্দ্রে ঢাকা থেকে প্রায় ৬০ জন সিনিয়র সাংবাদিকসহ ব্রাহ্মণবাড়িয়া, আখাউড়া ও কসবা প্রেসক্লাবের শতাধিক সাংবাদিকের মিলন মেলায় পরিনত হয়। এ উপলক্ষে আলোচনা সভা, প্রীতিভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আইনমন্ত্রীর সহকারী একান্ত সচিব এডভোকেট রাশেদুল কাওসার ভূইয়া জীবনের সভাপতিত্বে এবং কসবা প্রেসক্লাব সভাপতি মোঃ সোলেমান খানের পরিচালণায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান অ্যাডঃ মো.আনিসুল হক ভূইয়া, আইন মন্ত্রনালয়ের জনসংযোগ কর্মকর্তা ড. রেজাউল করিম, এনটিভি’র সিনিয়র রিপোর্টার হাসান জাবেদ, ল’রিপোর্টারস ফোরামের সভাপতি আশুতোষ সরকার, সাধারণ সম্পাদক মো. আজিজুল ইসলাম বাবু, সাবেক সভাপতি মো. বদিউজ্জামান ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মো. আবদুল হান্নান। সাংবাদিকগণ তাদের বক্তৃতায় আইনমন্ত্রী আনিসুল হক এমপি’র উন্নয়ন কার্যক্রমসহ আতিথিয়তার ভূয়শী প্রশংসা করেন।

অনুষ্ঠানে কসবা প্রেসক্লাব সভাপতি মো. সোলেমান খান রচিত ‘দ্রোহ’ কাব্যগ্রন্থ আইনমন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা ড. রেজাউল করিম, ঢাকা থেকে আগত সিনিয়র ৫ জন সাংবাদিক, উপজেলা চেয়ারম্যান অ্যাডঃ মো. আনিসুল হক ভুইয়া ও আইনমন্ত্রীর সহকারি একান্ত সচিব অ্যাডঃ রাশেদুল কাওসার ভুইয়া জীবন এর হাতে তুলে দেন। অনুষ্ঠানে কসবা পৌর মেয়র মো. এমরান উদ্দিন জুয়েল, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিন সুলতানা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, সহকারি কমিশনার (ভূমি) জুবাইদা আক্তার, কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম আহ্বায়ক এমজি হাক্কানী ও আলহাজ্ব রুহুল আমিন ভুইয়া বকুল, বায়েক ইউপি চেয়ারম্যান আলমামুন ভুইয়া, কায়েমপুর ইউপি চেয়ারম্যান মো. ইয়াকুব আলী ভুইয়া, বিনাউটি ইউপি চেয়ারম্যান অ্যাডঃ মো. ইকবাল হোসেন, মূলগ্রাম ইউপি চেয়ারম্যান মো. ময়নুল হোসেন, গোপীনাথপুর ইউপি চেয়ারম্যান এসএম জাহাংগীর, কসবা প্রেসক্লাব সাধারণ সম্পাদক নেপাল চন্দ্র সাহা ও কসবা পৌর কাউন্সিলর মো. আবু জাহের উপস্থিত ছিলেন।

পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে উপজেলা ভাইস-চেয়ারম্যান শাহীন সুলতানা, উপজেলা ছাত্রলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আপেল মাহমুদ, উপজেলা শিল্পকলা একাডেমীর সংগীত প্রশিক্ষক আবদুর রওফ, মুন্নী সরকার ও দেলোয়ার হোসেন সংগীত পরিবেশন করেন। এ সময় বিপুল সংখ্যক দর্শক ¯্রােতা উপস্থিত ছিলেন।
###

কসবার কোল্লাপাথর স্মৃতিসৌধে সাংবাদিকদের মিলন মেলা

botv নিউজঃ

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ইভটিজিংয়ের ঘটনাকে কেন্দ্র হরিজন সম্প্রদায়ের বিয়ে বাড়িতে হামলা ও ভাংচুর করেছে সন্ত্রাসীরা। এ সময় সন্ত্রাসীরা বরকে মারধোর করে তার গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার বিকেলে উপজেলার উপজেলার বিনাউটি ইউনিয়নের রাউৎহাট গ্রামে। এ ঘটনায় কসবা থানায় মামলা হয়েছে। রাতেই পুলিশ ৩ সন্ত্রাসীকে গ্রেপ্তার করে।
খবর পেয়ে গতকাল শনিবার সকালে আইনমন্ত্রীর সহকারী একান্ত সচিব অ্যাডভোকেট রাশেদুল কায়সার ভূইয়া জীবন, কসবা পৌর মেয়র মোঃ এমরান উদ্দিন জুয়েল, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ রুহুল আমিন ভূইয়া বকুল, বিনাউটি ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ ইকবাল হোসেন, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি দিলীপ কুমার রায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এলাকাবাসী ও পুলিশ জানায়, গত শুক্রবার বিকেলে রাউৎহাট গ্রামের হরিজন সম্প্রদায়ের জহরলাল ঋষির ছেলে হুমেন ঋষি বিয়ে করতে সদর উপজেলার মজলিশপুর গ্রামে যাওয়ার সময় একই গ্রামের জামাল মিয়া ছেলে তপু- (২২) বরযাত্রী রেখা ঋষিকে ইভটিজিং করে। এসময় কিশোরীর বড় ভাই রায়মন ঋষি প্রতিবাদ করলে উভয়ের মাঝে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। পরে ইভটিজার তপু মোবাইল ফোনে পার্শ্ববর্তী নেমতাবাদ-মনিচং ও চান্দাইসার গ্রামের কতিপয় যুবক এনে বিয়ে বাড়িসহ হরিজন সম্প্রদায়ের বাড়িঘর ভাংচুর ও লুটপাট করে। এক পর্যায়ে সন্ত্রাসীরা বর হুমেন ঋষিকে মারধোর করে তার গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। হামলায় হরিজন সম্প্রদায়ের ৫ জন আহত হয়। আহত অবস্থায় রায়মন ঋষি-(২৫) কে প্রথমে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

খবর পেয়ে পুলিশ সুপারের নির্দেশে দ্রুত ৩ প্লাটুন দাঙ্গা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রন করে। পরে পুলিশের সহযোগিতায় বর ও বরযাত্রীদের ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের মজলিশপুর গ্রামের কনের বাড়িতে পাঠানো হয়। বিয়ে অনুষ্ঠান শেষে গতকাল শনিবার সকালে ছেলের বাড়িতে সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। রাতেই পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন স্থান থেকে মাসুক, জুয়েল,তানভীর নামক ৩ সন্ত্রাসীকে গ্রেপ্তার করে।

এ ব্যাপারে সহকারি পুলিশ সুপার (কসবা-আখাউড়া সার্কেল) আবদুল করিম ও কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন বলেন, রাতেই অভিযান চালিয়ে ৩ সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় ঘটনায় ক্ষতিগ্রস্থ জহরলাল ঋষি বাদী হয়ে ১৬জনকে আসামী করে কসবা থানায় একটি মামলা দায়ের করেছেন।

###

ইভটিজিংকে কেন্দ্র করে কসবায় হরিজন সম্প্রদায়ের বিয়ে বাড়িতে হামলা

ফেসবুকে আমরা..