সুমন আহম্মেদঃ
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক এম.পির ছেলে পরিচয়ে বিভিন্ন ধরণের প্রতারণার অভিযোগে মোঃ আক্তার হোসেন নামে এক যুবককে গত বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার নোয়াগাঁও গ্রাম থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া আক্তার হোসেন কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার ইস্টগ্রামের আব্দুস সালামের ছেলে। তিনি কসবা উপজেলার নোয়াগাঁও গ্রামে নানা বাড়িতে থাকতেন।

গ্রেপ্তার হওয়া আক্তার হোসেনের বিরুদ্ধে আইনমন্ত্রীর ছেলে পরিচয়ে চাকরি দেয়ার নাম করে পাঁচ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে। এছাড়া তিনি একই পরিচয়ে জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা গিনির মেয়েকে উত্যক্ত করে আসছিলেন।

এ ব্যাপারে সিনিয়র সহকারি পুলিশ সুপার (কসবা সার্কেল) মোঃ আব্দুল করিম ও জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মোঃ জিয়াউল হকসহ সংশ্লিষ্ট সূত্র জানায়, গ্রেপ্তার হওয়া আক্তারের নানার বাড়ি কসবা উপজেলার নোয়াগাঁও গ্রামে।

আনিসুল হক ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের সংসদ সদস্য। সম্প্রতি আক্তার আদালতের পেশকার পদে চাকরি দেয়ার কথা বলে কসবা উপজেলার মোঃ ইয়াছিন নামে এক যুবকের কাছ থেকে পাঁচ লাখ টাকা নেয়। এ ঘটনায় আইনমন্ত্রীর সাবেক এপিএস ও কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট রাশেদুল কায়সার ভূঁইয়া জীবন বাদী হয়ে কসবা থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলাতেই আক্তারকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এছাড়া আক্তার আইনমন্ত্রীর ছেলে পরিচয়ে জাতীয় সংসদের হুইপ মাহবুব আরা গিনির মেয়েকে উত্যক্ত করতো বলে প্রমাণ পাওয়া গেছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।
###

আইনমন্ত্রীর ছেলে পরিচয়ে হুইপের মেয়েকে উত্যক্ত কুমিল্লার যুবক কসবায় গ্রেপ্তার

সুমন আহম্মেদঃ
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সীমান্ত দিয়ে ১২জন রোহিঙ্গা নাগরিককে বাংলাদেশে পুশইন করার চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর সদস্যরা।

বৃহস্পতিবার সকালে কসবা উপজেলার বায়েক ইউনিয়নের ভারত-বাংলাদেশ ২০৫৩ নং পিলারের কাছে গৌরাঙ্গলা এলাকা দিয়ে তাদেরকে বাংলাদেশে পুশইন করার চেষ্টা করা হয়।

বর্তমানে রোহিঙ্গা সদস্যরা ভারত-বাংলাদেশ সীমান্তের শূন্যরেখার ভারতীয় অংশে খোলা আকাশের নিচে অবস্থান করছে। এ অবস্থায় বাংলাদেশ সীমান্তে সর্তকবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর সদস্যরা।

নাম প্রকাশে অনিচ্ছুক ৬০ বিজিবি’র একজন শীর্ষ কর্মকর্তা বলেন, বৃহস্পতিবার সকাল থেকে সীমান্তের ভারত-বাংলাদেশ ২০৫৩ নং পিলারের কাছে দুই দেশের শুণ্যরেখার কসবা উপজেলার বায়েক ইউনিয়নের গৌরাঙ্গলা এলাকা দিয়ে ১২জন রোহিঙ্গা নাগরিককে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে বিএসএফ’র সদস্যরা। খবর পেয়ে বিজিবি সদস্যরা সীমান্তে অবস্থান নেয়। পরে রোহিঙ্গা নাগরিকেরা দু’দেশের শুন্য রেখার ভারতীয় অংশে অবস্থান নেয়। রোহিঙ্গা নাগরিকদের মধ্যে দুইজন পুরুষ, ৫জন মহিলা এবং ৫ জন শিশু রয়েছে।

তিনি বলেন, ভারত-বাংলাদেশ সীমান্ত রক্ষীদের মধ্যে ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে। সন্ধ্যা ৬টা পর্যন্ত কোন পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়নি।
###

