botvনিউজ:
সবার জন্য মানসম্মত এবং প্রযুক্তিনির্ভর শিক্ষা নিশ্চিত করতে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ৫৭টি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ প্রদান করা হয়েছে। প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচী পিইডিপি-৩ এর অর্থায়নে উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে এসব ল্যাপটপ বিতরণ করা হয়।
বৃহস্পতিবার সকালে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে প্রধান অতিথি হিসেবে বিদ্যালয় প্রধানদের হাতে ল্যাপটপ তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বি.এম মশিউর রহমান।
এ উপলক্ষে উপজেলা শিক্ষা কর্মকর্তা উম্মে সালমার সভাপতিত্বে ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে “শিক্ষা নিয়ে গড়ব দেশ-শেখ হাসিনার বাংলাদেশ”এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ল্যাপটপ বিতরণ ও বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ ইকবাল মিয়া, রবিউল আলম, এস.এম মশিউল আজমসহ উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
##
Leave a Reply