ব্রাহ্মণবাড়িয়ায় পাসপোর্ট সেবা সপ্তাহ উদ্বোধন জেলা প্রশাসক রেজুয়ানুর রহমান ।

 

botv নিউজ:

ব্রাহ্মণবাড়িয়ায় পাসপোর্ট সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।

রবিবার সকালে পৌর এলাকার পূর্ব মেড্ডা আঞ্চলিক পাসপোর্ট অফিসে প্রধান অতিথি হিসেবে সেবা সপ্তাহ উদ্বোধন করেন জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান। পরে তিনি পাসপোর্ট অফিসের বিভিন্ন শাখা পরিদর্শন করেন।

পরির্দশন শেষে জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান সাংবাদিকদের বলেন, বর্তমান সরকারের আমলে পাসপোর্ট সেবা ডিজিটালের আওতায় আনা হয়েছে। এতে জনগনের জন্য এই সেবা পাওয়া সহজ হয়ে গেছে। তিনি পাসপোর্ট অফিসের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে বলেন, পাসপোর্ট করতে এসে সাধারণ মানুষ যেন হয়রানির শিকার না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। জনগনের নিঃস্বার্থ সেবা নিশ্চিত করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক তারিক সালমান, উপ-সহকারী পরিচালক আজিজুল হক খান, উচ্চমান সহকারী মোঃ ছালেম, অফিস সহকারী মোহাম্মদ আবুল হাসেম, মোঃ ইকবাল হোসেন সহ কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।
ব্রাহ্মনবাড়িয়া অনলাইন টিভি।

4 responses to “ব্রাহ্মণবাড়িয়ায় পাসপোর্ট সেবা সপ্তাহ উদ্বোধন জেলা প্রশাসক রেজুয়ানুর রহমান ।”

  1. Neurontine says:

    Bestellen Viagra 100mg

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা..