botvনিউজ:
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার সকালে ভোক্তা অধিকার সংরক্ষন আইন- ২০০৯ প্রচারের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক সেমিনার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ আনিসুল হক ভূইয়া।
উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ হুমায়ুন কবির, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জাফর আহমেদ, কসবা থানার এস.আই মোঃ কামাল হোসেন ও কসবা মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ তসলিম মিয়া। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আয়েশা আক্তার।
কসবা প্রেসক্লাব সাধারণ সম্পাদক নেপাল চন্দ্র সাহার পরিচালনায় সেমিনারে বক্তব্য রাখেন অধ্যক্ষ মোঃ জয়নাল আবেদীন, স্যানেটারী ইন্সপেক্টর কবির আহমেদ, ব্যবসায়ী রাধেশ্যাম সাহা, গৌর চন্দ্র সাহা, হাজী মোঃ দুলু মিয়া ও ইব্রাহিম খলিল। সেমিনারে বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা, সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক -অভিভাবক-শিক্ষার্থীসহ এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
###
Leave a Reply