কসবা সীমান্ত দিয়ে ১২ রোহিঙ্গা নাগরিককে বাংলাদেশে পুনইন করার চেষ্টা

সুুমন আহম্মেদঃ
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মোঃ শওকত হোসেন ওরফে জসিম-(৩৮) নামে ইউনিয়ন পরিষদের এক সদস্যকে (মেম্বার) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত শুক্রবার রাত আড়াইটায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত শওকত হোসেন উপজেলার মেহারি ইউনিয়ন পরিষদের এক নং ওয়ার্ডের মেম্বার এবং উপজেলার যমুনা গ্রামের গোলাম মোস্তফার ছেলে।

নিহতের কন্যা জিদনী আক্তার সাংবাদিকদের বলেন, শুক্রবার দুপুরে তার বাবা বাড়ি থেকে বের হন। রাত সোয়া আটটার দিকে তার মা ফোন করলে তিনি জানান বাড়ি আসছেন। রাত সাড়ে নয়টার দিকে তারা খবর পান তার বাবার ( শওকত) উপর হামলা করা হয়েছে। আহতবস্থায় তাকে যুমনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষে ফেলে রাখা হয়েছে।

পরে তাকে উদ্ধার করে প্রথমে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

নিহতের কন্যা জিদনী আক্তার আরো বলেন, “ আমার বাবা মারা যাওয়ার আগে হত্যাকারিদের নাম বলে গেছেন। পূর্ব বিরোধের জের ধরে তার বাবাকে খুন করা হয়েছে। তিনি পিতার হত্যাকারীদের বিচার দাবি করেন।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়ার সহকারি পুলিশ সুপার (কসবা সার্কেল) আব্দুল করিমের সাথে যোগাযোগ করলে তিনি হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন, ধারণা করা হচ্ছে এলাকার আধিপত্য বিস্তার নিয়ে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। তিনি বলেন, তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
###

কসবায় ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

সুমন আহম্মেদঃ
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, বিএনপির আমলে দেশে আইনের শাসন ছিল না। তারা পকেটের মধ্যে র্কোটকে রাখত। সেই আমল বদলে গেছে কিন্তু তাদের (বিএনপি) চরিত্র ধারা বদলায়নি বলেই এখন আজে-বাজে কথা বলেন।

তিনি শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজলো পরিষদের নব-নির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন।
পাবনার ঈশ্বরদীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ট্রেন বহরে বোমা হামলায় আদালতের দেয়া রায়কে ফরমায়েশি বলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের করা অভিযোগ সঠিক নয় বলে জানিয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, হামলার ঘটনা ঘটেছে ১৯৯৪ সালে, আর তদন্ত শুরু হয়েছিল বিএনপির আমলে ১৯৯৫ সালে। মামলার বিচার কাজ শুরু হয়েছে ১৯৯৮ সালে। ২২ বছর পর এ মামলার রায় হয়েছে। সাক্ষ্য-প্রমানের ভিত্তিতে বিচারিক আদালত রায় দিয়েছেন। এখানে ফরমায়েশি রায়ের প্রশ্ন ওঠে কী করে সেটা আমি বুঝি না।

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্রসঙ্গে মন্ত্রী বলেন, খালেদা জিয়াকে তার অসুস্থ্যতা যতটুকু আছে তার চেয়ে যেন বেশি সেবা করা যায় সেজন্যই তাকে হাসপাতালে রাখা হয়েছে। এমন কোনো ব্যক্তি নেই যার সাজা হয়েছে এবং তাকে প্রতিপালনের জন্য বিনা দোষে অন্যরা কারাবরণ করছে। খালেদা জিয়ার সাথে ফাতেমাকে ও কারাগারে দেয়া হয়েছে।
এ সময় ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান ও কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান রাশেদুল কায়সার সহ আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।

###

বিএনপির আমলে দেশে আইনের শাসন ছিল নাঃ আইনমন্ত্রী আনিসুল হক

সুমন আহম্মেদঃ
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় দখলবাজের কবল থেকে মাদরাসার জায়গা রক্ষা করতে মাঠে নেমেছে শিক্ষার্থীরা।শনিবার দুপুরে উপজেলার খাড়েরা ইউনিয়নের সোনারগাঁও গ্রামের সোনারগাঁও জিলানিয়া আলিম মাদরাসার ৭ শতাধিক শিক্ষার্থী তাদের মাদরাসার জায়গা দখলবাজের কবল থেকে রক্ষার জন্য মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে। মানববন্ধনে মাদরাসার শিক্ষকরাও অংশ নেন।

