botvনিউজ:

ব্রাহ্মণবাড়িয়ায় এ্যাম্বুলেন্স ব্যবসার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ্যাম্বুলেন্স মালিক ও সদ্য সরকারি চাকুরীতে অবসরে যাওয়া মোঃ রফিককে (ড্রাইভার রফিক) মারধোর করেছে ক্যাডাররা।শনিবার দুপুরে জেলা সদর আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনের সামনে এ ঘটনা ঘটে। আহত রফিককে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত রফিক অভিযোগ করেছেন ক্যাডাররা তার কাছ থেকে ৫ লাখ টাকা নিয়ে যায়।

হাসপাতালে আহত রফিক বলেন, ব্রাহ্মণবাড়িয়ায় এ্যাম্বুলেন্স ব্যবসাকে কেন্দ্র করে মালিকদের মধ্যে ক্ষোভ রয়েছে। হাসপাতালের অভ্যন্তরে কাচালঙ্কা নামক একটি দোকান ভাড়া নিয়ে রনি নামক এক যুবক হাসপাতালের রোগীদের জোর করে তার নিয়ন্ত্রনাধীন এ্যাম্বুলেন্সে তুলে দেয়। এতে করে অন্যান্য এ্যাম্বুলেন্স মালিকরা ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এছাড়াও রনি হাসপাতালের ভেতরে থাকা কাচা লংকা নামক দোকানে বিভিন্ন ধরনের অবৈধ ব্যবসা করেন।

এনিয়ে রনির সাথে তার সম্পর্ক ভালো যাচ্ছেনা। আহত রফিক দাবি করেন, তিনি সম্প্রতি ঢাকা থেকে একটি এ্যাম্বুলেন্স কিনেছেন। গতকাল শনিবার তিনি ঢাকার মালিককে ৫ লাখ টাকা দেওয়ার কথা ছিল। বিষয়টি জানতে পেরে রনি তার পেছেনে লোক লাগিয়ে রাখে। দুপুর ২টার দিকে আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনের সামনে রনি, তার ভাই সোহেল, বন্ধু সিফাত, তনয়, উত্তম ও রাজু তাকে বেদম মারধোর করে তার কাছে থাকা ৫ লাখ টাকা নিয়ে যায়।

তিনি বলেন, এ ঘটনায় তিনি থানায় মামলা দায়ের করবেন।
এ ব্যাপারে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নবীর হোসেন বলেন, বিষয়টি আমি শুনেছি, তবে এ ঘটনায় এখনো থানায় কোন অভিযোগ দেওয়া হয়নি।

এ্যাম্বুলেন্স মালিক রফিককে বেদম মারধোর ॥ ৫ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ

botvনিউজ:

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ২০১৮-২০১৯ অর্থবছরের জন্য ৩২ কোটি ৫৮ লাখ ৭৮ হাজার ৭৮৪ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টায় স্থানীয় সুর স¤্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তনে পৌরসভার মেয়র নায়ার কবির প্রস্তাবিত এই বাজেট ঘোষণা করেন।

বাজেট অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র. আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ এ.এস.এম. শফিকুল্লাহ, ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অব কমার্সের সভাপতি আজিজুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ রেজাউল কবীর প্রমুখ। অনুষ্ঠানে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরগনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও শহরের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এবারের বাজেটে সম্ভাব্য আয় ধরা হয়েছে ৩২ কোটি ৫৮ লাখ ৭৮ হাজার টাকা। আর সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৩১ কোটি ৯ লাখ টাকা এবং সমাপনী স্থিতি ১ কোটি ৫০ লাখ টাকা।

বাজেটে আয়ের খাত হিসেবে পৌরকর, রেইট, লাইসেন্স ফি, হাটবাজার, পুকুর ও টার্মিনাল ইজারা এবং পৌর সম্পত্তির ভাড়া ইত্যাদি এবং ব্যায়ের খাত হিসেবে জলবায়ু পরিবর্তন, হাট বাজার উন্নয়ন, ট্রাক টার্মিনাল নির্মাণ, শিশু পার্ক নির্মাণ, পৌর মিলনায়তন এবং পশুর হাট সম্প্রসারণ, বাণিজিক মার্কেট নির্মাণ ও সৌন্দর্যবর্ধনের কথা উল্লেখ করা হয়েছে।

