-
- আখাউড়া, নিউজরুম
- আখাউড়া চেকপোষ্টে হামলা, দুই পুলিশ আহত, আটক ২
- আপডেট সময় January, 23, 2018, 10:58 pm
- 577 বার পড়া হয়েছে
botv নিউজ :
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় স্থলবন্দরে ইমিগ্রেশন চেকপোষ্ট অফিসে মঙ্গলবার বিকেলে যাত্রীদের হামলায় দুই পুলিশ আহত হয়। এঘটনায় দুই জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন আখাউড়া উপজেলার আনোয়ারপুর গ্রামের সারোয়ার আলম ভূইয়া (২৮) ও রিপন মিয়া (২২)।
চেকপোষ্ট পুলিশ জানায়, বিকেলে ভারতে যাওয়ার বহিরাগত সীল মারতে আসেন সারোয়ার আলম নামে এক যাত্রী। তখন স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশ আতিকুর রহমানের কাছে পাসর্পোট জমা দিলে অনুমতি সীল মারতে দিলে ত্রুটি ধরা পড়লে এ বিষয়ে কথা বলতে চাইলে আটককৃত যাত্রী সারোয়ার ও তার সাথে থাকা রিপন মিয়া ক্ষিপ্ত হয়ে উঠে। তখন তারা পুলিশ অফিসারদের উপর হামলা করে দুই পুলিশ আহত হন।
এ সময় অফিসারদের মোবাইলসহ ইমিগ্রেশনের কাজে ব্যবহ্নত সরকারী গুরুত্বপূর্ন মালামাল ভাংচুর করে তারা। হামলায় এসআই বাহাদুর মিয়া ও এএসআই আতিকুর রহমান আহত হন।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশারফ হোসেন তরফদার জানান,এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। থানায় মামলা প্রস্তুতি চলছে।
এই বিভাগের আরো খবর
Leave a Reply