শনিবার দুপুর ১২টার দিকে সোনারগাঁও জিলানিয়া আলিম মাদরাসার শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করে। বিক্ষোভ মিছিলটি খাড়েরা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মাদরাসা প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে সেখানে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি আবু আব্দুল্লাহ ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত মানবন্ধনে বক্তব্য রাখেন মাদরাসার অধ্যক্ষ নুরুল ইসলাম খান, ইউপি সদস্য এরশাদুর রহমান, সাবেক ইউপি সদস্য আব্দুর রউফ ও শিক্ষার্থী মোঃ সাইদুর রহমান প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, ১৯৫৮ সালে সোনারগাঁও গ্রামের ভূইয়া বাড়ির তিন ব্যক্তি ৭৫ শতক জায়গা এই মাদরাসাকে দান করেন। এই জায়গা ঘেঁষেই একই গ্রামের আব্দুর রহিমের বাড়ি। তিনি বাড়ি সংলগ্ন প্রায় ৬ শতক জায়গা জোরপূর্বক দখলে নিতে দীর্ঘদিন ধরে চেষ্টা করে আসছেন। এ নিয়ে তিনি মাদরাসা কর্তৃপক্ষের বিরুদ্ধে তিনি ৮টি মামলা দায়ের করেন। মাদরাসার নামে একটি বহুতল একাডেমিক ভবন বরাদ্দ হলেও জায়গা জটিলতার কারণে ভবনটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা যাচ্ছে না। এ অবস্থায় আব্দুর রহিমের কবল থেকে মাদরাসার জায়গা রক্ষা করতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগীতা কামনা করা হয়।
###

দখলবাজের কবল থেকে মাদরাসার জায়গা রক্ষা করতে কসবায় শিক্ষার্থীদের মানববন্ধন অনুষ্ঠিত

সুুমন আহম্মেদঃ
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সীমান্ত দিয়ে ১০জন পুরুষ, নারী ও শিশুকে জোরপূর্বক বাংলাদেশে পুশইন করার চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এ ঘটনায় সীমান্তে টহল জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ধারণা করা হচ্ছে তারা সবাই মিয়ানমারের রোহিঙ্গা নাগরিক। বিষয়টি নিয়ে বিজিবি-বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের পর তাদেরকে বিএসএফ ফিরিয়ে নেয় বলে জানা গেছে।

স্থানীয়রা জানায়, গতকাল বৃহস্পতিবার ভোরে কসবা উপজেলার ধ্বজনগর সীমান্তের কাঁটাতার দিয়ে দুইজন পুরুষ, দুইজন নারী ও ছয়জন শিশুকে “জোরপূর্বক” বাংলাদেশে পুশইন করার চেষ্টা করে বিএসএফ।

তবে বিজিবি সদস্যরা তৎপর থাকায় রোহিঙ্গারা বাংলাদেশ সীমান্তে ঢুকতে পারেনি। তারা অবস্থান নেয় দুই দেশের সীমান্তের শূণ্যরেখায়।

বিজিবির ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল ইকবাল হোসেন জানান, এ ঘটনায় সীমান্তে টহল জোরদারের পাশাপাশি সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি সদস্যরা। বিষয়টি নিয়ে দুপুরে বিজিবি-বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়েছে। পতাকা বৈঠকের পর ১০জনকে ফিরিয়ে নেয় বিএসএফ।

এর আগেও গত জানুয়ারী মাসে কসবা উপজেলার কাজিয়াতলী সীমান্ত দিয়ে ৩১ জন রোহিঙ্গা নাগরাককে জোরপূর্বক বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছিল বিএসএফ। পরে আবার তাদেরকে ভারতে ফিরিয়ে নেয় তারা।
###

কসবা সীমান্ত দিয়ে ১০ রোহিঙ্গাকে বাংলাদেশে পুশইনের চেষ্টা বিএসএফ’র

সুমন আহম্মেদঃ

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় চার ভারতীয় নাগরিকসহ ছয় জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিদেশী পিস্তল, চার রাউন্ড গুলি, দুইটি পাইপগান, দুই রাউন্ড কার্তুজ, দুইটি ওয়াকিটকি, পাঁচ লিটার পেট্রোল উদ্ধার করা হয়।

