Botvনিউজ:

ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের চন্ডারখিলের রহিমপুরে যুবকের হত্যা রহস্যের ঘোর কাটেনি।এলাকায় থমথমে পরিবেশ। হত্যা মামলা আসামীরা এলাকা ছাড়া । সাত বছর আগে স্বামী আর এখন উপযুক্ত ছেলে হারিয়ে ছোট ছোট ৬ ছেলে-মেয়ে নিয়ে দিশাহারা মা’র আকুল আবেদন।

১৫ জানুয়ারি রোজ সোমবার রানা-১৮ কে ডিস লাইনের কাজ করার সুযোগ করে দিবে বলে সন্ধ্যায় বাড়ী থেকে নিয়ে যায় সেলুনের কর্মচারী জাহাঙ্গীর।

দুইদিন পার হলেও রানার কোনো খোজ পাওয়া যায়নি। ১৭ জানুয়ারি বিকাল বেলায় জাহাঙ্গীর রানার চাচাত ভাই বিল্লাকে ফোন করে জানতে চাই রানা কোথায়। বিল্লাল বিষয়টা রানার মাকে জানায়। রানা মা জাহাঙ্গীরকে ফোন করে বলে রানা তো সোমবারে সন্ধ্যায় তুমি ডিসের কাজ দিবে বলে বাড়ী থেকে ডেকে নিয়ে গেলা । আমার ছেলেকে তো তুমি নিয়ে গেছ এখন দুই দিন পর আমাকে ফোন দিয়ে বল আমার ছেলে রানা কয়..? তুমি আমার ছেলেকে নিয়া গেছ তুমিই আমার ছেলে খোয়জা বাইর কইরা দেও। কথা কাটকাটির এক পর্যায়ে জাহাঙ্গীর বলে কথা বরখেলাপ করলে এমনই হয়।এই কথা বলে ফোন কেটে দেয় । তারপর আ ফোনে জাহাঙ্গীকে পাওয়া যায় না। এরপর রানার মা সহ এলাকাবসী রানাকে পাগলের মতো খোজতে থাকে।

এই ঘটনার একদিন পর ১৯জানুয়ারি রোজ শুক্রবার চন্ডারখিল প্রাথমিক বিদ্যালয়ের পুকুরে এলাকাবাসী রানার লাশ দেখে পুলিশে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে সদর হাসপাতালে ময়না তদন্তের জন্য প্রেরণ করে । এই ব্যাপরে রানার মা বাদী হয়ে ৫ জনকে আসামী করে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘনটার দুই সপ্তাহ হলেও কোনো আসামী ধরা পরেনি।

অন্য দিকে মামলা প্রধান আসামী মাদক ব্যবসায়ী মনির ও তার স্ত্রী চম্পার বসতবাড়ী ভেঙ্গে তাদেরকে এলাকা ছাড়া করে।

এই ব্যপারে সদর থানার অফিসার ইন্চার্জ মে: নবীর হোসেন জানান, মামলা তদন্ত চলছে।

রানা হত্যা – ছেলেহারা মায়ের করুণ আর্তনাদ – একালায় শোকের ছায়া

botvনিউজ:

চিকিৎসা না দিয়ে জেলা সদর হাসপাতালের গাইনী এন্ড অব্স বিশেষজ্ঞ সার্জন ডাঃ ফৌজিয়া আখতার চেম্বার থেকে বের করে দেয় অন্ত:সত্ত্বা রোগীকে। শনিবার দুপুরে স্বামীকে নিয়ে চেম্বারে ঢুকার অপরাধে এক রোগীর সাথে অশোভন আচরণ করে তাকে ব্যবস্থাপত্র না দিয়েই চেম্বার থেকে বের করে দেয়।

