botvনিউজ:
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আগামী রবিবার অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক ক্বেরাত প্রতিযোগীতা।
কসবা পুরাতন বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির উদ্যোগে স্থানীয় সুপার মার্কেট প্রাঙ্গণে অনুষ্ঠিতব্য ক্বেরাত প্রতিযোগীতায় প্রধান অতিথি থাকবেন স্থানীয় সাংসদ ও আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।
কসবা উপজেলার আড়াইবাড়ী দরবার শরীফের পীর ও আড়াইবাড়ী ইসলামিয়া সাঈদীয়া কামিল মাদরাসার অধ্যক্ষ আল্লামা মোঃ গোলাম সারোয়ার সাঈদীর সভাপতিত্বে রবিবার বাদ আছর অনুষ্ঠিতব্য ক্বেরাত প্রতিযোগীতায় তেলাওয়াত করবেন, মিশরের ক্বারী শাইখ ইয়াসির মাহমুদ শারকাওঈ, ইরানের ক্বারী হামীদ শাকের নেজাদ, দক্ষিণ আফ্রিকার শাইখ আবদুর রহমান সা’দিয়ান, তুরষ্কের ক্বারী ইয়াশার চৌহাদার, ফিলিপাইনের ক্বারী নোমান পিমবায়াবায়া সহ দেশের খ্যাতনামা আলেমগন।
###
Leave a Reply