শনিবার দুপুরে কসবা উপজেলার কুটি বাজারের মা প্লাজার আলিফ হোটেল থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা বড় ধরণের অপরাধ কর্মকান্ড ঘটাতে জড়ো হয়েছিলো কি-না সে বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, ভারতের ত্রিপুরা রাজ্যের বিশালঘরের নেতাজি নগরের শ্যামল দেবনাথের ছেলে র্ণজিত দেবনাথ-(২৩), উত্তর ত্রিপুরার ধর্মনগরের রতি রঞ্জন চৌধুরীর ছেলে নির্মলেন্দু চৌধুরী-(৩২), বাদার ঘাটের সুনীল সরকারের ছেলে শংকর সরকার-(৩১) ও রাজনগরের অবনী দাসের ছেলে বিমল দাস-(৩৩), বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার মান্দারপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে হাসিবুল হাসান অনিক-(১৯) এবং আখাউড়া উপজেলার বনগজ গ্রামের আহম্মদ হোসেনের ছেলে আমজাদ হোসেন শাওন-(২২)।

গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে একটি বিদেশী পিস্তল, চার রাউন্ড গুলি, দুইটি পাইপগান, দুই রাউন্ড কার্তুজ, দুইটি ওয়াকিটকি, পাঁচ লিটার পেট্রোল উদ্ধার করা হয়।
এ ব্যাপারে সহকারি পুলিশ সুপার (কসবা সার্কেল) মোঃ আব্দুল করিম ও কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল মালেক বলেন, গ্রেপ্তারকৃতরা অপরাধী চক্রের সাথে জড়িত বলে মনে হচ্ছে। তবে তারা একেকজন একেক ধরণের কথা বলছে। তাই তাদেরকে জিজ্ঞাসাবাদ না করে স্পষ্ট করে বলা যাচ্ছে না।

তিনি আরো বলেন, গত কয়েকদিন ধরে কুটি বাজারের মা প্লাজার আলিফ হোটেলের তিনতলার কক্ষে ওই ছয়জন অবস্থান করছিল বলে পুলিশের কাছে খবর আসে। এ অবস্থায় সেখানে নজরদারি বাড়ানো হয়। আজ দুপুরে (শনিবার) অভিযান চালিয়ে ওই তাদেরকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে পৃথক দুইটি মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।
###

কসবায় চার ভারতীয়সহ ছয় জন গ্রেপ্তার ॥ পিস্তল-পাইপগান উদ্ধার

সুমন আহম্মেদঃ

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক এমপি বলেছেন, বিএনপির নির্বাচিত সংসদ সদস্য যারা শপথ গ্রহণ করেছেন, তাদেরকে দল থেকে বহিষ্কার করা হলেও সংসদ সদস্য পদে কোন প্রভাব পড়বেনা।

তিনি শুক্রবার দুপুরে তার নির্বাচনী এলাকার ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মূলগ্রাম ইউনিয়নের চারগাছ এন. আই ভূঁইয়া ডিগ্রী কলেজের নবনির্মিত চারতলা বিশিষ্ট একাডেমিক ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, সংবিধানে বলা হয়েছে, কোন সংসদ সদস্য যদি জাতীয় সংসদে গিয়ে দলের বিপক্ষে ভোট দেয় বা দল থেকে যদি তিনি পদত্যাগ করেন তাহলে তার সংসদ সদস্যপদ বাতিল হবে। দল বহিস্কার করলে তার সদস্যপদ বাতিল হবেনা।
এর আগে তিনি কলেজে সূধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন।

কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি মতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সূধী সমাবেশে আইনমন্ত্রী বলেন, জনগনকে দেয়া প্রতিশ্রুতি রক্ষা করতে বিএনপির একজন নির্বাচিত সংসদ সদস্য শপথ নিয়েছেন। কিন্তু বিএনপির সেক্রেটারি জেনারেল বলেছেন, তিনি নাকি সরকারের এজেন্সির চাপে শপথ নিয়েছেন। তারা সব কিছুতে সরকারের ছায়া খুঁজেন। বিএনপির সেক্রেটারি জেনারেল জনগণকে, এমনকি তার দলের লোকজনকেও সম্মান করতে জানেন না।

তিনি বলেন, মাদক ও জঙ্গীবাদ থাকলে আমাদের সমাজ নিজের পায়ে দাঁড়াতে পারবে না। আজকে সারা বিশ্বে জঙ্গীবাদের প্রকোপ দেখা দিয়েছে। নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কায় বোমা বিস্ফোরন করা হয়েছে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান অ্যাডভোকেট রাশেদুল কায়সার ভূঁইয়া জীবন, সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আনিছুল হক ভূইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক এম জি হাক্কানি, কসবা পৌরসভার মেয়র এমরান উদ্দিন জুয়েল প্রমুখ।
###

কসবায় সূধী সমাবেশে আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক

 