পৌর এলাকার কাজীপাড়ার বাসিন্দা তানভীর আহমেদ রনি  শনিবার দুপুরে তাঁর অসুস্থ্য স্ত্রীকে চিকিৎসা সেবা দিতে জেলা সদর হাসপাতালে যান। তানভীর হাসপাতালের বর্হিবিভাগ থেকে যথারীতি টিকেট নিয়ে হাসপাতালের গাইনী এন্ড অব্স বিশেষজ্ঞ সার্জন ডাঃ ফৌজিয়া আখতারের চেম্বারের সামনে গিয়ে লাইনে দাঁড়ান। প্রায় ঘন্টা দেড়েকপর তানভীর তার স্ত্রীকে নিয়ে ডাঃ ফৌজিয়ার চেম্বারে ঢুকা মাত্র ক্ষেপে যান ডাঃ ফৌজিয়া। তিনি তানভীরকে প্রশ্ন করে বলেন, আপনার স্ত্রীর সাথে আপনি চেম্বারে ঢুকলেন কেন? । স্ত্রী অসুস্থ্য তাই তাকে নিয়ে ঢুকেছি একথা বলার সাথে সাথেই ডাঃ ফৌজিয়া তানভীর্রে সাথে অশোভন আচরন করে রোগী দেখবেননা বলে তানভীরের হাত থেকে টিকেটটি নিয়ে তাতে কলম দিয়ে কেটে দেন। ডাক্তারের অশোভন আচরনে হতভম্ব হয়ে অগ্যতা স্ত্রীকে চিকিৎসা না দিয়েই ফিরে আসেন তানভীর।

পরে বিষয়টি তানভীরের আত্মীয় হাসপাতালের তত্ত্বাবধায়কের কাছে মৌখিকভাবে অবহিত করেন। তানভীর জানান, জেলা সদর হাসপাতালের ব্যবস্থা কমিটির আগামী সভায় তিনি লিখিতভাবে অভিযোগ দেবেন।

এ ব্যাপারে জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মোঃ সফিকুল ইসলামের সাথে যোগাযোগ করলে তিনি বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, রোগীর এক আত্মীয়ের কাছ থেকে জানতে পেরে আমি রোগীনির স্বামীকে ডেকে নিয়ে বিষয়টি মিমাংসা করে দিয়েছি। উল্লেখ্য ইতিপূর্বে ডাঃ ফৌজিয়া আখতার সাংবাদিকসহ বিভিন্ন জনের সাথে অশোভন আচরণ করেছেন বলে অভিযোগ রয়েছে।

###

ডাঃ ফৌজিয়া অশোভন আচারণ- চিকিৎসা না দিয়ে রোগীকে বের করে দেয় সদর হাসপাতাল থেকে

খেলাধুলা যুব সমাজকে মাদকমুক্ত ও প্রগতীশীল করে তোলে।আমাদের যুব সমাজ আমাদের ভবিষ্যৎ। শিক্ষা দেয় সামনের দিকে এগিয়ে যাওয়ার, তাই যুব সমাজকে খেলাধুলার সুযোগ করে দিতে সকলের প্রতি আহবান জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের মহাপরিচালক (অবঃ) প্রফেসর ফাহিমা খাতুন। শুক্রবার বিকেলে সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের মৈন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুম গোলাম মোস্তফা ব্যাডমিন্টন খেলার ফাইনাল ম্যাচের পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

মহান বিজয় দিবস উপলক্ষ্যে বাংলাদেশ বিমান বাহীনির সাবেক ফুটবলার মোহাম্মদ শাখাওয়াত হোসেন কামাল এ খেলার আয়োজন করেন। এতে মোট ২৬টি দল অংশ গ্রহণ করে।প্রধান অতিথি আরো বলেন, খেলাধুলা শুধু মন ও দেহকেই সুস্থ রাখেনা, মানুষকে সকল ধরণের খারাপ কাজ থেকে বিরত রাখে। তবে আজকাল অনেক আয়োজক স্থানীয় খেলোয়াড়কে বাদ দিয়ে ভাড়াটে নামীদামি খেলোয়াড় নিয়ে আসেন। এতে স্থানীয় যুবকরা নিজেদের বিকশিত করতে পারেনা। ভবিষ্যতে আয়োজকদের স্থানীয় খেলোয়াড়দের বিকাশের সুযোগ সৃষ্টিতে কাজ করতে অনুরোধ করেন তিনি।

ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড শাহরিয়ার মোঃ ফিরোজের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহাবুবুল বারী চৌধুরী মন্টু, বাংলাদেশ জেলা পরিষদ মেম্বারস এসোসিয়েশনের সভাপতি মো. বাবুল মিয়া, চাঁনপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. হুমায়ুন কবির ভূঁইয়া, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি এড. লোকমান হোসেন, ১নং মজলিশপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ডা. বজলুর রহমান।

খেলায় যৌথ ও একক গ্রুপে তিনটি করে ছটি ম্যাচ অনুষ্ঠিত হয়। যৌথ গ্রুপে ধুমকেতু ক্রীড়াসংঘ মুন্সীবাড়ি ও সূর্য তরুণ ক্লাব হাজী বাড়ি প্রতিদন্ধীতা করে। ২-০ পয়েন্টে চ্যাম্পীয়ন হয় সূর্য তরুণ ক্লাব।

অপরদিকে, একক খেলায় শান্ত-সুমন ভাই ভাই সরাইল সাহাপাড়া বনাম কুতুব স্মৃতি ক্রীড়া সংঘ প্রতিদন্ধীতা করে। এতে ২-১ পয়েন্টে চ্যাম্পীয়ন হয় শান্ত-সুমন ভাই ভাই সরাইল সাহাপাড়া।

খেলাধুলা যুব সমাজকে মাদকমুক্ত ও প্রগতীশীল করে তোলে_ প্রফেসর ফাহিমা খাতুন

botvনিউজ:
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ব্রাহ্মণবাড়িয়ায় আইন কলেজের প্রথম বর্ষের পরীক্ষা কেন্দ্র ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকায় স্থানান্তরের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে ব্রাহ্মণবাড়িয়ায় আইন কলেজের শিক্ষার্থীরা।

শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন আইন কলেজের শিক্ষার্থী জামাল হোসেন, জুয়েল রায়, নয়ন চন্দ্র রায়, সানজিদা শিকদার লিটা, রাবেয়া আক্তার কাকন, জয়া খান, শামসুন্নাহার জেনি প্রমুখ।

এ সময় বক্তারা আইন কলেজের পরীক্ষা কেন্দ্র ব্রাহ্মণবাড়িয়াতে পূর্নবহাল করার দাবি জানিয়ে বলেন, ঢাকা গিয়ে পরীক্ষা দেয়া শারীরিক, মানসিক ও অর্থনৈতিক ভাবে অনেক কষ্টকর। এ পরীক্ষার কেন্দ্র ব্রাহ্মণবাড়িয়ায় বহাল রাখার দাবি জানান।

শিক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই অযৌক্তিক সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান। নতুবা কঠোর আন্দোলনের হুশিয়ারি উচ্চারন করেন।

###

ব্রাহ্মণবাড়িয়ায় আইন কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন


ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচন গত গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। অ্যাডভোকেট ফখরুদ্দিন সভাপতি ॥ অ্যাডভোকেট শফিউল আলম লিটন সাধারণ সম্পাদক নির্বাচিত।নির্বাচনে ১১টি পদের মধ্যে ১০টি পদের ফলাফল ঘোষনা করা হয়েছে।

প্রতিদ্বন্দ্বি দুই প্রার্থী সমান সংখ্যক ভোট পাওয়ায় সম্পাদক অডিটর পদের ফলাফল স্থগিত করা হয়েছে।

ঘোষিত ১০টি পদের মধ্যে সভাপতিসহ তিনটি পদে বিএনপি সমর্থিত প্রার্থীরা এবং সাধারণ সম্পাদকসহ ৭টি পদে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থীরা নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় নির্বাচনের ফলাফর ঘোষনা করেন নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার সঞ্জিব দেবনাথ।

ঘোষিত ফলাফল অনুয়ায়ী সভাপতি পদে বিএনপি সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট মোঃ ফখরুদ্দিন আহমেদ ২৩৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট মোঃ ওসমান গণি-(১) পেয়েছেন ২২৯ ভোট।

সাধারণ সম্পাদক পদে বর্তমান সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট শফিউল আলম লিটন ৩০৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপি সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট কামরুজ্জামান মামুন পেয়েছেন ১৫৫ ভোট।

