botvনিউজ:

সবার জন্য মানসম্মত এবং প্রযুক্তিনির্ভর শিক্ষা নিশ্চিত করতে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ৫৭টি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ প্রদান করা হয়েছে। প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচী পিইডিপি-৩ এর অর্থায়নে উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে এসব ল্যাপটপ বিতরণ করা হয়।

বৃহস্পতিবার সকালে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে প্রধান অতিথি হিসেবে বিদ্যালয় প্রধানদের হাতে ল্যাপটপ তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বি.এম মশিউর রহমান।

এ উপলক্ষে উপজেলা শিক্ষা কর্মকর্তা উম্মে সালমার সভাপতিত্বে ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে “শিক্ষা নিয়ে গড়ব দেশ-শেখ হাসিনার বাংলাদেশ”এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ল্যাপটপ বিতরণ ও বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ ইকবাল মিয়া, রবিউল আলম, এস.এম মশিউল আজমসহ উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
##

নাসিরনগরে ৫৭টি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ

botv.নিউজ:

প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটাক্ষ করায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মো. মোবারক করিম নামে এক সরকারি কর্মচারিকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (০৮ ফেব্রুয়ারি) বিকেলে স্থানীয় জনতা আটক করে তাকে পুলিশের কাছে তুলে দেয়। সে উপজেলা প্রাণিসম্পদ হাসপাতালের ভেটেরিনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ফেসবুকের একটি স্ট্যাটাসে একদিকে খালেদা জিয়া ও অন্যদিকে সাপের ছবি দিয়ে লেখা হয় কে বেশি ভয়ংকর। ওই স্ট্যাটাসের কমেন্টস বক্সে আব্দুল করিম লেখেন ‘শেখ হাসিনা’। বিষয়টি জানার পর স্থানীয় লোকজন তাকে হাসপাতালের ভেতরেই আটকে রেখে পুলিশের   কাছে সোর্পদ করে।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন তরফদার জানান, এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হচ্ছে।

প্রধানমন্ত্রীকে কটাক্ষ করায় আখাউড়ায় সরকারি র্কমচারি আটক


botvনিউজ:

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ঘাটিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪ ছাত্রীকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় মহিলাসহ তিন অপহরণকারীকে আটক করেছে পুলিশ।

বুধবার বেলা ১১টার দিকে সদর উপজেলার বরিশল গ্রামের ৪স্কুল ছাত্রী ঘটিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার সময় অপহরণকারীরা তাদেরকে কৌশলে অটোরিক্সায় তুলে নেয়, স্কুলটি অতিক্রম করার পর লিমা নামের স্কুল ছাত্রী বুঝতে পেরে অটোরিক্সা থেকে লাফিয়ে পরে গুরুতর আহত হয়। এলাকাবাসী এইদৃশ্য দেখে অটোটি থামিয়ে  মহিলাসহ ৩ অপহরণকারীকে আটক করে। পরে পুলিশের হাতে তুলে দেয়।

অপহৃত ছাত্রীরা হচ্ছে ঘাটিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেনীর ছাত্রী লিমা আক্তার-(৮) ও সাদিয়া আক্তার, তৃতীয় শ্রেনীর ছাত্রী শান্তা ও জান্নাত।অসুস্থ্য অবস্থায় লিমাকে জেলা সদর হাসপাতালে ভর্তি করার পর তার অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করা হয়।

আটক অপহরনকারীরা হচ্ছে সদর উপজেলার রাধিকা গ্রামের দারগ আলীর ছেলে হিরন মিয়া- (২০), আবির খানের ছেলে শরিফ খান-(২২),  এবং নরসিংসার গ্রামের তামান্না আক্তার (২০)।

ঘাটিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাদিয়া আফরিন বলেন, সাকিলা,শান্তা ও জান্নাত  তাদেরকে স্কুলের সামনে নামিয়ে দিবে বলে জোর করে অটোরিক্সায় উঠানো হয়। কিন্তু অটোটি স্কুলের সামনে আসার পর তাদের না নামিয়ে চলে যেতে থাকে, তখন লিমা অটো থেকে লাফিয়ে পরে আহত হয়।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুব্রত কুমার বনিক, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবদুস সামাদ আকন্দ ও উপজেলা সহকারি প্রাথমিক অফিসার জহিরুল ইসলাম লিমাকে সদর হাসপাতালে দেখতে যান।

এ ব্যাপারে জেলা শিক্ষা অফিসার সুব্রত কুমার বনিক বলেন, জেলা প্রশাসক ও প্রাথমিক শিক্ষা অফিস অসুস্থ্য লিমার চিকিৎসার দায়িত্ব  নিয়েছে।

