botvনিউজঃ

২০১৮ সালের ডিসেম্বরের মধ্যে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ি ভিক্ষুক মুক্ত দেশ ঘোষণা করার লক্ষ্যে

রবিবার সকালে সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নে ১৫ জন এবং নাটাই দক্ষিণ ইউনিয়নে ৯ জন ভিক্ষুককে পূর্নবাসনের লক্ষ্যে ভিক্ষুকদের মাঝে হাঁস-মুরগী ও ছাগল বিতরন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপ-পরিচালক মোঃ শামছুল হক, সদর উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল ফেরদৌস, সহকারি কমিশনার (ভূমি) মোঃ সোহেল রানা। এ সময় দুই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ভিক্ষুক মুক্ত দেশ গড়ার লক্ষ্যে ২৪ ভিক্ষুকের মধ্যে হাঁস-মুরগী-ছাগল বিতরণ

 

botv নিউজ:

ব্রাহ্মণবাড়িয়ায় পাসপোর্ট সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।

রবিবার সকালে পৌর এলাকার পূর্ব মেড্ডা আঞ্চলিক পাসপোর্ট অফিসে প্রধান অতিথি হিসেবে সেবা সপ্তাহ উদ্বোধন করেন জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান। পরে তিনি পাসপোর্ট অফিসের বিভিন্ন শাখা পরিদর্শন করেন।

পরির্দশন শেষে জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান সাংবাদিকদের বলেন, বর্তমান সরকারের আমলে পাসপোর্ট সেবা ডিজিটালের আওতায় আনা হয়েছে। এতে জনগনের জন্য এই সেবা পাওয়া সহজ হয়ে গেছে। তিনি পাসপোর্ট অফিসের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে বলেন, পাসপোর্ট করতে এসে সাধারণ মানুষ যেন হয়রানির শিকার না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। জনগনের নিঃস্বার্থ সেবা নিশ্চিত করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক তারিক সালমান, উপ-সহকারী পরিচালক আজিজুল হক খান, উচ্চমান সহকারী মোঃ ছালেম, অফিস সহকারী মোহাম্মদ আবুল হাসেম, মোঃ ইকবাল হোসেন সহ কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।
ব্রাহ্মনবাড়িয়া অনলাইন টিভি।

ব্রাহ্মণবাড়িয়ায় পাসপোর্ট সেবা সপ্তাহ উদ্বোধন জেলা প্রশাসক রেজুয়ানুর রহমান ।

botvনিউজঃ

নিয়মিত মামলার আসামী গ্রফেতার অভিযান পরিচালনা করে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা, আখাউড়া, আশুগঞ্জ ও সদর মডলে থানা হতে র্সবমোট  ১১ জনবকে বভিন্নি মামলায় গ্রফেতার করা হয়ছে।গ্রেফতারকৃত ব্যক্তদিরে সর্ম্পকে তথ্যাদি ও মামলা সংক্রান্ত বিবরন নিচে দেয়া হলো।

 

০১। মোঃ শফিকুুল ইসলাম, পিতা- মৃত সুবেদ আলী, সাং- মনকশাইর, থানা-কসবা, জেলা- ব্রাহ্মণবািড়য়া।  ৬নং  ওয়ার্ড যুব দলের প্রচার সম্পাদক। ০২। মোঃ আরকান,পিতা-মোঃ আব্দুল রাজ্জাক, সাং-চরনালউত্তর পাড়া,কসবা পৌরসভা, থানা-কসবা, জেলা- ব্রাহ্মণবািড়য়া। ৩নং ওয়ার্ড যুব দলের সহ সমাজ কল্যান সম্পাদক। তাদের বিরুদ্ধে  কসবা থানার মামলা নংপেনাল কোড,তৎসহ ১৯০৮সনের বিস্ফোরক উপাদানাবলী আইনের মামলা ।

 

০৩। মোঃ আমজাদ খাঁন (৪৭),পিতা-সাজন খাঁন তার বিরুদ্ধে  (ক) আখাউড়া থানার মামলা নং ০২  ধারা-১৯৯০ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯ (১) এর টেবিল ৯ (ক)/৩ (খ)/২৫ (খ) আখাউড়া থানার মামলা নং  আখাউড়া  মামলা নং ২১(১১)০৬ ধারাপেনাল কোড রুজু আছে। ০৪।আসামী পলাশ (৪৫),পিতা-মৃত সুলতান আহাম্মদ খাঁন,উভয় সাং-দেবগ্রাম,থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়া তার বিরুদ্ধে লাকসাম রেলওয়ে থানার মামলা নং ০৩ ইং ধারা-১৯৯০ সনেরমাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯ (১) এর টেবিল ৭ (ক) রুজু আছে।

