botvনিউজ:

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় জ্বালানী মন্ত্রণালয়ের স্টিকার লাগানো মাইক্রোবাস থেকে ১৮০ কেজি গাঁজাসহ তিন মাদক পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার সকাল ৭টায় উপজেলার কাইমপুর ইউনিয়নের কামালপুর এলাকা থেকে বিপুল পরিমান এই গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন, কুমিল্লা জেলার দেবীদ্বার উপজেলার মোঃ রিপন-(২৪), কসবা উপজেলার জাকির হোসেন-(২০) এবং নরসিংদী জেলার রায়পুরা উপজেলার গিয়াস- (২২)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকালে অভিযান চালিয়ে এসব গাঁজা উদ্ধার করা হয়। এ সময় গাঁজা পরিবহনে ব্যবহৃত মাইক্রোবাসসহ তিন পাচারকারীকে গ্রেপ্তার করা হয়।

এ ব্যাপারে কসবা থানার পরিদর্শক (তদন্ত) মৃনাল দেবনাথ বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদক পাচারকারীরা কৌশলে জ্বালানী মন্ত্রণালয়ের স্টিকার ব্যবহার করে গাঁজা পাচারের চেষ্টা করেছিল। এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
###

কসবায় জ্বালানী মন্ত্রণালয়ের স্টিকারযুক্ত গাড়িতে গাঁজা ॥ ৩ পাচারকারী গ্রেপ্তার

botvনিউজ:

যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের উদ্যোগে এবং সদর উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে  বৃহস্পতিবার বিকালে নিয়াজ মুহাম্মদ স্টেডিয়ামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব ১৭) এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব ১৭) ফাইনাল খেলায় সুহিলপুর ইউনিয়ন ২-০গোলে সুলতানপুর ইউনিয়নকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম।

সদর উপজেলা নির্বাহী অফিসার ও সদর উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মহসিন মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডঃ তাসলিমা সুলতানা খানম নিশাত, সহকারী কমিশনার (ভূমি) সোহেল রানা, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম উদ্দিন, জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি আবুল কাশেম, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক এবিএম তৈমুর, সদর উপজেলা শিক্ষা অফিসার জীবন ভট্টাচার্য, উপজেলা কৃষি অফিসার তোফায়েল হোসেন,

সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাবিবুল্লাহ বাহার, সুহিলপুর ইউপি চেয়ারম্যান আজাদ হাজারী আঙ্গুর, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ফরহাদ হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ শহীদুল হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ আবদুর রহমান, ব্রাহ্মনবাড়িয়া ফুটবল এসোসিয়েশন সভাপতি অ্যাডঃ ইউসুফ কবির ফারুক, টুর্নামেন্ট কমিটির সমন্বয়ক মনিরুল আলম। খেলার ধারা বিবরনীতে ছিলেন মিজানুর রহমান মিজান। খেলা পরিচালনা (রেফারী) করেন আবু মুসা খসরু, মোঃ আতিকুর রহমান, রফিকুল ইসলাম, রিয়াজ উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বলেন, এক সময় বাংলার জনপ্রিয় খেলা ফুটবলকে আবারো নতুন করে জাগ্রত করতে হবে। তিনি বলেন, খেলাধুলা যুব সমাজকে মাদক ও অসামাজিক কার্যকলাপ থেকে বিরত রাখে। জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসায় বাংলাদেশের খেলাধুলার উন্নয়নে কাজ করছেন। বাংলাদেশ আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পর খেলাধুলার মাধ্যমে বিশ্বের কাছে বাংলাদেশের মুখ উজ্জল করেছে।

তিনি বলেন ফুটবল খেলোয়াড় তৈরী করতে ক্রীড়া সংগঠকদের এগিয়ে আসতে হবে। আমি আশা করছি আগামীতেও ব্রাহ্মনবাড়িয়া সদর উপজেলা এভাবে এগিয়ে যাবে।
খেলা চলাকালীন সময়ে পুরো মাঠের চারপাশে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ক্রীড়া প্রেমী দর্শকের ঢল দেখা যায়। উল্লেখ্য এ টুর্নামেন্টে ১১টি ইউনিয়নের ১১টি দল অংশ গ্রহন করেন।
###

বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় মোঃ জাহাঙ্গীর আলম

botvনিউজ:

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মোটরযান চালকদের দক্ষতা বৃদ্ধি ও অনাকাঙ্খিত দুর্ঘটনা প্রতিরোধে করণীয় বিষয়ে দু’দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা বৃহস্পতিবার সমাপ্ত হয়েছে।
উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা প্রশাসন ও বিআরটি এর সহযোগিতায় অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালার সমাপনী দিনে বৃহস্পতিবার প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ শামসুজ্জামান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা ইসলামের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আনিছুল হক ভুইয়া, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক আসাদুজ্জামান ভূইয়া, বিআরটিএ জেলা সহকারী পরিরচালক জি.এম নাদির হোসেন, বিআরটিএ’র মোটরযান পরিদর্শক কেশব কুমার দাস, সাংবাদিক খ.ম.হারুনুর রশীদ ঢালী ও কসবা থানার উপ পুলিশ পরিদর্শক বেলাল হোসেন।

দুদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় মোটরযান চালকদের মাঝে রোড সাইন সতর্কীকরণ চিহ্ন, তথ্যমূলক চিহ্ন, চালকদের জন্য করণীয়, চালকদের লাইসেন্স প্রাপ্তির নিয়ম, মোটর ড্রাইভিং সংক্রান্ত মোটরযানের বিভিন্ন অপরাধ ও শাস্তির বিধানসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষন দেওয়া হয়।

কর্মশালায় ১৫০জন মোটরযান চালক প্রশিক্ষন নেয়। গত বুধবার দু’দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়।
###

দক্ষতা বৃদ্ধি ও অনাকাঙ্খিত দুর্ঘটনা এরাতে কর্মশালা

botvনিউজ:

ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও শান্তিপূর্ন পরিবেশে গত বুধবার ব্রাহ্মণবাড়িয়া জেলা ট্রাক গ্রুপের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ১৯ টি পদে মহসিন-আওয়াল পরিষদ এবং মোঃ আসাদুল হক মেরাজের নেতৃত্বাধীন দুটি প্যানেলের ৩৭ জন এবং সভাপতি পদে মোঃ শাহীনুর রহমান শাহীন নির্দলীয় প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন।

সকাল ৮ থেকে বিকাল ৫ টা পর্যন্ত (১ঘন্টা বিরতি ছাড়া) পূর্ব মেড্ডা ট্রাক টার্মিনালে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। রাত ৯ টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।
নির্বাচনে মহসিন-আওয়াল পরিষদ থেকে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১২ টি পদে এবং মোঃ আসাদুল্লাহ হক মেরাজের নেতৃত্বাধীন প্যানেল থেকে ৩ জন সহ-সভাপতিসহ ৭টি পদে প্রার্থীরা বিজয়ী হন।

বিজয়ীরা হলেন, সভাপতি পদে সাবেক পৌর কাউন্সিলর হাজী শেখ মোঃ মহসিন-(২০৯ ভোট), সাধারণ সম্পাদক পদে আব্দুল আওয়াল- (১৫৩ ভোট), সিনিয়র সহ-সভাপতি পদে মোঃ আবুল কালাম আজাদ-(১৯৮ ভোট), সহ-সভাপতি পদে শাহাদাৎ হোসেন্ উকিল-(১৬৩ ভোট), শ্রী বাবুল কর-(১৬০ ভোট), মোঃ আনোয়ার হোসেন-(১৩৮ ভোট) ও খোকন মোল্লা-(১৩০ ভোট),

