র্সবমোট ১১ জনবকে বভিন্নি মামলায় গ্রফেতার করা হয়ছে

botvনিউজঃ

নিয়মিত মামলার আসামী গ্রফেতার অভিযান পরিচালনা করে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা, আখাউড়া, আশুগঞ্জ ও সদর মডলে থানা হতে র্সবমোট  ১১ জনবকে বভিন্নি মামলায় গ্রফেতার করা হয়ছে।গ্রেফতারকৃত ব্যক্তদিরে সর্ম্পকে তথ্যাদি ও মামলা সংক্রান্ত বিবরন নিচে দেয়া হলো।

 

০১। মোঃ শফিকুুল ইসলাম, পিতা- মৃত সুবেদ আলী, সাং- মনকশাইর, থানা-কসবা, জেলা- ব্রাহ্মণবািড়য়া।  ৬নং  ওয়ার্ড যুব দলের প্রচার সম্পাদক। ০২। মোঃ আরকান,পিতা-মোঃ আব্দুল রাজ্জাক, সাং-চরনালউত্তর পাড়া,কসবা পৌরসভা, থানা-কসবা, জেলা- ব্রাহ্মণবািড়য়া। ৩নং ওয়ার্ড যুব দলের সহ সমাজ কল্যান সম্পাদক। তাদের বিরুদ্ধে  কসবা থানার মামলা নংপেনাল কোড,তৎসহ ১৯০৮সনের বিস্ফোরক উপাদানাবলী আইনের মামলা ।

 

০৩। মোঃ আমজাদ খাঁন (৪৭),পিতা-সাজন খাঁন তার বিরুদ্ধে  (ক) আখাউড়া থানার মামলা নং ০২  ধারা-১৯৯০ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯ (১) এর টেবিল ৯ (ক)/৩ (খ)/২৫ (খ) আখাউড়া থানার মামলা নং  আখাউড়া  মামলা নং ২১(১১)০৬ ধারাপেনাল কোড রুজু আছে। ০৪।আসামী পলাশ (৪৫),পিতা-মৃত সুলতান আহাম্মদ খাঁন,উভয় সাং-দেবগ্রাম,থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়া তার বিরুদ্ধে লাকসাম রেলওয়ে থানার মামলা নং ০৩ ইং ধারা-১৯৯০ সনেরমাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯ (১) এর টেবিল ৭ (ক) রুজু আছে।

 

০৫। মোঃ আবদু মিয়া (৪০), পিতা-দারু মিয়া, সাং-চরচারতলা-মধ্যপাড়া, যুগ্ম সাধারন সম্পাদক, বিএনপি, আশুগঞ্জ উপজেলা ০৬। আলমগীর-৪৩, পিতা-মৃত শামছুল হক, সাং-আশুগঞ্জ পশ্চিম বাজার, যুগ্মসাধারন সম্পাদক, বিএনপি, আশুগঞ্জ উপজেলা, ০৭। হুমায়ুন কবীর-৪০, পিতা-মতি মিয়া, সাং-বড়তল্লা-মধ্যপাড়া, সাধারণ সম্পাদক, বিএনপি, সদর ইউনিয়ন, আশুগঞ্জ উপজেলা ০৮। আব্দুস সালামসরকার-৪৭, পিতা-মৃত আজিজ, সাং-চরচারতলা শরীয়তনগর,  বিএনপির সমর্থক, সর্বথানা-আশুগঞ্জ, জেলা-ব্রাহ্মণবাড়িয়া ০৯। খলিলুর রহমান ৪২, পিতা-মৃত ইদ্রিছ মিয়া, সাং-দূর্গাপুর, থানা-আশুগঞ্জ, জেলা-ব্রাহ্মণবাড়িয়াদের বিরুদ্ধেআশুগঞ্জ

 

১০। সাইফুল আলম ফিলিপ(৪৫), পিতা-মৃত সিদ্দিক মিয়া, সাং-কান্দিপাড়া থানা ও  জেলা ব্রাহ্মণবাড়িয়া এর বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার মামলাবাংলাদেশ গ্যাস আইনের১২ ধারা ১১। জসিম মিয়া(৩০), পিতা-মোখলেছুর রহমান, সাং- কাজীপাড়া, থানা ও জেলা-ব্রাহ্মণবাড়িয়া।

 

 

Attachments area

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা..