৮ ফেব্রুয়ারি-২০১৮ইং    –  রায়  –   ৫ বছরের জেল

botvনিউজ:

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের ৬৩জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার সকাল থেকে  বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২৪ ঘন্টায় জেলার বিভিন্ন উপজেলা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, আশুগঞ্জ উপজেলার মোঃ মাসুম মিয়া, মোঃ রুস্তম মিয়া, আবুল ইসলাম-(৩৫), আল আমিন-(২৯), লিটন মোল্লা-(৩১), মোঃ সোহবার মিয়া-(৩০), রবি হোসেন-(৩২), মোঃ মিজান-(২৮), রুবেল মিয়া-(২২), আপেল-(২৬), মোঃ জয়নাল মিয়া-(২৮), হারুন মিয়া-(৩২), জয়নাল আবেদীন রাজু-(৩৬), সরাইলের ইসহাক মিয়া-(২৩), মোঃ ইমরান- (৩৬), তাবারক মিয়া-(৩৬), মোবারক মিয়া (২৬), জালাল মিয়া-(৫৫), নাজমুল হোসেন খান রাসেল-(৩৫), নাসিরনগর উপজেলার মীর রুবেল মিয়া-(২৫), রহমত খাঁ-(৩৭), মফিজ মিয়া-(৩৫), ইয়াছিন মিয়া-(২৪), মোঃ জাকারিয়া-(১৯), মনির হোসেন মাঞ্জু-(২৮), রহমত আলম-(২৪), নবীনগর উপজেলার ইব্রাহিম মিয়া-(৩০), মোঃ রফিক-(২৮), অলিউল্লাহ-(২২), আল আমিন-(২০), মোঃ জালাল মিয়া-(৩৫), সাদ্দাম-(২৫), বেলায়েত হোসেন- (৪২), হাফিজ মিয়া-(৩৫), বাঞ্চারামপুর উপজেলার মোঃ ইব্রাহিম-(২৮), বিজয়নগর উপজেলার ময়দর আলী-(৪৫), মোঃ সোহেল মিয়া-(২২), মোঃ জামাল চৌধুরী-(৪২), কসবা উপজেলার মোঃ সাইফুল ইসলাম-(৩৭), মোঃ সাইফুল ইসলাম-(৩৭), আবু হানিফ মিয়া-(৫০), মোঃ আবুল খায়ের-(৬৫), মোঃ আবুল কালাম-(২৫), মোঃ শাহজাহান মিয়া-(৬৫), আলমগীর হোসেন-(১৯), ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার তারেকুল রহমান ইমন-(৩০), মোঃ হারুনুর রশিদ-(৪১), মোঃ ইউসুফ মিয়া-(৩৫), হান্নান মিয়া, গিয়াস উদ্দিন-(২৬), জসিম উদ্দিন- (২৩), শাফি মিয়া-(২৯), হাবিবুল্লাহ-(১৯), মঞ্জু মিয়া-(৩৫), সুজন মিয়া-(২৫),মোঃ জালাল আহমেদ-(৩৭), জামাল হাসান-(২৪), আলাল উদ্দিন-(৩০), আনিছুর রহমান, ফিরোজ সর্দার-(৩০), সাদেক মিয়া, আক্তার -(৩৮),দিদারুল ইসলাম-(৩৪),

এ ব্যাপারে জেলা পুলিশের বিশেষ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ডিআইওয়ান) মোঃ ইমতিয়াজ আহমেদ পিপিএম বলেন, গ্রেপ্তারকৃতরা সবাই বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মী। তারা সবাই গ্রেপ্তারী পরোয়ানার আসামী। গতকাল বৃহস্পতিবার সকালে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।
###

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়কে কেন্দ্র করে গ্রেপ্তার ৬৩


botvনিউজ:

সবার জন্য মানসম্মত এবং প্রযুক্তিনির্ভর শিক্ষা নিশ্চিত করতে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ৫৭টি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ প্রদান করা হয়েছে। প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচী পিইডিপি-৩ এর অর্থায়নে উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে এসব ল্যাপটপ বিতরণ করা হয়।

বৃহস্পতিবার সকালে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে প্রধান অতিথি হিসেবে বিদ্যালয় প্রধানদের হাতে ল্যাপটপ তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বি.এম মশিউর রহমান।

এ উপলক্ষে উপজেলা শিক্ষা কর্মকর্তা উম্মে সালমার সভাপতিত্বে ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে “শিক্ষা নিয়ে গড়ব দেশ-শেখ হাসিনার বাংলাদেশ”এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ল্যাপটপ বিতরণ ও বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ ইকবাল মিয়া, রবিউল আলম, এস.এম মশিউল আজমসহ উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
##

নাসিরনগরে ৫৭টি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ

শোক সংবাদ

ব্রাহ্মণবাড়িয়া শহরের কালাইশ্রীপাড়ার বাসিন্দা, মাছরাঙ্গা টেলিভিশনের ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি, আশেক মান্নার হিমেলের মাতা, ডেলটা লাইফ ইনসিওরেন্স কোম্পানি লিমিটেড, ব্রাহ্মণবাড়িয়া এজেন্সি অফিসে কর্মরত জুনিয়র এক্সিউটিভ অফিসার রাজিয়া সুলতানা ইন্তেকাল করেছেন ( (ইন্না— রাজিউন)।

বুধবার রাত সাড়ে ১০টায় ঢাকার একটি ক্লিনিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল-(৫৫) বছর। তিনি উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিক রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি দুই ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে যান। বৃহস্পতিবার বাদ জোহর লোকনাথ উদ্যানের (টেংকের পাড়) জামে মসজিদ প্রাঙ্গনে মরহুমার নামাজে জানাযা শেষে পৌর এলাকার শেরপুর কবরস্থানে তার লাশ দাফন করা হয়। নামাজে জানাযায় জেলার সর্বস্তরের সাংবাদিকগনসহ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

উল্লেখ্য মরহুমা রাজিয়া বেগম ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন জামির বড় বোন। এদিকে রাজিয়া সুলতানার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি খ.আ.ম. রশিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী। এক শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমার আত্মার মাগফেরাত কামনা করেন।
###

মাছরাঙ্গা টেলিভিশনের জেলা প্রতিনিধি হিমেলের মাতা রাজিয়া সুলতানা ইন্তেকাল

botv.নিউজ:

প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটাক্ষ করায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মো. মোবারক করিম নামে এক সরকারি কর্মচারিকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (০৮ ফেব্রুয়ারি) বিকেলে স্থানীয় জনতা আটক করে তাকে পুলিশের কাছে তুলে দেয়। সে উপজেলা প্রাণিসম্পদ হাসপাতালের ভেটেরিনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ফেসবুকের একটি স্ট্যাটাসে একদিকে খালেদা জিয়া ও অন্যদিকে সাপের ছবি দিয়ে লেখা হয় কে বেশি ভয়ংকর। ওই স্ট্যাটাসের কমেন্টস বক্সে আব্দুল করিম লেখেন ‘শেখ হাসিনা’। বিষয়টি জানার পর স্থানীয় লোকজন তাকে হাসপাতালের ভেতরেই আটকে রেখে পুলিশের   কাছে সোর্পদ করে।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন তরফদার জানান, এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হচ্ছে।

প্রধানমন্ত্রীকে কটাক্ষ করায় আখাউড়ায় সরকারি র্কমচারি আটক


botvনিউজ:

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ঘাটিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪ ছাত্রীকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় মহিলাসহ তিন অপহরণকারীকে আটক করেছে পুলিশ।

বুধবার বেলা ১১টার দিকে সদর উপজেলার বরিশল গ্রামের ৪স্কুল ছাত্রী ঘটিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার সময় অপহরণকারীরা তাদেরকে কৌশলে অটোরিক্সায় তুলে নেয়, স্কুলটি অতিক্রম করার পর লিমা নামের স্কুল ছাত্রী বুঝতে পেরে অটোরিক্সা থেকে লাফিয়ে পরে গুরুতর আহত হয়। এলাকাবাসী এইদৃশ্য দেখে অটোটি থামিয়ে  মহিলাসহ ৩ অপহরণকারীকে আটক করে। পরে পুলিশের হাতে তুলে দেয়।

অপহৃত ছাত্রীরা হচ্ছে ঘাটিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেনীর ছাত্রী লিমা আক্তার-(৮) ও সাদিয়া আক্তার, তৃতীয় শ্রেনীর ছাত্রী শান্তা ও জান্নাত।অসুস্থ্য অবস্থায় লিমাকে জেলা সদর হাসপাতালে ভর্তি করার পর তার অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করা হয়।

আটক অপহরনকারীরা হচ্ছে সদর উপজেলার রাধিকা গ্রামের দারগ আলীর ছেলে হিরন মিয়া- (২০), আবির খানের ছেলে শরিফ খান-(২২),  এবং নরসিংসার গ্রামের তামান্না আক্তার (২০)।

ঘাটিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাদিয়া আফরিন বলেন, সাকিলা,শান্তা ও জান্নাত  তাদেরকে স্কুলের সামনে নামিয়ে দিবে বলে জোর করে অটোরিক্সায় উঠানো হয়। কিন্তু অটোটি স্কুলের সামনে আসার পর তাদের না নামিয়ে চলে যেতে থাকে, তখন লিমা অটো থেকে লাফিয়ে পরে আহত হয়।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুব্রত কুমার বনিক, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবদুস সামাদ আকন্দ ও উপজেলা সহকারি প্রাথমিক অফিসার জহিরুল ইসলাম লিমাকে সদর হাসপাতালে দেখতে যান।

এ ব্যাপারে জেলা শিক্ষা অফিসার সুব্রত কুমার বনিক বলেন, জেলা প্রশাসক ও প্রাথমিক শিক্ষা অফিস অসুস্থ্য লিমার চিকিৎসার দায়িত্ব  নিয়েছে।

সদর মডেল থানার অফিসার   ইন্চার্নজ  নবীর হোসেন বলেন,  ৩ জন  অপহরণকারীকে আটক করা হয়েছে। তদন্তক্রমে ব্যবস্থা গ্রহণ করা হবে।

###

 

৪ স্কুল ছাত্রীকে অপহনের সময় ৩ অপহরনকারীকে আটক করে পুলিশে দিয়েছে


ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের ৫৪ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।  মঙ্গলবার সকাল থেকে গতকাল বুধবার সকাল পর্যন্ত ২৪ ঘন্টায় জেলার বিভিন্ন উপজেলা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, মিজানুর রহমান ভুইয়া (৫৬), আবু হানিফ-(৫২), মোঃ সাদ্দাম হোসেন-(২৬), রায়হান মিয়া-(২১), শফিক মিয়া-(৫০), রমজান মিয়া (২২), সোহাগ মিয়া-(২৫), সমীর খান-(৪৫), মোঃ আক্কাস-(৩৮), বাদল-(৩০), মাজ্হারুল হক- (৪০), মোঃ কামাল হোসেন-(৪০), শুক্কুর আলী- (৩৫), কাজী শফিকুল রহমান-(৪৬), মোঃ হারুনুর রশিদ-(৪১), শাহাদাৎ হোসেন-(২৫), বুলবুল আহম্মদ মুছা-(৪৫), মোঃ আল আমিন-(৩৫), সাইন উদ্দিন-(৩৫), আহসান হাবীব-(৩৮), রায়হান সিকদার-(৩৫), ইমাম হোসেন-(২৭), তফসির- (৩০), শেখ জামাল মিয়া-(৩২), শাহাদত হোসেন- (৩৫), রিপন মোল্লা-(২৫), ফেরদৌস মিয়া- (৩০), মোঃ কাউছার মিয়া, শরিফ-(২৫), সৈয়দটুলা, কামরুল ইসলাম-(২৮). ইউনুছ মিয়া-(৩৮), মোঃ সামসু মিয়া-(৪০), মোঃ লিটন মিয়া-(৩৮), হোসেন আহাম্মেদ-(৬০), জালাল উদ্দিন-(৪৩), শুক্কু মিয়া- (৩০), আলমগীর হোসেন-(২৪), মোঃ মোমেন- (৩১), মোঃ সাইদুল ইসলাম-(৩৫), তৈয়ব আলী-(২৯), ইউসুফ মিয়া, বাবুল মিয়া-(৩২), মোঃ আবুল কালাম-(৪৫), মোঃ বাবুল গাজী-(৩৮), মোঃ আবুল কালাম-(৪০), মোঃ মিজানুর রহমান-(৪৫), আবু হানিফ-(৩৫), মোঃ দুলাল মিয়া-(৪৩), মোঃ ইয়ার খাঁন, মফিজুল ইসলাম সরকার, বিল্লাল ভূইয়া- (৩৪), মোঃ খাবিরুর রহমান মনির-(৩৬) ও আমশু মিয়া-(৩৪)।

এ ব্যাপারে জেলা পুলিশের বিশেষ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ডিআইওয়ান) মোঃ ইমতিয়াজ আহমেদ পিপিএম বলেন, গ্রেপ্তারকৃতরা সবাই বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মী। তারা সবাই গ্রেপ্তারী পরোয়ানার আসামী। গতকাল বুধবার সকালে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির ৫৪ নেতা-কর্মী আটক

botv নিউজ:

ব্রাহ্মণবাড়িয়া অনলাইন টিভি স্টুডিও তে বিশিষ্ট দলীল লেখক ও  বিওটিভি”র সাংবাদিক সফিকুল হক সাকিলের জন্মদিন পালন করা হয়। মঙ্গলবার সন্ধ্যায় অনলাইন টিভি’র অস্থায়ী কার্যালয়ে কেক কেটে ও মিষ্টিমুখ মাধ্যমে জন্মদিন উদযাপন করা হয়। জন্মদিনে সহকর্মী ও বন্ধু-বান্ধব সহ ব্রাহ্মণবাড়িয়ার উদীয়মান ব্যাক্তিবর্গ উপস্থিত থেকে সাকিলের দীর্ঘায়ূ ও সুস্বাস্থ্য কামনা করেন।

এসময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া অনলাইন টিভি’র প্রকাশকও সম্পাদক সাবেক ছাত্রনেতা হাবিবুর রহমান পারভেজ, বিশিস্ট সাংবাদিক মাসুক হৃদয়,জেল ছাত্রলীগের সদ্য সাবেক সাধারন সম্পাদক মো: রাসেল মিয়া, সুপার ক্রিসেন্ট ক্লিনিক এর মো: ইদ্রিস মিয়া,   আদর্শ কিন্ডার গার্টেন এর সহকারী শিক্ষক তাসলিমা বেগম, অংকুর অন্বেষা বিদ্যাপীঠের সহকারী শিক্ষক ও আবৃত্তিশিল্পী শারমিন সুলতানা, বাংলা নিউজ২৪ এর জেলা প্রতিনিধি মেহেদি নুর পরশ, একটি বাড়ি একটি খামার প্রকল্পের সিও নজরুল ইসলাম, আ ব র নি সংগঠনের সুমন আহমেদ. হেলাল আহমেদ ও আবু সালেক ।

ব্রাহ্মণবাড়িয়া অনলাইন টিভি উদ্যোগে সফিকুল হক সাকিলের জন্মদিন উদযাপন

 

 

botvনিউজ:

ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক, সাংবাদিক নেতা মোঃ বাহারুল ইসলাম মোল্লা ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন।গত ২৯ জানুয়ারি তিনি এই কমিটির সদস্য নির্বাচিত হন।

