সুমন আহম্মেদঃ
জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন বলেছেন, মশার বংশ বিস্তাররোধে সকলকে সচেতন হতে হবে। তিনি গত বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ায় মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা সপ্তাহের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

এসময় জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন আরো বলেন, ব্রাহ্মণবাড়িয়া শহরের প্রতিটি ওয়ার্ড, জেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত থাকবে। তিনি বলেন, আমাদের সকলের বাড়ির আশ-পাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। তাহলে মশার বংশ বিস্তার কমে যাবে। এ ব্যাপারে সাধারণ জনগণকে সচেতন হওয়ার আহবান জানান তিনি।

এর আগে গত বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসন ও ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার যৌথ উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল প্রাঙ্গন থেকে বর্ণাঢ্য একটি র‌্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।

পরে জেলা প্রশাসক হায়াত – উদ দৌলা খাঁন মশক নিধন ঔষধ ছিটিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহের উদ্বোধন করেন।

এ সময় স্থানীয় সরকার বিভাগ ব্রাহ্মণবাড়িয়ার উপ-পরিচালক দুর-রে -শাহওয়াজ, পৌরসভার মেয়র মিসেস নায়ার কবির, ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শওকত হোসেন, সিভিল সার্জন ডা. মোঃ শাহ আলম, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার ও ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি খ.আ.ম রশিদুল ইসলামসহ জেলা প্রশাসন ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীগন।
###

ব্রাহ্মণবাড়িয়ায় মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহের উদ্বোধন

সুুমন আহম্মেদঃ
ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের ৮ নং ওয়ার্ডের ( আখাউড়া ও বিজয়নগরের অংশ বিশেষ) উপ-নির্বাচন বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে আতাউর রহমান নাজিম হাতি মার্কায় ও মোহাম্মদ আলী ভূঁইয়া তালা প্রতীক নিয়ে প্রতিদ্বন্ধিতা করেন।

এদিকে নির্বাচনে ভোট দিতে গিয়ে বিজয়নগর উপজেলার তিনজন ইউপি চেয়ারম্যানসহ ১০জন জনপ্রতিনিধি (মেম্বার) মারধোরের শিকার হয়েছেন। অপরদিকে নির্বাচনে ব্যাপক অনিয়ম ও ভোটারদেরকে মারধোরের অভিযোগ এনে নির্বাচনে প্রতিদ্ব›িদ্ধ প্রার্থী মোহাম্মদ আলী ভূঁইয়া (তালা প্রতীক) নির্বাচন বর্জন করেছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে আখাউড়া উপজেলা পরিষদ প্রাঙ্গনে এ ঘটনা ঘটে।

এ ঘটনার প্রতিবাদে বিকেল ৫টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ খন্দকার, সিঙ্গারবিল ইউপির চেয়ারম্যান মনিরুল হক ভূইয়া অভিযোগ করে বলেন, বিজয়নগর উপজেলার তিন ইউনিয়নের ৪১জন ভোটার গতকাল বৃহস্পতিবার দুপুরে উপ-নির্বাচনে ভোট দিতে আখাউড়া উপজেলা পরিষদ মিলনায়তন কেন্দ্রে গেলে উপজেলা যুবলীগের আহবায়ক ও আখাউড়া পৌর সভার মেয়র তাকজিল খলিফা কাজল তাদের কয়েকজনের হাত থেকে ব্যালেট পেপার ছিনিয়ে নিয়ে নিজেই নির্বাচনের প্রার্থী আতাউর রহমান নাজিমের (হাতি) মার্কায় সীল মারেন।

এতে তারা প্রতিবাদ করলে মেয়র তাকজিল খলিফা কাজল, আখাউড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোরাদ হোসেনসহ তাদের অনুসারীরা তাদের উপর চড়াও হয় ও তাদের বেধরক মারধোর করে। তাদের মারধোরে তিন ইউপি চেয়ারম্যান যথাক্রমে মনিরুল হক ভূইয়া, জামাল উদ্দিন, খন্দকার আবুল কালাম আজাদ খন্দকারসহ ১০জন মেম্বার আহত হয়। পরে তারা নিরাপত্তার কারনে ভোট না দিয়েই পুলিশের সহায়তা নিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।

