botvনিউজ:

আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক এমপি সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার লেখা “অ্য ব্রোকেন ড্রিম” বইকে পরাজিত লোকের হায়-হুতাশ বলে মন্তব্য করেছেন। তিনি গত শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মূলগ্রাম ইউনিয়নের চারগাছ বাজারে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন।

এ সময় মন্ত্রী বলেন, এস.কে সিনহা গায়ের জ্বালা থেকেই বই লিখেছেন। বাংলার জনগণ এখন এসবে সায় দেবে না, জনগণ এখন উন্নয়ন চায়, উন্নয়নের শিখরে উঠতে চায়। তাই তারা নৌকা মার্কায় ভোট দেবে।

তিনি বলেন, যারা এস.কে সিনহার মাধ্যমে জুডিশিয়াল ক্যু করার ষড়যন্ত্র করেছিল সেই পরাজিত শক্তি আবারো ষড়যন্ত্র করার চেষ্টা করছে বলেও উল্লেখ করেন তিনি।
এ সময় মন্ত্রীর সাথে উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
###

কসবায় সাংবাদিকদের সাথে আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক

botvনিউজ:

অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সত্য দাস নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল সোমবার সকালে উপজেলার রাজাপুর সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়।

আখাউড়া থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আরিফুল আমীন জানান, নরসিংদীর রায়পুরা উপজেলার গোপাল দাসের ছেলে সত্য দাস আজমপুর সীমান্ত দিয়ে ভারতে অবৈধভাবে প্রবেশের সময় বিজিবি’র হাতে আটক হন। তাকে আখাউড়া থানা পুলিশের হাতে সোপর্দ করে মামলা দেয়া হয়েছে। অভিযুক্তকে আদালতে পাঠানো প্রক্রিয়া চলছে।
###

অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা আখাউড়ায় আটক ১

botvনিউজ:

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে উপজেলা পরিষদের আয়োজনে ও উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে “নিরাপদ মাংস উৎপাদনে খামারীদের প্রাণি হৃষ্টপুষ্টকরণ” বিষয়ক চারদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সোমবার শুরু হয়েছে।

সোমবার সকালে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে প্রধান অতিথি হিসেবে চারদিনব্যাপী প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রধান অতিথি হিসেবে উপজেলা চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার কর্মশালার উদ্বোধন করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসউদ পারভেজ মজুমদারের সভাপতিত্বে ও সাংবাদিক আকতার হোসেন ভুইয়ার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দ হামিদা লতিফ পান্না, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সুমন ভৌমিক, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জিল্লুর রহমান ও স্থানীয় সরকার বিভাগের উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের কর্মকর্তা মোঃ মেহেদী হাসান। প্রশিক্ষণে ২০ জন খামারী অংশগ্রহন করেন।
###

নাসিরনগরে খামারীদের ৪ দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

botvনিউজ:

ব্রাহ্মণবাড়িয়ায় এক জামায়াতে ইসলামীর নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রবিবার মধ্যরাতে পৌর এলাকার কাজীপাড়া মৌলভীহাটি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতের নাম মাওলানা কুতুব উদ্দিন-(৫২)। তিনি জেলার সরাইল উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ও উপজেলার কুট্টাপাড়া গ্রামের মাওলানা মোহাম্মদ আলীর ছেলে।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ সেলিম উদ্দিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন নাশকতার মামলায় কুতুব উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।
###

ব্রাহ্মণবাড়িয়ায় জামায়াতের আমীর গ্রেপ্তার

botvনিউজ:

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার দৌলতপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত প্রবেশের সময় ১০ বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত রবিবার রাতে আখাউড়ার ঘাগুটিয়া সীমান্ত ফাঁড়ির বিজিবি জোয়ানদের হাতে আটক হওয়ার পর সোমবার কসবা থানা পুলিশ তাদেরকে ব্রাহ্মণবাড়িয়ার আদালতে পাঠায়। পুলিশ ও বিজিবি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