দায়িত্ব পালনে তিনি  র্সবস্থরের জনগনের কাছে যার যার জায়গা থেকে সহযোগিতা প্রত্যাশা করেছেন।

উল্লেখ্য সাংবাদিক মোঃ বাহারুল ইসলাম মোল্লা দক্ষতা ও সুনামের সাথে সদর উপজেলা শিক্ষা কমিটি, সদর উপজেলা শিল্পকলা একাডেমী, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি, ব্রাহ্মণবাড়িয়া ইউনিটের কার্যকরী কমিটির সদস্য, সুর সম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গন পরিচালনা কমিটির সদস্য এবং শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্মৃতি পাঠাগারের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

এছাড়াও তিনি পাঠকনন্দিত পত্রিকা দৈনিক যায়যায়দিনের ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি এবং দৈনিক ব্রাহ্মণবাড়িয়ার ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্ব পালনের পাশাপাশি  ব্রাহ্মণবাড়িয়া জেলা পাবলিক লাইব্রেরী, জেলা শিল্পকলা একাডেমী, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি, ব্রাহ্মণবাড়িয়া ইউনিট এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের রোগী কল্যাণ কমিটির আজীবন সদস্য।

ব্রাহ্মণবাড়িয়া জেলার  মুক্তিযোদ্ধের পক্ষের সকল সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন গুলোর সাথে নিবিড় সম্পর্কের মাধ্যমে সকলের কাছে স্পষ্টবাদী সাহসী সাংবাদিক হিসেবে পরিচিত। আগামী দিনে যে কোনো গুরুত্বপূর্ণ  সংগঠনের বড় দায়িত্ব পালন করার যোগ্যতা রাখেন।

ব্রাহ্মণবাড়িয়া অনলাইন টিভি ”র পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা, সেই সাথে সাংবাদিক বাহার মোল্লার সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যত কামনা করছি।

###

উপজেলা নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা কমিটির সদস্য নির্বাচিত হলেন সাংবাদিক বাহারুল মোল্লা

 

botvনিউজঃ

ব্রাহ্মণবাড়িয়ায় জেলা বিএনপির সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি ও সাধারণ সম্পাদক জহিরুল হক খোকনসহ ৬০ নেতাকর্মীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুনীর কামাল-এর আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

আদালত পরিদর্শক মো. মাহাবুবুর রহমান জানান, ২০১৫ সালের ৬ জানুয়ারি জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের ৬৩ নেতাকর্মীর বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় বিস্ফোরক আইনের একটি মামলা দায়ের করে পুলিশ। ওই মামলায় পুলিশি প্রতিবেদনের প্রেক্ষিতে গত ৭ জানুয়ারি শুনানির দিন ধার্য্য ছিল। ওই দিন আসামিরা আদালতে হাজির না হওয়ায় পুনরায় আজ সোমবার শুনানির দিন ধার্য্য হয়। এইদিন অভিযুক্তদেরকে অব্যাহতির জন্য আবেদন করেন আসামি পক্ষের আইনজীবীরা। আদালত জামিন আবেদন না মঞ্জুর করে মামলায় অভিযুক্ত অভি, জাফর ও সিয়াম নামে তিনজন বাদে বাকিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

প্রসঙ্গত, ২০১৫ সালের ৫ জানুয়ারি শহরের কালিবাড়ি মোড়, তোফায়েল আজম কিন্ডার গার্টেন এলাকাসহ বিভিন্ন স্থানে পুলিশ ও বিএনপি কর্মীদের সংঘর্ষ হয়। এ ঘটনায় পুলিশ ৬৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত শতাধিক নেতাকর্মীকে আসামী করে মামলা দায়ের করে পুলিশ।

সভাপতি, সাধারণ সম্পাদকসহ ৬০ নেতাকর্মীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি।

ফেসবুকে আমরা..