জেলা ছাত্রলীগের সাবেক  সম্পাদক সৈয়দ মো: আরাফাত এর বাবা কাজীপাড়া নিবাসী সৈয়দ সোহাগ মিয়া(৮২) সোমবার দুপুর ১:৩০টায়   ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে,(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলায়হি রাজীউন)।সোমবার মাগরিব নামাজের জানাজা শেষে মৌলভী হাটি কবরস্থানে দাফন করা হয়।

মৃত্যুকালে তার স্ত্রী ১ ছেলে ৩ মেয়ে সহ অসংখ্য গুণীজ্ঞাহি রেখে গেছেন।

আরাফাতের বাবার ইন্তেকাল, এলাকায় শোকের ছায়া।

BOTVনিউজ:

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ১০২ বস্তা ইউরিয়া সারসহ একটি ট্রাক আটক করেছে ভ্রাম্যমান আদালত। গোপন সংবাদের ভিত্তিতে  রবিবার সকালে উপজেলার সৈয়দাবাদ এলাকা থেকে ট্রাকভর্তি এই ইউরিয়া সার উদ্ধার করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিনা ইসলাম।

জানা গেছে এই সার পাচারের জন্য ব্রাহ্মণবাড়িয়া থেকে সৈয়দাবাদ আনা হয়েছিল।

এ সময় ভ্রাম্যমান আদালত সারের মালিক ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার কাউতলী গ্রামের আবদুল আলীমের ছেলে রানা-(২০) নিয়ম বহির্ভূত ভাবে সার আনার অপরাধে সার ব্যবস্থাপনা আইনে ২৫ হাজার টাকা জরিমানা করেন। জব্দকৃত সারগুলো উপজেলা কৃষি অফিসের তত্ত্বাবধানে রয়েছে।

##

কসবায় ১০২ বস্তা ইউরিয়া সার জদ্ব করেছে ভ্রাম্যমাণ আদালত

botvনিউজঃ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে হাঙ্গার প্রকল্পের উদ্যোগে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলা সদরের কর্মকার পাড়ায় ইউপি সদস্য অরবিন্দ দত্তের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সরাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুব খান বাবুল।

উপজেলা সমন্বয়কারী মোঃ মুসা মিয়ার পরিচালনায় সভায় বক্তব্য রাখেন- আবদুল ফাত্তাহ মোঃ নাছির, শিক্ষক মোঃ রফিকুল ইসলাম, সমাজসেবক বিকাশ দাস ও দীপক কুমার দেবনাথ। সভায় মাদকের ভয়াবহতা সামাজিক ও আর্থিকভাবে ক্ষতির কথা উল্লেখ করে বক্তারা এবিষয়ে পারিবারিক এবং সামাজিক ভাবে গণসচেতণতা বৃদ্ধির আহবান জানান।