 

০৫। মোঃ আবদু মিয়া (৪০), পিতা-দারু মিয়া, সাং-চরচারতলা-মধ্যপাড়া, যুগ্ম সাধারন সম্পাদক, বিএনপি, আশুগঞ্জ উপজেলা ০৬। আলমগীর-৪৩, পিতা-মৃত শামছুল হক, সাং-আশুগঞ্জ পশ্চিম বাজার, যুগ্মসাধারন সম্পাদক, বিএনপি, আশুগঞ্জ উপজেলা, ০৭। হুমায়ুন কবীর-৪০, পিতা-মতি মিয়া, সাং-বড়তল্লা-মধ্যপাড়া, সাধারণ সম্পাদক, বিএনপি, সদর ইউনিয়ন, আশুগঞ্জ উপজেলা ০৮। আব্দুস সালামসরকার-৪৭, পিতা-মৃত আজিজ, সাং-চরচারতলা শরীয়তনগর,  বিএনপির সমর্থক, সর্বথানা-আশুগঞ্জ, জেলা-ব্রাহ্মণবাড়িয়া ০৯। খলিলুর রহমান ৪২, পিতা-মৃত ইদ্রিছ মিয়া, সাং-দূর্গাপুর, থানা-আশুগঞ্জ, জেলা-ব্রাহ্মণবাড়িয়াদের বিরুদ্ধেআশুগঞ্জ

 

১০। সাইফুল আলম ফিলিপ(৪৫), পিতা-মৃত সিদ্দিক মিয়া, সাং-কান্দিপাড়া থানা ও  জেলা ব্রাহ্মণবাড়িয়া এর বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার মামলাবাংলাদেশ গ্যাস আইনের১২ ধারা ১১। জসিম মিয়া(৩০), পিতা-মোখলেছুর রহমান, সাং- কাজীপাড়া, থানা ও জেলা-ব্রাহ্মণবাড়িয়া।

 

 

Attachments area

র্সবমোট ১১ জনবকে বভিন্নি মামলায় গ্রফেতার করা হয়ছে

 

বাংলাদেশ ছাত্রলীগ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার ২৯ তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল দশটায় জেলা শহরে জাতীয় বীর আব্দুল কুদ্দুছ মাখন মুক্তমঞ্চে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের উদ্বোধন করেন ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি সাইফুর রহমান সোহাগ। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগ এর সভাপতি উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।

ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সভাপতি মো. মাসুম বিল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য এডভোকেট ফজিলাতুন্নেসা বাপ্পি, ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন, সহ-সভাপতি আল আমিন, মনির হোসেন, উপ সাংস্কৃতিক সম্পাদক শাহীন আলম, উপ-পরিবেশ বিষয়ক সম্পাদক ইফতেখার আহমেদ চৌধূরী সজিব, উপ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক নাঈমুর রহমান, উপ-কর্মসূচী ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক মুরাদ হায়দার টিপু, উপ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক রুবেল আহমেদ, সহ-সম্পাদক মহশীন উদ্দিন হিমন, সহ সম্পাদক শিরিন শিলা ও কুতুব উদ্দিন ভূইয়া আইবেক প্রমূখ।
সভায় বক্তারা বলেন সবাইকে ঐক্যবদ্ব হয়ে আগামী নির্বাচনে নৌকার জয় নিশ্চিত করে শেখ হাসিনাকে সোনার বাংলা গড়তে ঝাপিয়ে পড়তে হবে।
ব্রাহ্মণবাড়িয়া অনলাইন টিভি

ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত

botvনিউজঃ

কাজিপাড়ার কৃতিসন্তান আট নং ওয়ার্ড কাউন্সিলর সমাজ সেবায়-২০১৮ নবাব স্যার সুলিমুল্লাহ গোল্ড মেডেল শ্রেষ্ঠ কাউন্সিলরের বিষেশ সম্মাননা পেয়েছেন কাজিপাড়ার কৃতিসন্তান শাহ মোঃ শরিফ ভান্ডারী ।

গত বুধবার সন্ধ্যায় বাংলাদেশ ফটোজানালিষ্ট এসোসিয়েশন মিলনায়তনে চট্রলা ফাউন্ডশনের উদ্যোগে এ সম্মাননা প্র্রধান করেন বাংলাদেশ সুপ্রীম কোর্ট আপিল বিভাগের বিচারপতি ছিদ্দিকুর রহমান মিয়া।

