সুমন আহম্মেদঃ
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করে দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করায় বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক প্রিয়া সাহা ওরফে প্রিয়া বালা বিশ্বাসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্র্যাট আদালতে দায়েরকৃত মামলাটি খারিজ করে দিয়েছেন আদালত।
যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ না করে মামলাটি দায়ের করায় গতকাল রবিবার বিকেলে বিজ্ঞ চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্র্যাট মাসুদ পারভেজ মামলাটি খারিজ করে দেন।
এর আগে রবিবার বেলা সাড়ে ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মাসুদ পারভেজের আদালতে প্রিয়া সাহা ওরফে প্রিয়া বালা বিশ্বাসের বিরুদ্ধে রাষ্ট্রদোহিতার অভিযোগ এনে মোঃ আসাদ উল্লাহ নামে এক ব্যক্তি মামলাটি দায়ের করেন।
মামলার এজাহারে বলা হয়, প্রিয়া সাহা একজন বাংলাদেশি নাগরিক হয়ে দেশের ভাবমূর্তির কথা চিন্তা না করে বাংলাদেশকে বিশ্বের কাছে হেয় করার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে ৩ কোটি ৭০ লাখ হিন্দু-বৌদ্ধ- খ্রীষ্টান গুম হয়ে গেছে এবং মুসলিম মৌলবাদীরা ঘর-বাড়ি পুড়িয়ে দিয়েছে, জায়গা দখল করেছে বলে বিচার চান। এটি বাংলাদেশের রাষ্ট্র ও সরকারের বিরুদ্ধে মিথ্যাচার ছাড়া কিছুই না। এটি রাষ্ট্রদোহিতার শামিল বলেও এজাহারে উল্লেখ করা হয়।
মামলার বাদী মোঃ আসাদ উল্লাহ সাংবাদিকদের জানান, বিশ্বের কাছে বাংলাদেশকে হেয় করার জন্য প্রিয়া সাহা মিথ্যাচার করেছেন। এটি আমাকে আহত করেছে। তাই আমি স্বপ্রণোদিত হয়ে মামলা দায়ের করেছি।
এ ব্যাপারে জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট নাজমুল হোসেন জানান, বাদী যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে মামলাটি দায়ের না করায় বিকেলে বিজ্ঞ আদালত মামলাটি খারিজ করে দেন।
###
Leave a Reply