পরে দুপুর সাড়ে ১২টায় পৌরসভার মাহবুবুল হুদা সভা কক্ষে বাজেটের উপর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলন মেয়র নায়ার কবির ও পৌর কর্মর্কতারা বাজেটের বিভিন্ন দিক নিয়ে সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দেন।

সংবাদ সম্মেলনে পৌরসভার সচিব সৈয়দ আবুজর গিফারী, নির্বাহী প্রকৌশলী নিকাশ চন্দ্র মিত্র, সহকারি প্রকৌশলী কাউছার আহমেদ, হিসাব রক্ষণ কর্মকর্তা মোঃ গোলাম কাউসার, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি খ.আ.ম রশিদুল ইসলাম, সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পীসহ জেলায় কর্মরত বিভিন্ন ইলেক্ট্রনিক, প্রিন্ট ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
###

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সাড়ে ৩২ কোটি টাকার বাজেট ঘোষণা

botvনিউজ:

ব্রাহ্মণবাড়িয়া শহরের কেন্দ্রস্থল বঙ্গবন্ধু স্বয়ারে স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙ্গার সময় সারওয়ার উদ্দিন-(২৪) নামে এক মাদরাসা ছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাত পৌনে আটটার দিকে শহরের পৌর আধুনিক সুপার মার্কেটের সামনে “বঙ্গবন্ধু স্বয়ার” এর সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত সারওয়ার উদ্দিন পৌর এলাকার শিমরাইলকান্দি গ্রামের তাহের উদ্দিনের ছেলে। তবে পরিবারের দাবি, সারওয়ার দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছেন। তিনি মনোরোগ বিশেষজ্ঞ ডাঃ মুহিত কামালের চিকিৎসাধীন রয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, রাত পৌনে ৮টার দিকে সারওয়ার হাতুড়ি নিয়ে বঙ্গবন্ধুর ম্যুরালে আঘাত করতে থাকে। হাতিুরীর আঘাতে ম্যুরালটি ক্ষতিগ্রস্ত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে তাকে গ্রেপ্তার করে।

সারওয়ারের বড় ভাই সালাহ্ উদ্দিন সাংবাদিকদের জানান, ঢাকার কেরানীগঞ্জের একটি মাদরাসায় পড়তো সারওয়ার। কয়েক বছর ধরে সারওয়ার মানসিকভাবে অসুস্থ। বিকেল থেকে তাকে আমরা খুঁজে পচ্ছিলাম না।

সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) জিয়াউল হক জিয়া জানান, এ ঘটনায় পৌর সভার সার্ভেয়ার মাকসুদুর রহমান বাদি হয়ে তার বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করেছেন। তিনি বলেন, আমরা তাকে ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদ করছি। জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

###

ব্রাহ্মণবাড়িয়ায় বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙতে গিয়ে মাদরাসার ছাত্র গ্রেপ্তার

botvনিউজ:

ঢাকা-চট্টগ্রাম রেলপথের ব্রাহ্মণবাড়িয়ায় তেলবাহী একটি কন্টেইনার ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট পথে প্রায় ১৫ ঘন্টা ট্রেন চলাচল ব্যাহত হয়। এ সময় কন্টেইনার থেকে প্রচুর তেল (ডিজেল) পড়ে যায়। এদিকে কন্টেইনার ট্রেন লাইনচ্যুতের কারনে ট্রেনের নির্ধারিত সময়সূচি ভেঙ্গে যায়। কোনো কোনো ট্রেন কয়েক ঘন্টা বিলম্বে চলাচল করে। এতে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়।

এদিকে দুর্ঘটনা তদন্তে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটিকে আগামী পাঁচ কার্যদিনের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে।
রেলওয়ের বিভাগীয় সহকারি পরিবহন কর্মকর্তা মোঃ রেজাউল হককে তদন্ত কমিটির প্রধান করা হয়। তবে দুর্ঘটনার কারণ সম্পর্কে কেউ নিশ্চিত করে কিছু বলতে পারেন নি।

রেলওয়ে সূত্র জানায়, গত শনিবার রাত ১০টার দিকে ঢাকাগামী একটি তেলবাহী কন্টেইনার ট্রেন ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার শিমরাইলকান্দি এলাকায় এসে বিকট শব্দে ট্রেনের ৯টি কন্টেইনার লাইনচ্যুত হয়। এতে কন্টেইনারে থাকা ডিজেল পড়তে থাকে। খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও রেলওয়ের লোকজন ঘটনাস্থলে ছুটে যায়। উদ্ধার কাজ করতে আখাউড়া থেকে আসে একটি রিলিফ ট্রেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, একেকটি বগিতে ৩৪ হাজার ৭৩১ লিটার ডিজেল ছিল। খবর পেয়ে জেলা প্রশাসকসহ জেলা প্রশাসন ও রেলওয়ের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
দুর্ঘটনার পর আপ লাইন বন্ধ থাকালেও ডাউন লাইন দিয়ে ট্রেন চালানো হয়। পরে আখাউড়া থেকে উদ্ধারকারি ট্রেন এসে কাজ শুরু করলে ডাউন লাইনেও ট্রেন চলাচল বন্ধ রাখা হয়।
গতকাল রবিবার দুপুর একটার দিকে উদ্ধার কাজ শেষ হলে উভয় পথে (আপ-ডাউন) ট্রেন চলাচল শুরু হয়। এর আগে এক লাইনে ট্রেন চলাচলের কারণে চট্টগ্রামগামী মহানগর, ঢাকাগামী উপকূল এক্সপ্রেস, ময়মনসিংগামী বিজয় এক্সপ্রেস ট্রেন বিলম্বে চলাচল করে।

রাতে ঘটনাস্থলে থাকা ব্রাহ্মণবাড়িয়া সদর থানার উপ-পরিদর্শক (এস.আই) মোঃ ইশতিয়াক আহমেদ ও রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ সানাউল হক জানান, তেল পড়ে যাওয়ার যে কোনো ধরণে অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ মোতায়েন করা হয়। আখাউড়া থেকে রিলিফ ট্রেন এসে রাতেই উদ্ধার করা শুরু করে।

এ ব্যাপারে তদন্ত কমিটির প্রধান সহকারি পরিবহন কর্মকর্তা মোঃ রেজাউল হক জানান, রেলপথ, তেলসহ সংশ্লিষ্ট আর কি কি ক্ষতি হয়েছে তা নিরুপণ করা হবে। প্রাথমিক কাজ হিসেবে আগে রেললাইন থেকে দুর্ঘটনা কবলিত বগি সরিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়।
###

ব্রাহ্মণবাড়িয়ায় তেলবাহী কন্টেইনার ট্রেন লাইনচ্যুত ॥ ১৫ ঘন্টা ট্রেন চলাচল ব্যাহত

botvনিউজ:

ব্রাহ্মণবাড়িয়ার অভাবনীয় উন্নয়নের রূপকার, বাংলাদেশ আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেছেন, বিজয়নগর উপজেলার সাথে জেলা সদরের সংযোগ স্থাপনকারী “ শেখ হাসিনা সড়ক” বিজয়নগরবাসীর দীর্ঘদিনের স্বপ্ন । এই স্বপ্ন এখন বাস্তবায়নের পথে। তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যেই শেখ হাসিনা সড়কের নির্মান কাজ শেষ করতে হবে।

তিনি গতকাল বুধবার সকালে শেখ হাসিনা সড়কের নির্মান কাজ পরিদর্শনকালে একথা বলেন। তিনি বলেন, সড়কের নির্মানকাজে কোন অনিয়ম হলে, কোন ধরনের গাফিলতি পাওয়া গেলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন বিজয়নগর উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডঃ তানভীর ভূইয়া, উপজেলা নির্বাহী অফিসার আলী আফরোজ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জহিরুল ইসলাম ভূইয়া, মহিলা ভাইস চেয়ারম্যান ফয়জুন্নাহার টুনি, উপজেলা প্রকৌশলী জামাল উদ্দিন, চর-ইসলামপুর ইউপি চেয়ারম্যান দানা মিয়া ভূইয়া, পওন ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান রতন, সদর বিআরডিবির চেয়ারম্যান এম.এ.এইচ মাহবুব আলম, বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আরশাদ, সদর উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক জসিম উদ্দিন রানা, জেলা ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি সুজন দত্ত, বিজয়নগর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ আজহারুল ইসলাম ভূইয়া প্রমুখ।
###

“ শেখ হাসিনা সড়ক” সড়কের নির্মানকাজে কোন অনিয়ম হলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে

botvনিউজ:

জাতীয় ওলামা সমন্বয় পরিষদ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে গতকাল সোমবার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পুরাতন কোর্ট মসজিদে জাতীয় ওলামা সমন্বয় পরিষদ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি ক্বারী আনিছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন পুরাতন কোর্ট মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক শেখ মোঃ ফারুক।

জাতীয় ওলামা সমন্বয় পরিষদ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল্লাহর পরিচালনায় ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিপুল সংখ্যক মুসল্লী। ইফতার মাহফিলে দেশ, জাতী, মুসলিম উম্মাহর ভ্রাতৃত্ব এবং সদর আসনের সাংসদ র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরীর সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়। (প্রেস বিজ্ঞপ্তি)

###

জাতীয় ওলামা সমন্বয় পরিষদের ইফতার মাহফিল অনুষ্ঠিত

botvনিউজ:

ব্রাহ্মণবাড়িয়ায় হত দরিদ্র শিশুদেরকে নিজের পছন্দমতো জামা নেয়ার সুযোগ দিয়েছে ‘স্বপ্নের দোকান।’ গতকাল শনিবার সকালে এলাকার কিছু উদ্যমী ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে এই দোকান নিয়ে বসে। এ সময় অর্ধশতাধিক শিশু দোকান থেকে বিনামূল্যে তাদের পছন্দ মতো জামা-কাপড় নিয়ে যায়।

খোঁজ নিয়ে জানা গেছে, একবার একটা ঝকমকে শো-রুমের কাচের দেয়ালের বাইরে দাঁড়িয়ে দু’জন সুবিধাবঞ্চিত ভাইবোনকে মিথ্যামিথ্যি ঈদ শপিংয়ের অভিনয় করতে দেখেছিলেন ঢাকার নাঈম অঙ্কন। সেখানে বড়বোন দোকানি, আর ছোট ভাইটা কাস্টমার সেজেছিল।

শো-রুমের কাচের দেয়ালের বাইরে থেকে ইশারায় একটা জামা পছন্দ করেছিল ছোট ভাইটা। বড়বোনও তখন ইশারায় ঈদের জামাটা ছোট ভাইকে ভাঁজ করে প্যাকেট করে দেয়। ওদের এ করুণ অভিনয় শেষ হলে বড়বোনটা হাসিমুখে ছোট ভাইয়ের হাত ধরে রাস্তায় পড়ে থাকা বোতল কুড়াতে কুড়াতে চলে যায়। ওদের এ মিথ্যা অভিনয়, নাঈম অঙ্কনের মনে দাগ কাটে। সেখান থেকেই স্বপ্নের দোকানের আইডিয়াটা মাথায় আসে নাঈম অঙ্কনের।

২০১৭ সালে নাঈম অঙ্কন তার বোন রোকাইয়া এবং বন্ধু ঈশিতা রশিদকে সাথে নিয়ে প্রথম স্বপ্নের দোকান পরিচালনা করে ধানমণ্ডি এলাকার ফুটপাতে। এ বছর তারা ডেভেলপমেন্ট ফর পিস ফাউন্ডেশনের সহযোগিতায় ঢাকার মিরপুর, উত্তরা, মোহাম্মদপুর, ধানমণ্ডি, বাড্ডা, যাত্রাবাড়ী, শনির আখড়া ছাড়াও চট্টগ্রাম, সিলেট, খুলনা ও ব্রাহ্মণবাড়িয়াসহ দেশব্যাপী মোট ১২টি শাখায় স্বপ্নের দোকান পরিচালনা করেন।

জান্নাত রায়হানা, তৌহিদা তন্নী ও সাব্বির ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের ২নং প¬াট ফরমে স্বপ্নের দোকান পরিচালনা করেন। তাদের দোকান থেকে পথ শিশু ও হতদরিদ্র শিশুরা ৫০টির বেশি ঈদ পোষাক পছন্দ করে নিয়ে যান।

এ সময় উপস্থিত ব্রাহ্মণবাড়িয়া আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ সোপানুল ইসলাম বলেন, ‘এ ধরণের বেশিরভাগ উদ্যোগেই কোনো না কোনো স্বার্থ থাকে। কিন্তু এ উদ্যোক্তাদের বেলায় খুবই ব্যতিক্রম দেখছি।
###

ব্রাহ্মণবাড়িয়ায় পথ শিশু ও দরিদ্র শিশুদের মধ্যে স্বপ্নের দোকানের বিনামূল্যে ঈদ পোশাক বিতরন

botvনিউজ:

আভ্যন্তরীন কোন্দলের জের ধরে ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিপক্ষের গুলিতে জেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক সাইদুল ইসলাম শান্ত গুলিবিদ্ধ হয়েছেন। গত শনিবার সন্ধ্যায় জেলা ট্রাক মালিক গ্রুপের ইফতার মাহফিলে এ ঘটনা ঘটে। সাইদুল ইসলাম শান্তÍ ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার পূর্ব মেড্ডার অহিদ মিয়ার ছেলে এবং জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ মাসুম বিল্লাহ’র চাচাতো ভাই। তাঁর বুকে দুইটি গুলি লেগেছে। উন্নত চিকিৎসার জন্য তাকে তাকে ঢাকায় পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে একটি বিদেশী পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ তিন ছাত্রলীগ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

অপর দিকে গুলিবর্ষনের ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক লিমন আল স্বাধীনকে সংগঠন থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে ও পৌর ছাত্রলীগের কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়।

শনিবার রাতে জেলা ছাত্রলীগের এক জরুরি সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয় বলে জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক শাহাদাৎ হোসেন শোভন নিশ্চিত করেছেন।
ছাত্রলীগের একাধিক নেতা-কর্মীর সাথে কথা বলে জানা গেছে, শনিবার সন্ধ্যায় পৌর এলাকার মেড্ডা ট্রাক টার্মিনালে জেলা ট্রাক মালিক গ্রুপের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় সংসদ সদস্য র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী প্রধান অতিথি ছিলেন।

ইফতার মাহফিল চলাকালে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ মাসুম বিল্লাহ সেখানে গিয়ে ছাত্রলীগে অনেক বেয়াদব ঢুকে গেছে বলে অভিযোগ তুলেন। এ নিয়ে তার সাথে উপস্থিত কয়েকজন ছাত্রলীগ নেতা-কর্মীর কথা কাটাকাটি হয়। ইফতারের কিছুক্ষণ আগে মোকতাদির চৌধুরী এমপি অনুষ্ঠানস্থল ত্যাগ করার কয়েক মিনিট পর সাইদুল ইসলাম শান্ত গুলিবিদ্ধ হন।

জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ মাসুম বিল্লাহ অভিযোগ করে বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক লিমন আল স্বাধীন উত্তেজিত হয়ে এ ঘটনা ঘটান।

তবে লিমন আল স্বাধীন তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুম বিল্লাহ ইফতার মাহফিলে গিয়ে উচ্চবাচ্য শুরু করলে এ নিয়ে বাগবিতন্ডা হয়। এরই এক পর্যায়ে শান্ত আক্রমণের শিকার হন।

আহত শান্তকে প্রথমে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোঃ জিয়াউল হক গতকাল রবিবার বিকেল ৫টায় জানান, এ ঘটনায় এখনো থানায় মামলা হয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। তিনি বলেন, এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে একটি বিদেশী পিস্তল, দুই রাউন্ডগুলিসহ তিন ছাত্রলীগ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
###

আভ্যন্তরীন কোন্দলের জের ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগ নেতা গুলিবিদ্ধ

botvনিউজ:

ব্রাহ্মণবাড়িয়ায় আদালত ভবনের ইট পড়ে মনির মিয়া-(৩৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে রবিবার দুপুর ১২টায় পৌর এলাকার কাউতলী আদালত চত্বরে। এ সময় আনোয়ার হোসেন, জরু মিয়া নামে আরো দুইজন আহত হয়। তাদেরকে জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, আদালত পাড়ায় চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত ভবনের ১০ তলার নির্মাণ কাজ চলছে। দুপুরে নির্মান কাজ চলার সময় ইট গাঁথুনির জন্য শ্রমিকদের বানানো মাচা ভেঙ্গে নিচে পড়ে যায়। এ সময় মাচায় থাকা ইট পথচারী মনিরের উপর পড়ে। আশংকাজনক অবস্থায় মনিরকে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে কোর্ট পরিদর্শক মাহবুবুর রহমানের সাথে যোগাযোগ করলে তিনি বিষয়টি নিশ্চিত করেন।
###

ব্রাহ্মণবাড়িয়ায় আদাল ভতবনের ইট পড়ে পথচারী নিহত

ফেসবুকে আমরা..