সংবাদ সম্মেলনে নির্বাচন বর্জন করা প্রার্থী ও আখাউড়া উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী ভূইয়া অভিযোগ করে বলেন, আখাউড়া পৌর সভার মেয়র তাকজিল খলিফা কাজল বিজয়নগর উপজেলার ১০/১২জন ভোটারের হাত থেকে জোরপূর্বক ব্যালেট পেপার ছিনিয়ে নিয়ে হাতি মার্কায় সীল মারেন। এর প্রতিবাদ করায় মেয়র কাজল ও তার অনুসারীরা বিজয়নগরের তিনজন ইউপি চেয়ারম্যানসহ ১০জন ভোটারকে মারধোর করেছেন। তিনি বলেন, শুধু বিজয়নগরের চেয়ারম্যান, মেম্বারই নয়, মেয়র কাজল তাকে ও তার স্ত্রীকেও মারধোর করে কেন্দ্র থেকে বের করে দিয়েছেন।

মোহাম্মদ আলী মোহাম্মদ আলী ভূইয়া আরো বলেন, নির্বাচনে ব্যাপক কারচুপি ও অনিয়মের কারনে তিনি দুপুর ১২টায় নির্বাচন বর্জনের ঘোষনা দিয়েছেন। তিনি বলেন, বিষয়টি তিনি জেলা প্রশাসকের কাছে লিখিতভাবে জানিয়েছেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মামুন মেম্বার, বাচ্চু মেম্বার, জালাল মেম্বার, ফাতেমা মেম্বার, কাকলী মেম্বার, ছায়েদ মেম্বার, বাছির মেম্বার, হুমায়ূন মেম্বার, রশিদ মেম্বার, আক্তার মেম্বার, হারিজ মেম্বারসহ ২৫জন সদস্য।

এ ব্যাপারে আখাউড়া পৌর সভার মেয়র তাকজিল খলিফা কাজল বলেন, তার বিরুদ্ধে আনিত সকল অভিযোগ মিথ্যা। তিনি বলেন, নির্বাচনে পরাজিত হয়ে মোহাম্মদ আলী ও তার অনুসারীরা মিথ্যা কথা বলেছেন।
###

জেলা পরি ভোট দিতে গিয়ে মারধোরের শিকার তিন ইউপি চেয়ারম্যানসহ ১০জন

সুমন আহম্মেদঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পৃথক অভিযানে ১৮ জুয়ারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকা জব্দ করা হয়। গত সোমবার সরাইল সদর ইউনিয়নের হাসপাতাল মোড় থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। তবে গ্রেপ্তারের ৮ ঘন্টা পর অদৃশ্য কারনে ৩ জনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সরাইল সদরে হাসপাতাল মোড়ে একটি ঘরে দীর্ঘদিন ধরে চলছে জমজমাট জুয়ার আসর। সোমবার রাত ১০টার দিকে সহকারি পুলিশ সুপার (সরাইল সার্কেল) মোঃ মগবুল হোসেনের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে ১৫ জনকে জুয়ারীকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জামসহ নগদ ১১ হাজার ৮০৪ টাকা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- ওয়াসিম- (৩৫), কাউছার মিয়া-(৪০), আল-আমিন-(৪০), নজিব মিয়া-(২৫), মোঃ ইউসুফ-(৫০), মোঃ ইদ্রিস খাঁ, মাহমুদ মিয়াজ আলী-(২৫), রতন মিয়া-(৫৫), শাহ আলম-(৪৫), আল-আমিন-(৩০), আঃ মতিন- (৪৮), মোঃ হাকিম-(৩২), মনির-(৩৫), মোঃ হোসেন-(৪০) এবং ছায়েদুল হক (২৫)। গতকাল মঙ্গলবার সকালে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

ওদিকে সোমবার বিকেলে উপজেলার নোয়াগাঁও দরগামাঠে জুয়া খেলার সময় কালন, জহিরুল ও ফয়সল নামের তিন জুয়ারীকে গ্রেপ্তার করে পুলিশ। পরে গভীর রাতে অদৃশ্য কারনে তাদেরকে থানা থেকে ছেড়ে দেয়া হয়।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ নুরুল হক বলেন, রাজনৈতিক ব্যক্তিদের তদবিরে আমরা অনেক সময় অসহায় হয়ে পড়ি। তিনি বলেন, ১৫জনকে গতকাল মঙ্গলবার আদালতে প্রেরণ করা হয়েছে।

