botvনিউজ:

ব্রাহ্মণবাড়িয়ায় তিনদিনব্যাপী জাতীয় উন্নয়ন মেলার সমাপনী অনুষ্ঠানে গান গাইতে এসে ইসলাম ধর্ম অবমাননার অভিযোগে মাদরাসা ছাত্রদের হামলার শিকার হন দেশের প্রখ্যাত বাউল শিল্পী শামসুল হক চিশতি ওরফে চিশতি বাউল।

গত শনিবার রাত ৮টায় জেলা সদরের নিয়াজ মুহম্মদ স্টেডিয়ামে এ ঘটনা ঘটে। এ সময় মাদরাসা ছাত্ররা মেলার মঞ্চ ও চিশতি বাউলের গাড়ি ভাঙচুর করেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানান, গত শনিবার রাতে নিয়াজ মুহাম্মদ স্টেডিয়ামে জেলা প্রশাসন আয়োজিত তিনদিনব্যাপী জাতীয় উন্নয়ন মেলার সমাপনী অনুষ্ঠানে মঞ্চে সঙ্গীত পরিবেশন করার সময় ইসলাম ধর্ম নিয়ে গানের কথা মিলিয়ে বক্তব্য দেন চিশতি বাউল।

বিষয়টি জানতে পেরে স্থানীয় কান্দিপাড়ার জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদরাসার ছাত্ররা শহরে বিক্ষোভ শুরু করে। পরে তারা স্টেডিয়ামে গিয়ে মেলার মঞ্চ ও মাইক ভাঙচুর করেন।
পরে বাউল শিল্পী শামসুল হক চিশতি তার গাড়ি নিয়ে ঘটনাস্থল ত্যাগ করার সময় তার ওপরও হামলা করে বিক্ষুব্ধ ছাত্ররা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে চিশতি বাউলকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

পরে থানায় নিজের বক্তব্যের জন্য ক্ষমা চেয়ে চিশতি বাউল বলেন, অসুস্থতার কারণে আমার কথা এলোমেলো হয়ে গেছে। আমি এ ঘটনার জন্য অনুতপ্ত ও ক্ষমাপ্রার্থী।
এদিকে উত্তপ্ত পরিস্থিতি স্বাভাবিক করতে রাতেই জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদরাসায় ছাত্র-শিক্ষকদের সাথে বৈঠক করে পরিস্থিতি স্বাভাবিক করেন পুলিশ সুপার মোঃ আনোয়ার হোসেন খান।

বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, একটি গানকে কেন্দ্র করে মাদরাসা ছাত্ররা বিক্ষুব্ধ হয়েছিলেন। বিষয়টির সমাধান হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক আছে।
###

ব্রাহ্মণবাড়িয়ায় উন্নয়ন মেলায় গান গাইতে এসে বাউল শিল্পী শামসুল হক চিশতি

botvনিউজ:

দীর্ঘদিন পর আবারো উত্তপ্ত হয়ে উঠেছে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়ন। গত রবিবার ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন এবং ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবু তালেবের লোকজন পাল্টাপাল্টি মিছিল-সমাবেশ করে। এ ঘটনায় অরুয়াইল বাজারে থমথমে পরিবেশ বিরাজ করছে। যে কোন মূহুর্তে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটতে পারে বলে আশংকা করছেন স্থানীয়রা।

পুলিশ ও স্থানীয়রা জানান, গত কয়েক মাস ধরে অরুয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেনের বিরুদ্ধে নানা অনিয়ম দুর্নীতির প্রতিবাদ করে আসছে স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা। গত ৩০ আগষ্ট তারা চেয়ারম্যানের বিরুদ্ধে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

গত রোববার বিকেলে উপজেলা সহকারি মৎস্য অফিসার মকসুদ হোসেন চেয়ারম্যানের বিরুদ্ধে দায়েরকৃত অভিযোগের তদন্ত করতে অরুয়াইল যান । তদন্তকারী কর্মকর্তা মকসুদ হোসেন প্রথমে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবু তালেবের অফিসে বসে ভুক্তভোগীদের সাথে কথা বলেন। পরে যান ইউনিয়ন পরিষদ কার্যালয়ে। সেখানে যাওয়ার পর ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন মকসুদ হোসেনের কাছে জানতে চান তিনি প্রথমে কেন পরিষদে গেলেন না। তিনি তদন্তকারী কর্মকর্তার উপর ক্ষিপ্ত হন।

পরে চেয়ারম্যানের নেতৃত্বে একটি মিছিল বের হয়। মিছিলকারীরা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবু তালেবের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দেয়।
এই মিছিলের কিছুক্ষন পর আবু তালেবের নেতৃত্বে পাল্টা মিছিল বের হয়। মিছিলকারীরা অরুয়াইল বাজারের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে চেয়ারম্যান মোশাররফের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দেয়। এতে করে অরুয়াইল বাজারে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে পুলিশের সর্তকতার কারনে কোন অঘটন ঘটেনি।

এ ব্যাপারে তদন্তকারী কর্মকর্তা মকসুদ হোসেন বলেন, তদন্তে প্রাথমিকভাবে অনিয়ম-দুর্নীতির কিছুটা সত্যতা পাওয়া গেছে।
এদিকে সোমবার ঘটনার নিষ্পত্তি করতে অরুয়াইলে ছুটে যান স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা ও সরাইল থানার অফিসার ইনচার্জ মোঃ মফিজ উদ্দিন ভূঁইয়া। এ রিপোর্ট লেখা পর্যন্ত বিকেল সাড়ে ৫টা পর্যন্ত তারা সেখানেই অবস্থান করছিলেন।
###

সরাইলে ইউপি চেয়ারম্যান ও সভাপতির পাল্টাপাল্টি মিছিল

botvনিউজ:

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পূর্ব শত্রুতার জের ধরে আবুল কালাম-(৪০) নামে এক কৃষককে কুপিয়ে আহত করেছে প্রতিপক্ষের লোকেরা। সোমবার সকালে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের চন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আহতবস্থায় আবুল কালামকে উদ্ধার করে প্রথমে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তার অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকোল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

এলাকাবাসী ও আহত আবুল কালামের পরিবার সূত্রে জানা গেছে, সোমবার সকালে আবুল কালাম পানিতে ভিজিয়ে রাখা পাট গাছ থেকে পাট ছাড়ানোর কাজ করার সময় একই গ্রামের আক্কাস খান পায়েল-(২৫), হুমায়ূন কবির-(৬০), আনিস-(২০) এবং আবু হানিফ (২২) তাকে রামদা দিয়ে কুপিয়ে আহত করে। তার চিৎকারে এলাকার লোকজন এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

এ ব্যাপারে মূলগ্রাম ইউপি চেয়ারম্যান মোঃ ময়নুল হোসেনের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
###

পূর্ব শত্রুতার জের কসবায় কৃষককে কুপিয়ে জখম

botvনিউজ:

ব্রাহ্মণবাড়িয়া-৩-(সদর-বিজয়নগর) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর নির্বাহী কমিটির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি খালেদ হোসেন মাহবুবকে একটি মামলায় কারাগারে পাঠিয়েছেন আদালত। রোববার দুপুরে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে বিচারক মাসুদ পারভেজ জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ব্রাহ্মণবাড়িয়া আদালতের পুলিশ পরিদর্শক মোঃ মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ২০১৫ সালে ১৮ জানুয়ারি সদর থানায় দায়ের হওয়া পুলিশের উপর হামলা ও বিস্ফোরক মামলায় অস্থায়ী জামিনে থাকা বিএনপি নেতা খালেদ হোসেন মাহবুব রবিবার নির্ধারিত দিনে আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তিনি আরো বলেন, রবিবার মামলার বাদীসহ ছয়জনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত। পরে খালেদ হোসেন মাহবুবের অস্থায়ী জামিন বাতিল করেন বিচারক।

তবে খালেদ হোসেন মাহবুব ছাড়া এ মামলার বাকি ৬৫ জন আসামির জামিন বহাল রয়েছে। খালেদ হোসেন মাহবুব শ্যামল আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া সদর আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী। এর আগে তিনি ২০১১ সালের ২৮ জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়া সদর আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে উপ-নির্বাচনে প্রার্থী হয়ে নির্বাচনে পরাজিত হন।
###

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির মনোনয়ন প্রত্যাশী খালেদ হোসেন মাহবুব শ্যামল কারাগারে

botvনিউজ:

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে স্বামীর সাথে অভিমান করে দুই শিশু সন্তানসহ বিষ পান করেছেন এক মা।
গত শুক্রবার রাত ৭টার দিকে উপজেলার ভলাকুট ইউনিয়নের বাগী গ্রামে এ ঘটনা ঘটে। আশংকাজনক অবস্থায় তাদেরকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রন্তিম মল্লিক-(৫) নামে এক শিশুকে মৃত ঘোষণা করেন।

আশংকাজনক অবস্থায় মা এলন মল্লিক-(২৫) এবং অপর শিশু অন্তিম মল্লিক-(৭) কে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, প্রায় ৯ বছর আগে বাগী গ্রামের বাসিন্দা জয়ধর মল্লিকের সাথে জেলার সরাইল উপজেলার নিয়ামতপুর গ্রামের বাসিন্দা এলন মল্লিকের বিয়ে হয়। গত শুক্রবার বিকেলে এলন তার বাবার বাড়িতে বেড়াতে যেতে চেয়েছিলেন। কিন্তু স্বামী জয়ধর তাকে কয়েকদিন পরে যেতে বলেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বাকবিতন্ডা হয়। পরে জয়ধর বাড়ির বাইরে গেলে এলন ঘরের দরজা বন্ধ করে ঘরে থাকা ইঁদুর মারার বিষ দুই শিশু সন্তানকে পান করিয়ে নিজেও পান করেন।

পরে শিশুদের চিৎকার শুনে দরজা ভেঙে বাড়ির লোকজন তাদেরকে উদ্ধার করে রাত ৯টার দিকে জেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শিশু রন্তিমকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজেদুর রহমান বলেন, দুই সন্তানসহ মায়ের বিষ খাওয়ার বিষয়টি জানতে পেরেছি। তবে এ ব্যাপারে থানা কেউ অভিযোগ করেনি, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
###

স্বামীর সাথে অভিমান করে নাসিরনগরে দুই শিশুসহ মায়ের বিষ পান ॥ এক শিশুর মৃত্যু

?

botvনিউজ:

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭২তম জম্মদিন উপলক্ষে এক মঞ্চে উঠেছেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী ছয় প্রার্থী।

গত শুক্রবার বিকেলে উপজেলার পূর্বভাগ এসই এসডিপি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে পূর্বভাগ ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ-সহযোগী সংগঠন আয়োজিত আলোচনা সভায় প্রার্থীরা এক মঞ্চে থেকে নেত্রীর জন্মদিনের কেক কাটেন।

অনুষ্ঠানের শুরুতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য বিশেষ দোয়া ও প্রয়াত মৎস্য ও প্রানিসম্পদ মন্ত্রী অ্যাডভোকেট ছায়েদুল হকসহ দলীয় নেতা-কর্মীদের মৃত্যুতে এক মিনিট নীরবতা পালন করা হয়।

?

আলোচনা সভায় ব্রাহ্মণবাড়িয়া-১- (নাসিরনগর) আসনের পরিবর্তনের অঙ্গীকার নিয়ে ছয়জন মনোনয়ন প্রত্যাশী অংশ নেন। তারা হলেন প্রয়াত মৎস্য ও প্রানিসম্পদ মন্ত্রী অ্যাডভোকেট ছায়েদুল হকের সহধর্মীনি দিলশাদ আরা বেগম মিনু, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এটিএম মনিরুজ্জামান সরকার, কেন্দ্রীয় কৃষকলীগের অর্থ বিষয়ক সম্পাদক আলহাজ্ব মোঃ নাজির মিয়া, বাংলাদেশ আওয়ামী প্রজন্মলীগের সহ-সভাপতি প্রকৌশলী মোঃ ইখতেশামুল কামাল, কেন্দ্রীয় যুব মহিলা লীগের শিক্ষা ও পাঠাগার বিষয়ক সম্পাদক এম.বি কানিজ ও জেলা কৃষকলীগের সদস্য মোঃ আলী আশরাফ।

এ ছাড়াও মঞ্চে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম- সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান শেখ আবদুল আহাদ, সাবেক প্রচার সম্পাদক মীর বশির আহমেদ, প্রয়াত সাবেক উপজেলার চেয়ারম্যান লেঃ অবঃ গোলাম নুরের মেয়ে রুমা আক্তার, জেলা পরিষদ মহিলা সদস্য শাহিন আক্তার খানম, আওয়ামীলীগ নেতা অ্যাডভোকেট মজিবুর রহমান, হাজী গোলাম আলী, উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক মোস্তাক আহমেদ প্রমুখ।

উপজেলা চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকারের সভাপতিত্বে ও অ্যাডভোকেট রেজাউল হক আমজাদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় মনোনয়ন প্রত্যাশীরা বর্তমান সাংসদের সমালোচনা করে, দলের ত্যাগী ও পরীক্ষিত ১১ জন মনোনয়ন প্রত্যাশীদের মধ্য থেকে যে কাউকে মনোনয়ন দেয়ার জন্য শেখ হাসিনার কাছে আহবান জানান। তারা আওয়ামীলীগ সরকারের যুগান্তকারী অবদানের কথা উল্লেখ করে নৌকা প্রতীকে ভোটও প্রার্থনা করেন।
###

শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে নাসিরনগরে এক মঞ্চে ছয় মনোনয়ন প্রত্যাশী

botvনিউজ:

ব্রাহ্মণবাড়িয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি শেখ হাসিনার জন্মদিন পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা আওয়ামীলীগের উদ্যোগে গন সমাবেশ ও র‌্যালি অনুষ্ঠিত হয়।

শুক্রবার বিকেল চারটায় শহরের লোকনাথ উদ্যানের (টেংকের পাড়) আব্দুল কুদ্দুস মাখন মুক্তমঞ্চে গণসমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা আওয়ামীলীগের সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরীর সভাপতিত্বে গন সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার। গনসমাবেশ পরিচালনা করেন জেলা আওয়ামীলীগের উপ-দপ্তর সম্পাদক মোঃ মনির হোসেন।

গন সমাবেশে জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি তাজ মোহাম্মদ ইয়াছিন, সহসভাপতি ও পৌরসভার মেয়র মিসেস নায়ার কবির, মুজিবুর রহমান বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুল বারী চৌধুরী মন্টু, গোলাম মহিউদ্দিন খান খোকন, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাহবুবুল আলম খোকন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম, বিজয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট তানবীর ভূইয়াসহ জেলা আওয়ামীলীগের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

গনসমাবেশ শেষে বিকেল সোয়া ৫টার দিকে এক বর্ণাঢ্য আনন্দ র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়।
এর আগে বেলা তিনটা থেকে শহর ও সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে আওয়ামীলীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতার ঢাক-ঢোল ও বিভিন্ন ব্যানার-ফেস্টুনসহকারে সমাবেশস্থলে যোগ দেয়। আনন্দ র‌্যালিতে মহিলাদের উপস্থিতি ছিল লক্ষনীয়।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে গতকাল বাদ জুমা জেলা শহরের প্রতিটি মসজিদে বিশেষ মোনাজাত ও মিষ্টি বিতরণ করা হয়। এছাড়া সকল ধর্মীয় প্রতিষ্ঠানেও বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।

এদিকে জেলার বিজয়নগর, নাসিরনগর, আশুগঞ্জ, আখাউড়া ও নবীনগর উপজেলাতে আনন্দ র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
###

বর্ণাঢ্য আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শেখ হাসিনার জন্মদিন পালিত

botvনিউজ:

ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক রেজওয়ানুর রহমানকে বিদায়ী সংবর্ধনা দিয়েছে সদর উপজেলা পরিষদ। গতকাল বৃহস্পতিবার সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এই সংবর্ধনা দেওয়া হয়।

সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়ার অভাবনীয় উন্নয়নের রূপকার, বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও জেলা আওয়ামীলীগের সভাপতি র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন বিদায়ী জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার, সদর উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল ফেরদৌস, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাজী মোঃ মহসিন, মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাত, সদর উপজেলা প্রকৌশলী রেজাউল ইসলাম। বক্তব্য রাখেন মাছিহাতা ইউপি চেয়ারম্যান আলআমিনুল হক পাবেল।

বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান একজন সৎ, কর্মঠ ও দক্ষ অফিসার ছিলেন। দায়িত্বপালনকালে তিনি প্রশাসনে গতিশীলতা এনে সরকারি কর্তব্য কাজ নিষ্ঠার সাথে পালন করেছেন। বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়াকে ভিক্ষুকমুক্ত করতে তিনি বলিষ্ঠ ভূমিকা পালন করেন। বক্তারা তার সর্বাঙ্গীন সফলতা ও সমৃদ্ধি কামনা করেন। পরে উপজেলা পরিষদের পক্ষ থেকে বিদায়ী অতিথিকে ক্রেস্ট, শুভেচ্ছা উপহার ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

অনুষ্ঠান পরিচালনা করেন সহকারি কমিশনার ( ভূমি) মোঃ সোহেল রানা। অনুষ্ঠানে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগন ও সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগন উপস্থিত ছিলেন।

###

সদর উপজেলা পরিষদের পক্ষ থেকে জেলা প্রশাসক রেজওয়ানুর রহমানকে বিদায়ী সংবর্ধনা

botvনিউজ:

ব্রাহ্মণবাড়িয়ার অভাবনীয় উন্নয়নের রূপকার, বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য,পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি বিশিষ্ট মুক্তিযোদ্ধা র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেছেন ইভটিজিং,মাদক,সন্ত্রাস মুক্ত পরিচ্ছন্ন ব্রাহ্মণবাড়িয়া গঠনে আমাদের যার যার অবস্থান থেকে কাজ করতে হবে।
তিনি বৃহস্পতিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার পরিষদ মিলনায়তনে,সদর উপজেলার পরিষদের আইন শৃঙ্খলা কমিটি ও উপজেলার মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেনসদর উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মোকতাদির চৌধুরী এমপি আরো বলেন।
প্রতি শুত্রুবার সদর উপজেলার প্রত্যেক ইউনিয়নে চেয়ারম্যানগন ইমামদের সাথে আলাপ করে ইভটিজিং মাদক,বাল্য বিবাহ রোধসহ জনসচেতনতা মূলক বক্তব্য দিলে বিভিন্ন অপরাধ কমবে।তিনি বলেন আইন শৃংখলা নিয়ন্ত্রণ করা ও যুব সমাজকে মাদক থেকে বিরত রাখতে সকলের সার্বিক সহযোগীতা করা জরুরী পাশাপাশি ইভটিজিং ও বাল্য বিবাহ রোধ করতে একটি সেল গঠন করার আহবান জানান।
ব্রাহ্মনবাড়িয়া সদর উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষ জনক উল্লেখ্য করে মোকতাদির চৌধুরী বলেন শুধু আইনশৃঙ্খলা বাহিনীর একার পক্ষে অপরাধ দমন করা সম্বব নয়। তার পাশাপাশি আমাদের সকলের প্রচেষ্টায় অপরাধ বন্ধ হবে।তিনি আইন নিজের হাতে না নিয়ে প্রশাসনকে যে কোন অপরাধীদের সোপর্দ করারও আহবান জানান।
এসময় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম,ভাইস চেয়ারম্যান মহসিন মিয়া,মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডঃ তাসলিমা সুলতানা খানম নিশাত,সহকারী কমিশনার (ভূমি) সোহেল রানা,সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও নাটাই উত্তর ইউপি চেয়ারম্যান হাবিবুল্লাহ বাহার, সুহিলপুর ইউপি চেয়ারম্যান আজাদ হাজারী আঙ্গুর, মজলিশপুর ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম,বুধল ইউপি চেয়ারম্যান আব্দুল হক,নাটাই দক্ষিণ ইউপি চেয়ারম্যান নাজমুল হক,রামরাইল ইউপি চেয়ারম্যান শাহাদাৎ খান,মাছিহাতা ইউপি চেয়ারম্যান আলামিনুল হক পাবেল,তালশহর পূর্ব ইউপি চেয়ারম্যান এনামুল হক ওসমান, চেম্বারের সিনিঃসহ সভাপতি সুভাষ পাল,বাংলাদেশ আওয়ামীলীগের জাতীয় পরিষদের সদস্য আবুল কালাম ভূইয়া,কমরেড নজরুল ইসলাম প্রমূখ।
                                                                                                                                           ###

পরিচ্ছন্ন ব্রাহ্মণবাড়িয়া গঠনে যার যার অবস্থানে থেকে কাজ করতে হবে,মোকতাদির চৌধুরী এমপি

botvনিউজ:

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ৬০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ব্যবস্থাপনায় সীমান্ত এলাকায় জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।]

বৃহস্পতিবার সকালে উপজেলার বায়েক ইউনিয়নের সোনার বাংলা অ্যাডভোকেট সিরাজুল হক উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বিজিবি কুমিল্লা সেক্টর কমান্ডার কর্ণেল মোঃ আমিরুল ইসলাম সিকদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আনিছুল হক ভূঞা, উপজেলা নির্বাহী অফিসার হাসিনা ইসলাম ও বায়েক ইউপি চেয়ারম্যান মোঃ আল মামুন ভূইয়া। স্বাগত বক্তব্য রাখেন ৬০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ ইকবাল হোসেন।

বক্তব্য রাখেন কসবা প্রেসক্লাব সাধারণ সম্পাদক নেপাল চন্দ্র সাহা, কসবা থানা উপ-পরিদর্শক মোঃ হারুনুর রশীদ, বায়েক ইউনিয়ন সহকারী মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল জাব্বার ও সোনার বাংলা অ্যাডভোকেট সিরাজুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফারুক আহমেদ।

সভায় বক্তাগন বলেন চোরাচালান প্রতিরোধ এবং সকল প্রকার মাদক পাচাররোধ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তাছাড়া সীমান্তবর্তী এলাকার জনসাধারণের জানমাল নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আইনি সহায়তার মাধ্যমে সন্ত্রাসী ও চোরাচালানীদের বিরুদ্ধে সংঘবদ্ধ হয়ে কাজ করতে হবে। নারী ও শিশু পাচার রোধে অভিভাকদের সচেতনতা বৃদ্ধি করতে হবে। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক- অভিভাবক-শিক্ষার্থীসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
###

সীমান্ত এলাকায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কসবায় বিজিবি’র মতবিনিময় সভা

ফেসবুকে আমরা..