অন্যান্য পদে সম্পাদক (প্রশাসন) মোঃ বদরুল আলম (আওয়ামীলীগ), সম্পাদক (লাইব্রেরী) সুভাষ দেবনাথ (আওয়ামীলীগ), সম্পাদক (কল্যাণ ও সংস্কৃতি) পদে ইমাম হোসেন (বিএনপি), সদস্য পদে জুবায়ের আহমেদ (আওয়ামীলীগ), মোঃ জুম্মান চৌধুরী (বিএনপি), হামিদুল ইসলাম (আওয়ামীলীগ) ও বশির আহমেদ খান (আওয়ামীলীগ)
###

ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত

botvনিউজ:

আমি স্পষ্ট করে বলে দিতে চাই, শেখ হাসিনার অধীনে আগামী নির্বাচন হবে। কারণ আমরা সংবিধানের বাইরে যাবো না। সংবিধানের বাইরে যাওয়ার এখতিয়ার আমাদের নেই। আগামী নির্বাচনে জয়ী হয়ে শেখ হাসিনার সরকার হ্যাট্রিক করবে। বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স উদ্বোধন উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম।

তিনি আরো বলেন, বিএনপি আন্দোলনের হুমকি দিচ্ছে। কিন্তু আওয়ামী লীগ ছাড়া কেউ জানে না আন্দোলন কত প্রকার। বিএনপি যত কথাই বলুক না কেন যত হুমকিই দিক না কেন তারা কিন্তু নির্বাচনে আসবে। শেখ হাসিনার অধীনে নির্বাচন করতে বাধ্য হবে। নির্বাচনে না এলে বাটি চালান দিয়েও বিএনপিকে খোঁজে পাওয়া যাবে না, এছাড়া বি এন পি ফেয়ার নির্বাচনের কথা বলছে। আগামী নির্বাচন ফেয়ারই হবে। বিজয়ের মাসে হবে এ নির্বাচন। আর এ নির্বাচনে জয় ছাড়া আমাদের কোনো বিকল্প নেই।

আওয়ামী লীগের ভুল ত্রুটি থাকতে পারে বলে স্বীকার করে নেন দলের মন্ত্রী। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘শেখ হাসিনা মন্ত্রীকে বহিস্কার করেছেন, এমপিকে জেলে পাঠিয়েছেন, ভুল করা দলের নেতা-কর্মীদেরকে শাস্তি দিয়েছেন।

সিভিল সার্জন ডা. নিশিথ নন্দী মজুমদারের সভাপতিত্বে উদ্বোধনী সভায় বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া সদর আসনের সংসদ সদস্য র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরি, ব্রাহ্মণবাড়িয়া-২-(সরাইল-আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল এম এ মোহি, ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান, পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম(বার), জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আল-মামুন সরকার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সারোয়ার মাহবুব ও শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা বিএমএ’র সাধারণ সম্পাদক ডাঃ আবু সাঈদ।

সভায় বক্তাদের দাবির প্রেক্ষিতে নতুন এ হাসপাতালে একটি অ্যাম্বুলেন্স দেয়ার ঘোষণা দেন মন্ত্রী।

###

আগামী নির্বাচনে বর্তমান সরকার হ্যাট্রিক করবে-স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম

botv নিউজ : 
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় স্থলবন্দরে ইমিগ্রেশন চেকপোষ্ট  অফিসে  মঙ্গলবার বিকেলে যাত্রীদের হামলায় দুই পুলিশ আহত হয়। এঘটনায় দুই জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন আখাউড়া উপজেলার আনোয়ারপুর গ্রামের সারোয়ার আলম ভূইয়া (২৮) ও রিপন মিয়া (২২)।
চেকপোষ্ট পুলিশ জানায়, বিকেলে ভারতে যাওয়ার বহিরাগত সীল মারতে আসেন সারোয়ার আলম নামে এক যাত্রী। তখন স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশ আতিকুর রহমানের কাছে পাসর্পোট জমা দিলে  অনুমতি সীল মারতে দিলে ত্রুটি ধরা পড়লে এ বিষয়ে কথা বলতে চাইলে  আটককৃত যাত্রী সারোয়ার ও তার সাথে থাকা রিপন মিয়া ক্ষিপ্ত হয়ে উঠে। তখন তারা পুলিশ অফিসারদের  উপর হামলা করে দুই পুলিশ  আহত হন।
এ সময় অফিসারদের মোবাইলসহ ইমিগ্রেশনের কাজে ব্যবহ্নত  সরকারী গুরুত্বপূর্ন মালামাল ভাংচুর করে তারা।  হামলায় এসআই বাহাদুর মিয়া ও এএসআই আতিকুর রহমান আহত হন।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশারফ হোসেন তরফদার জানান,এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। থানায় মামলা প্রস্তুতি চলছে।