এ ব্যাপারে সহকারি পুলিশ সুপার (সরাইল সার্কেল) মোঃ মগবুল হোসেন বলেন, দীর্ঘদিন ধরে খেলার খবর পেয়েই অভিযান চালিয়ে ১৫ জুয়ারীকে গ্রেপ্তার করেছি। তিনি বলেন, জুয়া ও মাদকের সাথে কোন আপোষ নেই।
###

সরাইলে ১৮ জুয়ারী গ্রেপ্তার ॥ অদৃশ্য কারনে তিনজনকে ছেড়ে দেয় পুলিশ

সুমন আহম্মেদঃ
ব্রাহ্মণবাড়িয়া পৌর সভার ২০১৯-২০২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষনা করা হয়েছে।সোমবার সকালে স্থানীয় সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তনে মেয়র নায়ার কবির এই বাজেট ঘোষণা করেন।

অনুষ্ঠানে পৌর মেয়র মিসেস নায়ার কবির ২০১৯-২০২০ অর্থ বছরের জন্য ৪৮ কোটি ৪৯ লাখ ১১ হাজার টাকার প্রস্তাবিত বাজেট ঘোষনা করেন। এতে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৪৭ কোটি ৯৭ লাখ টাকা এবং সমাপনী স্থিতি ৫২ লাখ ১১ হাজার টাকা।

বাজেটে সম্ভাব্য আয় ধরা হয়েছে পৌরকর, রেইট, লাইসেন্স ফি, হাটবাজার, পুকুর ও টার্মিনাল ইজারা, পৌর সম্পত্তির ভাড়া, বাণিজ্যিক মার্কেটের সেলামী, পৌর পানি সরবরাহ ইত্যাদি খাতে। সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে, জলবায়ু পরিবর্তন, হাট বাজার উন্নয়ন, ট্রাক টার্মিনাল নির্মাণ, শিশু পার্ক নির্মাণ, পৌর মিলনায়তন ও এবং গরুর বাজার সম্প্রসারণ খাতে, বাণিজিক মার্কেটের নিমার্ণ, সৌন্দর্যবর্ধন কাজে।

বাজেট অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী।

পৌর মেয়র মিসেস নায়ার কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত বাজেট অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, স্থানীয় সরকার বিভাগ, ব্রাহ্মণবাড়িয়ার উপ-পরিচালক দুর-রে-শাহওয়াজ, অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার।

প্রস্তাবিত বাজেটের উপর বক্তব্য রাখেন সাংবাদিক মনজুরুল আলম, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট লোকমান হোসেন, মুক্তিযোদ্ধা আবু হোরায়রাহ, ব্রাহ্মণবাড়িয়া রেডক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারী মোঃ শাহ আলম। অনুষ্ঠানে পৌরসভার কর্মকর্তা, কাউন্সিলর, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।

পরে দুপুর দুইটায় পৌরসভার মাহবুবুল হুদা মিলনায়তনে বাজেট উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন পৌর মেয়র মিসেস নায়ার কবির। মতবিনিময় সভায় মেয়র সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। মতবিনিময় সভায় চলতি অর্থ বছরে ইউজিপ-৪ প্রকল্পে অন্তর্ভূক্ত হলে প্রায় ১০০ কোটি টাকা বরাদ্দ পাওয়া যাবে বলে বাজেট আলোচনায় জানানো হয়।
###

ব্রাহ্মণবাড়িয়া পৌর সভার বাজেট ঘোষনা

সুমন আহম্মেদঃ
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে প্রিয়া সাহার কাল্পনিক বক্তব্যের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল রোববার দুপুরে উপজেলা সদরের কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে সম্মিলিত সচেতন যুব সমাজের ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

সংগঠনের সভাপতি রওশন আলী ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদের নেতৃত্বে অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম, সরাইল সদর ইউপি চেয়ারম্যান আবদুল জব্বার, সাবেক ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবীর, সাবেক ইউপি চেয়ারম্যান ইদ্রিস আলী, সরাইল রাহমাতুল্লিল আলামিন দাখিল মাদ্্রাসার প্রধান শিক্ষক আবু আক্কাস হায়দার, উপজেলা ওলামা লীগের সভাপতি সিরাজুল ইসলাম, উপজেলা ছাত্র সমাজের সভাপতি মজিদ বক্স, সাংবাদিক জসিম উদ্দিন ও মোঃ দুলাল মিয়া প্রমুখ।

প্রসঙ্গত, গত বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে প্রিয়া সাহা অভিযোগ করে বলেন, বাংলাদেশ থেকে ৩ কোটি ৭০ লাখ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান উধাও হয়ে গেছে। আন্তর্জাতিক অঙ্গনে অসাম্প্রদায়িক বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুন্ন করার হিন উদ্যেশ্যে এই অভিযোগ করা হয়েছে বলে আয়োজকরা মনে করেন। তারা প্রিয়া সাহার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
###

প্রিয়া সাহার বক্তব্যের প্রতিবাদে

সুমন আহম্মেদঃ
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করে দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করায় বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক প্রিয়া সাহা ওরফে প্রিয়া বালা বিশ্বাসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্র্যাট আদালতে দায়েরকৃত মামলাটি খারিজ করে দিয়েছেন আদালত।

যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ না করে মামলাটি দায়ের করায় গতকাল রবিবার বিকেলে বিজ্ঞ চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্র্যাট মাসুদ পারভেজ মামলাটি খারিজ করে দেন।
এর আগে রবিবার বেলা সাড়ে ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মাসুদ পারভেজের আদালতে প্রিয়া সাহা ওরফে প্রিয়া বালা বিশ্বাসের বিরুদ্ধে রাষ্ট্রদোহিতার অভিযোগ এনে মোঃ আসাদ উল্লাহ নামে এক ব্যক্তি মামলাটি দায়ের করেন।

মামলার এজাহারে বলা হয়, প্রিয়া সাহা একজন বাংলাদেশি নাগরিক হয়ে দেশের ভাবমূর্তির কথা চিন্তা না করে বাংলাদেশকে বিশ্বের কাছে হেয় করার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে ৩ কোটি ৭০ লাখ হিন্দু-বৌদ্ধ- খ্রীষ্টান গুম হয়ে গেছে এবং মুসলিম মৌলবাদীরা ঘর-বাড়ি পুড়িয়ে দিয়েছে, জায়গা দখল করেছে বলে বিচার চান। এটি বাংলাদেশের রাষ্ট্র ও সরকারের বিরুদ্ধে মিথ্যাচার ছাড়া কিছুই না। এটি রাষ্ট্রদোহিতার শামিল বলেও এজাহারে উল্লেখ করা হয়।

মামলার বাদী মোঃ আসাদ উল্লাহ সাংবাদিকদের জানান, বিশ্বের কাছে বাংলাদেশকে হেয় করার জন্য প্রিয়া সাহা মিথ্যাচার করেছেন। এটি আমাকে আহত করেছে। তাই আমি স্বপ্রণোদিত হয়ে মামলা দায়ের করেছি।

এ ব্যাপারে জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট নাজমুল হোসেন জানান, বাদী যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে মামলাটি দায়ের না করায় বিকেলে বিজ্ঞ আদালত মামলাটি খারিজ করে দেন।
###

ব্রাহ্মণবাড়িয়ায় প্রিয়া সাহার বিরুদ্ধে দায়েরকৃত মামলা খারিজ

সুমন আহম্মেদঃ
ব্রাহ্মণবাড়িয়ায় পিএসসি, জেএসসি ও এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মেধাবৃত্তি প্রদান করেছে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)।
গত বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইন্স ড্রিলশেডে আয়োজিত মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ আনোয়ার হোসেন খান।

পুনাকের সভানেত্রী ও পুলিশ সুপারের সহধর্মিণী উম্মে সালমা মুন্নীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ আলমগীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) মেহেদী হাসান, সিনিয়র সহকারী পুলিশ সুপার (কসবা সার্কেল) আবদুল করিম, সহকারী পুলিশ সুপার (বিশেষ শাখা) আলাউদ্দিন চৌধুরী, পুনাকের সহ-সভাপতি ফারজানা ইয়াছমিন, পুনাক সদস্য নাসরিন আখতার, রিক্তা বেগম ও জেসমিন আলম।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পুনাক বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজ করার চেষ্টা করে যাচ্ছে। এসব কাজে সবাইকে এগিয়ে এসে উৎসাহ যোগাতে হবে। মেধাবৃত্তি প্রদান শিক্ষার্থীদের পড়ালেখায় আরো ভালো করার ক্ষেত্রে অনুপ্রেরণা যোগাবে।
আলোচনা সভা শেষে পুলিশ পরিবারের সন্তান ও পুলিশ লাইন্স স্কুলের জিপিএ-৫ প্রাপ্ত ১৭ জন কৃতি শিক্ষার্থীর হাতে মেধাবৃত্তির অর্থ ও সনদপত্র তুলে দেন অতিথিরা।
###