যুগ্ম সাধারণ সম্পাদক পদে আবু মিয়া-(১৭১ ভোট), সহ-সাধারণ সম্পাদক পদে শাহ আলম মিয়া-(১৬০ ভোট), সাংগঠনিক সম্পাদক পদে রফিকুল ইসলাম-(১৯৫ ভোট), দপ্তর সম্পাদক পদে আরমান-(১৫৬ ভোট), অর্থ সম্পাদক পদে লোকমান হোসেন-(১৮৩ ভোট), প্রচার সম্পাদক পদে মানিক-মিয়া (২২২ ভোট)। কার্যকরী সদস্যরা হলেন হাকিম মিয়া-(১৯৩ ভোট), আইয়ূব আলী-(১৭০ ভোট), আনিছ মিয়া-(১৬৮ ভোট), জয়নাল মিয়া-(১৪৮ ভোট), জাহাঙ্গীর আলম-(১৩১ ভোট), মোঃ এম.এ এলাহী-(১৩০ ভোট) এবং আবুল হোসেন-(১৩০ ভোট)। নির্বাচন শেষে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হাজী মোঃ হেলাল উদ্দিন এই তথ্য জানিয়েছেন।
###

জেলা ট্রাক গ্রুপের নির্বাচন অনুষ্ঠিত শেখ মহসিন সভাপতি ॥ আবদুল আওয়াল সাধারণ সম্পাদক

botvনিউজ:

কারাগারের ভেতর আদালত স্থাপনের প্রতিবাদ এবং বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে বুধবার ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিকী অনশন করেছে জেলা বিএনপি ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। সকালে ব্রাহ্মণবাড়িয়া সরকারী কলেজ প্রাঙ্গনের শহীদ মিনারে ও আদালত চত্বরে পৃথক পৃথকভাবে তারা অনশন শুরু করে।

জেলা বিএনপির সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে অনশন কর্মসূচী চলাকালে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট হারুন আল রশিদ, জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট এম.এ.করিম, অ্যাডভোকেট গোলাম সারওয়ার খোকন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনিছুর রহমান মনজু, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, জেলা যুবদলের সাধারন সম্পাদক ইয়াছিন

মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রহিম গোলাপ, সদর বিএনপির সাধারন সম্পাদক মোঃ আলী আজম, বিএনপির নেতা মোঃ মনির হোসেন অ্যাডভোকেট মোঃ আলী আজম চৌধুরী, জেলা ছাত্রদলের সভাপতি মোঃ হাফিজুল্লাহ, কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মোঃ শাকিল ও জেলা মহিলা দলের সাধারন সম্পাদিকা খোশপিয়ারা প্রমুখ। অনশন কর্মসূচীতে বক্তারা, বেগম জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি জানান।
###

বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির প্রতিকী অনশন

botvনিউজ:

জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড -২০১৮ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় বুধবার সংবাদ সম্মেলন করেছে দেশের তরুনদের সর্ববৃহৎ প্ল্যাটফরম ইয়াং বাংলা।
বুধবার বেলা ১১টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সাহেদুল ইসলাম।

প্রেসক্লাবের সভাপতি খ.আ.ম রশিদুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের ব্রাহ্মণবাড়িয়া জেলা কো-অডিনেটর মোঃ আবদুল্লাহ আল জুবায়ের।
সংবাদ সম্মেলনে বলা হয়, সেন্টার ফর রিসার্স এন্ড ইনফরমেশন (সিআরআই) একটি অলাভজনক গবেষনা প্রতিষ্ঠান। যা বাংলাদেশের জাতীয় গুরুত্বপূর্ন বিষয়ে জনসাধারনের আলোচনার ক্ষেত্র তৈরীর লক্ষ্যে কাজ করে। বাংলাদেশের তরুন প্রজন্মের হাত ধরে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সিআরআই ২০১৪ সালের নভেম্বর মাসে দেশের তরুনদের সর্ববৃহৎ প্ল্যাট ফরম ইয়াং বাংলা প্রতিষ্ঠা করে।

সংবাদ সম্মেলনে বলা হয়, ইয়াং বাংলা তাদের প্রতিপাদ্য “ তোমার জয়ে বাংলার জয়” কে সামনে রেখে যুক্ত করেছে সারা দেশের উৎসাহী ও উদ্যমী তরুনদের, দেশের সর্ববৃহৎ ইয়ুথ প্ল্যাটফর্মে। তথ্য প্রযুক্তি খাতে তরুনদের উৎসাহ যোগাতে এবং কর্মক্ষেত্র তৈরী করার লক্ষে সুনির্দিষ্ট যুব উন্নয়ন নিয়ে কাজ করছে ইয়াং বাংলার সদস্যরা। পাশাপাশি মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ধুদ্ধ দেশের তরুন সমাজের কাছে “তোমার জয়বাংলা কি? ”এই স্লোগানের মধ্য দিয়ে জয়বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড পরিবেশন করছে।

সংবাদ সম্মেলনে বলা হয়, বাংলাদেশের বিভিন্ন সামাজিক সমস্যা ও সম্ভাবনা নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে যেসব তরুন-তরুনী কাজ করছে সেসব তরুন-তরুনী ও তাদের সংগঠনকে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড প্রদান করা হচ্ছে।

সংবাদ সম্মেলনে আরো বলা হয়, এ বছর তারা ব্রাহ্মণবাড়িয়া জেলার ৪টি উপজেলায় কাজ করছে। উপজেলাগুলো হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া সদর, সরাইল, নবীনগর এবং বাঞ্ছারামপুর। ওইসব উপজেলার তরুন উদ্যোগতাদের কাছ থেকে জেন্ডার, দক্ষতা উন্নয়ন, অর্ন্তভুক্তিমূলক শিক্ষা, প্রতিবন্ধী মানুষের ক্ষমতায়ন, সাংস্কৃতি আন্দোলন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন, জন সচেতনতামূলক উদ্যোগ, স্পোটর্স এবং ফিটনেস, উদ্ভাবন ও উদ্যোক্তা ও অন্যান্য সামাজিক উন্নয়ন এই ১০টি বিষয়ে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড প্রদান করা হবে।

সংবাদ সম্মেলনে বলা হয়, আজ ১৩ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ ক্যাম্পাসে ব্রাহ্মণবাড়িয়া সদর, ১৪ সেপ্টেম্বর নবীনগর উপজেলা, ১৫ সেপ্টেম্বর বাঞ্চারামপুর উপজেলা এবং ১৮ সেপ্টেম্বর সরাইল উপজেলায় যারা জয় বাংলা ইয়ুথ অ্যাডওয়ার্ড প্রতিযোগীতায় অংশ নিতে চান সেসব ব্যক্তি ও প্রতিষ্ঠান রেজিষ্ট্রেশন করতে পারবেন।
###

জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড ২০১৮ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

botvনিউজ:

ব্রাহ্মণবাড়িয়ায় “তথ্যই শক্তি: জানবো, জানাবো, দুর্নীতি রুখবো” শ্লোগানকে সামনে রেখে বুধবার জেলা প্রশাসনের সহযোগিতায় এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও সচেতন নাগরিক কমিটি (সনাক) ব্রাহ্মণবাড়িয়ার আয়োজনে স্থানীয় শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত ভাষা চত্বরে দিনব্যাপী তথ্য মেলা অনুষ্ঠিত হয়।

বুধবার সকালে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান দিনব্যাপী তথ্য মেলার উদ্বোধন করেন।  উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, দেশপ্রেমে উজ্জীবিত হয়ে দুর্নীতির বিরুদ্ধে সম্মিলিত ভাবে এগিয়ে আসতে হবে। তাহলেই দুর্নীতি দূর করা সম্ভব।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পৌরসভার মেয়র মিসেস নায়ার কবির, জেলা সদর হাসপাতালের তত্ত্ব¡বধায়ক ডাঃ শওকত হোসেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ আবু সাঈদ, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ শাহীনুজ্জামান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুব্রত কুমার বণিক।

