botvনিউজ:
ব্রাহ্মণবাড়িয়ায় সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর উদ্যোগে নির্বাচনী অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রোববার সকালে সদর উপজেলার চিনাইর বঙ্গবন্ধু শেখ মুজিব অর্নাস কলেজ মাঠে প্রধান অতিথি হিসেবে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অলিম্পিয়াড উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সুজন জেলা শাখার সভাপতি ডাঃ মোঃ আবু সাঈদ, সাধারন সম্পাদক একেএম শিবলী।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোকতাদির চৌধুরী এমপি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন যথা সময়েই সুন্দর ও সুষ্ঠ পরিবেশে অনুষ্ঠিত হবে। তিনি বলেন, বর্তমান নির্বাচন কমিশন সেই যোগ্যতা রাখেন। তিনি বলেন, আমি আশা করি আগামী নির্বাচনে বিএনপিসহ দেশের সকল রাজনৈতিকদল অংশ গ্রহণ করবে।
অলিম্পিয়াডে ব্রাহ্মণবাড়িয়া জেলার ১১টি কলেজের বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থীরা অংশগ্রহন করেন।
###
Leave a Reply