সদর মডেল থানার অফিসার   ইন্চার্নজ  নবীর হোসেন বলেন,  ৩ জন  অপহরণকারীকে আটক করা হয়েছে। তদন্তক্রমে ব্যবস্থা গ্রহণ করা হবে।

###

 

৪ স্কুল ছাত্রীকে অপহনের সময় ৩ অপহরনকারীকে আটক করে পুলিশে দিয়েছে


ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের ৫৪ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।  মঙ্গলবার সকাল থেকে গতকাল বুধবার সকাল পর্যন্ত ২৪ ঘন্টায় জেলার বিভিন্ন উপজেলা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, মিজানুর রহমান ভুইয়া (৫৬), আবু হানিফ-(৫২), মোঃ সাদ্দাম হোসেন-(২৬), রায়হান মিয়া-(২১), শফিক মিয়া-(৫০), রমজান মিয়া (২২), সোহাগ মিয়া-(২৫), সমীর খান-(৪৫), মোঃ আক্কাস-(৩৮), বাদল-(৩০), মাজ্হারুল হক- (৪০), মোঃ কামাল হোসেন-(৪০), শুক্কুর আলী- (৩৫), কাজী শফিকুল রহমান-(৪৬), মোঃ হারুনুর রশিদ-(৪১), শাহাদাৎ হোসেন-(২৫), বুলবুল আহম্মদ মুছা-(৪৫), মোঃ আল আমিন-(৩৫), সাইন উদ্দিন-(৩৫), আহসান হাবীব-(৩৮), রায়হান সিকদার-(৩৫), ইমাম হোসেন-(২৭), তফসির- (৩০), শেখ জামাল মিয়া-(৩২), শাহাদত হোসেন- (৩৫), রিপন মোল্লা-(২৫), ফেরদৌস মিয়া- (৩০), মোঃ কাউছার মিয়া, শরিফ-(২৫), সৈয়দটুলা, কামরুল ইসলাম-(২৮). ইউনুছ মিয়া-(৩৮), মোঃ সামসু মিয়া-(৪০), মোঃ লিটন মিয়া-(৩৮), হোসেন আহাম্মেদ-(৬০), জালাল উদ্দিন-(৪৩), শুক্কু মিয়া- (৩০), আলমগীর হোসেন-(২৪), মোঃ মোমেন- (৩১), মোঃ সাইদুল ইসলাম-(৩৫), তৈয়ব আলী-(২৯), ইউসুফ মিয়া, বাবুল মিয়া-(৩২), মোঃ আবুল কালাম-(৪৫), মোঃ বাবুল গাজী-(৩৮), মোঃ আবুল কালাম-(৪০), মোঃ মিজানুর রহমান-(৪৫), আবু হানিফ-(৩৫), মোঃ দুলাল মিয়া-(৪৩), মোঃ ইয়ার খাঁন, মফিজুল ইসলাম সরকার, বিল্লাল ভূইয়া- (৩৪), মোঃ খাবিরুর রহমান মনির-(৩৬) ও আমশু মিয়া-(৩৪)।

এ ব্যাপারে জেলা পুলিশের বিশেষ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ডিআইওয়ান) মোঃ ইমতিয়াজ আহমেদ পিপিএম বলেন, গ্রেপ্তারকৃতরা সবাই বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মী। তারা সবাই গ্রেপ্তারী পরোয়ানার আসামী। গতকাল বুধবার সকালে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির ৫৪ নেতা-কর্মী আটক

 

botvনিউজঃ

ব্রাহ্মণবাড়িয়ায় জেলা বিএনপির সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি ও সাধারণ সম্পাদক জহিরুল হক খোকনসহ ৬০ নেতাকর্মীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুনীর কামাল-এর আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

আদালত পরিদর্শক মো. মাহাবুবুর রহমান জানান, ২০১৫ সালের ৬ জানুয়ারি জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের ৬৩ নেতাকর্মীর বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় বিস্ফোরক আইনের একটি মামলা দায়ের করে পুলিশ। ওই মামলায় পুলিশি প্রতিবেদনের প্রেক্ষিতে গত ৭ জানুয়ারি শুনানির দিন ধার্য্য ছিল। ওই দিন আসামিরা আদালতে হাজির না হওয়ায় পুনরায় আজ সোমবার শুনানির দিন ধার্য্য হয়। এইদিন অভিযুক্তদেরকে অব্যাহতির জন্য আবেদন করেন আসামি পক্ষের আইনজীবীরা। আদালত জামিন আবেদন না মঞ্জুর করে মামলায় অভিযুক্ত অভি, জাফর ও সিয়াম নামে তিনজন বাদে বাকিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

প্রসঙ্গত, ২০১৫ সালের ৫ জানুয়ারি শহরের কালিবাড়ি মোড়, তোফায়েল আজম কিন্ডার গার্টেন এলাকাসহ বিভিন্ন স্থানে পুলিশ ও বিএনপি কর্মীদের সংঘর্ষ হয়। এ ঘটনায় পুলিশ ৬৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত শতাধিক নেতাকর্মীকে আসামী করে মামলা দায়ের করে পুলিশ।

সভাপতি, সাধারণ সম্পাদকসহ ৬০ নেতাকর্মীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি।

botvনিউজঃ

২০১৮ সালের ডিসেম্বরের মধ্যে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ি ভিক্ষুক মুক্ত দেশ ঘোষণা করার লক্ষ্যে

রবিবার সকালে সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নে ১৫ জন এবং নাটাই দক্ষিণ ইউনিয়নে ৯ জন ভিক্ষুককে পূর্নবাসনের লক্ষ্যে ভিক্ষুকদের মাঝে হাঁস-মুরগী ও ছাগল বিতরন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপ-পরিচালক মোঃ শামছুল হক, সদর উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল ফেরদৌস, সহকারি কমিশনার (ভূমি) মোঃ সোহেল রানা। এ সময় দুই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ভিক্ষুক মুক্ত দেশ গড়ার লক্ষ্যে ২৪ ভিক্ষুকের মধ্যে হাঁস-মুরগী-ছাগল বিতরণ

 

botv নিউজ:

ব্রাহ্মণবাড়িয়ায় পাসপোর্ট সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।

রবিবার সকালে পৌর এলাকার পূর্ব মেড্ডা আঞ্চলিক পাসপোর্ট অফিসে প্রধান অতিথি হিসেবে সেবা সপ্তাহ উদ্বোধন করেন জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান। পরে তিনি পাসপোর্ট অফিসের বিভিন্ন শাখা পরিদর্শন করেন।

পরির্দশন শেষে জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান সাংবাদিকদের বলেন, বর্তমান সরকারের আমলে পাসপোর্ট সেবা ডিজিটালের আওতায় আনা হয়েছে। এতে জনগনের জন্য এই সেবা পাওয়া সহজ হয়ে গেছে। তিনি পাসপোর্ট অফিসের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে বলেন, পাসপোর্ট করতে এসে সাধারণ মানুষ যেন হয়রানির শিকার না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। জনগনের নিঃস্বার্থ সেবা নিশ্চিত করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক তারিক সালমান, উপ-সহকারী পরিচালক আজিজুল হক খান, উচ্চমান সহকারী মোঃ ছালেম, অফিস সহকারী মোহাম্মদ আবুল হাসেম, মোঃ ইকবাল হোসেন সহ কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।
ব্রাহ্মনবাড়িয়া অনলাইন টিভি।

ব্রাহ্মণবাড়িয়ায় পাসপোর্ট সেবা সপ্তাহ উদ্বোধন জেলা প্রশাসক রেজুয়ানুর রহমান ।

botvনিউজঃ

নিয়মিত মামলার আসামী গ্রফেতার অভিযান পরিচালনা করে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা, আখাউড়া, আশুগঞ্জ ও সদর মডলে থানা হতে র্সবমোট  ১১ জনবকে বভিন্নি মামলায় গ্রফেতার করা হয়ছে।গ্রেফতারকৃত ব্যক্তদিরে সর্ম্পকে তথ্যাদি ও মামলা সংক্রান্ত বিবরন নিচে দেয়া হলো।

 

০১। মোঃ শফিকুুল ইসলাম, পিতা- মৃত সুবেদ আলী, সাং- মনকশাইর, থানা-কসবা, জেলা- ব্রাহ্মণবািড়য়া।  ৬নং  ওয়ার্ড যুব দলের প্রচার সম্পাদক। ০২। মোঃ আরকান,পিতা-মোঃ আব্দুল রাজ্জাক, সাং-চরনালউত্তর পাড়া,কসবা পৌরসভা, থানা-কসবা, জেলা- ব্রাহ্মণবািড়য়া। ৩নং ওয়ার্ড যুব দলের সহ সমাজ কল্যান সম্পাদক। তাদের বিরুদ্ধে  কসবা থানার মামলা নংপেনাল কোড,তৎসহ ১৯০৮সনের বিস্ফোরক উপাদানাবলী আইনের মামলা ।

 

০৩। মোঃ আমজাদ খাঁন (৪৭),পিতা-সাজন খাঁন তার বিরুদ্ধে  (ক) আখাউড়া থানার মামলা নং ০২  ধারা-১৯৯০ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯ (১) এর টেবিল ৯ (ক)/৩ (খ)/২৫ (খ) আখাউড়া থানার মামলা নং  আখাউড়া  মামলা নং ২১(১১)০৬ ধারাপেনাল কোড রুজু আছে। ০৪।আসামী পলাশ (৪৫),পিতা-মৃত সুলতান আহাম্মদ খাঁন,উভয় সাং-দেবগ্রাম,থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়া তার বিরুদ্ধে লাকসাম রেলওয়ে থানার মামলা নং ০৩ ইং ধারা-১৯৯০ সনেরমাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯ (১) এর টেবিল ৭ (ক) রুজু আছে।

 

০৫। মোঃ আবদু মিয়া (৪০), পিতা-দারু মিয়া, সাং-চরচারতলা-মধ্যপাড়া, যুগ্ম সাধারন সম্পাদক, বিএনপি, আশুগঞ্জ উপজেলা ০৬। আলমগীর-৪৩, পিতা-মৃত শামছুল হক, সাং-আশুগঞ্জ পশ্চিম বাজার, যুগ্মসাধারন সম্পাদক, বিএনপি, আশুগঞ্জ উপজেলা, ০৭। হুমায়ুন কবীর-৪০, পিতা-মতি মিয়া, সাং-বড়তল্লা-মধ্যপাড়া, সাধারণ সম্পাদক, বিএনপি, সদর ইউনিয়ন, আশুগঞ্জ উপজেলা ০৮। আব্দুস সালামসরকার-৪৭, পিতা-মৃত আজিজ, সাং-চরচারতলা শরীয়তনগর,  বিএনপির সমর্থক, সর্বথানা-আশুগঞ্জ, জেলা-ব্রাহ্মণবাড়িয়া ০৯। খলিলুর রহমান ৪২, পিতা-মৃত ইদ্রিছ মিয়া, সাং-দূর্গাপুর, থানা-আশুগঞ্জ, জেলা-ব্রাহ্মণবাড়িয়াদের বিরুদ্ধেআশুগঞ্জ

 

১০। সাইফুল আলম ফিলিপ(৪৫), পিতা-মৃত সিদ্দিক মিয়া, সাং-কান্দিপাড়া থানা ও  জেলা ব্রাহ্মণবাড়িয়া এর বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার মামলাবাংলাদেশ গ্যাস আইনের১২ ধারা ১১। জসিম মিয়া(৩০), পিতা-মোখলেছুর রহমান, সাং- কাজীপাড়া, থানা ও জেলা-ব্রাহ্মণবাড়িয়া।

 

 

Attachments area

র্সবমোট ১১ জনবকে বভিন্নি মামলায় গ্রফেতার করা হয়ছে

 

বাংলাদেশ ছাত্রলীগ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার ২৯ তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল দশটায় জেলা শহরে জাতীয় বীর আব্দুল কুদ্দুছ মাখন মুক্তমঞ্চে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের উদ্বোধন করেন ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি সাইফুর রহমান সোহাগ। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগ এর সভাপতি উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।

ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সভাপতি মো. মাসুম বিল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য এডভোকেট ফজিলাতুন্নেসা বাপ্পি, ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন, সহ-সভাপতি আল আমিন, মনির হোসেন, উপ সাংস্কৃতিক সম্পাদক শাহীন আলম, উপ-পরিবেশ বিষয়ক সম্পাদক ইফতেখার আহমেদ চৌধূরী সজিব, উপ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক নাঈমুর রহমান, উপ-কর্মসূচী ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক মুরাদ হায়দার টিপু, উপ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক রুবেল আহমেদ, সহ-সম্পাদক মহশীন উদ্দিন হিমন, সহ সম্পাদক শিরিন শিলা ও কুতুব উদ্দিন ভূইয়া আইবেক প্রমূখ।
সভায় বক্তারা বলেন সবাইকে ঐক্যবদ্ব হয়ে আগামী নির্বাচনে নৌকার জয় নিশ্চিত করে শেখ হাসিনাকে সোনার বাংলা গড়তে ঝাপিয়ে পড়তে হবে।
ব্রাহ্মণবাড়িয়া অনলাইন টিভি

ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত

ফেসবুকে আমরা..