ব্রাহ্মণবাড়িয়া সচেতন নাগরিক কমিটি (সনাক) সভাপতি জেসমিন খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত জেলা তথ্য অফিসার দীপক চন্দ্র দাস, প্রধান শিক্ষিকা নাঈমা জান্নাত, সনাক সদস্য কবি জয়দুল হোসেন, মোহাম্মদ আরজু , টিআইবির প্রোগ্রাম ম্যানেজার নাজমা খানম নাজু।

দিনব্যাপি তথ্যমেলায় কুইজ প্রতিযোগিতা, দুর্নীতি বিরোধী কার্টুন প্রদর্শনী, তথ্যমেলার স্টলে অংশগ্রহণকারী প্রতিষ্ঠান সমূহের প্রাতিষ্ঠানিক তথ্য ভান্ডার উপস্থাপন, প্রশ্নোত্তর পর্ব, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মেলায় বিভিন্ন সরকারি ও বে-সরকারি প্রতিষ্ঠানের ২৫টি ষ্টল খোলা হয়।
###

ব্রাহ্মণবাড়িয়ায় দিনব্যাপী তথ্যমেলা অনুষ্ঠিত

botvনিউজ:

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে উপজেলা কৃষি বিভাগের উদ্যোগে ভাসমান বেডে সবজি ও মসলা চাষ গবেষনা সম্প্রসারণ ও জনপ্রিয়করণ প্রকল্পের আওতায় “কৃষক প্রশিক্ষন” কর্মশালা মঙ্গলবার অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার সকালে অফিসার্স ক্লাবে উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আনিছুজ্জামানের সভাপতিত্বে ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা চিন্ময় করের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়ার উপ-পরিচালক মোহাম্মদ আবু নাছের। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত উপ-পরিচালক মোঃ কামরুজ্জামান। দিনব্যাপী প্রশিক্ষনে ৩০ জন কৃষক অংশগ্রহন করেন।
###

নাসিরনগরে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

botvনিউজ:

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া-আগরতলা ডুয়েল গেজ রেলপথ প্রকল্পের বাংলাদেশ অংশের নির্মাণ কাজের উদ্বোধন করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

গতকাল সোমবার বিকেল পাঁচটায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই রেলপথ নির্মাণ কাজের উদ্বোধন করেন দুই দেশের প্রধানমন্ত্রী। একই সময়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভারত থেকে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ আনা, প্রায় ৬৭৮ কোটি টাকা ব্যয়ে ৫৩ কিলোমিটার দীর্ঘ মৌলভীবাজারের কুলাউড়া-শাহবাজপুর রেলওয়ে সেকশনের পুনর্বাসন কাজের উদ্বোধন করা হয়েছে।
আখাউড়া-আগরতলা রেললাইন প্রকল্প উদ্বোধন উপলক্ষে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে রেলপথ মন্ত্রণালয়ের উদ্যোগে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান ও আখাউড়ার তারাগন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৌসুমী আক্তারের সাথে কথা বলেন।

রেলপথ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২০১০ সালের ১২ জানুয়ারি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং আখাউড়া-আগরতলা রেলপথ স্থাপনের চুক্তি স্বাক্ষর করেন। প্রায় ৪৭৭ কোটি টাকার এই প্রকল্পের সিংহভাগ অর্থের যোগান দিচ্ছে ভারত।

আখাউড়া-আগরতলা রেলপথ মোট ১৫ কিলোমিটার। এর মধ্যে আগরতলা অংশে পাঁচ কিলোমিটার আর বাকি ১০ কিলোমিটার আখাউড়া অংশে। রেলপথটি আগরতলা রেলওয়ে স্টেশন থেকে নিশ্চিন্তপুর সীমান্ত দিয়ে আখাউড়ার গঙ্গাসাগর রেলওয়ে স্টেশন হয়ে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে শেষ হবে।

সূধী সমাবেশে পুলিশ সুপার মোঃ আনোয়ার হোসেন খান, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আল-মামুন সরকার, আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ শামসুজ্জামান, আখাউড়া পৌর সভার মেয়র তাকজিল খলিফা কাজল ও আখাউড়া উপজেলা আওয়ামীলীগের আহবায়ক অধ্যক্ষ জয়নাল আবেদীনসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
###

ভিডিও কনফারেন্সের মাধ্যমে আখাউড়া-আগরতলা রেলপথ উদ্বোধন করলেন দুই প্রধানমন্ত্রী

botvনিউজ:

ব্রাহ্মণবাড়িয়া ০৬ আসন বাঞ্ছারামপুরে জনপ্রিয়তার শীর্ষে থাকা মহিউদ্দিন মহি শনিবার বিশাল জনসভায় বলেন,  নৌকা জনগণের মার্কা, নৌকা আপনাদের মার্কা। এই নৌকা মার্কায় ভোট দিয়ে মানুষ বাংলায় কথা বলার অধিকার পেয়েছে। নৌকা স্বাধীনতা এনে দিয়েছে। আমার চাওয়া পাওয়ার কিছু নেই, আমি মানুষের কল্যাণ করতে এসেছি।বাঞ্ছারামপুরবাসীর পাশে ছিলাম,ভবিষ্যতেও থাকতে এসেছি।

দুপুরে উপজেলার চরমরিকান্দি ও বিকেলে সোনারামপুর বাজারে আয়োজিত বিশাল সমাবেশে তিনি এসব কথা বলেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সমবায় ব্যাংকের চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম সম্পাদক মহিউদ্দিন মহি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিলেন ক্ষুধামুক্ত বাংলাদেশ গড়ার- আমরা সেই স্বপ্ন পূরণে কাজ করে যাচ্ছি।

আমাদের দেশের মানুষ যেন ভালো থাকতে পারে, শান্তিতে থাকতে পারে আমরা সেই চেষ্টা করে যাচ্ছি। নূহ নবীর আমলে বিপদে উদ্ধার করেছিল নৌকা। আমরাদের নৌকা দেশের স্বাধীনতা এনে দিয়েছে। নৌকায় আপনাদের ভোট চাই।

তিনি আরও বলেন, আমার রাজনীতি বাঞ্ছারামপুরের প্রতিটি মানুষের জন্য।প্রতিটি মানুষের ঘরে ঘরে উন্নয়নের বার্তা পৌছে দেয়ার রাজনীতিই আমার রাজনীতি।আমার কোন ভাগিনা-ভাতিজা নেই,যারা দরিদ্রের ধন লুটে খাবে।বাঞ্ছারামপুরের প্রতিটি পরিবারে ১ জনকেও হলেও চাকুরী দিয়ে স্বাবলম্বী করে তোলার স্বপ্ন দেখি,আপনারা আমাকে সেখানে নৌকায় ভোট দিয়ে সহযোগিতা করুন।

উন্নয়নের কথা তুলে ধরে মহি বলেন, বর্তমান সরকার ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছে। আর খাম্বা দিয়েছিলো বিএনপি।

দুটি বিশাল সমাবেশে উপস্থিত থেকেআরো বক্তৃতা করেন সাবেক চেয়ারম্যান মুশফিকুর রহমান বায়ূ,জালু চেয়ারম্যান,পিন্টু তালুকদার,বাদল তালুকদার,মাখন মিয়া,দরিয়াদৌলত ইউপি ছাত্রলীগের সভাপতি বাবু,সোনারামপুর ইউপি ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিনসহ মোস্তফা,জিয়াউদ্দিন প্রমূখ।

মহিউদ্দিন মহি বলেন : নৌকা জনগণের মার্কা,নৌকা আপনাদের মার্কা, বাঞ্ছারামপুর

ফেসবুকে আমরা..