আটককৃত সবার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলায়। তারা হলেন, ইদনীপাড়ার মজবুর আলীর ছেলে মোঃ রুহুল আমিন, মিস্ত্রিপাড়ার আতাউর রহমানের ছেলে আরিফ হোসেন, বদলপুরের মাহবুবুল হকের ছেলে আব্দুল মালেক, নরেন্দ্রপুর গ্রামের হাসিব আলীর ছেলে মোঃ রবিউল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ সদরের রফিকুল ইসলামের ছেলে আব্দুল জব্বার, নরেন্দ্রপুরের শাহ জামানের ছেলে আজিজুর রহমান, চরবোডাংগা গ্রামের নজরুল ইসলামের ছেলে নয়ন আলী, ইদনীপাড়ার লুৎফুর রহমানের ছেলে ইমন হোসেন, একই গ্রামের আশরাফুল ইসলামের ছেলে আব্দুল খলিল ও শিষ মোহাম্মদের ছেলে সেলিম রেজা।

এ ব্যাপারে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুল মালেক জানান, আটককৃতরা শ্রমিক। তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করে সেখানে কাজ করতো। এ ঘটনায় বিজিবি দায়ের করা মামলায় তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।
###

ভারতে অবৈধ প্রবেশকালে কসবা সীমান্তে আটক ১০

botvনিউজ:

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিদ্যুৎ স্পর্শে এক ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু হয়েছে। গতকাল রবিবার সকালে উপজেলার শাহাজাদাপুর গ্রামের দাসপাড়ায় এ ঘটে। মৃতের নাম সুজন মিয়া-(১৯)। সে শাহাজাদাপুর গ্রামের পশ্চিম পাড়ার আবু মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, গতকাল রবিবার বেলা ১১টায় সুজন মিয়া দাস পাড়ার সাধন দাসের বাড়ির সার্ভিস লাইনের কাজ করতে বিদ্যুতের খুঁটিতে ওঠে। পরে বিদুৎ স্পর্শে বিদ্যুতের তারে জড়িয়ে যায়। আশপাশের লোকজন এসে বিদ্যুতের তার থেকে সুজনের লাশ নিচে নামিয়ে আনেন।

এ ব্যাপারে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মফিজ উদ্দিন ভূঁইয়া বলেন, এ বিষয়ে এখনো কেউ অভিযোগ করেনি।
###

সরাইলে বিদ্যুৎ স্পর্শে ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু

botvনিউজ:

ব্রাহ্মণবাড়িয়ায় ২৫০ শষ্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালের চিকিৎসক ফাইজুর রহমানের অপসারণ দাবিতে মানববন্ধন করেছে সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের ঘাটুরা গ্রামবাসী।

টাকার বিনিময়ে মিথ্যা ডাক্তারি সনদ দেয়ার অভিযোগ এনে রবিবার বেলা ১১টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে ডাঃ ফাইজুর রহমানের বিরুদ্ধে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ঘাটুরা গ্রামবাসী ছাড়াও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন, ব্রাহ্মণবাড়িয়া পৌর সভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর মিজান আনসারী, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অজিত দাস এবং শহর যুবলীগের আহবায়ক আমজাদ হোসেন রনি প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, গত ৩১ জুলাই ঘাটুরা গ্রামের বাসিন্দা জাবেদ হাজারীকে গলা কেটে হত্যার চেষ্টা করেন একই এলাকার প্রতিপক্ষ আক্তার হাজারী, সাজিদ হাজারীসহ তাদের অনুসারীরা। প্রতিপক্ষের লোকজন জাবেদ হাজারীর শরীর থেকে গলা প্রায় আলাদা করে ফেলে। আশংকাজনক অবস্থায় জাবেদ হাজারীকে জেলা সদর হাসপাতালে ভর্তি করলে তার ক্ষতস্থানে ১৮০টি সেলাই দেয়া হয়। কিন্তু হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ফাইজুর রহমান মোটা অংকের টাকার বিনিময়ে জাবেদ হাজারী সামান্য আহত হয়েছেন মেডিকেল সার্টিফিকেট দিয়েছেন।