সুমন আহম্মেদ ব্রাহ্মণবাড়িয়াঃ
ব্রাহ্মণবাড়িয়া জেলার ৫টি উপজেলা পরিষদের নির্বাচনে তিনটিতে বিদ্রোহী এবং দুইটিতে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীরা বিজয়ী হয়েছেন। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা, সরাইল উপজেলা ও নবীনগর উপজেলা পরিষদে চেয়ারম্যানপদে বিদ্রোহী প্রার্থীরা এবং নাসিরনগর উপজেলা ও আশুগঞ্জ উপজেলা পরিষদে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীরা বিজয়ী হয়েছেন। এর আগে একাধিক প্রার্থী না থাকায় জেলার কসবা ও আখাউড়া উপজেলা পরিষদে আওয়ামীলীগ মনোনীত প্রার্থীরা চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদঃ-
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদের নির্বাচনে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী ফিরোজুর রহমান ( আনারস প্রতীক) ৬৮ হাজার ২৩৩ ভোট পেয়ে বে-সরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ও বর্তমান উপজেলা চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম ( নৌকা প্রতীক) পেয়েছেন ২৬ হাজার ৯০৭ ভোট।

 

নাসিরনগর উপজেলা পরিষদঃ-
নাসিরনগর উপজেলা পরিষদের নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মোঃ রাফি উদ্দিন আহম্মদ (নৌকা প্রতীক) ৫৯ হাজার ৪৬১ ভোট পেয়ে বে-সরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী ও বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান এ.টি.এম, মনিরুজ্জামান সরকার ( আনারস প্রতীক) পেয়েছেন ১৪ হাজার ৫৭৪ ভোট।

সরাইল উপজেলা পরিষদঃ-
সরাইল উপজেলা পরিষদের নির্বাচনে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ রফিক উদ্দিন ঠাকুর (ঘোড়া প্রতীক) ৩১ হাজার ৪৮৪ ভোট পেয়ে বে-সরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগের অপর বিদ্রোহী প্রার্থী মোঃ শের আলম মিয়া ( মোটর সাইকেল প্রতীক) পেয়েছেন ২২ হাজার ৭৫৮ ভোট।

আশুগঞ্জ উপজেলা পরিষদঃ-
আশুগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মোঃ হানিফ মুন্সী (নৌকা প্রতীক) ৪৩ হাজার ৪১ ভোট পেয়ে বে-সরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ আনিছুর রহমান (আনারস প্রতীক) পেয়েছেন ২৫ হাজার ৫৫৫ ভোট।

 

নবীনগর উপজেলা পরিষদঃ-
নবীনগর উপজেলা পরিষদের নির্বাচনে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী মোহাম্মদ মনিরুজ্জামান (দোয়াত- কলম প্রতীক) ৪৯ ভোট পেয়ে বে-সরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগ মনোনীত প্রার্থী কাজী জহির উদ্দিন সিদ্দিক টিটু পেয়েছেন ৪৮ হাজার ৬৯০ ভোট।

উল্লেখ্য ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া ও কসবা উপজেলায় আওয়ামীলীগ মনোনীত প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন। এর মধ্যে কসবা উপজেলায় উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ও আইনমন্ত্রীর সাবেক সহকারি একান্ত সচিব অ্যাডভোকেট রাশেদুল কাউসার ভূইয়া জীবন এবং আখাউড়া উপজেলা পরিষদের নির্বাচনে উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক আবুল কাশেম ভূইয়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

###

উপজেলা পরিষদের নির্বাচন তিনটিতে বিদ্রোহী এবং দুইটিতে আওয়ামীলীগ মনোনীত প্রার্থীরা জয়ী

 

botvনিউজ:

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় উপজেলা পরিষদে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীগন মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।

প্রার্থীরা হলেন চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও আইনমন্ত্রীর সাবেক সহকারি একান্ত অ্যাডভোকেট রাশেদুল কায়সার ভূইয়া জীবন, ভাইস চেয়ারম্যান পদে উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ মনির হোসেন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে কসবা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম এবি সিদ্দিকের কন্যা ফারহানা সিদ্দিকি।

গতকাল রোববার দুপুরে উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয় থেকে আওয়ামীলীগের দলীয় প্রার্থীরা মনোয়নয়নপত্র সংগ্রহ করেন।

উল্লেখ্য উপজেলা আওয়ামীলীগের সর্বশেষ বর্ধিত সভায় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের আওয়ামীলীগের তৃণমূলের নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে দলীয় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থী নির্বাচিত করা হয়।
###

উপজেলা পরিষদ নির্বাচন কসবায় আওয়ামীলীগ মনোনীত তিন প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

ফেসবুকে আমরা..