সুমন আহম্মেদঃ
ব্রাহ্মণবাড়িয়ায় পিএসসি, জেএসসি ও এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মেধাবৃত্তি প্রদান করেছে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)।
গত বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইন্স ড্রিলশেডে আয়োজিত মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ আনোয়ার হোসেন খান।
পুনাকের সভানেত্রী ও পুলিশ সুপারের সহধর্মিণী উম্মে সালমা মুন্নীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ আলমগীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) মেহেদী হাসান, সিনিয়র সহকারী পুলিশ সুপার (কসবা সার্কেল) আবদুল করিম, সহকারী পুলিশ সুপার (বিশেষ শাখা) আলাউদ্দিন চৌধুরী, পুনাকের সহ-সভাপতি ফারজানা ইয়াছমিন, পুনাক সদস্য নাসরিন আখতার, রিক্তা বেগম ও জেসমিন আলম।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পুনাক বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজ করার চেষ্টা করে যাচ্ছে। এসব কাজে সবাইকে এগিয়ে এসে উৎসাহ যোগাতে হবে। মেধাবৃত্তি প্রদান শিক্ষার্থীদের পড়ালেখায় আরো ভালো করার ক্ষেত্রে অনুপ্রেরণা যোগাবে।
আলোচনা সভা শেষে পুলিশ পরিবারের সন্তান ও পুলিশ লাইন্স স্কুলের জিপিএ-৫ প্রাপ্ত ১৭ জন কৃতি শিক্ষার্থীর হাতে মেধাবৃত্তির অর্থ ও সনদপত্র তুলে দেন অতিথিরা।
###
Leave a Reply