পুলিশ নারী কল্যাণ সমিতির উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়ায় কৃতি শিক্ষার্থীদের মেধাবৃত্তি প্রদান

সুমন আহম্মেদঃ
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সীমান্ত দিয়ে ১২জন রোহিঙ্গা নাগরিককে বাংলাদেশে পুশইন করার চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর সদস্যরা।

বৃহস্পতিবার সকালে কসবা উপজেলার বায়েক ইউনিয়নের ভারত-বাংলাদেশ ২০৫৩ নং পিলারের কাছে গৌরাঙ্গলা এলাকা দিয়ে তাদেরকে বাংলাদেশে পুশইন করার চেষ্টা করা হয়।

বর্তমানে রোহিঙ্গা সদস্যরা ভারত-বাংলাদেশ সীমান্তের শূন্যরেখার ভারতীয় অংশে খোলা আকাশের নিচে অবস্থান করছে। এ অবস্থায় বাংলাদেশ সীমান্তে সর্তকবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর সদস্যরা।

নাম প্রকাশে অনিচ্ছুক ৬০ বিজিবি’র একজন শীর্ষ কর্মকর্তা বলেন, বৃহস্পতিবার সকাল থেকে সীমান্তের ভারত-বাংলাদেশ ২০৫৩ নং পিলারের কাছে দুই দেশের শুণ্যরেখার কসবা উপজেলার বায়েক ইউনিয়নের গৌরাঙ্গলা এলাকা দিয়ে ১২জন রোহিঙ্গা নাগরিককে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে বিএসএফ’র সদস্যরা। খবর পেয়ে বিজিবি সদস্যরা সীমান্তে অবস্থান নেয়। পরে রোহিঙ্গা নাগরিকেরা দু’দেশের শুন্য রেখার ভারতীয় অংশে অবস্থান নেয়। রোহিঙ্গা নাগরিকদের মধ্যে দুইজন পুরুষ, ৫জন মহিলা এবং ৫ জন শিশু রয়েছে।

তিনি বলেন, ভারত-বাংলাদেশ সীমান্ত রক্ষীদের মধ্যে ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে। সন্ধ্যা ৬টা পর্যন্ত কোন পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়নি।
###

কসবা সীমান্ত দিয়ে ১২ রোহিঙ্গা নাগরিককে বাংলাদেশে পুনইন করার চেষ্টা

 

সুমন আহম্মেদঃ
ব্রাহ্মণবাড়িয়ার অভাবনীয় উন্নয়নের রূপকার, বাংলাদেশ আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি এবং জেলা আওয়ামীলীগের সভাপতি র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেছেন, দেশ এখন মাছে সয়ম্ভরতা অর্জন করেছে।

তিনি বৃহস্পতিবার দুপুরে স্থানীয় সুর সম্রাট দি ওস্তাদ আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গনে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

 

ভারপ্রাপ্ত জেলা প্রশাসক (অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)) মোঃ শাহেদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মোকতাদির চৌধুরী এমপি আরো বলেন, বর্তমান সরকার মৎস্যজীবীদের উন্নয়নে নিরলসভাবে কাজ করছে। মৎস্যজীবীদের উন্নয়নে বিভিন্নভাবে প্রণোদনা দিচ্ছে। তিনি বলেন, বাংলাদেশ থেকে ইলিশ, চিংড়িসহ বিভিন্ন প্রজাতির মাছ বিদেশ যাচ্ছে।