মানববন্ধনে বক্তারা বলেন, চিকিৎসক ফাইজুর রহমান ৫০ হাজার টাকা পেয়ে অসৎ উদ্দেশ্যে এই মিথ্যা সার্টিফিকেট দিয়েছেন। বক্তারা অবিলম্বে সদর হাসপাতাল থেকে ফাইজুর রহমানকে অপসারণ করার দাবি জানান। নতুবা দুর্বার আন্দোলন গড়ে তোলার হুশিয়ারি দেন। মানববন্ধন শেষে এক বিক্ষোভ মিছিল শহরের প্রধান রাস্তা প্রদক্ষিণ করে।

এ ব্যাপারে সার্টিফিকেট প্রদানকারী চিকিৎসক ফাইজুর রহমানের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে বলেন, আমি রোগীর যে লক্ষন দেখেছি, সে রিপোর্টই দিয়েছি। আমার রির্পোটে কেউ অসন্তুষ্ট হলে আদালতের মাধ্যমে পুনরায় তদন্তের ব্যবস্থা করতে পারেন।
###

চিকিৎসকের অপসারণ দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

botvনিউজ:

ব্রাহ্মনবাড়িয়ার অভাবনীয় উন্নয়নের রুপকার,বাংলাদেশ আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য,পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেছেন,আওয়ামীলীগ মানেই উন্নয়ন,আওয়ামীলীগ উন্নয়নে বিশ্বাস করে বলেই বাংলাদেশে আজ উন্নত-সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে উঠছে।
তিনি গতকাল শুক্রবার সকাল ১০টায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা মাছিহাতা ইউনিয়নের চান্দপুর তমিজ উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের দুটি একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির আয়োজনে এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আজমত মুবিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সুধী সমাবেশে মোকতাদির চৌধুরী এমপি আরো বলেন, দেশের মানুষের ভাগ্য নিয়ে কেউ যাতে সরষন্ত্র করতে না পারে সেজন্য কাজ করে যাচ্ছে বর্তমান সরকার।মানুষের সেবা করাই বর্তমান সরকারের মূল্য লক্ষ্য উল্লেখ্য করে তিনি বলেন আওয়ামীলীগ জনগনের কল্যানে কাজ করে,আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় থাকবে একটি লোকও না খেয়ে মারা যাবে না।
তিনি বর্তমান সরকার উন্নয়নের ফিরিস্তি তুলে ধরে বলেন, বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ এখন উন্নয়নের সব সূচকে এগিয়ে গেছে। বর্তমান সরকার গত ৯ বছরে আমুল পরিবর্তন করেছে। শিক্ষা ক্ষেত্রে ঘটেছে বিপ্লব। বিভিন্ন স্কুল,কলেজে বহুতল বিশিষ্ট নতুন নতুন ভবন নির্মান, বছরের প্রথমদিন শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া,উপবৃত্তি প্রদান,শিক্ষার্থীদের পড়াশুনার মনোযোগ সৃস্টি করছে।তিনি বলেন পল্লী উন্নয়ন, নারীর ক্ষমতায়ন, আর্তসামাজিক উন্নয়ন করে দেশকে একটি স্বনির্ভরশীল দেশ হিসেবে বিদেশের দরবারে পরিচিতি করছে বর্তমান সরকার।
এসময় উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারো উন্নয়নের প্রতিক নৌকায় ভোট দেওয়ার প্রার্থনা করেন মোকতাদির চৌধুরী এমপি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বিশিষ্ট মুক্তিযোদ্ধা আল মামুন সরকার, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম,সদর উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল ফেরদৌস,সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাড.তাসলিমা সুলতানা খানম নিশাত, মাছিহাতা মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল আমিনুল হক পাভেল,সদর উপজেলা শিক্ষা অফিসার আব্দুস সামাদ আকন্দ।
অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ও প্রতিষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
পরে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ ৩ কোটি ৬৫লক্ষ টাকা ব্যয়ে চান্দপুর তমিজ উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের দুটি একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ।
                                                                                                                                              ###

বাংলাদেশে শিক্ষা ক্ষেত্রে ঘটেছে বিপ্লব বললেন : মোকতাদির চৌধুরী এমপি 

botvনিউজ:

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় জ্বালানী মন্ত্রণালয়ের স্টিকার লাগানো মাইক্রোবাস থেকে ১৮০ কেজি গাঁজাসহ তিন মাদক পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার সকাল ৭টায় উপজেলার কাইমপুর ইউনিয়নের কামালপুর এলাকা থেকে বিপুল পরিমান এই গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন, কুমিল্লা জেলার দেবীদ্বার উপজেলার মোঃ রিপন-(২৪), কসবা উপজেলার জাকির হোসেন-(২০) এবং নরসিংদী জেলার রায়পুরা উপজেলার গিয়াস- (২২)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকালে অভিযান চালিয়ে এসব গাঁজা উদ্ধার করা হয়। এ সময় গাঁজা পরিবহনে ব্যবহৃত মাইক্রোবাসসহ তিন পাচারকারীকে গ্রেপ্তার করা হয়।

এ ব্যাপারে কসবা থানার পরিদর্শক (তদন্ত) মৃনাল দেবনাথ বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদক পাচারকারীরা কৌশলে জ্বালানী মন্ত্রণালয়ের স্টিকার ব্যবহার করে গাঁজা পাচারের চেষ্টা করেছিল। এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
###

কসবায় জ্বালানী মন্ত্রণালয়ের স্টিকারযুক্ত গাড়িতে গাঁজা ॥ ৩ পাচারকারী গ্রেপ্তার

botvনিউজ:

যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের উদ্যোগে এবং সদর উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে  বৃহস্পতিবার বিকালে নিয়াজ মুহাম্মদ স্টেডিয়ামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব ১৭) এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব ১৭) ফাইনাল খেলায় সুহিলপুর ইউনিয়ন ২-০গোলে সুলতানপুর ইউনিয়নকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম।

সদর উপজেলা নির্বাহী অফিসার ও সদর উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মহসিন মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডঃ তাসলিমা সুলতানা খানম নিশাত, সহকারী কমিশনার (ভূমি) সোহেল রানা, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম উদ্দিন, জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি আবুল কাশেম, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক এবিএম তৈমুর, সদর উপজেলা শিক্ষা অফিসার জীবন ভট্টাচার্য, উপজেলা কৃষি অফিসার তোফায়েল হোসেন,

সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাবিবুল্লাহ বাহার, সুহিলপুর ইউপি চেয়ারম্যান আজাদ হাজারী আঙ্গুর, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ফরহাদ হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ শহীদুল হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ আবদুর রহমান, ব্রাহ্মনবাড়িয়া ফুটবল এসোসিয়েশন সভাপতি অ্যাডঃ ইউসুফ কবির ফারুক, টুর্নামেন্ট কমিটির সমন্বয়ক মনিরুল আলম। খেলার ধারা বিবরনীতে ছিলেন মিজানুর রহমান মিজান। খেলা পরিচালনা (রেফারী) করেন আবু মুসা খসরু, মোঃ আতিকুর রহমান, রফিকুল ইসলাম, রিয়াজ উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বলেন, এক সময় বাংলার জনপ্রিয় খেলা ফুটবলকে আবারো নতুন করে জাগ্রত করতে হবে। তিনি বলেন, খেলাধুলা যুব সমাজকে মাদক ও অসামাজিক কার্যকলাপ থেকে বিরত রাখে। জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসায় বাংলাদেশের খেলাধুলার উন্নয়নে কাজ করছেন। বাংলাদেশ আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পর খেলাধুলার মাধ্যমে বিশ্বের কাছে বাংলাদেশের মুখ উজ্জল করেছে।

তিনি বলেন ফুটবল খেলোয়াড় তৈরী করতে ক্রীড়া সংগঠকদের এগিয়ে আসতে হবে। আমি আশা করছি আগামীতেও ব্রাহ্মনবাড়িয়া সদর উপজেলা এভাবে এগিয়ে যাবে।
খেলা চলাকালীন সময়ে পুরো মাঠের চারপাশে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ক্রীড়া প্রেমী দর্শকের ঢল দেখা যায়। উল্লেখ্য এ টুর্নামেন্টে ১১টি ইউনিয়নের ১১টি দল অংশ গ্রহন করেন।
###

বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় মোঃ জাহাঙ্গীর আলম

ফেসবুকে আমরা..