botvনিউজ:
কারাগারের ভেতর আদালত স্থাপনের প্রতিবাদ এবং বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে বুধবার ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিকী অনশন করেছে জেলা বিএনপি ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। সকালে ব্রাহ্মণবাড়িয়া সরকারী কলেজ প্রাঙ্গনের শহীদ মিনারে ও আদালত চত্বরে পৃথক পৃথকভাবে তারা অনশন শুরু করে।
জেলা বিএনপির সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে অনশন কর্মসূচী চলাকালে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট হারুন আল রশিদ, জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট এম.এ.করিম, অ্যাডভোকেট গোলাম সারওয়ার খোকন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনিছুর রহমান মনজু, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, জেলা যুবদলের সাধারন সম্পাদক ইয়াছিন
মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রহিম গোলাপ, সদর বিএনপির সাধারন সম্পাদক মোঃ আলী আজম, বিএনপির নেতা মোঃ মনির হোসেন অ্যাডভোকেট মোঃ আলী আজম চৌধুরী, জেলা ছাত্রদলের সভাপতি মোঃ হাফিজুল্লাহ, কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মোঃ শাকিল ও জেলা মহিলা দলের সাধারন সম্পাদিকা খোশপিয়ারা প্রমুখ। অনশন কর্মসূচীতে বক্তারা, বেগম জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি জানান।
###
Leave a Reply