বিশ্ব মানবাধিকার ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ আতাউল্লা খানের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি ছিলেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কামাল উদ্দিন আহমেদ।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের প্রো-ভিসি ডা. শহিদুল্ল সিকদার, শিক্ষা মন্ত্রনালয়ের উপ সচিব তপন কুমার নাত, অর্থ মন্ত্রনালয়ের অতিরিক্ত পীরজাদা শহিদুল হারুন প্রমুখ ।

এ সময় পৌর কাউন্সিলর শাহ মোহাম্মদ শরীফ ভান্ডারী সকলের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন এ সম্মানা আগামী দিনে আমাকে আরো সমাজ সেবা করতে অনুপ্রাণিত করবে ।

শ্রেষ্ঠ কাউন্সিলর হিসেবে নবাব স্যার সুলিমুল্লাহ স্বর্ন পদক পেয়েছে শাহ শরিফ ভান্ডারী

 

botv নিউজঃ

দীর্ঘ ৫ বছর পর আগামীকাল ২ ফেব্রুয়ারি শুক্রবার অনুষ্ঠিত হবে ব্রহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সম্মেলন।

সকাল ১০টায় স্থানীয় লোকনাথ উদ্যানে (টেংকের পাড়) অনুষ্ঠিতব্য সম্মেলনে প্রধান অতিথি থাকবেন স্থানীয় সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামীলীগের কার্য নির্বাহী কমিটির সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী।
সম্মেলন উদ্বোধন করবেন বাংলাদেশ ছাত্রলীগের কার্য নির্বাহী কমিটির সভাপতি সাইফুর রহমান সোহাগ।

জেলা ছাত্রলীগের সভাপতি মাসুম বিল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি থাকবেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক এমপি, সাবেক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অবঃ) এবি তাজুল ইসলাম এমপি, ফয়জুর রহমান বাদল এমপি, অ্যাডভোকেট ফজিলাতুন্নেসা বাপ্পী এমপি ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার।

প্রধান বক্তার বক্তব্য রাখবেন বাংলাদেশ ছাত্রলীগের কার্য নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক এস.এম. জাকির হোসাইন।

বিশেষ বক্তার বক্তব্য রাখবেন বাংলাদেশ ছাত্রলীগের কার্য নির্বাহী কমিটির সহ-সভাপতি মোঃ আল-আমিন, মোঃ মনির হোসেন প্রমুখ।

দীর্ঘ ৫ বছর পর ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সম্মেলন

 

 

BOTV এনালাইসেস্  রির্পোট:

আগামী ২রা ২০১৮ইং ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের চার দফা সম্মেলনের তারিখ পরিবর্তনের পর ২ তারিখ সম্মেলন অনুষ্ঠিত হবেই হবে-এই ব্যাপারে নিশ্চিত করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।

বাংলাদেশ ছাত্রলীগ, ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা’র ১ম দফা সম্মেলনের তারিখ ঘোষনার পর থেকে ব্রাহ্মণবাড়িয়া অনলাইন টিভি’র ব্যাক্তিগত উদ্যোগে কে হবে জেলা ছাত্রলীগের পরবর্তি অভিভাবক এই বিষয়ে এনালাইসেস শুরু করে।

আপনারা তো জানেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রি শেখ হাসিনার সাবেক একান্ত সচিব,বিশিষ্ট লেখক, বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী উপ-র্নিবাচনে ব্রাহ্মণবাড়িয়-৩  (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য নির্বাচিত হবার পর জেলা ছাত্রলীগ থেকে শুরু করে আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠন গুলোকে গঠনতন্ত্র আর নীতিমালা অনুসারে নেতাকর্মীদের সাথে পরামর্শ করে নতুন করে ঢেলে সাজিয়েছে। যেকারণে ব্রাহ্মণবাড়িয়াবাসী অন্য যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি শান্তিতে আর নিরাপদে বসবাস করছে।