##

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত

botvনিউজঃ
ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইসলামিয়া ইউনুসিয়া মাদরাসার ছাত্রাবাসের ভিত্তিপ্রস্তর উদ্বোধন না করায় উদ্বোধনের জন্য নির্মিত স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের নামফলক অবশেষে খুলে ফেলেছেন মাদরাসা কর্তৃপক্ষ। গত শনিবার বিকেলে জামিয়া ইসলামিয়া ইউনুসিয়া মাদরাসার প্রতিষ্ঠাতা মরহুম ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম (রহঃ) নামে নতুন ছাত্রাবাসের ভিত্তিপ্রস্তর স্থাপনের কথা ছিল স্বরাষ্ট্র মন্ত্রীর।
খোঁজ নিয়ে জানা গেছে, শনিবার বিকেলে ওই ছাত্রবাসের ভিত্তিপ্রস্তর করার জন্য জামিয়া ইসলামিয়া ইউনুসিয়া মাদরাসায় যান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। সেখানে মন্ত্রী ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম (রহঃ) কবর জিয়ারত করে মাদরাসার কার্যালয়ে কর্তৃপক্ষের সাথে আলোচনায় বসেন। পরে ছাত্রাবাস নির্মানের জায়গাটি (ভূমি) নিয়ে বিরোধ থাকার কথা শুনে মন্ত্রী বলেন, ভূমির বিরোধ নিষ্পত্তি হওয়ার পর তিনি হেলিকপ্টারে এসে ভিত্তিপ্রস্তর স্থাপন করে যাবেন। পরে মন্ত্রী ছাত্রাবাসের ভিত্তিপ্রস্তর স্থাপন না করেই জেলা ঈদগাহ্ মাঠে জামিয়া ইসলামিয়া ইউনুসিয়া মাদরাসার ১০৫ তম ইসলামী মহাসম্মেলনে জেলা পুলিশ আয়োজিত পবিত্র হিফজুল কোরআন, কেরাত ও হামদ-নাত প্রতিযোগীতার পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে যোগ দেন।
এ ব্যাপারে জামিয়া ইসলামিয়া ইউনুসিয়া মাদরাসার সহকারি শিক্ষা সচিব মাওলানা আব্দুর রহিম বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী ভিত্তিপ্রস্তর উদ্বোধন না করায় আমরা নাম ফলকটি খুলে ফেলেছি। পরে মন্ত্রী যখন ভিত্তিপ্রস্তর উদ্বোধন করতে আসবেন তখন আবার নাম ফলকটি লাগানো হবে। তিনি আরো বলেন, জায়গা নিয়ে বিরোধের কথাটি সঠিক নয়, এই জায়গায় আগে দোতলা ভবন ছিল। সেটি ভেঙ্গে এখানে ছয়তলা ভবন নির্মানের কথা ছিল। তিনি আরো বলেন, যিনি জায়গার মালিকানা দাবি করছেন তার পৈর দাদা জায়গটি মাদরাসার নামে দান করে গেছেন।

স্বরাষ্ট্রমন্ত্রীর নামফলক খুলে ফেলছেন মাদরাসা কর্তৃপক্ষ

botv নিউজঃ

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা নির্বাহী অফিসার হাসিনা ইসলাম ব্রাহ্মণবাড়িয়া জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার নির্বাচিত হয়েছেন।

প্রশাসনিক দক্ষতা, আইন শৃংখলার উন্নয়ন, ভেজাল বিরোধী অভিযান পরিচালনা, মাদক ও চোলাচালান প্রতিরোধ, বাল্য বিবাহ রোধ, উন্নয়ন কর আদায় সহ সার্বিক কার্যক্রমের দক্ষতার কারনে জেলা প্রশাসক রজওয়ানুর রহমান তাঁকে জেলার শ্রেষ্ঠ ইউএনও হিসেবে ঘোষনা করেন।

এদিকে জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার নির্বাচিত হওয়ায় গতকাল শনিবার উপজেলার বিভিন্ন বিভাগীয় কর্মকর্তাসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ ইউএনও হাসিনা ইসলামকে অভিনন্দন জানিয়েছেন।

###

ব্রাহ্মণবাড়িয়া জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন হাসিনা ইসলাম

botvনিউজঃ

ভারতের ত্রিপুরা রাজ্যের বিধান সভার নির্বাচনকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। স্থলবন্দরের ব্যবসায়িদের সিদ্ধান্ত অনুযায়ি গতকাল শনিবার ও আজ রবিবার এ বন্দর দিয়ে ব্যবসায়িক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। তবে বন্দর দিয়ে যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।
আখাউড়া স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক ফোরকান আহমেদ খলিফা ও আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক শফিকুল ইসলাম জানান, আজ রবিবার ত্রিপুরার বিধানসভার নির্বাচন। যে কারণে ভারতীয় ব্যবসায়িদের সঙ্গে আলোচনা করে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়।

ত্রিপুরায় বিধান সভার নির্বাচন বন্ধ আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি

botv নিউজঃ

সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর সাধারণ সম্পাদক ও দ্য হাঙ্গার প্রজেক্টের কান্ট্রি ডিরেক্টর ড. বদিউল আলম মজুমদার বলেছেন, নাসিরনগরের হিন্দু পল্লীতে যে হামলা হয়েছে তাতে মায়ের বদন মলিন হয়েছে।

শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় হরিপুর ইউনিয়নের হরিপুর রাজবাড়িতে দ্য হাঙ্গার প্রজেক্ট আয়োজিত দিনব্যাপী আন্তঃসাম্প্রদায় সম্প্রীতি উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতের পংক্তি উল্লেখ করে তিনি বলেন, হিন্দু পল্লীতে হামলায় মায়ের বদন মলিন হয়েছে। কোনো ধর্মই দ্বন্দ্ব-সংঘাত হানাহানির কথা বলে না। এ কলঙ্কজনক হামলার কারণে সাম্প্রদায়িক ও ধর্মীয় সম্প্রীতি নষ্ট হয়েছে।
প্রাক্তন প্রধান শিক্ষক অনুকূল চন্দ্র দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত আন্তঃসাম্প্রদায় সম্প্রীতি উৎসবে ড. বদিউল আলম মজুমদার আরো বলেন, বাংলাদেশ স্বাধীনের জন্য শুধু মুসলমানই নয়, সব ধর্মের লোকজনই রক্ত দিয়েছেন। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আমরা আশা করি এ ধরণের কলঙ্কজনক ঘটনা আর বাংলাদেশে ঘটবে না।

এর আগে দুপুর ১২টায় পায়রা উড়িয়ে সম্প্রীতি উৎসবের উদ্বোধন করেন স্থানীয় মন্দিরের পুরোহিত সবুজ চক্রবর্তী ও মসজিদের ইমাম সোহরাব হোসেন।
উৎসবে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নাসিরনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাত, হরিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফারুক মিয়া ও ইউনিয়ন বিএনপির সভাপতি জামাল মিয়া প্রমুখ।
উৎসবে উপস্থিত ছিলেন, বৃটিশ হাইকমিশনের গভর্ন্যান্স টিম লিডার এ্যাসলিন বেকার, পেইভের রূপকার অ্যালিস্টার লেগ, দ্যা হাঙ্গার প্রজেক্টের প্রোগ্রাম ম্যানেজার সৈকত শুভ্র আইচ মনন প্রমুখ। আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। উদ্বোধনের আগে একটি সম্প্রীতি র‌্যালি ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। উৎসবে সহস্রাধিক লোক উপস্থিত ছিলেন।
উল্লেখ্য ২০১৬ সালের ২৯ অক্টোবর নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়নের হরিনবেড় গ্রামের জগন্নাথ দাসের ছেলে রসরাজ দাস-(৩০) নামক এক যুবক তার ফেসবুক আইডি থেকে ইসলাম ধর্মকে অবমাননা করে একটি ব্যাঙ্গাত্মক ছবি পোস্ট করে। এ খবর ছড়িয়ে পড়লে এলাকায় তীব্র উত্তেজনা দেখা দেয়। স্থানীয়রা ঐ যুবককে ধরে পুলিশের কাছে সোপর্দ করে। পরের দিন ৩০ অক্টোবর এলাকায় মাইকিং করে নাসিরনগর উপজেলা সদরে আহলে সুন্নাত ওয়াল জামাত এবং হেফাজত ইসলামের ব্যানারে পৃথক দু’টি সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সমাবেশ থেকে একদল লোক হিন্দু সম্প্রদায়ের শতাধিক বাড়ি-ঘর ও মন্দিরে হামলা-ভাঙচুর করে। ঘটনার পর নাসিরনগর থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল কাদেরকে জেলা পুলিশ লাইনে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাকেও প্রত্যাহার করা হয়। এসব ঘটনায় নাসিরনগর থানায় পৃথক ৮টি মামলা দায়ের করা হয়। দায়েরকৃত ৮টি মামলার মধ্যে ১টি মামলার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করে পুলিশ।

###

নাসিরনগরে কলঙ্কজনক হামলার কারণে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয়েছে

 

botvনিউজঃ

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক এম. পি বলেছেন, খালেদা জিয়ার আইনজীবীরা মিথ্যা কথা বলছেন। ৬৩২ পৃষ্ঠার রায়ের কপি টাইপ করতে যুক্তিসংগত যতটুকু সময় লাগে ততটুকু সময়েই তারা কপি পাবেন। এরপর এক মিনিটও দেরি হবে না। এতে সরকার কোনো হস্তক্ষেপ করবে না।
তিনি গতকাল শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন, রায়ের কপি ইচ্ছে করে দেরিতে দেয়া হচ্ছে বলে বিএনপির নেতারা যে দাবি করছেন, তা প্রত্যাখান করেছেন আইনমন্ত্রী।
গতকাল শুক্রবার সকালে মন্ত্রী আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সদস্য ওবায়দুল হক অফাই এর মরদেহ দেখতে তার গ্রামের বাড়ি উপজেলার হীরাপুরে গিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আরো বলেন, ‘খালেদা জিয়াকে আর কোনো মামলায় শ্যোন এরেস্ট দেখানো হয় নি। কোনো মামলায় শ্যোন এরেস্ট দেখানো হবে না।’ খালেদা জিয়ার আইনজীবীরা জামিনের জন্য জজকে জিম্মি করেছেন বলে তিনি মন্তব্য করেন।
এর আগে তিনি আখাউড়া উপজেলা যুবলীগ আয়োজিত আনন্দ র‌্যালিতে অংশ নেন। যুবলীগের নতুন কমিটি গঠন উপলক্ষে এই র‌্যালির আয়োজন করা হয়। র‌্যালিটি রেলওয়ে স্টেশন থেকে শুরু হয়ে উপজেলা পরিষদ কমপ্লেক্স এলাকায় গিয়ে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন, আখাউড়া পৌরসভার মেয়র ও উপজেলা যুবলীগের আহবায়ক তাকজিল খলিফা কাজল, জেলা পরিষদ সদস্য আবুল কাসেম ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মোঃ সেলিম ভূঁইয়া, পৌর আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট আব্দুল্লাহ ভূঁইয়া বাদল প্রমুখ। নব-গঠিত যুবলীগের নেতৃবৃন্দ এ সময় মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন।

খালেদা জিয়াকে আর কোনো মামলায় শ্যোন এরেস্ট দেখানো হয় নি

botv নিউজ:

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার পাঁচ বছরের কারাদণ্ড হয়েছে। যার ফলে ৮ ফেব্রুয়ারি থেকে তিনি সশ্রম কারাদণ্ড ভোগ করছেন। কিন্তু বিনা অপরাধে কারা ভোগ করছেন তার গৃহপরিচারিকা ফাতেমা বেগম।একেমন বিবেক দলীয় প্রধান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তারা নাকি মানুষের কল্যানের জন্য, জনগনের সেবা করার জন্য, ধর্মীয় শাসন বাস্তবায়নের জন্য, সমঅধিকার নিশ্চিত করার জন্য রাজনীতি করেন। এই হল তার নমুনা।নিজের স্বার্থের জন্য একজন মহিলা কারারক্ষী থাকা সত্বেও নিজের গৃহপরিচালিকা ফাতেমাকে বাধ্য করেছে তার সাথে কারা বরণ করার জন্য।এখন মধ্য বয়সী নারী ফাতেমা তার স্বামী-সন্তান রেখে জেলখানায় বেগম জিয়ার সেবা করছে, ম্যাডামের মুক্তি না হওয়া পর্যন্ত এরকম সেবা করে যেতে হবে।কারন ফাতেমা বেগম তো গৃহপরিচালিকা, বেতনধারী গোলাম।দারিদ্রতাই ফাতেমাকে গোলাম করে রেখেছে।

এই ব্যাপারে বেগম খালেদা জিয়ার পক্ষের আইনজীবী সানাউল্লা মিয়া বলেন, বেগম খালেদা জিয়া বয়স্ক মানুষ। তিনি একা চলাফেরা করতে পারেন না। তাই তার জন্য একজন পরিচারিকা প্রয়োজন। এজন্য তার পরিচারিকা হিসেবে থাকার জন্য ফাতেমা প্রস্তত রয়েছেন।
তবে, কারা বিধির ৯৪৮ বিধিতে বলা হয়েছে, ‘যখন কোনো কারাগারে মাত্র একজন মহিলা বন্দি থাকেন এবং সেখানে যদি কোনও মহিলা কারারক্ষী না থাকেন, তবে জেল সুপার সে মহিলা বন্দির একজন পরিচিতি মহিলাকে তার সঙ্গে কারাগারে থাকার অনুমতি দিতে পারেন।