আখাউড়া চেকপোষ্টে হামলা, দুই পুলিশ আহত, আটক ২

botvনিউজ:
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা প্রশাসনের উদ্যোগে প্রতিবন্ধিদের মধ্যে কম্বল বিতরন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ৬০জন অসহায় প্রতিবন্ধির হাতে কম্বল তুলে দেন জেলা প্রশাসক মোঃ রেজওয়ানুর রহমান।
কম্বল বিতরণকালে জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান বলেন, দরিদ্র জনগোষ্ঠীর পাশে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন সব সময় পাশে থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্র্যাট মোঃ শাহেদুল ইসলাম, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আবু হোরায়রাহ সহ প্রশাসনের কর্মকর্তারাগন।
###

প্রতিবন্ধিদের মাঝে কম্বল বিতরন


botvনিউজ:

দীর্ঘ প্রতিক্ষার পর ২৪ জনিুয়ারি বুধবার উদ্বোধন হচ্ছে আশুগঞ্জ ৫০ শয্যা বিশিষ্ট আশুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। বুধবার দুপুরে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম স্বাস্থ্য কমপ্লেক্সটি উদ্বোধন করার কথা রয়েছে।

২০১০ সালের ১২ মে আশুগঞ্জের একটি জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশুগঞ্জে ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণের প্রতিশ্রুতি দেন।

প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ি ২০১২ সালের ২৪ জানুয়ারি উপজেলা পরিষদ ভবনের নিচ তলার একটি কক্ষে স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যক্রম চালু হয়।
পরে ২০১৪ সালের ৯ নভেম্বর উপজেলা পরিষদের পাশে পাঁচ একর জমিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণের কাজ শুরু হয়। এর নির্মানকাজ বাস্তবায়ন করেন ঢাকা মার্কেন্টাইল কর্পোরেশন লিমিটেড নামে একটি ঠিকাদারী প্রতিষ্ঠান। ১৭ কোটি ৫৪ লাখ ৭৪ হাজার টাকা ব্যয়ে নির্মিত এই হাসপাতাল কমপ্লেক্সটির নির্মানকাজ শেষে ২০১৬ সালের নভেম্বর মাসে ঠিকাদার স্বাস্থ্য বিভাগের কাছে হস্তান্তর করে।

জানা গেছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ১০টি পদ থাকলেও বর্তমানে চারটিপদ শূন্য রয়েছে। এছাড়া তৃতীয় শ্রেণির ৪৬টি পদের বিপরীতে কর্মরত রয়েছে ৪০জন।

এ ব্যাপারে আশুগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সরোয়ার মাহবুব বলেন, ৫০ শয্যা নামে হলেও মূলত এটি ৩১ শয্যার হাসপাতাল। এখানে এক্স-রে মেশিন পাওয়া গেলেও আল্ট্রাসনোগ্রাফ ও ইসিজির কোনো মেশিন এখনো বরাদ্দ দেয়া হয়নি। চিকিৎসক স্বল্পতার কথা তিনি স্বীকার করে তিনি বলেন, বিষয়টি আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডাঃ নিশিত নন্দী মজুমদার জানান, আজ বুধবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স উদ্বোধন করা হবে। স্বাস্থ্য কমপ্লেক্সের সকল সমস্যা সমাধানের জন্য আমরা স্বাস্থ্য মন্ত্রীকে অবহিত করবো।
###

৫০ শয্যা বিশিষ্ট আশুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স উদ্বোধন

ফেসবুকে আমরা..