বাংলাদেশ ছাত্রলীগের সাংগঠনিকনেত্রি জননেত্রি শেখ হাসিনার ঘোষনাতে ছাত্রলীগনেতা নির্বাচনের ক্ষেত্রে যে কয়টি যোগ্যতা যেমন: অধ্যায়নরত ছাত্র, অবিবাহিত, উনত্রিশ বছর বয়সের হতে হবে। এছাড়া বর্তমান ব্রাহ্মণবাড়িয়ার রাজনীতি অবস্থা, ভৌগলিক অবস্থান, ব্যাক্তিগত, সামাজিক ও সাংগঠনিক দক্ষতা-যোগ্যতা উপর সমান গুরুত্ব দেওয়া হয়েছে আমাদের এই এনালাইসেস্ এর ক্ষেত্রে। সম্পূর্ণ  সততার মধ্যে বর্তমান পেক্ষাপটে যা উঠে এসেছে, ব্রাহ্মণবাড়িয়া অনলাইন টিভি’র এনালাইসেস্ এর মাধ্যমে প্রকাশ করা হল, তবে সবাই এর সাথে একমত না ও হতে পারেন। সেক্ষেত্রে শালিন ভাষায় নিচের মন্তব্য কলামে মতামত প্রকাশ করতে পারেন। তবে অসাম্প্রদায়িক মুক্তিযোদ্ধের পক্ষের সোনার বাংলা বির্নিমাণে উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য ব্রাহ্মণবাড়িয়ায় সব কয়টি আসনে আওয়ামীলীগের মনোনিত প্রার্থীদের বিজয়ের মাধ্যমে শেখ হাসিনা’র সরকারকে র্পূনরায় রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে হবে এই বিষয়টি মাথায় রাখতে হবে।

এনালাইসেস এর মাধ্যমে উঠে আসা এখন পযর্ন্ত যে কয়টি প্রার্থী মাঠে টিকে আছে তাদের কেউ যোগ্যতা দিয়ে একতরফা জনপ্রিয়তা র্অজন করতে পারেনি। সবাই কোনো না ভাবে যোগ্য।

ব্রাহ্মণবাড়িয়া অনলাইন টিভি’র এনালাইসেস বলে,

রেদুয়ান আনসারি রিমু – সভাপতি

মেহেদী হাসান লেলিন – সাধারণ সম্পাদক

হতে পারে, যদি রিমু’র সার্টিফিকেট আর লেলিনের মামলা বাদা না হয়।

সেক্ষেত্রে,

মো: মমিন মিয়া – সভাপতি

শাহাদাত হোসেন শোভন – সাধারণ সম্পাদক

হতে পারে,

হতে পারে, যদি মোমিনের বহিস্কৃত হয়ে প্রত্যাহার আর শোভনের সাবেক ছাত্রনেতাদের প্রভাব এই বিষয় গুলো বাদা না হয়।

সেক্ষেত্রে,

রবিউল ইসলাম রুবেল – সভাপতি

মো: সাইদুল ইসলাম – সাধারণ সম্পাদক

হতে পারে, যদি ও  এইটা  হবে জেলা ছাত্রলীগের ইতিহাসে সবচেয়ে র্দূ্বল কমিটি। জাতীয় র্নিবাচনকে সামনে রেখে এই  চিন্তায় বাদ পরে।

সেক্ষেত্রে,

মেহেদী হাসান লেলিন – সভাপতি

শাহাদাত হোসেন শোভন – সাধারণ সম্পাদক

হতে পারে, যদি তাদের ভৌগলিক অবস্থান এক বলে কোনো সমস্যা মনে না করা হয়, আর যদি  এই সমস্যা হয়।

সেক্ষেত্রে,

রেদুয়ান আনসারি রিমু – সভাপতি

মো: মমিন মিয়া – সাধারণ সম্পাদক

হতে পারে, এখানেও ভৌগলিক অবস্থানের প্রশ্ন উঠেতে পারে।

সেক্ষেত্রে,

মেহেদী হাসান লেলিন – সভাপতি

মো: মমিন মিয়া – সাধারণ সম্পাদক

অথবা,

রবিউল ইসলাম রুবেল – সভাপতি

শাহাদাত হোসেন শোভন – সাধারণ সম্পাদক

হতে পারে, আর যদি  ছাত্র সংসদ নির্বাচনের কথা চিন্তা করে রুবেল আর শোভনকে জেলা ছাত্রলীগের দায়িত্ব না আনা হয় ।

তাহলে এর চেয়ে আরো তরুণদের হাতে জেলা ছাত্রলীগের দায়িত্ব চলে যেতে পারে বলে অনলাইন টিভি এনালাইসেস্ এর উঠে এসেছে।

সেক্ষেত্রে কে হচ্ছে, ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের পরবর্তী অভিভাবক…?

