botvনিউজ:
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় উপ-মহাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন আল্লামা হযরত মাওলানা আবু সাঈদ আছগর আহমাদ আল কাদেরী (রহঃ) এর ৮১ তম বার্ষিক মাহফিল উপজেলার আড়াইবাড়ী দরবার শরীফের মাঠে অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার দুপর ১২টায় মাহফিল শুরু হয়ে গতকাল শুক্রবার ফজর নামাজ শেষে আখেরী মোনাজাতের মাধ্যমে মাহফিল শেষ হয়।
দরবার শরীফের গদিনীন পীর অধ্যক্ষ মোঃ গোলাম সারোয়ার সাঈদীর সভাপতিত্বে মাহফিলে বয়ান করেন প্রখ্যাত আলেমে দ্বীন হযরত মাওলানা কামাল উদ্দিন জাফরী।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আইনমন্ত্রীর একান্ত সহকারী সচিব অ্যাডভোকেট রাশেদুল কাউছার ভূইয়া জীবন, প্রকৌশলী কবীর হোসেন, কসবা পৌরসভার মেয়র মোঃ এমরান উদ্দিন জুয়েল, জেলা পরিষদের সদস্য মোশারফ হোসেন ইকবাল, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ মনির হোসেন ও সাধারণ সম্পাদক আফজাল হোসেন রিমন প্রমুখ।
###
Leave a Reply