কারা বিধি অনুযায়ী বোঝা যাচ্ছে কারাগারে মহিলা কারারক্ষী থাকলে কোনো ব্যক্তিগত গৃহপরিচারিকা থাকতে পারবে না। তবুও ফাতেমা বিনা অপরাধে কারা ভোগ করাছেন। ফলে জনমনে প্রশ্ন উঠেছে, কারাগারে মহিলা কারা রক্ষী থাকা অবস্থায় খালেদা জিয়া কিভাবে পারলেন ব্যক্তিগত গৃহপরিচারিকা রাখতে। একজন মানুষ গরীব বলে, তিনি কি বিনা অপরাধে কারাগারে থাকতে পারেন?

খালেদা জিয়ার দেখভাল করা ফাতেমার নিজেরও কিন্তু পরিবার অাছে।তার সন্তানরা মায়ের অপেক্ষায় বাড়ী বসে থাকে।তারা জানে না, বিনা অপরাধে তার মা ৫ বছর পর্যন্ত কারা ভোগ করবে। ফাতেমার মনিব তার নিজের সাজা ভোগে আরাম আয়েশের জন্য ফাতেমাকে নিয়ে গেছেন।

অবাক লাগে একজন নিরাপরাধ মানুষ কারা বরণ করছে, অপরাধীর সেবা করার জন্য।জাতির বিবেককে কতোটা নাড়া দেয় দারিদ্রতা। শুধু মাত্র গরীব হওয়ার কারণে জেল খাটছেন ফাতেমা

প্রসঙ্গে ফাতেমা বেগমের এক প্রতিবেশি বলেন, ফাতেমা তার সন্তানদের খুব ভালোবাসে। সে যখন জানতে পারে খালেদা জিয়ার অপরাধের সাজা হিসেবে বিনা অপরাধে তাকেও কারা ভোগ করতে হবে, সে মানসিক ভাবে ভেঙে পড়ে। কিন্তু উপায় না পেয়ে জেলে যেতে রাজী হয়। কারণ বিএনপির নেতাকর্মীদের চাপের মুখে ফাতেমার আর কিছু করার ছিলো না

###

দারিদ্রতাই তার বড় অপরাধ, সমপরিমান সাজা হল ফাতেমার

botvনিউজ:

শান্তিবাগ বয়েজ ক্লাব আয়োজিত নোমান স্মৃতি ব্যাটমিন্টন প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাতে ভাদুঘর টু স্টার বনাম শান্তিবাগ টু স্টার ফাইনাল খেলার খেলার মধ্য দিয়ে প্রতিযোগিতাটি সম্পূর্ন হয়।

শান্তিবাগ বয়েজ ক্লাব সভাপতি সাবেক ছাত্রনেতা হাবিবুর রহমান পারভেজ এর সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা  আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক স্বাস্থ্যসেবা ও শিক্ষানুরাগী আবু কাউসার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি মীর মোহাম্মদ শাহীন, দলীল লেখক সফিকুল হক শাকিল, প্রবাসী আসাদুল্লাহ সিকদার আশা, ঠিকাদার নুরুল আমীন।

এছারা সংগঠনের সদস্য সুমন আহমেদ, হেলাল আহমেন, নজরুল ইসলাম, ফরহাদ হোসেন জুয়েল, আশিকুর রহমান পিয়াস, ইয়াসীন চৌধুরী, বিপ্লব হোসেন, জনি, আশিক সহ অন্যান সদস্যরা ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন ছাত্রনেতা শেখ রাসেল।খেলায় চ্যাম্পিয়ন কে এলসিডি টিভি ও   রানার্সআপকে ২০ ইঞ্চি ট্রপি  পুরস্কার দেওয়া হয়।

###

নোমান স্মৃতি ব্যাটমিন্টন প্রতিযোগিতার ফাইনাল খেলায় শান্তিবাগ চ্যাম্পিয়ন

ফেসবুকে আমরা..