মোকতাদির চৌধুরী এমপি বলেন, ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে এখন খনন কাজ চলছে। তিনি বলেন, দেশে যখন ৭ কোটি মানুষ ছিল, তখন দেশে মাছের অভাব ছিল। কিন্তু বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদানে দেশে মাছের কোন অভাব নেই।
তিনি বলেন, সামনে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থীদের বিজয়ী করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করলে ২০২১ সালে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে এবং ২০৪১ সালে উন্নত দেশে পরিনত হবে।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র মিসেস নায়ার কবির, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু সাঈদ, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা পঙ্কজ বড়–য়া এবং মৎস্য অধিদপ্তর চট্টগ্রামের সিনিয়র সহকারি পরিচালক কৃষিবিদ আব্দুস সালাম।

স্বাগত বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা মুহাম্মদ মামুনুর রশীদ। বক্তব্য রাখেন মৎস্যজীবী নির্মল মল্ল বর্মন ও অজিত কুমার দাস। আলোচনা সভা শেষে প্রধান অতিথি মোকতাদির চৌধুরী এমপি লোকনাথ উদ্যানের দীঘিতে মাছের পোনা অবমুক্ত করেন।
এর আগে জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিপ্তরের যৌথ উদ্যোগে সকাল ১০টায় স্থানীয় লোকনাথ উদ্যান (টেংকেরপাড়) থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে স্থানীয় সুর সম্রাট দি ওস্তাদ আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গনে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
###

মৎস্য সপ্তাহের আলোচনা সভায় মোকতাদির চৌধুরী এমপি বাংলাদেশ এখন মাছে সয়ম্ভরতা অর্জন করেছে

সুমন আহম্মেদঃ
পৌর মেয়র ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মিসেস নায়ার কবির বলেছেন, প্রতিষ্ঠার পর থেকে নানা বাঁধা-বিপত্তি পেরিয়ে যায়যায়দিন পত্রিকা আজ দেশের অন্যতম পাঠকপ্রিয় একটি দৈনিক হিসেবে মানুষের আস্থা অর্জন করেছে।
তিনি গতকাল সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে পাঠক নন্দিত পত্রিকা দৈনিক যায়যায়দিন এর ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি খ.আ.ম রশিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মেয়র নায়ার কবির আরো বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে মানসম্পন্ন ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের কারণেই যায়যায়দিন কোটি পাঠকের হৃদয়ে ঠাঁই পেয়েছে। তিনি বলেন, বর্তমানে দেশে যে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেই পরিস্থিতি মোকাবেলায়ও যায়যায়দিন ভূমিকা রাখবে।

তিনি বর্তমান সরকার ভিশন ২০২১ বাস্তবায়নের লক্ষ্যে যেভাবে কাজ করে যাচ্ছে সেই কাজের সারথি হয়ে যায়যায়দিন পত্রিকা বলিষ্ঠ ভূমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিজয়নগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের সদস্য জহিরুল ইসলাম ভূইয়া, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ আরজু, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মনজুরুল আলম ও ব্রাহ্মণবাড়িয়া আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সোপানুল ইসলাম।

প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম শাহাজাদার পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আল আমিন শাহীন, সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী, সাবেক সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন জামি, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহবায়ক আবদুন নূর, ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি পীযূষ কান্তি আচার্য,-প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি সৈয়দ মোহাম্মদ আকরাম, প্রেসক্লাবের পাঠাগার ও ক্রীড়া সম্পাদক মোশারফ হোসেন বেলাল,

সংস্কৃতি ও তথ্য প্রযুক্তি সম্পাদক শিহাব উদ্দিন বিপু, কার্যকরী সদস্য মজিবুর রহমান খান, সাংবাদিক মোঃ আশিকুল ইসলাম, নিয়াজ মোহাম্মদ খান বিটু, মোঃ জসিম উদ্দিন, উজ্জ্বল চক্রবর্তী,জালাল উদ্দিন রুমি, মোজাম্মেল চৌধুরী, বিশ্বজিৎ পাল বাবু, শাহাদাৎ হোসেন, শফিকুল ইসলাম, আজিজুর রহমান পায়েল, খন্দকার শফিকুল আলম প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন দৈনিক যায়যায়দিন’র ব্রাহ্মণবাড়িয়ার স্টাফ রিপোর্টার মোঃ বাহারুল ইসলাম মোল্লা। শুভেচ্ছা বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি আলী আজম।

আলোচনা সভা শেষে প্রধান অতিথি মিসেস নায়ার কবির সহ অন্যান্য অতিথিরা প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
###

দৈনিক যায়যায়দিনের প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা

ফেসবুকে আমরা..