তা দেখার জন্য আমাদের ২তারিখ রাত পযর্ন্ত আমাদের অপেক্ষা করতে হবে। তবে এই কথা সত্য ছাত্রলীগের গঠনতন্ত্র বাহিরে কিছুই হবে না। তার জন্য বয়স না  থাকার কারণে অনেক যোগ্য ছাত্রনেতাদের নাম আসেনি BOTV এনালাইসে্স এ ।

উলেখ্য: সর্বশেষ ২৪ ফেব্রুযারি-২০১৩ সালে (জাহাঙ্গীর ও পারভেজ)এর নেতৃত্বে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়।উক্ত সম্মেলনে (মাসুম ও রাসেল) এর হাতে জেলা ছাত্রলীগের দায়িত্ব হস্তান্তর করা হয়।

 

২ তারিখ জেলা ছাত্রলীগের সম্মেলন নিশ্চিত, কার কাদে উঠবে ছাত্রলীগের দায়িত্ব

botvনিউজ:

সদর উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল ফেরদৌস বলেছেন, সদর উপজেলার সার্বিক আইন-শৃংখলা পরিস্থিতি সন্তোষজনক। তিনি মঙ্গলবার সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পরিষদের মাসিক আইন-শৃংখলা কমিটির সভায় সভাপতির বক্তব্যে একথা বলেন।

এ সময় তিনি আরো বলেন, সদর উপজেলার আইন-শৃংখলা পরিস্থিতির যাতে অবনতি না হয় সেদিকে সকলকে খেয়াল রাখতে হবে।

তিনি বলেন,আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ইউপি চেয়ারম্যানদের গুরুত্বপূর্ন ভূমিকা রয়েছে। সেজন্য ইউপি চেয়ারম্যানদেরকে নিজ নিজ এলাকার প্রতি খেয়াল রাখার আহবান জানান। তিনি রাতের বেলা সড়ক-মহাসড়কসহ উপজেলার গুরুত্বপূর্নস্থানে পুলিশী টহল বাড়ানোর জন্য আইন-শৃংখলা বাহিনীর প্রতি আহবান জানান ।

সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাজী মোঃ মহসিন মিয়া, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডঃ তাসলিমা সুলতানা খানম নিশাত, সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ সোহেল রানা, চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাষ্ট্রির সভাপতি আলহাজ্ব আজিজুল হক, বাসুদেব ইউপি চেয়ারম্যান মোবাশ্বের আলম ভূইয়া, সাদেকপুর ইউপি চেয়ারম্যান অ্যাডঃ আবদুল হাই, মজলিশপুর ইউপি চেয়ারম্যান মোঃ তাজুল ইসলাম, রামরাইল ইউপি চেয়ারম্যান শাহাদাত হোসেন, বুধল ইউপি চেয়ারম্যান আবদুল হক, মাছিহাতা ইউপি চেয়ারম্যান আলামিনুল হক, কমরেড নজরুল ইসলাম প্রমুখ।

সভায় বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গনসহ আইন-শৃংখলা কমিটির সদস্যগন উপস্থিত ছিলেন।
###

সদর উপজেলার সার্বিক আইন-শৃংখলা পরিস্থিতি সন্তোষজনক

botv নিউজ:

ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে বিকাল ৪টায়  প্রায় ১৫০ হিজড়া’দের মাঝে কম্বল বিতরণ করেন।

ব্রাহ্মণবাড়িয়া পুলিশের  এর পক্ষ থেকে কম্বল বিতরণ করেন  অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন)জনাব মোহাম্মদ ইকবাল হোসাইন।

অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার মহোদয় বলেন, হিজড়া জনগোষ্ঠিকে কোন ভাবেই আলাদা করে দেখার বা সামাজিক ভাবে তাদেরকে অমর্যাদা করার কোন সুযোগ নেই । তারা ও আমাদের মতই মানুষ । তাদের ও রয়েছে রাষ্ট্রের সকল সুযোগ সুবিধা ভোগ করার অধিকার। জন্মের পর থেকে তাদেরও রয়েছে সাধারণ মানুষের মত শিক্ষা, চিকিৎসা, বাসস্থান সহ সকল প্রকার সুযোগ সুবিধা পাবার । তাই সকলকে স্ব-স্ব অবস্থান থেকে সরকারের পাশাপাশি বেসরকারী সংস্থা ব্যক্তি প্রতিষ্ঠান সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে হিজড়া জনগোষ্ঠির জীবনমান উন্নয়নে এগিয়ে আসতে হবে ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সদর দপ্তর সিনিয়র সহকারি পুলিশ সুপার ,  জেলা বিশেষ শাখা সহকারি পুলিশ সুপার ও জেলা  বিশেষ শাখা ডিআইও-১ ।

হিজড়াদের মাঝে কম্বল বিতরণ করলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ

ফেসবুকে আমরা..